বস বয়ফ্রেন্ড Season-4

বস বয়ফ্রেন্ড Season-4 ! পর্ব- ৪

খাবারের টেবিল এ
ড্যাড- রাদ। তোমাকে এই কয়দিনে আমি
তেমন ই দেখেছি যেমন আমি তওমাকে
দেখতে চাই।
এবার আমি সন্তুষ্ট।
আমি এবার এই কম্পানি টার দায়িত্ব
একেবারে তোমার উপর দিয়ে দিতে চাই।

রাদ-আমি এটাকে আরো উপরে নিয়ে যাওয়ার
চেস্টা করব। i will do my best dad.

ড্যাড- I know my son.আমি কাল কে একটা
ব্যবসায়িক কাজে Spain এ যাব।
ওই খানে কাজ শেষ এ ভাবছি তোমার বনের
সাথে কিছুদিন থাকব।

রাদ- রোদেলা র সাথে থাকবে ভাল কথা ওর
পড়া আর কিছু দিন ই ত বাকি আছে।
তার পর ত ও এখানেই থাকবে।

ড্যাড- হ্যা তা ত বটেই।

রাদ- এইখানের কাজের চাপ কমলে আমি ওর
সাথে ওইখানে যেয়ে দেখা করে আসব।
।।
ড্যাড- as u wish.
.রাদ- তুমি কাল কেই যাবে।

ড্যাড- হুম।
১০ টায় ফ্লাইট।

সকালে-
রাদ- বাবাকে see off করে আহিল কে ফোন
দিলাম।

আহিল- স্যার আমরা এখন ইন্টারভিউ শুরু
করছি।

রাদ- ওকে।

পরের দিন-

( রাদ অফিসে ঢুকতেই সবাই দাড়িয়ে গেল।
সবার হাত পা কাপা কাপি শুরু করে দিন
২-৩ দিনেই রাদের যে রাগ ওরা দেখেছে
তাতে সবার আত্তা উড়ে যাবার মত অবস্থা
হয়েছে)
রাদ- অফিসে যেয়েই টেবিল এ ৩ টা খাম
দেখতে পেলাম।
আহিল- স্যার কাল কে আমরা এই ৩ জন কে
সিলেক্ট করেছি।

রাদ- ওকে যাও আমি দেখছি।

আহিল- বাইরে আসলাম।
আল্লাহ জানে কি হয়।
যদি স্যার এর কাউকে পছন্দ না হয় তাহলে
আমার চাকরি ত শেষ।

রাদ- ৩ টা সি.ভি ই দেখলাম।
আহিল আহিল

আহিল- আল্লাহ আল্লাহ করে রুমে ঢুকলাম।
জি স্যার।

রাদ- আমার একে পছন্দ হয়েছে।

ওকে কাল কে ডেকে সব বুঝি য়ে দেও আর কন্ট্রাক্ট পেপার সাইন করিয়ে নেও আর পরশু থেকে জয়েন করার কথা
জানিয়ে দেও।

আহিল- জি স্যার।
যাক আল্লাহ! বাঁচাইছ।

আদর- সকালে উঠে রেডি হয়ে নিলাম।
সাদা ফুল হাতা গেঞ্জি, উপরে কালো
জ্যাকেট, কালো স্কার্ফ, কালো জিন্স।
খেয়ে দেয়ে বের হচ্ছিলাম।

আম্মু- কিরে কই যাচ্ছিস? ?

আদর- কেনো তুমি জানোনা কোথায় যাচ্ছি।

আম্মু- ও হ্যা মনে পরেছে।
আচ্ছা যা।
মন দিয়ে কাজ করবি।

আদর- আচ্ছা আম্মু।
বলে গালে চুমু দিয়ে বেরিয়ে গেলাম
সাইকেল নিয়ে।

খুব নার্ভাস লাগছে।

রাদ- আজ খুব মজা হবে বলে শয়তানি হাসি
দিলাম একটা।
রেডি হয়ে নিলাম।

গাড়ি র সামনে যেতেই ড্যানি গাড়ি র দরজা
খুলে দিল।
তারপর ও গাড়ি র সামনের সিটে বসল।
আমি ফোন দেখতে লাগলাম।

অফিসের সামনে এসে নামলাম।
অফিসে ঢুকতেই সবাই দাড়িয়ে গেল।
আমি সোজা কেবিন এ গেলাম।হাতের ঘড়ি র
দিকে তাকালাম। ৯ টা বাজতে ৫মিনিট
বাকি।
এখন অপেক্ষা শুধু ( পরেই বুঝবেন)


আদর- সময় মত যেতে পারলেই হল।
যাক সময় মত আসতে পারলাম।
রাদ- আর ১ মিনিট।হঠাত ১ টা মেয়ে গলা শুনা
গেল।

: may i come in sir.

রাদ- u may.
.
: sir im u p.A .my name is ……
.
রাদ- i know what is ur name miss চারচোখ
বলেই পিছনে ঘুরলাম।

আদর- আপ… আপ…. আপ…..আপনি? ??
( এই জংলি এইখানে??)

রাদ- im ur boss.
M.D of this company.
.
আদর- ।( আল্লাহ দুনিয়াতে আমার
এইখানেই কাজ পেতে হল???
আর উনার ও এই কম্পানির এমডি হতে হল”!”
আল্লাহ কোন পাপের শাস্তি)

রাদ- মুখের সামনে তুড়ি বাজিয়ে এই যে
মিস!!! কি ভাবছ? ??চাকরি ছাড়ার কথা
মোটেও ভাববে না।

আদর- ( আমার বয়েই গেছে চাকরি ছাড়তে।
তুমি কি ভেবেছ তোমাকে আমি ভয় পাই? ?
আমার নাম ও আদর। এমন আদর দেখাব না
আমাকে …. বুঝবে আমি কি জিনিস)

রাদ- টেবিল এর উপর জোরে বারি দিলাম।

আদর- চমকে উঠলাম।

রাদ- ( এখন বুঝবে আমি কি জিনিস???!!!”
তোমার জিবন যদি আমি তেজপাতা বানায়
না দিয়েছি তাহলে আমার নাম ও রাদ না।)
রাদ- তুমি ত আগেই কন্ট্রাক্ট
পেপার সাইন করেছ তাইনা??

আদর- জি স্যার।

রাদ- ওইখানে কি কি লিখা ছিল পরে নিয়েছ
ত ??

আদর- জি স্যার।

রাদ- তাহলে নিশ্চয় পরেছ ৩ বছর এর আগে
তুমি এইখান থেকে বের হতে পারবেনা।
এবং ৩ বছর পরে চাকরি ছাড়ার ২ মাস আগে
আমাকে নোটিশ দিতে হবে।
আর এটাও ছিল যে আমি যখন তখন তোমাকে
বের করে দিতে পারি।

আদর- জি স্যার।

রাদ- এখন থেকে আমার সমস্ত কাজ তুমি
দেখবে।

আদর- সমস্ত কাজ? ??

রাদ- টেবিল থেকে কলম হাতে নিলাম।
তার পর ফ্লোরে ফেলে দিলাম।
তোলো এটা।

আদর- কিহ! !?

রাদ- কলম টা তোলো।

আদর- কলম তুলে টেবিল এ রাখলাম।

রাদ- এখন বুঝলে আমার ছোট খাটো কাজ
থেকে শুরু করে সব কাজ তুমি দেখবে,যেমত ন
আমাকে কফি দেওয়া, আমার কেবিন গুছিয়ে
রাখা, সব ইমেইল চেক করা, সব ফাইল আমাকে
বুঝিয়ে দেওয়া, আমার সাথে সব লোকেশন,
মিটিং এ যাওয়া, মিটিং এর কথা মনে
করিয়ে দেওয়া।
everything.
আদর- ( এই পোলা আমাকে চাকর বানায়
ছাড়ল)
( আমার এত কান্না করতে মন চাচ্ছে তার
সাথে রাগ। )

রাদ- got it? ??
.
ador- ……
.
raad- তুমি কি আমার কথা বুঝতে পেরেছ? ?
( চিতকার করে)

আদর- চমকে উঠে জি স্যার।

রাদ- ( এবার বুঝবে এই জংলি কি কি করবে
তোমার সাথে।আমি নিজেকে কেন জংলি
বলছি ?? উফফ)
এই মেয়ে দাড়িয়ে আছো কেন? ? যাও
নিজের টেবিল এ যাও।

আদর- আল্লাহ বাইরে এসে মনে হল জিবন
ফিরে পেলাম।
নিজের টেবিল এ যেয়ে বসলাম।
( এবার বুঝতে পারলেন। ওইদিন আমি
এইখানে আসার কথা বলছিলাম।)

ইমু- hi. im imu.
ador- hlo. um ador.
nice to meet u.
.
imu- same here.
.
আহিল- হাই আদর।

আদর- হাই।

আহিল- এমন দেখাচ্ছে কেন তোমাকে??

আদর- এমন রাক্ষসের নিচে কাজ করতে হলে
ত এমন ই হবে।
বলে জিভ কাটলাম।

আহিল- ঠিক বলেছ স্যার এমন আগে আমরা
জানতাম ই নআআ।
এখন ত স্যার কে দেখলে হাত পা কাপাকাপি
শুরু হয়ে যায়।
স্যার ত পান থেকে চুন খসতেই world war 3
বাধিয়ে দিচ্ছেন।।
আদর- হায় আল্লাহ।

রাদ- আমার কেবিন এর সামনের দিকে কাচ
দেওয়া।
ভেতর থেকে বাইরে সব দেখা গেলেও বাইরে
থেকে ভেতরে দেখা যায় না।
আমি দেখছিলাম আহিল আর আদর কথা বলছে
কাজ বাদ দিয়ে।
বাইরে গেলাম।
সবাই দাড়িয়ে গেল।
আমি আহিল এর পিছনে যেতেই আদর দাড়িয়ে
গেল।
আহিল! !
আহিল- চমকে উঠে জি স্যার।

রাদ- তোমাদের সবাইকে বলছি এতা কাজের
জায়গা কথা বলার না।
কথা বলতে হলে lunch time অথবা ছুটি র
অপেক্ষা কর।
কাজের কথা ছাড়া অন্য কথা হবেনা।

আহিল- স্যার আসলে ওর সাথে পরিচয় …..

রাদ- পরিচয় পর্ব lunch টাইম এ সেরে নিবা
সবাই।
এরপর আর যেন এমন না হয়।
and miss ador follow me.

বিঃ দ্রঃ নিচে Next >> ক্লিক করলে পরবর্তী পর্ব পাবেন..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *