ছোট গল্প গুলোঃ (Short Stories)
ছোট গল্প গুলো নিচে দেওয়া হল:-
ছোটগল্প সম্পর্কে কিছু ধারণা
ছোটগল্প (বিকল্প বানান ছোট গল্প) বাংলাই না সমগ্র কথাসাহিত্যের একটি বিশেষ রূপবন্ধ যা কাহিনীভিত্তিক এবং দৈর্ঘ্যে হ্রস্ব, তবে ছোটগল্পের আকার কী হবে সে সম্পর্কে কোন সর্বসম্মত সিদ্ধান্ত নেই। সব ছোটগল্পই গল্প বটে কিন্তু সব গল্পই ছোটগল্প নয়।
ছোট গল্প ছোটগল্প বলতে সাধারণত তাকেই বোঝায় যা আধঘণ্টা থেকে এক বা দুঘণ্টার মধ্যে এক নাগাড়ে পড়ে শেষ করা যায়। তবে আকারে ছোট হলেই তাকে ছোটগল্প বলা যাবে না। কারণ ছোটগল্পের প্রধান বৈশিষ্ট্য হলো এতে বিন্দুতে সিন্ধুর বিশালতা থাকতে হবে, অর্থাৎ অল্প কথায় অধিক ভাব ব্যক্ত করতে হবে।
কথাসাহিত্যের একটি বিশেষ ধারা। বাংলা সাহিত্যে এর আবির্ভাব উনিশ শতকের মাঝামাঝি সময়ে। উপন্যাসের সঙ্গে এর মৌলিক পার্থক্য এখানেই। ছোটগল্পে উপন্যাসের বিস্তার থাকে না, থাকে ভাবের ব্যাপকতা। উপন্যাস পড়ে পাঠক পরিতৃপ্তি লাভ করে, কিন্তু ছোটগল্প থেকে পায় কোনো ভাবের ইঙ্গিতমাত্র। ক্ষুদ্র কলেবরে নিগূঢ় সত্যের ব্যঞ্জনায়ই এর সার্থকতা।
বাংলা ছোটল্পের প্রথম আভাস পাওয়া যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (১৮৩৮-১৮৯৪) যুগলাঙ্গুরীয় (১৮৭৪) ও রাধারাণী (১৮৭৫) গল্পে। পূর্ণচন্দ্র চট্টোপাধ্যয়ের মধুমতী এবং সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের (১৮৩৪-১৮৮৯) রামেশ্বরের অদৃষ্ট, দামিনী প্রভৃতির মধ্যেও ছোটগল্পের আভাস পাওয়া যায়; তবে এর সবগুলিই উপন্যাসধর্মী রচনা।
আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ। কিভাবে ছোট গল্প লিখলে আপনারা বেশি আনন্দ উপভোগ করেন এবং এই সাইট সম্পর্কে কোন অভিযোগ, অনুরোধ থাকলে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ইমেইল করতে পারেন আমাদের E-Mail- westbangla24@gmail.com
এমনকি আমাদের ফেসবুক পেজ মেসেজ করতে পারেন
so
এবং এই সাইটের গল্প উপন্যাস গুলো যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করলে আমরা খুশি হব কারণ লেখক এর লেখা তখনই সার্থক হয়। যখন পাঠকেরা গল্প পড়ে আনন্দ পায় এবং সেই আনন্দের অনুভূতি সবার সাথে শেয়ার করে। so দয়া করে আপনাদের কাছে WestBangla থেকে একটা অনুরোধ। গল্প পড়ে গঠনমূলক মন্তব্য করে যাবেন এবং পারলে আপনার বন্ধুদের জন্য গল্পটি আরো পাঠকের কাছে পৌঁছে দেয়ার জন্য আপনার ফেসবুক আইডিতে শেয়ার করুন ধন্যবাদ ।। so Hide ছোট গল্প