sob golpo

রোমান্টিক উপন্যাস গুলোঃ

রোমান্টিক উপন্যাস গুলো নিচে দেওয়া হল:-

 

উপন্যাস  (ইং:Novel)  হলো গদ্যে লেখা দীর্ঘাবয়ব বর্ণনাত্মক কথাসাহিত্য। কবিতা, নাটক ও ছোটগল্পের ন্যায় উপন্যাস সাহিত্যের একটি বিশেষ শাখা। আধুনিক সাহিত্যে এটি তুলনামূলকভাবে নতুন আঙ্গিক। যিনি উপন্যাস রচনা করেন তিনি ঔপন্যাসিক

so উপন্যাস লেখার নির্দিষ্ট নিয়ম বা কাঠামো নেই। তবে সচরাচর এগুলো ছোটগল্পের তুলনায় বৃহদাকার হয়ে থাকে। অধিকন্তু উপন্যাসের আখ্যানভাগ ও চরিত্রের বিস্তার লক্ষিত হয় but হ্রস্ব দৈর্ঘ্যের উপন্যাসকে অনু-উপন্যাস বা ইংরেজীতে নভেলা (ইং:Novella) বলা হয়ে থাকে।উপন্যাসে পরিবেশ (milieu) বর্ণনা, প্লট, চরিত্র, সংলাপ ইত্যাদি যখন মানুষের জীবনের কাহিনীকে সুন্দর ও স্বার্থকভাবে ফুটিয়ে তুলে তার মধ্যে জীবনের কোনো অর্থ বা ভাষ্য প্রকাশ করা হয়।

so

because জীবনের এই রূপায়ণ উপন্যাসের মাধ্যমে পাঠকের কাছে বাস্তব বলে প্রতীয়মান হয়। নাটক, রাজাবলি (chronicle), কাব্য ইত্যাদি থেকে উপাদান গ্রহণ করে উপন্যাস রচনারও প্রথা রয়েছে। বস্তুত: উপন্যাসের রূপ অত্যন্ত নমনীয় ও মিশ্র। তাই এর নানা রূপভেদ চোখে পড়ে।

উপন্যাস জীবনের কথা বলে, ভালবাসার কথা বলে, মমতার কথা বলে, মানুষের কথা বলে !! ( রোমান্টিক উপন্যাস )

আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ। কিভাবে উপন্যাস লিখলে আপনারা বেশি আনন্দ উপভোগ করেন এবং এই সাইট সম্পর্কে কোন অভিযোগ, অনুরোধ থাকলে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ইমেইল করতে পারেন আমাদের E-Mail- westbangla24@gmail.com
এমনকি আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন

so

এবং এই সাইটের গল্প উপন্যাস গুলো যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করলে আমরা খুশি হব কারণ লেখক এর লেখা তখনই সার্থক হয়। যখন পাঠকেরা গল্প পড়ে আনন্দ পায় এবং সেই আনন্দের অনুভূতি সবার সাথে শেয়ার করে। so দয়া করে আপনাদের কাছে WestBangla থেকে একটা অনুরোধ। গল্প পড়ে গঠনমূলক মন্তব্য করে যাবেন এবং পারলে আপনার বন্ধুদের জন্য গল্পটি আরো পাঠকের কাছে পৌঁছে দেয়ার জন্য আপনার ফেসবুক আইডিতে শেয়ার করুন ধন্যবাদ ।। so Hide

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *