Childhood marriage ! Part- 18
#পর্ব-১৮
সায়ন : ছোঁয়া I am sorry,sorry for whatever I did to you…ছোঁয়া আমি জানি আমি তোমার সাথে যা যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করা তোমার পক্ষে অনেক কঠিন কিন্তু তবুও প্লিজ একটা শেষ সুযোগ দাও আমাকে।I promise তোমার চোখে কখনও একফোঁটা পানিও আসতে দিব না,পৃথিবীর সব সুখ তোমার পায়ের নিচে এনে দিব।অামার অপরাধের জন্য যে শাস্তি দেবে মাথা পেতে নেব শুধু আমাকে ছেড়ে যেও না প্লিজ…তোমাকে ছাড়া এক মুহুর্তও থাকার কথা আমি চিন্তাও করতে পারছি না।অনেক ভালোবাসে ফেলেছি তোমাকে I love you…I need you..I want to be with you till my last breath…Please don’t break my heart…
ছোঁয়া : মাথা নিচু করে দাঁড়িয়ে আছি,উনি এতক্ষণ এসব কি বললেন!চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে,কি করব আমি?কি করা উচিত আমার?
সায়ন : চুপ করে আছো কেন?কিছুতো বল প্লিজ..আমি আর নিতে পারছি না প্লিজ ছোঁয়া মাফ করে দাও আমাকে…
ছোঁয়া : অনেক কষ্টে উনার থেকে হাত দুটো ছাড়িয়ে নিলাম তারপর দরজার দিকে পা বাড়ালাম
সায়ন : ছোঁয়া…ছুটে গিয়ে ওকে আটকালাম।কোথায় যাচ্ছো?
ছোঁয়া : ঘুমাতে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে
সায়ন : না আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি কোথাও যেতে পারবে না,আর ঘুম পাচ্ছে তো আমার সাথে ঘুমাবে,আমার বুকে মাথা রেখে…
ছোঁয়া : দেখুন আমার কিন্তু এসব একদম ভাল লাগছে না,প্রচণ্ড মাথা ব্যথা করছে আমাকে যেতে দিন
সায়ন : মাথা ব্যথা করছে?কি দেখি আমি মাথা টিপে দিচ্ছি এক্ষুণি ঠিক হয়ে যাবে
ছোঁয়া : উফ!আপনি বুঝতে পারছেন না কেন আমার এসব একদম ভাল লাগছে না
সায়ন : কেন ভাল লাগছে না ছোঁয়া,আমি মানছি আমি এতদিন যা করেছি খুব অন্যায় করেছি কিন্তু এখন…এখনতো আমি নিজের ভুল বুঝতে পেরেছি আর তোমার কাছে ক্ষমাও চেয়েছি তারপরও তুমি কেন এমন করছো?একটাবার আমাকে সুযোগ দিয়েই দেখো না,তোমাকে এত ভালোবাসবো যে তুমি সব দুঃখ কষ্ট ভুলে যাবে
ছোঁয়া : উফ!আপনি বুঝতে পারছেন না কেন আমার এসব কিছুই লাগবে না।আপনি প্লিজ এখান থেকে চলে যান
সায়ন : চলে যাব!কেন চলে যাব আমি?সত্যি করে বলতো তুমি কি আমাকে কখনই ভালোবাসো নি?আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো আর এখন যা বলছো রাগের মাথায় বলছো।ঠিক আছে তোমাকে এখন কিছু বলতে হবে না,রাগটা ঠাণ্ডা হোক তখন যা বলার বল..
ছোঁয়া : না আমি আপনাকে ভালোবাসি না আর এটা আমি একদম ঠাণ্ডা মাথায় বলছি…
সায়ন : আমি বিশ্বাস করি না
ছোঁয়া : আপনি বিশ্বাস করেন বা না করেন এটাই সত্যি যে আমি আপনাকে ভালোবাসি না
সায়ন : ছোঁয়া…আর নাটক করতে হবে না,অনেক হয়েছে
ছোঁয়া : আমি মোটেও নাটক করছি না,I am serious
সায়ন : এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে ছোঁয়া,পাগলামী বাদ দাও আর আমার সাথে চল
ছোঁয়া : Didn’t you get it?I don’t love you infact I hate you…
সায়ন : ছোঁয়া…😡আর রাগ সামলাতে পারলাম না…ঠাসসসস…
ছোঁয়া : আপনা-আপনি গালে হাত চলে গেল,উনার দিকে অবাক হয়ে তাকালাম
সায়ন : I am sorry baby.কেন যে রাগটাকে কনট্রোল করতে পারলাম না?প্লিজ মাফ করে দাও আর কক্ষণও এমন হবে না…
ছোঁয়া :….
সায়ন : আচ্ছা ঠিক আছে,একটু বেশিই জোরে লেগেছে তাইনা?ওয়েট আমি এক্ষুণি আইস নিয়ে আসছি সব ঠিক হয়ে যাবে…
ছোঁয়া : থাক…আর দরদ দেখাতে হবে না
সায়ন : ছোঁয়া আমি না ইচ্ছে করে এসব…তুমি এক মিনিট বসো আমি এক্ষুণি মেডিসিন লাগিয়ে দিচ্ছি.বলেই ওকে ধরে বসিয়ে দিলাম…
ছোঁয়া : I said stop it.উনার হাত সরিয়ে দিলাম
সায়ন : ছোঁয়া আমি…
ছোঁয়া : চুপ একদম চুপ,এতদিন আপনি বলেছেন আমি শুনেছি,এখন আমি বলব আপনি শুনবেন।কি ভেবেছেন কি আপনি?যখন আপনার মনে যাই আসবে তাই করবেন!ইচ্ছে হবে কাছে টেনে নিবেন আবার যখন সাধ মিটে যাবে দূরে সরিয়ে দেবেন!নাহ্ সবকিছু আপনার ইচ্ছেমত হবে না,এতদিন আপনার যা ইচ্ছে হয়েছে আপনি করেছেন।এখন আমার যা ইচ্ছে হবে আমি করব,আমার ইচ্ছের বিরুদ্ধে কোন কাজই আমি করব না…
সায়ন : ছোঁয়া আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর প্লিজ…
ছোঁয়া : কি বুঝব আমি?বোঝার আর কি বাঁকি আছে?ছোটবেলা বাবাকে হারিয়েছি,বাবার চেহারাটাও ঠিকমত মনে নেই আর মা?মা তো থেকেও নেই,ছোটবোনটা আমাকে ঠিকমত চেনে না পর্যন্ত,ওর সম্পর্কে কিছুই জানিনা আমি,ওর কি পছন্দ কি অপছন্দ কোন কিছুই জানিনা।কিন্তু কাকাই আর কাকিয়া উনারা আমাকে নিজের মেয়ের চেয়ে কোন অংশে কম আদর-যত্ন করেন নি।আমিও তাই উনাদেরকেই আমার বাবা-মার জায়গায় বসিয়েছিলাম।
কিন্তু যখন জানতে পারলাম যে আপনার সাথে আমার…
সায়ন : প্লিজ চুপ কর…অনেক কষ্ট সহ্য করেছো তুমি আর না আমিতো আছি…
ছোঁয়া : সত্যিটা জানার পর প্রথমে কষ্ট হলেও পরে সব মেনে নিয়েছিলাম,আপনি যখন বললেন আপনি অন্য একজনকে ভালোবাসেন আমার অনেক কষ্ট হয়েছিল জানেন?মনে হচ্ছিল কেউ আমার কলিজাটা টেনে ছিড়ে ফেলছে,তারপর অনেক চেষ্টা করেছি নিজেকে আপনার থেকে দূরে রাখার কিন্তু পারিনি।আস্তে আস্তে আপনাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম,আমি মানছি যে আমি আপনাকে নিজের কাছে টানার অনেক চেষ্টা করেছি এবং সেদিন আপনার অজান্তেই আপনাকে একান্ত আপন করে পেয়েছিলাম…
সায়ন : Will you stop it?
ছোঁয়া : না আমি চুপ করব না।সেদিন আপনি কি করলেন আমার সাথে মনে আছে?রাতের পুরো ঘটনার জন্য দায়ী করলেন আমাকে,যেন যা কিছু হয়েছে তাতে আপনার কোন হাতই নেই!তারপর কি করলেন?আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন!কেন কি দোষ ছিল আমার?যা কিছু করেছিলাম আমার স্বামীর সাথেইতো করেছিলাম,কোন পরপুরুষের সাথেতো কিছু করিনি যার জন্য আমাকে দুশ্চরিত্রা,নষ্টা মেয়ে মানুষ উপাধী পেতে হল…
সায়ন : I said stop it,I don’t want to hear a single word in this regards..
ছোঁয়া : হ্যাঁ এটাইতো পেয়েছেন,আপনার যা ইচ্ছে হবে আপনি চান অন্যজনও তাই করবে।আপনার ইচ্ছে হলে আমি কথা বলব আর না হলে আমাকে চুপ থাকতে হবে তাইতো?
সায়ন : হ্যাঁ তাই
ছোঁয়া : না এখন আর তা হবে না,আমি চলব আমার ইচ্ছেমত।কারো হাতের পুতুল হতে আমি পারব না…
সায়ন : লাস্ট টাইম বলছি,চুপ কর
ছোঁয়া : বাবা-মাকে কিছু বলিনি বলে মনে করবেন না যে আমি আপনাকে ভয় পাই,শুধুমাত্র উনারা জানতে পারলে কষ্ট পাবেন ভেবে এতদিন কিছু বলিনি।ভয় পাবেন না আমি উনাদের কিছুই বলব না তাতে যদি আমাকে আবারও চরিত্রহীনার উপাধী দেন দিতে পারেন।I don’t care…
সায়ন : ঠাসসসস…😡Shut up আর একবার যদি নিজের সম্পর্কে এমন নোংরা কথা বল…
ছোঁয়া : উনার থাপ্পড়ে তাল সামলাতে না পেরে দূরে ছিটকে পড়লাম,টেবিলের কোণে লেগে কপালে একটু কেটেও গেল
সায়ন : সর্বনাশ এটা আমি কি করলাম,এমনিতেই ও কতটা রেগে ছিল তার উপর আবার…😨ছুটে গিয়ে ওকে উঠাতে গেলাম
ছোঁয়া : নাহ্ একদম ছোবেন না আমাকে
সায়ন : ছোঁয়া জেদ কর না প্লিজ..
ছোঁয়া : হ্যাঁ তো জেদ তো শুধু আপনিই করতে পারেন,আমারতো সেই অধিকারও নেই…
সায়ন : কথা পরেও বলতে পারবে আগে আমাকে দেখতে দাও কতখানি কেটে গেছে
ছোঁয়া : লাগবে না,আমার খেয়াল আমি নিজেই রাখতে পারব
সায়ন : ছোঁয়া দেখো অনেকখানি কেটে গেছে,আমি ফার্স্ট এইড বক্স নিয়ে আসছি
ছোঁয়া : বললামতো আমার কিছু লাগবে না
সায়ন : চুপ একদম চুপ দেখি আমার দিকে ঘোরো তো
ছোঁয়া : উল্টো দিকে ঘুরে বসলাম
সায়ন : এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে😠
ছোঁয়া : হ্যাঁ আমি কিছু করলেইতো বাড়াবাড়ি হয়ে যায়,আর আপনি হাজারটা দোষ করলেও সবকিছু লিমিটের মধ্যেই থাকে
সায়ন : চুপচাপ আমার দিকে ঘুরে বস বলছি,নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে
ছোঁয়া : আরো একটু দূরে সরে বসলাম
সায়ন : না তুমি এভাবে শুনবে না দেখছি…ওকে একরকম জোর করেই নিজের দিকে ঘুরিয়ে নিলাম
ছোঁয়া : কি অসভ্যতামি হচ্ছে!ছাড়ুন বলছি
সায়ন : মেয়েটা একটু বেশিই নড়াচড়া করছে তাই এক হাতে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম তারপর আস্তে আস্তে ওর কাটা জায়গায় মেডিসিন লাগাতে লাগলাম
ছোঁয়া : উনি এমনভাবে আমাকে চেপে ধরে রেখেছেন যে চাইলেও নড়াচড়া করতে পারছি না।সত্যি কথা বলতে কি আমারও উনাকে সরিয়ে দিতে ইচ্ছে করছে না,এভাবে থাকতেই ভাল লাগছে
সায়ন : খুব সাবধানে ওর কাটা জায়গায় মেডিসিন লাগিয়ে দিলাম।এতদিন পরে ওকে এভাবে কাছে পেয়েছি,আর ছাড়তে ইচ্ছে করছে না।আস্তে আস্তে ওর দিকে এগিয়ে যাচ্ছি,ওর ঘাড়ে আলতো করে ঠোঁটটা ছুঁইয়ে দিলাম।ঘাড় থেকে গলা তারপর…
ছোঁয়া : এক ঝটকায় উনাকে সরিয়ে দিয়েই হাঁপাতে লাগলাম
সায়ন : ওর ধাক্কা খেকে হুঁশ ফিরল,অবাক হয়ে ওর দিকে তাকালাম
ছোঁয়া : আপনারা সব পুরুষ মানুষই এক,একটু শান্ত হয়ে বসে আছি দেখে মনে করছেন সব ভুলে গেছি না?ফিজিক্যাল এ্যাটাচমেন্ট ছাড়া মাথায় আর কিছুই নেই না!আপনি বোঝেন না আপনার স্পর্শ আমার একদম ভাল লাগে না,তারপরও আপনি…
সায়ন : ওর কথা শুনে খুব অবাক লাগছে,কি বলছে এসব?
ছোঁয়া : আসলে আমারই ভুল হয়েছে,আপনাকে একটু বেশিই ভাল মানুষ ভেবেছিলাম…আর শুনুন একটা শেষ উপকার করবেন প্লিজ যত তাড়াতাড়ি পারেন এখান থেকে চলে যান প্লিজ…
আর কিছু বললাম না,গটগট করে উনার রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে আসলাম
সায়ন : ও চলে গেল,আমি কিছুই বলতে পারলাম না।এতটা ঘৃণা করে আমাকে যে আমার স্পর্শে…আমার চেহারাও দেখতে চায় না!এই মেয়েটা এত জেদি কেন?
ও কি আমাকে কখনই ক্ষমা করবে না?ও যদি ক্ষমা না করে তাহলে আমার কি হবে?ওকে ছাড়া কিভাবে থাকব…
ছোঁয়া : রুমের দরজা বন্ধ করে বসে আছি,উনি কেন এমন করছেন?অনেক কষ্টে নিজেকে সামলে নিয়েছিলাম কিন্তু উনি এসে আবার সবকিছু এলোমেলো করে দিলেন।উনি কেন বুঝতে পারছেন না যে উনি এমন পাগলামি করলে আমি আর বেশিদিন উনার থেকে দূরে সরে থাকতে পারব না..
(সকালে)
মা : কি রে খোকা,তুই এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলি যে…
সায়ন : হ্যাঁ মা,যেতেই যখন হবে তাই ভাবলাম একটু তাড়াতাড়িই বেরিয়ে পড়ি
মা : কিন্তু তাই বলে এত সকালে!
সায়ন : তোমাকে কিভাবে বলব মা,আমি যে ছোঁয়ার জন্যে এসব করছি।ও যে আমাকে রিকুয়েস্ট করেছে চলে যাওয়ার জন্য(মনে মনে)
মা : ছোঁয়া মা..একবার এদিকে আয় তো…
ছোঁয়া : হ্যাঁ মা আসছি..
সায়ন : ও এসেই থমকে দাঁড়ালো,দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড কান্নাকাটি করেছে রাতে।চোখ-মুখ একদম ফুলে গেছে…
ছোঁয়া : হ্যাঁ মা বল
মা : হ্যাঁ ছোঁয়া বলছিলাম সায়নতো এখনই চলে যাবে,ওকে একটু খেতে দে তো…
ছোঁয়া : হ্যাঁ মা দিচ্ছি,আপনি বসুন আমি খাবার আনছি
সায়ন : না মা জার্নি করতে হবে তাই খাব না,রাস্তায় কিছু খেয়ে নিব
ছোঁয়া : শুনুন মার সামনে কোন সিনক্রিয়েট করবেন না প্লিজ,নাটক করতে ইচ্ছে হলে পরে করবেন।এখন চুপচাপ খেতে বসুন(ফিস ফিস করে)
সায়ন : হুম বসছি,তুমিও বসো প্লিজ…
ছোঁয়া : শুনুন এত ঢং করার দরকার নেই,আমি একাই খেয়ে নেব আপনি খেয়ে নিন…
সায়ন : এত জেদ কেন তোমার?আজ তো আমি চলেই যাচ্ছি,আবার কবে ফিরব তারতো ঠিক নেই তাই কথাটা বলেছিলাম।তুমি বিশ্বাস কর আর না কর আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি বিশ্বাস করি মুখে স্বীকার না করলেও এখনও তুমি আমাকে ভালোবাসো
ছোঁয়া : না বাসি না
সায়ন : সেটা আমি চলে যাওয়ার পর নিজেই বুঝতে পারবে।আর শোন তুমি আমার স্ত্রী,আমার দরজা তোমার জন্য সবসময়ই খোলা আছে।তুমি যখন চাইবে আমার কাছে চলে আসবে আর যদি যেতে না পারো তাহলে আমাকে শুধু একবার বলবে আমি যেখানেই থাকি তোমার কাছে ছুটে চলে আসবো…
ছোঁয়া : তার আর দরকার হবে না…
সায়ন : সেটা সময় হলেই বোঝা যাবে…
To be continued….