Mafia Boss- Season- 3

Married To The Dark King-  Mafia Boss- Season 3 !! Part- 56

চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়া অশ্রু গুলো মুছে নিলো রুহী।বুকটা থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে।বুকের ওপর থেকে ফোন টা নিয়ে কন্টক্টে গিয়ে রোয়েনের নম্বরটা দেখলো।কল দিতে গিয়ে দিতে পারলোনা।সে হয়ত ব্যাস্ত আছে পড়াশুনা নিয়ে নাহয় বন্ধুদের সাথে।আমার মতো নোংরা মেয়ের জন্য কারোর হৃদয়ে জায়গা না থাকাই ভালো।চোখের জামা ভিজে যাচ্ছে রুহীর।রোয়েন কি একবার ওর খবর নেয়নি?একবার ও কি জানতে চায়নি কই আছে ওর মায়াবতী? কেমন আছে?
রোয়েনকি ভুলে গেছে ওকে?এখন কি আর মনে পড়েনা একসাথে কাঁটানো দিন গুলি?কথা গুলো ভেবেই কেঁদে ফেলে রুহী।
রুহীকে খুঁজাতে থাকে রোয়েন নিজের লোকদের দিয়ে।কই পাবে সে তার রুহীকে?এতো বড় শহরে কই খুঁজবে সে তার রুহীকে।
মাথায় হাত রেখে ভাবছে রোয়েন।রুহীর কথা, রুহীর সাথে কাঁটানো দিনগুলির কথা।হঠাৎ ফোন বেজে উঠে রোয়েনের।
ফোন কানে ধরতেই ওর একজন লোক বলে উঠলো
“স্যার আনিলা বেগম মনে হয় নতুন মানুষ পাঠাইছে।কাউরেই তো দেখলাম না।
কি বলছিস এসব?ঠিক মতো চেক কর।আমাকে আপডেট দিতে থাক।দাঁতে দাঁত চেপে কথাটা বলে ফোন কেঁটে দেয় রোয়েন।মাথা জ্বলছে ওর।
আনিলা মানুষ পাল্টায়নি তো?রুহীকে এখন না পেলে বড় বিপদ হয়ে যাবে।ভাবতেই মাথা খারাপ হচ্ছে রোয়েনের।
ঘন্টাখানেক রোয়েনের সেই লোকটা কল দিলো আবার।
হ্যালো?অপরপাশ থেকে বলে উঠে রোয়েন।
স্যার মানুষ পাল্টাইছে ওনি।আগের মানুষ নাই আর।নেক্সট ফ্লাইট একমাস পরে আইবো।বলে উঠলো লোকটা।
তাহলে তো আর কোন কন্ফিউশন নাই।আনিলা বেগম নিজের লোক পাল্টেছে,রুহীকে এখন যতো দ্রুত সম্ভব খুঁজে বের করতে হবে।নাহলে,,,,,,,,নাহ কিছু হবেনা।রুহীকে খুঁজে বের করতেই হবে।ভাবতে থাকে রোয়েন।
কাল রুহীর ভার্সিটিতে গিয়ে ওদের ডিপার্টমেন্টের হেডের সাথে কথা বলতে হবে।রুহী কই থাকে সব খবর নিয়ে আসবে।ঠিক কথা মতো রোয়েন পৌছে রুহীর ভার্সিটিতে।প্রফেসর এডামের রুম ৪তলার বাম সাইডে লিফ্টের কাছে।
রোয়েন এডামের রুমের সামনে এসে দাঁড়ালো।
উপরে লেখা
Linguistic Researcher proffessor
Adam adbel(Tonkin)
London university
নেম প্লেট হালকা চোখ বুলিয়ে দরজায় নক করলো।
ভিতর থেকে কারোর সাড়া না পেয়ে দরজা আবার ও নক করলো রোয়েন।
খুব বয়স্ক একজন কাঁপা কাঁপা গলায় বলে উঠলো
Who’s that?
Sir i’m your student.বাহিরে দাঁড়িয়ে বলে উঠলো রোয়েন।
What????কাঁপা গলায় জিজ্ঞেস করলেন প্রফেসর।
এই বুড়ো কে প্রফেসর রাখলো কে কে জানে?মনে মনে বলল রোয়েন।
গলা পরিস্কার করে নিলো রোয়েন।Sir i am your student কিছুটা জোরেই বলল রোয়েন।
Please come in.লোকটা বলে উঠলো।
রোয়েন ভিতরে ঢুকে লোকটার সামনে এসে বসলো।
Today is close.বলে উঠলো লোকটা।
I know sir.Iam not your student.But i am here for some help.বলে উঠলো রোয়েন।
লোকটা প্রথমে ভয় পেলে ও পরো মুখ নরমাল করে বলল How can i help you?
I need her address রুহীর ছবি দেখিয়ে বলল রোয়েন।
Ah its Ruhi?Why do you need her address? লোকটা জিজ্ঞেস করে উঠলো।
sir she is my girlfriend.She got angry with me and came here.Please sir help me.বলে উঠলো রোয়েন।
Is she really your girlfriend? কিছুটা ভ্রু কুঁচকে প্রশ্ন করলো লোকটা।
Yes sir.please give me her address. আবার ও বলল রোয়েন।
লোকটা একটা খাতা রোয়েনের দিকে এগিয়ে দিলো।
রোয়েন খাতাটা খুলে বুঝতে পারলো এখানে স্টুডেন্টদের নাম ঠিকানা ফোন নম্বর তুলে রাখা আছে।রুহীর ঠিকানা ফোন নম্বর পেলো ওর ছবি সহ।
রোয়েন ঠিকানার ছবি তুলে নিলো।রুহীকে ছবিটা তে ভীষন সুন্দর লাগছে।ছবিটাতে হাত বুলিয়ে নিলো রোয়েন।
তারপর লোকটার দিকে তাকালো রোয়েন।
Sir thank you.
welcome young man.বলে উঠলো এডাম।
রোয়েন বেরিয়ে এলো সেখান থেকে।
এরপর দু তিনদিন চলে গেলো।রোয়েন রুহীর ঘরের পাশেই একটা বাসা ভাড়া নিলো।রোয়েনের জানালা দিয়ে রুহীর বেডরুম দেখা যায়।রোয়েন রুহীর অগোচরেই প্রতিদিন রুহীকে দেখে যায়।রুহী ভার্সিটির জন্য বা অন্য কোথাও বের হলে ওর পিছু নেয়া।রুহীর যত্ন নেয়া।সব রুহীর ধারনার ও বাহিরে।
প্রতিদিন একটা লোকের গিফট দিয়ে যাওয়ায় বেশ অবাক হচ্ছে রুহী।লোকটাকে চিনে ও।পাশের বাসার দারোয়ান আঙ্কেল।
ওনাকে বার বার জিজ্ঞেস করে ও লাভ হচ্ছেনা গিফটস পাঠায় কে?কখনো চকলেট কখনো ডলস কখনো ড্রেস কখনো ফুল আরো অনেক কিছু।প্রায় একমাস ধরে চলছে এসব।
রুহী সেদিন আর সহ্য করতে না পেরে লোকটার হাতে চকলেট ছাড়া বাকি গিফট গুলো তুলে দিলো।আমি যেহেতু জানিনা এগুলো কে পাঠাচ্ছে তাহলে এগুলো রাখবো ও না।চকলেট গুলো দিতে পারলাম না।ও গুলো শেষ।বলে রুহী দরজা লাগিয়ে দিলো।
পরদিন একই সময়ে রুহীর বাসার কলিংবেল আবার ও বেজে উঠলো।আজিব বলেছিলাম গিফটস লাগবেনা।তাও আজ আবার এনেছে।ওয়েট পাশের বাড়িওয়ালা আঙ্কেলকে বিচার যদি না দিয়েছিনা?তাহলে আমার নামও রুহী না।কথা গুলো নিজে নিজে বলে দরজার সামনে এসে দাঁড়ালো।দরজার হাতল ধরে টেনে খুলতেই কেউ একজন সামনে ফিরে দাঁড়ালো।হাতে অনেক গুলো গিফটস।লোকটার দিকে তাকাতেই রুহী,,,,
|
|
|
|
চলবে