বজ্জাত বস রোমান্টিক হাজবেন্ড

বজ্জাত বস রোমান্টিক হাজবেন্ড !! Season -4 !! Part- 52

নিজের চেয়ে বেশি যাকে আমরা ভালোবাসি তাকে হারানোর ভয়টুকু যে আমাদের তিল তিল করে শেষ করে,,
অনেক টা সময় পাড় হয়ে যায়,,সবাই ফজর এর নামাজ পড়ে একবারে উঠে,,,সবার চোখের পানি আজ আরিশার জন্য,,,,
আবির নামাজ পড়ে এসে কেবিনের সামনে দাঁড়িয়ে আছে দরজা দিয়ে উঁকি মেরে দেখতেছে তার আদরের ছোট বোনটাকে মুখে অক্সিজেন মাক্স,,হাতে সেলাইন দেওয়া পুরো মাথায় ব্যান্ডিস করা,,চোখের পানি গুলি টপটপ করে পড়ছে,,কখনো ভাবে নাই যে তার আদরের বোনটাকে এইভাবে শুয়ে থাকতে দেখবে,,,
পিছনে কারো হাতের স্পর্শ পেয়ে তাড়াতাড়ি চোখের পানি মুছে পিছনে তাকিয়ে দেখে তিথি,,,
আবিরঃ তুমি?
তিথিঃ আপনার মনের অবস্থা আমি বুজতে পারছি,,,
আবিরঃ আমি ঠিক আছি,,,
তিথিঃ আপনি কেমন ঠিক আছেন আমি জানি,,,দেখুন হয়তো আমি রাতে বলেছি না কেঁদে নিজেকে শক্ত রাখতে যাতে সবাইকে সামলাতে পারেন কিন্তু এখন আমার সামনে আর এমন শক্ত রাখতে হবে না,,,,
আবিরঃ এমন কেন হলো তিথি??
আবির আর তিথি পাশে সিট গুলো তে বসে,,আবির হাঁটু ঘেরে বসে তিথিকে জড়িয়ে ধরে,,জড়িয়ে ধরে অজোরে কেঁদে উঠে
আবিরঃ আমার বোনটা কত হেপ্পি ছিলো আর তার সাথে এমন কেন হলো? ও আজ পর্যন্ত কখনো কারো ক্ষতি করে নাই জানো আমার বোনটার মন অনেক ভালো সে সব সময় সবাই কে আপন করে কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলে নাই,,
তিথিঃ আমি জানি আরু কেমন,,,,
আবিরঃ ছোট থেকে কখনো ওর গায়ে সামান্য টুকু ফুলের টুকা পড়তে দেয় নাই আমরা,,,আমাদের চোখের মনি আমার বোনটা,,,পারছি না আমি ওকে এইভাবে দেখতে তিথি আমি সত্যি পারছি না,,,
তিথি আবিরকে তুলে চোখের পানি মুছে দিয়ে বলে
তিথিঃ দেখবেন আমাদের আরু ঠিক আমাদের কাছে ফিরে আসবে পুরো সুস্থ হয়ে,,,
আবিরঃ এইদিকে আরুর এমন অবস্থা তার মধ্যে বাবার প্রেশার এতো বেড়েছে যে অনেক অসুস্থ হয়ে গেছে৷ আর মা হুঁশ ফিরেছে কি না তা ও জানি না,,,
তিথিঃ শুনন আমাদের আরু অনেক স্ট্রং,,,দেখবেন সে ঠিক সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসবে পুরো বিশ্বাস আছে আল্লাহর উপর আমার যে উনি আমাদের সাথে এতো বড় অন্যায় হতে দিবে না,,,
আবির তিথিকে জড়িয়ে ধরে আবার,,,আবিরকে এমন ভেঙ্গে পড়তে দেখে তিথি অনেক টা ভেঙ্গে পড়ে তবুও সে আবিরের সামনে নিজেকে শক্ত রাখে জানে সে ও ভেঙ্গে গেলে কে বা আবিরকে সামলাবে,,
তিথিঃ আচ্ছা শুনেন?
আবিরঃ হুম,,
তিথিঃ আরুর উপর এতো বড় হামলা হয়েছে আমি সিউর সে আবার আরুর ক্ষতি করতে চাইবে তাই আমাদের নজর রাখতে হবে যে কেউ যাতে আরুর ক্ষতি না করে আর,,
আবিরঃ আমি ছাড়বো না তাকে যে আমার কলিজায় হাত দিয়েছে,,আমার ফ্যামিলির চোখের মনির উপর হাত দিয়েছে তাকে আমি কিছুতেই ছাড়বো না,,,
তিথিঃ যে আরুকে মারতে চেয়েছে সে আমাদের বাড়ির কেউ হবে কারণ ওতো রাতে আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আর আরুর ফ্রেন্ড আপনার আহাদের এরাই এই ছাড়া আর কেউ নাই,,
আবিরঃ আমি কমিশনারকে ফোন করে আসছি, একবার শুধু তাকে খুঁজে পাই তারপর দেখবে সে আবির রহমানের কলিজায় হাত দেওয়ার শাস্তি কেমন হবে,,,
এইদিকে আমান ও আসে আমান সব কিছু শুনে,,,
আমানঃ হ্যাঁ আবির তাকে আমরা কেউ ছাড়বো না যে আমাদের আরুর ক্ষতি করেছে,,,
আবিরঃ সব পাওয়ার ইউজ কর আমান সব,,, আমার আরুর যে এমন অবস্থা করেছে তাকে আমি নিজের হাতে শাস্তি দিবো,,,
আমান আবির প্রচুর রেগে আছে তারা তাদের বোনের উপর হামলা কারীকে ছাড়বে না,,,
এই দিকে,,,
মায়রা রেডি হয়ে নেয়,,,ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে এমন ভাবে যে সে বিয়েতে যাচ্ছে,,,রেডি হয়ে আয়নার সামনে তাকিয়ে আছে নিজের তারিফ নিজেই করছে,,
মায়রাঃ উফফ আজ তোকে যা লাগছে না মায়রা যে দেখবে সেই ক্রাশ খাবে,,আই নো এই এম সো বিউটিফুল,,,অই ক্ষ্যাত তিথি থেকে তো হাজার গুণ বেটার বিউটিফুল আমি,,,
মায়রা তার ফোন টা নিয়ে রুম থেকে বের হয় সিড়ি দিয়ে নামছে আর ভাবছে
মায়রাঃ আমাকে এখন মেডিকেল গিয়ে দেখতে হবে কি অবস্থা আর আবিরকে ও যে শান্তনা দিতে হবে,,এতে দেখা যাবে আবির আমার অনেক কাছে এসে যাবে,,
সিড়ি দিয়ে নিচে নামতে নামতে দেখে নেহাল,,নেহালকে দেখে কিছু টা ঘাবড়ে যায়,,
নেহালঃ মায়রা কই যাচ্ছো তুমি?
মায়রাঃ আমি মেডিকেল যাচ্ছি,,,কেন?
নেহালঃ না আসলে আমিও যাবো এক সাথে যাওয়া যাক??আসলে কাল আমি একটা কাজে বাহিরে গেছিলাম আরিশার খবর টা যখন জেনেছি তখন তাড়াতাড়ি বেক করলাম,,,

মায়রাঃ নো আমার লেট হচ্ছে তুমি নিজেই আসো,,,
নেহালঃ আরে আমি এখনই যাবো আর গাড়ি সব মেডিকেল আমার টা আছে তো আমার সাথে চলো,,,
মায়রাঃ ওকে ফাইন,,,
নেহাল আর মায়রা যেতে লাগে খাদিজা দৌড়ে এসে বলে
খাদিজা এসে নেহালকে বলে
খাদিজাঃ নেহাল ভাইজান আমারে ও নিয়া যান
মায়রাঃ ওহ প্লিজ কাজের লোক গুলো ও কি এখন আমাদের সাথে যাবে???
খাদিজা মাথা নিচু করে আছে ভয়ে কারণ সে জানে মায়রার আসল রুপ টুকু,,নেহাল মায়রার এমন কথায় কিছু টা অবাক হয়ে যায়,,
নেহালঃ কি বলছো মায়রা আবির তারা কখনো খাদিজাকে কাজের লোক ভাবে নাই আমি সব সময় দেখেছি খাদিজাকে নিজের ফ্যামিলির মত ব্যবহার করতে,,,তো ওকে এইভাবে ছোট করে কথা বলবে না,,
মায়রাঃ ওহ প্লিজ জ্ঞান দিও না তো,,আমি ওর সাথে যেতে পারবো না,,,
খাদিজাঃ নেহাল ভাইজান আপনি যান আমি সিএনজি করে যামু,,,
খাদিজা অনেক টা ভয়াবহ আছে তার শুধু এখন একটাই লক্ষ যেভাবে হোক আবির তিথির কাছে যাওয়া,,
মায়রা আর নেহাল বের হয় মেডিকেল এর জন্য,,,
এইদিকে,,
আহাদ আরিশার কেবিনে আসে,,তার বুকটা যেন ফেটে যাচ্ছে এইভাবে আরিশাকে দেখে তবুও চোখের পানি গুলো মুছে আরিশার পাশে বসে আরিশার হাতটি ধরে,,,আরিশার সাথে প্রতি টা মিষ্টি মুহূর্ত গুলো আহাদের চোখে ভাসছে,,চোখের পানি আরিশার হাতে পড়ছে এক ফোঁটা এক ফোঁটা করে,,
আহাদঃ আমাকে এতো বড় শাস্তি দিও না আরু,,তুমি ছাড়া সত্যি আমি অসম্পূর্ণ আরু,,আমি সত্যি পারছি না আর প্লিজ চোখটি খুলে আমাকে বলো যে আহাদ দেখো আমি ঠিক আছি,,,প্লিজ আরু আমার কাছে ফিরে আসো তুমি যা যা বলবে সব করবো,,যত বকবে চুপ করে থাকবো তবুও প্লিজ ফিরে আসো
আরিশা সেম আগের মত সামান্য টুকু পরিবর্তন নাই তার,,,আহাদ আরিশার সাথে সব কাটানো মুহূর্ত গুলো বলছে তারা কি করেছে ভার্সিটিতে সব,,,
তিশা আহাদের এমন অবস্থা দেখে আমানকে বলে
তিশাঃ কিভাবে আমার ভাইটাকে সামলাবো আমি?কি বলবো তাকে?
আমানঃ এতো খুশির মুহূর্তে এমন হবে কখনো ভাবি নাই,,,সব কিছু কিভাবে এলো মেলো যেন হয়ে গেছে তিশা,,,
তিশাঃ আচ্ছা এমন টা কে করতে পারে?
আমানঃ জানি না কে আমাদের বন্ধুর রুপে শত্রু যে আমাদের এতো বড় ক্ষতি করেছে,,,আচ্ছা আরুর কি অবস্থা চেক করেছিলে?
তিশাঃ হুম আগের মতই আছে এখনও আল্লাহর কাছে দোয়া করছি যেন তাড়াতাড়ি হুঁশ ফিরে তাহলে সব বুজা যাবে কি অবস্থা তার,,,
মায়রা আর নেহাল মেডিকেল আসে মেডিকেল এসে সবার সাথেই কথা বলে,,,তিথি মায়রার কাছে গিয়ে বলে
মায়রাঃ পার্টি এসেছো বুজি??
মায়রাঃ হোয়াট???
তিথিঃ না মানে তোমার যে সাজ মনে হচ্ছে অনেক ইনজয় করছো এসেই,,,
মায়রাঃ আমি এমন ভাবে বের হই ওকে,,,আর আমি অনেক চিন্তিত আরুর জন্য,,,
তিথিঃ সেটায় দেখছি কত চিন্তিত তুমি,, বাই দ্যা রাস্তা এতো যখন চিন্তিত ছিলে তাহলে রাতে আসলে না কেন সারারাত নাক ডেকে ঘুমিয়ে সকালে পেত্নীর মত সেজে হাজির হলে যে,,,
মায়রাঃ হে ইউ সব সময় রাবিশ টাইপের কথা অফ করো ওকে,,,
তিথিঃ যারা রাবিশ তাদের কাছে আমার কথা রাবিশই মনে হবে ওকে মিস পেত্নী,,
মায়রা অনেক টা ক্ষেপে যায় তিথির উপর,,, তিশা এসে তিথিকে বলে
তিশাঃ তিথি কি করছোমেডিকেল এইটা,,,
তিথিঃ সেটা তুমি আমি বুজতেছি তিশা কিন্তু এই কায়রা থুক্কু ডাইরিয়ার মনে হয় হচ্ছে না যে এইটা মেডিকেল,,,,
মায়রাঃ লুক তোমার সাথে এখানে কথা প্যাচাতে আসি নাই,,,
তিথিঃ যে জন্য আসলে তা করো যাও,,,
তিশা তিথিকে এক পাশে নিয়ে যায়,,
তিশাঃ তিথি প্লিজ ওকে এমন করিও না,,,
তিথিঃ ওকে এমন করতাম না সাজ দেখেছো তিশা?আমরা সবার অবস্থা কি কাল রাত থেকে বাবা অই কেবিনে ভর্তি মায়ের অবস্থা ও তেমন ভালো না আর এই মেয়ে কিনা সেজে গুজে এসেছে সামান্য টুকু আক্কেল কি নাই যে কোথাও কি ভাবে আসতে হবে,,,
তিশাঃ বিদেশে থেকেছে তাই হয়তো এমন,,,,
তিথিঃ কেন জানি মনে হচ্ছে এই মায়রার কোনো চিন্তা এই নাই আরুর প্রতি,,,
তিশাঃ আরে দূর তুমিও না একটু বেশি ভাবো বাদ দাও,,,
তিশা আর তিথি আর এই নিয়ে কথা বলে না কিন্তু তিথির মনে কিছু টা সন্দেহ আসে মায়রার এমন ভাব দেখে,,
মায়রা গিয়ে আবিরের পাশে বসে আবিরের হাত ধরে বলে
মায়রাঃ আবির চিন্তা করি ও না আমি তোমার পাশে আছি,,,দেখবে আরু ঠিক হয়ে যাবে,,,
আবিরঃ হুম আমার বোনকে ঠিক হতেই হবে,,,,
মায়রাঃ হুম আচ্ছা কি ওর কোথাও বেশি আঘাত লেগেছে?
আবিরঃ মাথায়,,, কেউ ওকে মাথায় আঘাত করে যার কারনে এমন হয়েছে,,,
মায়রা কিছু টা ঘাবড়ে যায়,,,
মায়রাঃ কে জানতে পারলে?

আবিরঃ যদি জানতে পারতাম তাকে অইখানেই খুন করতাম,,,আমার কলিজায় হাত দিয়েছে তাকে আমি এতো সহজেই ছাড়বো না,,,
মায়রা অনেক টা ভয় পায় আবিরের যে রাগ জমে আছে তা দেখে,,,
মায়রাঃ(আমাকে কেউ দেখে নাই আরুকে মারতে,,,কিন্তু আরু দেখেছে কিনা তাও সিউর না আমি কিন্তু তবুও আমি রিস্ক নিতে পারবো না,,আরুর শ্বাস এখনও আছে তা বন্ধ করতে হবে চিরকালের জন্য তাহলে আমি পুরো নিশ্চিত হতে পারবো যে আমি সেভ,,)
মায়রা এইসব ভেবে আবিরকে অনেক টা শান্তনা দেয়,,,তারপর আরিশার কেবিনের সামনে গিয়ে দেখে আশেপাশে কেউ নাই সে সুযোগে ভিতরে যায়,,,আহাদ ও কেবিন থেকে বের হয়ে গেছে কেবিন পুরো ফাঁকা,,,আরিশার কাছে গিয়ে বলে
মায়রাঃ তোমার কি দরকার ছিলো আরু অই ক্ষ্যাত তিথির বদলে আসতে,,,কেন অযথা তুমি ছাদে উঠতে গেলে অই সময়,,,যদি না আসতে তাহলে আজ বেঁচে যেতে যাই হোক যা হয়েছে আই এম সরি,,,কিন্তু তুমি বেঁচে থাকলে আমার বিপদ,,,,,সো বুজতেই পারছো আমি তোমার সাথে কি করবো ওকে আমি করেই দেখাই কি করবো এখন,,,
মায়রা আরিশার অক্সিজেন মাক্স খুলতেই যাবে তিথি কেবিনে ঢুকে,,,
তিথিঃ তুমি এখানে কি করছো???
তিথির আওয়াজ পেয়ে ভয় পেয়ে যায়,,ঘাবড়ে গিয়ে পিছনে তাকিয়ে দেখে তিথি,,,
মায়রাঃ ওহ তুমি,,না মানে আমি এমনি আরুকে দেখতে এসেছি,,,
তিথিঃ দেখার এলাও নাই কারো,,,বাহিরে যাও
মায়রাঃ হ্যাঁ যাচ্ছি,,,
মায়রা তাড়াতাড়ি কেবিন থেকে বের হয়ে যায়,,,
তিথি আরিশার পাশে বসে আছে নার্স না আসা পর্যন্ত,,,,
এই দিকে,,
খাদিজা মেডিকেল আসার জন্য সিএনজিতে উঠে,,,সিএনজি গাড়ির গ্যাস শেষ হয়ে যাওয়ায় তার দেরি হচ্ছে,,,,অনেক চিন্তিত সে
খাদিজাঃ হে আল্লাহ ছোট আপ্পারে রক্ষা করেন অই ডাইনি থেকে,,,অই ডাইনি আল্লাহ জানে কি করে সে তো এতো ক্ষনে হয়তো মেডিকেল গেছে গা,,,তিথি ভাবিমনিরে যদি সব কইতে পারি তাহলে সে আর কিছু করতে পারবে না ছোট আপ্পার কিন্তু কিভাবে কইমু,,আমার ফোন টা যে নষ্ট হয়ে গেছে সে কবেই,
অনেক চিন্তিত হয়ে যায় খাদিজা,,
এইদিকে,,
আরিশার হাত নড়ে উঠে,,আস্তে আস্তে চোখ খুলে তিথির দিকে তাকায়,,তিথি দেখেই ডাক্তার কে ডাকা শুরু করে,,খুশিতে যেন সে আত্নহারা যে আরিশার হুঁশ ফিরেছে,,,
তিথিঃ ডাক্তার আরুর নাত নড়তেছে,,,
ডাক্তার তাড়াতাড়ি আরিশাকে চেকাপ করে দেখতে থাকে কেবিনের বাহিরে সবাই দাঁড়িয়ে আছে আল্লাহ কে ডাকছে বারবার যেন তাদের আরিশার হুঁশ ফিরে,,,,
অনেক ক্ষন পর ডাক্তার এসে বলে
ডাক্তারঃ আমি ভাবতেই পারি নাই যে এতো তাড়াতাড়ি এমন হবে,,,
আবিরঃ কি হইছে প্লিজ বলবেন?
আহাদঃ আমার আরু ঠিক আছে তো ডাক্তার?
ডাক্তারঃ জ্বি সে একদম ঠিক,,,হয়তো আপনাদের দোয়া আল্লাহ কবুল করেছে যে আরিশা ডেঞ্জারাস থেকে বাহিরে,,,আমি তো ভেবেছি যে ভাবে সে আঘাত পেয়েছে এতে বাঁচা যে মুশকিল কিন্তু আপনাদের দোয়া কাজে লাগছে,,,
সবার খুশির যেন ঠিকানা নাই,,,আরিশা ঠিক আছে শুনেই যেন সবার মধ্যে জান ফিরে আসছে,,আহাদ যেন নিজের মধ্যে ফিরে এসেছে আর আবির তো কেঁদেই দেয় তার আদরের বোনটা ঠিক আছে,,,আবিরের মা ও আসে উনি তো আবিরকে জড়িয়ে ধরেই কেঁদে উঠে
আবিরের মাঃ আমার আরু ঠিক আছে আবির,,আমি জানতাম আমার মেয়ে আমাকে ছেড়ে কোথাও যাবে না সে জানে তার মাম্মা পাপ্পা ভাই কেউ তাকে ছাড়া থাকতে পারবে না তাই তো আমার মেয়েটা আমাদের কাছে ফিরে এসেছে,,,
আবিরঃ হ্যাঁ মা আমার আরু আমার কলিজার টুকরা আমাদের এতো ভালোবেসে যে সে কোথাও যেতে পারে না,,,,,
সবার মুখে খুশির আনন্দ ভেসে উঠে,,সবাই যে খুশি কিন্তু খুশি নাই শুধু মায়রা,,,আরিশা ঠিক আছে শুনে যেন তার চিন্তা বেড়ে যায়,,,তিথি আবির আর তার মায়ের এমন কান্না দেখে নিজেও কেঁদে উঠে,,,যখন মায়রার দিকে চোখ যায় তখন খেয়াল করে মায়রা কেমন যেন মুখ অন্ধকার করে আছে,,,
আহাদঃ ডাক্তার আমরা কি দেখা করতে পারি???
ডাক্তারঃ না এখন না কারণ উনি পুরো দূর্বল কয়েক ঘন্টা যাক তারপর দেখা করতে পারেন,,,
আমানঃ হ্যাঁ ডাক্তার আমরা অপেক্ষা করবো,,,আমাদের জন্য এইটাই বড় যে আমাদের আরু ঠিক আছে,,,
আবিরঃ ডাক্তার দূর থেকে দেখবো শুধু প্লিজ রিকুয়েস্ট করছি শুধু একটু,,,
ডাক্তারঃ আবির তার রেস্ট অনেক দরকার আর সে কথা ও বলতে পারবে না তাকে কম পক্ষে ৭-৮ ঘন্টা চুপচাপ রেস্ট করতে দিতে হবে টানা,,, তার মাথায় আঘাত লেগেছে বুজো তো
তিশাঃ ডাক্তার ওরা ফ্যামিলি বুজেন তো ওরা শুধু দূর থেকে দেখবে আমি কথা দিচ্ছি কেউ আরিশার পাশে ও যাবে না আর না কথা বলবে,,,
ডাক্তারঃ ওকে কিন্তু বেশি সময় নিবেন না প্লিজ
আবিরের মাকে নিয়ে আবির যায় যেহেতু উনি তার মেয়েকে দেখার জন্য অনেক বেশি কান্না করছে,,দূর থেকে সবাই দেখে আসছে একে একে,,আরিশা চোখ বন্ধ করে আছে হুঁশ ফিরে কিন্তু তবুও না আসার মতই,,,,
আমানঃ তিথি আমি কিছু খাবার নিয়ে আসি সবার জন্য কাল রাত থেকে কেউ কিছু মুখে দেয় নাই,,বিকাল হয়ে আসছে আর কেউ পানি পর্যন্ত খায় নাই ঠিক মত
তিথিঃ আমান আমিও যাবো তোমার সাথে
তিশাঃ তোমরা যাও আমি আছি এখানে,,,
তিথি আর আমান নিচে যায়,,,পাশে একটা রেস্টুরেন্ট থেকে হালকা কিছু খাবার নিয়ে হাঁটছে,,,মেডিকেল এর ভিতরে ডুকবে পিছন থেকে ডাক আসে
খাদিজাঃ আমান ভাইজান,,,,, তিথি ভাবিমনি,,,,,
খাদিজা সিএনজি থেকে তাড়াতাড়ি নেমে টাকা দিয়ে দৌড়ে আসে,,,আমান আর তিথি দেখে সাভাবিক ভাবে বলে
তিথিঃ খাদিজা তুমি সিএনজিতে কেন?বাড়ির গাড়িতে আসো নাই যে?
খাদিজাঃ অইসব পরে শুনিয়েন,,,এখন আপনাদের অনেক জরুরি কথা কইবার আছে,,,
আমানঃ আচ্ছা বলিও এখন খাবার গুলো নিয়ে যেতে হবে সবাই কিছু খায় নাই,,,
খাদিজাঃ ভাইজান এইটা অনেক জরুরি,,,
তিথিঃ কি হইছে খাদিজা এতো চিন্তিত তুমি,,,
খাদিজাঃ ছোট আপ্পারে কে মারতে চাইছে আমি জানি,,,,
তিথিঃ তুমি জানো মানে?কে মেরেছে বলো???
খাদিজাঃ অই যে আবির ভাইজানের বান্ধবী অই মায়রা সে মারছে
আমান আর তিথি পুরো শকড এই শুনেই,,,
আমানঃ এক মিনিট তুমি কেমনে জানলে?
খাদিজাঃ কাল রাতে সে তার রুমে এইসব নিজে নিজে কইতেছে,,,আসলে সে ছোট আপ্পারে মারতে চায় নাই চাইছে ভাবিমনিরে মারতে,,,
তিথিঃ আমাকে??
খাদিজাঃ হ্যাঁ ভাবিমনি কাল আপনি আর ছোট আপ্পা এক কালারের শাড়ি পড়ছেন মনে আছে?
তিথিঃ হ্যাঁ,,,
খাদিজাঃ আপনি ভেবে ছোট আপ্পারে অই ডাইনিটা মেরে ছাদ থেকে ফালাই দিচ্ছে,,,সে তো কাল রাতে আরো কইছে সে ছোট আপ্পারে মেডিকেল আইসা মেরে ফেলবে যাতে তার নাম না আসে,,,
তিথি প্রচুর পরিমাণ রেগে যায়,,,হাতের মুট শক্ত করে বলে
তিথিঃ এইজন্য সে আরুর কেবিনে তখন একা গেছিলো,,,
আমানঃ আমার আগেই বুজা উচিত ছিলো যে মেয়ে আবিরকে পাওয়ার জন্য নিজের মায়ের গলায় চুরি ধরতে পারে সে সব পারে,,তাকে হালকা নিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি আমরা
তিথিঃ ভুল যখন আমরা করেছি ঠিক আমরাই করবো,,,,
আমানঃ মানে?
তিথিঃ পুলিশকে কল দাও আর বলবে একটু দেরিতে আসতে এর আগে আমি ও আমার হাতিটা একটু পরিষ্কার করি অনেক দিন ধরে হাতটা চুলকাচ্ছে আজ একটু না হয় পরিষ্কার করে দেই,,
তিথি মেডিকেলের ভিতরে ঢুকে আশেপাশে দেখে মায়রা কই,,মায়রা আবিরের পাশে বসে আছে তিথি তার শাড়ির আঁচল টা কোমড়ে গুজে মায়রার সামনে গিয়ে দাঁড়ায়,,,
তিথিঃ হাই ডাইরিয়া,,,
আবিরঃ তিথি,,,
তিথিঃআপনার সাথে পরে কথা বলছি,,,আসলে মিস মায়রার সাথে আমার একটু বুজাপাড়া আছে,,,
মায়রা উঠে দাঁড়ায়,,,
মায়রাঃ কি??
তিথি মায়রার অনেক টা কাছে গিয়েই একটা কষে থাপ্পড় লাগায়,,,সবাই তো বেক্কল এর মত তাকিয়ে আছে তিথির এমন কান্ডতে,,আবির উঠে দাঁড়ায়
আবিরঃ তিথি কি করছো কি হ্যাঁ???
তিথিঃ বললাম তো আমার কিছু কিছু হিসাব আছে আপনার গুলো আপনি পরে মিটিয়ে নিবেন হিসাব,,,
মায়রা গালে হাত দিয়ে তিথির দিকে তাকায়
মায়রাঃ তোমার এতো বড় সাহস তুমি আমার গায়ে হাত তুললে?
তিথিঃ সাহস এর এখনও দেখলিটা কি তুই?
মায়রা রেগে তিথিকে থাপ্পড় মার‍তে যায় তিথি হাতটা ধরে মুচড়ে দেয়,,হাতটা এমন ভাবে ছাড়ে যে মায়রার অবস্থা খারাপ,,,তিথি কষাই ইচ্ছে মত থাপ্পড় দিতে থাকে মায়রাকে,,যত রাগ আছে সব কিছু আজ মিটাচ্ছে,,,গাল পুরো লাল হয়ে যায় মায়রার,,
আবিরঃ তিথি ব্যস সমস্যা কি তোমার হ্যাঁ??? অযথা ওকে কেন মারছো??
তিশাঃ তিথি ওকে এইভাবে মেডিকেলে মারার কারন কি?
মায়রা আবিরকে বলে
মায়রাঃ দেখলে আবির এই তিথি আমাকে জেলাস করে তাই সে আমাকে এইভাবে থাপ্পড় মারছে,,,
তিথিঃ ওহ রেলি তোকে জেলাস আমি করি??আমার তো খাই দাই কাজ নাই যে তোর মত একটা সাইকো ছাগল কে জেলাস করবো,,,
আবিরঃ তিথি বাড়াবাড়ি করিও না ওকে,,,,

তিথির মাঃ তিথি কি শুরু করলি কি হ্যাঁ?
তিথিঃ সবাই আমাকে বকা দিচ্ছেন তাই না আপনারা কি জানেন মায়রা কি করেছে?
আবিরঃ কি এমন করেছে যে তুমি এইভাবে তাকে মারছো??
তিথিঃ আজ আরিশার যে অবস্থা তার জন্য দায়ী শুধু মাত্র এই ডাইনি,,,,সে আরিশাকে মাথায় আঘাত করে ছাদ থেকে ফেলে দেয়,,,,
সবাই কথাটা শুনে যেন থমকে যায়,,মায়রা ও শকড হয় যে তিথি কিভাবে জানছে,,সে নিজেকে বাঁচানোর জন্য বলে
মায়রাঃ সব মিথ্যা আবির,,,আমাকে ফাঁসাছে এই তিথি,,
আমানঃ তিথি যা বলছে সব ঠিক,,,খাদিজা নিজের কানে শুনেছে
খাদিজাঃ হ্যাঁ ভাইজান ছোট আপ্পারে এই ডাইনিটাই মারছে,,,সে চাইছে ভাবিমনিরে মারতে কিন্তু ছোট আপ্পা ভাবি মনির জায়গায় ভুল করে ছাদে যায় আর সে ভাবিমনি ভাইবা আপ্পারে মারে,,,
খালামনি তখন বলে উঠে
খালামনিঃ ছাদ থেকে মায়রা রাতে নামছে যখন আমরা আরুকে খুঁজছি,,তাকে যখন বললাম কেন গেছে সে বলে বাতাস খেতে,,,
আবিরের চোখ যেন লাল হয়ে যায়,,মায়রা পুরো ফেঁসে গেছে তার পুরো সত্তিটা সামনে এসে গেছে,,,
আবির মায়রাকে জিজ্ঞেস করে
আবিরঃ এইসব কিছু কি সত্তিই মায়রা???

তিথিঃ সত্যি মানে ১০০% সত্যি,,,,
মায়রা চুপ করে আছে অনেক টা ঘাবড়ে যায় কি করবে,,আবিরের চোখে যে রাগ সে দেখছে তা দেখে ভয় আরো করছে তার,,
নেহাল তখন হুট করে বলে উঠে
নেহালঃ তাহলে অই গিফট এইজন্য দেওয়া হয়ছে যে তিথি ছাদে যেতে আর তুমি মায়রা ওকে প্লেন কিরে মারতে আর আমিও কিনা অজান্তেই এতো বড় অপরাধে,,
তিথিঃ মানে আপনি কিভাবে??
নেহালঃ মায়রা আমাকে একটা বক্স দেয় যেটা তিথি ভাবিকে দিতে বলা হইছে সে বলে যে এইটা নাকি তিথি ভাবির বিয়ের গিফট সে দিলে নাকি তিথি ভাবি নিবে না,,আমি ভাবিকে দিবো সামনে আরিশা আসে আমি ভুল করে তাকিয়ে দিয়েই চলে যাই কিছু না ভেবে সে হয়তো তার জন্য ভেবে খুলে আর ছাদে যায় আর এইসব কিছু,,,এইসব কিছু আমার জন্য হইছে
চলবে,,,,,