ধ্রুবতারা

ধ্রুবতারা !! Part- 03

গাড়ি চলছে হোটেলের উদ্দেশ্যে ওখানেই মিটিং হবে।
ধ্রুব চুপচাপ গাড়ি চালাচ্ছে । তার পাশে বসে আছে তারা।
তারা কিছু বুঝতে পারছেনা। আজ তারা ১৫মিনিট লেট। এর জন্য ধ্রুবর উচিত ছিলো প্রায় আধা ঘন্টা বকা দেওয়া কিন্তু দিলো না কেনো?

তারাঃ উফফ তারা তুই এসব কি ভাবছিস আগে বকা দিতো বলে তোর খারাপ লাগতো আর আজকে বকা দিচ্ছে না বলে তোর খারাপ লাগতাসে??😩😩😩তুই এই ধুমকেতুর সাথে থেকে থেকে পাগল হয়ে যাচ্ছিস।কিন্তু ভাববার বিষয় স্যার এর আজ কি হলো। এতো চুপচাপ কেনো??

এদিকে ধ্রুবর মনে শান্তি নেই। নিজেকে অপরাধী মনে হচ্ছে। কাল কি করে ও একটা মেয়েকে এভাবে এক দৃষ্টিতে তাকাতে পারলো। নিজেই নিজের কাজে অনুতপ্ত হচ্ছে।
ধ্রুবঃনা এটা ঠিক হয়নি। আমার এমন করা উচিত হয়নি। আমি কি করে পারলাম। আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে এভাবে আমি তাকাইনি তবে কাল কেনো এমন করলাম। না কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছি না। 😣😣😣

তারা আর পারলো না চুপচাপ থাকতে।বলেই ফেললো-স্যার আপনি ঠিক আছেন তো?
ধ্রুবঃ মানে?(অবাক হয়ে)
তারাঃ মানে হলো স্যার। সচারচর আমি লেট করলে আপনি আমাকে সেইরকম ঝাড়ি দেন। আজকে দিলেন না তাই….
ধ্রুবঃ (কি করছিস ধ্রুব? এমন আচরণ করলে তো ওর সন্দেহ হওয়ার কথায়। বি নরমাল ধ্রুব। কিছুই হয়নি। আর তুই কি খারাপ কিছু করেছিস নাকি। জাস্ট দেখেছিলি ও বারান্দায় কেনো ঘুমাচ্ছে । আর কিছুই নয়।) এসব বলেই নিজের অশান্ত মনকে শান্ত করলো ধ্রুব।
তো কি করতাম। তোমার মতো অকেজো মেয়ে যে সব সময় লেট করে তাকে আর নতুন করে কি বলবো?তোমাকে বললেও যা না বললেও তা। সব সময় লেটলতিফ। 😡😡😡(খুব দৃঢ়ভাবে এই কথাগুলো বললো ধ্রুব)
তারার মুখটা চুপসে গেলো ধ্রুবর এমন কথায়। নিজের উপর রাগ হলো তারার। কি দরকার ছিলো এতো আগ বাড়িয়ে বলার স্যার আপনি ঠিক আছেন??(ব্যঙ্গ করে বললো)মানুষ নিজের পায়ে কুড়াল মারে শুনছি আমি নিজের মাথায় বাশ মারছি। এই ধুমকেতু জীবনেও ঠিক হবে না। আমারে সারাজীবন প্যারা দিবে। এই ব্যাটারে আমি আমার বিয়ের সময়ও দাওয়াত দিমু না। নইলে এই ধলা হনুমান আমার বিয়েতে এক বক্স প্যারা আনবে আর বলবে -তারা এই নাও তোমার বিয়ে উপলক্ষে এক বাক্স প্যারা আমার তরফ থেকে। 😭😭😭জীবনটা প্যারা, প্যারায়ার,প্যারায়েস্ট। আমার ইচ্ছা করতাসে এখন বাপ্পারাজ কাকুর গান গায়। এই কানটানা খাইলাম এই ধুমকেতুরে যদি আর কোনোদিন ভালো আছেন নাকি জিজ্ঞেসা করি। 😤😤😤

তারা এসব ভাবতে ভাবতেই ওরা হোটেলে পৌছে গেলো।
ধ্রুবঃ নামো। চলে এসেছি।
ধ্রুবর কথায় তারার ধ্যান ভাঙে।
তারাঃ জ্বি।

গাড়ি থেকে নেমে তারা আর ধ্রুব হোটেলে গেলো।

..
..
..
..
..
..
..

রাফিদঃ কেমন আছেন মি.ধ্রুব।(ধ্রুবর দিকে হাত বাড়িয়ে দিয়ে)
ধ্রুবঃ আই এম ওয়েল মি. খান। হাও আর ইউ?
রাফিদঃআমি তো অলওয়েজ ভালোই থাকি। 😊😊😊
ধ্রুবঃ ওকে সো লেটস্ স্টার্ট,দ্যা মিটিং?
রাফিদঃ ওকে। বাট উনি?( তারাকে দেখিয়ে)
ধ্রুবঃ ও হলো আমার পি.এস মিস তারা। আর আজকের প্রেজেন্টেশনটা উনিই প্রেজেন্ট করবে।
তারাঃ😊😊😊
রাফিদঃইটস গুড। তাহলে শুরু করা যাক। কি বলেন মিস. তারা?
তারাঃজ্বি অবশ্যই স্যার।

এরপর তারা একে একে প্রেজেন্টেশন দেখাতে শুরু করলো। খুব সুন্দর আর স্মার্টলি তারা প্রেজেন্টেশন দিলো আর এই কাজ সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর।
অন্যদিকে ধ্রুব আজ অবাক। কারণ আজ তারাকে নতুনভাবে চিনলো ধ্রুব।এতোদিন তারা কাজ করতো ঠিক আর সিনসিয়ারলি করতো কিন্তু আজ যেভাবে ও কাজ করছে, কথা বলছে,সকল প্রশ্নের উত্তর দিচ্ছে সব অন্যরকম লাগছে৷ আজ তারাকে দেখে,অন্যরকম লাগছে ধ্রুবর। এর কারণ ধ্রুব নিজেও জানে না।

ধ্রুব এসব ভাবতে ভাবতে তারার প্রেজেন্টেশন শেষ হয়ে গেলো। আর কনফারেন্সরুমে লাইট জ্বলে উঠলো। লাইট এর আলোতে ধ্রুবর ধ্যান ভাঙে।

তারার প্রেজেন্টেশন শেষ হতেই পুরো রুমে তালির রোল পড়ে যায়।
রাফিদ দাড়িয়ে বললো। ইটস্ পারফেক্ট মিস. তারা। আমরা যেমন একটা প্রোডাক্ট চেয়েছিলাম এক্সেকলি সেই প্রোডাক্ট আমরা পেয়েছি। সো মি. ধ্রুব দ্যা ডিল ইস ফাইনাল। আশা,করা যায় আপনাদের সাথে কাজ করে আনন্দ পাবো।
ধ্রুবঃইয়েস ওফকোর্স।
রাফিদঃসো ডিল ফাইনাল।
তারাঃইয়েস স্যার।
রাফিদঃমি. ধ্রুব আজ আমার এই হোটেলের ১০বছর পূর্তিতে একটা পার্টি এরেন্জ করা হয়েছে।ইউ বোথ আর ইনভাইটেড। আই হোপ আপনারা আসবেন?
ধ্রুবঃইয়াহ সিউর।
রাফিদঃওকে রাতে দেখা হবে। হ্যাভ এ গুড ডে বলে রাফিদ চলে গেলো।

তারা আর ধ্রুব গাড়িতে বসে আছে। ওরা হোটেলের দিকে রওনা দিচ্ছে । ওখান থেকে রেডী হয়ে পার্টিতে আসবে।

গাড়ি চলছিলো হোটেলের দিকে। তারা কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছে আর মোবাইল টিপছে। ধ্রুব গাড়ি চালাচ্ছিলো হটাৎ কি মনে আসলো আর ধ্রুব হোটেলের দিকে না গিয়ে অন্য রাস্তার দিকে অগ্রসর হলো।
রাস্তা পরিবর্তন করায় তারা অবাক হলো।
তারাঃস্যার এদিকে কই যান?হোটেল তো এদিকে।
ধ্রুবঃ…..
তারাঃস্যার আপনাকে বলছি কই যাচ্ছেন হোটেল এদিকে। রাস্তা ভুলে গেলেন নাকি??
ধ্রুবঃ…..
তারাঃস্যারররররররররররর!!!!!!!!!!!
ধ্রুবঃকি হলো এমন চেচাচ্ছো কেনো?আমি কি তোমাকে কিডন্যাপ করতাসি??
তারাঃস্যাররর আপনি কোথায় যাচ্ছেন? হোটেল তো ঐদিকে ফালাই আসলাম(খুব অসহায়ভাবে বললো তারা)
ধ্রুবঃগেলেই দেখবে। এখন চুপচাপ বসো।
তারাঃওকে স্যার। (খোদা কই যাচ্ছে,কি জানি। খোদা আমারে এই লইট্টা ফিস থেকে বাচাও। কই নিয়া যাইতাসে কি জানি😣😣😣)

ধ্রুব গাড়ি থামালো একটা শপিং মলের সামনে।
ধ্রুবঃনামো।
তারাঃস্যার এখানে?? আমরা এখানে কেনো আসলাম?
ধ্রুবঃনাচতে আসছি
তারাঃস্যার শপিং মলে ডান্স?😟😟😟
ধ্রুবঃতারা!! 😤😤😤তোমার মুখটা অফ করো আর গাড়ি থেকে নামো। আমরা এখানে শপিং করতে আসছি।
তারাঃশপিং???😧😧😧😧
ধ্রুবঃরাতে পার্টি। আর আমি তেমন কোনো পার্টি ওয়্যার আনি নাই তাই কিছু কিনবো।
তারাঃস্যার আপনি কিনবেন তো মুই কি করতাম?😧😧
ধ্রুবঃতুমিও কিনবে। আমরা পার্টিতে যাচ্ছি। তুমি যদি এমন কাপড় পড়ে আসো আমার প্রেসটিজ হ্যাম্পার হবে।তাই তুমিও শপিং করবে আর তা আমার পছন্দে।
তারাঃ😲😲😲কি প্রেসটিজ এর দোকান রে আমার জন্য ওনার সম্মান বলে বাম্পার থুক্কু হ্যাম্পার হবে। শালা তোর প্রেসটিজ এর নিকুচি করি।(মনে মনে)
ওকে স্যার চলেন।

তারা আর ধ্রুব একটা দোকানে ঢুকলো। প্রথমে ধ্রুব তার জন্য একটা কোর্ট কিনবে ভাবছে,তাই সে কোর্ট দেখছে।তারাও হাটছে ধ্রুবর পাশে।
তারাঃখোদা এই লোকের চয়েস এতো খারাপ কা?কি কত্তগুলা খেচ্চর মার্কা আদি আমলের কোর্ট নিতাসে। এর থেকে তো আমি ভালো মার্কেটিং করি।

তারা এসব ভাবছে হটাৎ তারার নজর গেলো একটা ব্লু জ্যাকেট এর উপর। তারা মনে মনে কল্পনা করলো ধ্রুবকে হোয়াইট শার্ট আর ব্লু জ্যাকেটে দারুন মানাবে৷
তারাঃস্যার একটা কথা বলি?
ধ্রুবঃকোর্ট দেখতে দেখতে বললো হুমম বল।
তারাঃস্যার আপনাকে না ঐ ব্লু জ্যাকেটটাতে মানাবে। আপনি ঐটা কিনেন।
ধ্রুব তেমন জ্যাকেট পড়ে না। তবুও আজ কেনো যেনো তারার কথাটা রাখতে মন চাইলো। তাই সে গিয়ে জ্যাকেটটা দেখলো।
ভালো করে দেখার পর সেলসম্যানকে বললো এটা প্যাক করতে।
ধ্রুবঃচলো এটা প্যাক করতে করতে তোমার জন্য কিছু দেখা যাক।
তারাঃওকে স্যার।

তারা নিজের জন্য ড্রেস দেখতে লাগলো। কিছুতেই কোনো কিছু পছন্দ হচ্ছে না।
তারাঃউফফ এই ড্রেস চুজ করা কত কষ্টকর। আমি তো,বুঝতেই পারছিনা কোনটা নিবো 😣😣😣
ধ্রুবঃএটা নিলে কেমন হয়?
তারার সামনে ধ্রুব একটা ড্রেস আনলো। ডার্ক ব্লু গাউন,হোয়াইট স্টোন বসানো। ধ্রুবর সাথে মেচিং কালার।
তারাঃওয়াও স্যার। আপনার পছন্দ এতো খারাপও না। ভালোই লাগলো স্যার😀😀😀
ধ্রুবঃ😒😒
তারাঃ😁😁😁😁

তারা আর ধ্রুব শপিং শেষ করে,হোটেলের দিকে রওনা দিলো।

সন্ধ্যায়…………………………………

ধ্রুবঃউফফ এই,মেয়েটা এতো লেট করে কেনো?,মেয়েটাকি,ভুলে গেছে আমাদের আজকেই যেতে,হবে?😡😡😡

ধ্রুব যে সময় এসব ভাবছে হটাৎ কিছু একটার শব্দে ধ্রুব সামনে তাকায়।

কানের দুল ঠিক,করতে করতে আসছে তারা।
ডার্ক ব্লু গাউন,চোখে গাঢ় কাজল, হালকা মেক আপ,ঠোঁটে রেড স্মোকি লিপস্টিক,কানে সাদা পাথরের ঝুমকা, হাতে ব্লাক কালারের চিকন বেল্ট এর ঘড়ি আরেক হাতে সাদা পাথরের চুড়ি। এই সাজেই তারাকে অপূর্ব লাগছে।
ধ্রুব চেয়েও চোখ সরাতে পারছেনা । কোনো এক অদৃশ্য মায়াজালে,আটকে গেছে ধ্রুব যা হয়তো ওর নিজেরই জানা নেই।
তারা ধ্রুবর সামনে এসে দাড়িয়ে আছে,।কিন্তু ধ্রুবর ধ্যান অন্যদিকে। তারা ধ্রুবর সামনে এসে চুটকি বাজাতেই ধ্রুবর ধ্যান ভাঙে। নিজের এমন আচরণে ধ্রুব নিজেই লজ্জা পায়।
তারাঃস্যার কই আপনি? যাবেন না??
ধ্রুবঃওহহ,হ্যা চলো চলো(ঘাবড়ে গিয়ে)
তারাঃস্যারকে তো আজ জোস লাগছে।ডার্ক ব্লু জ্যাকেট,ব্লাক ঘড়ি, চুল স্পাইক করা।
স্যারকে দেখতে ভালোই লাগছে।

তারা আর ধ্রুব গাড়িতে বসে পড়লো
প্রায় ১ঘণ্টার পর ওরা পার্টি ভেন্যুতে পৌছালো ।

পার্টিতে পৌছেই…………..

(কালকের পর্বে আসবে নতুন চরিত্র। যা এই গল্পে অনেকটা গুরুত্ব বহন করে।)😊😊

চলবে……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *