আড়ালে ভালোবাসার সংসার

আড়ালে ভালোবাসার সংসার !! Part- 22

বিধান ট্রেটা সোফার সামনের টেবিলে রেখে বিথীর দিকে তাকালো। আর এমন ভাবেই তাকালো যে বিধানের কলিজার পানি শুকিয়া মরুভূমি হয়ে গিয়েছে। বিধান আস্তে আস্তে বিথীর কাছে যাচ্ছে আর বিথী পিছাচ্ছে।
বিধানঃ তুমি পিছাচ্ছো কেন? ( বাকা হেসে )
বিথীঃ আ-আপনি আ-আ-আগাচ্ছেন কে-কেন!
বিধান বিথীকে দেয়ালের সাথে ঠেসে ধরে। বিথী ভয়ে চোখ বন্ধ করে ফেলে। বিধান বিথী মুখের কাছে এসে একটা ফুঁ দিয়ে বিথীর কপালের চুলগুলো সরিয়ে দেয়।
বিধানঃ চোখ বন্ধ করলে কেন গো? ( রোমান্টিক ভাবে )
বিথীঃ একটু পানি দিবেন? ( করুণ ভাবে বিধানের দিকে তাকিয়ে )
বিধানঃ হোয়াট! ( অবাক হয়ে )
বিথীঃ হ্যাঁ কলিজার পানি সব শুকিয়ে গিয়েছে! একটু পানি দেন গলাটাই ভিজাই! ( করুণ ভাবে )
বিধানঃ ধুরর! আমার রোমান্টিক মুডের বারোটা বাজায় দিসো!
বলে বিথীকে ছেড়ে দিয়ে সোফায় যেয়ে বসে পানি পান করতে লাগলো। আর বিথী বিধাম চলে যেতেই বুকে এমন ভাবে ফুঁ দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো যেনো বাঘের খাবার হতে হতে বেঁচে গিয়েছে।
বিধানঃ কপাল করে বউ পেয়েছি! পুরাই বাচ্চা! ( মনে মনে বলে কপাল চাপড়াতে লাগলো )
বিথীঃ কি হলো কপালে এমন করছেন কেনো? ( টেবিল থেকে পানি পান করতে করতে )
বিধানঃ অনেক সুন্দর যে তাই…..
বিথীঃ এই লোকটার তার ছিড়া নাকি? ( মনে মনে )
,
,
,
বিধান বেডে শুয়ে পড়ে আর বিথী সোফায় বসে বসে বিগ বস সিজন তেরো দেখছে। বিথীর এটা অনেক পছন্দের। বলতে গেলে টিভিই খুলে এটার জন্য শুধু এবং ওর পছন্দের আসিম, সিদ্ধার্থ ও সানা। সেটাই মনযোগ সহকারে দেখছিলো। এর মধ্যেই এসে পড়লো বিধানের ডাক।
বিধানঃ বিথু সোনা এদিকে আসো তো।
বিথীঃ এতো সুন্দর করে কথা বলছে মতলব কি? ( মনে মনে )
বিধানঃ কি হলো আসো! ( ধমক দিয়ে )
বিথীঃ এই আসছে ইন্দুর নিজের আসল রূপে! ( বিরবির করে বলে ভেঙচি কাটলো )
বিধান কথাটা শুনেও না শুনার ভান করলো।
বিধানঃ কিছু বললে মনে হয়? ( সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে )
বিথীঃ না! না! কি বলবো! বললাম আসছি এখনই। ( মুখে জোরপূর্বক হাসি টেনে )
বিধানঃ ওহ! ( বলে মনে মনে হাসলো )
বিথী বিধানের কাছে যেয়ে দাঁড়ালো।
বিধানঃ বিছানায় বসো।
বিথীঃ কেনো?
বিধানঃ বসতে বলেছি বসো!
বিথীঃ আচ্ছা! ( বলে বিছানার একপাশে বসলো )
বিধানঃ এভাবে না তো!
বিথীঃ কিভাবে তাহলে?
বিধানঃ পা টান করে বসো।
বিথী পা টান করে বসতেই বিধান বিথী পায়ে মাথা রেখে বিথীর কোমর জড়িয়ে পেটে মুখ গুজে শুয়ে পড়লো।
বিথীঃ আরে করছেন কি?
বিধানঃ বিথী আমি অনেক ক্লান্ত সো প্লিজ………..
বিথী আর কিছু বলল না ঠোঁটের কোণে মিষ্টি হাসি এনে বিধানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। বিধানও মুচকি হেসে চোখ জোড়া বন্ধ করে ফেলল।
,
,
,
বিধানকে ঘুমন্ত অবস্থায় দেখতে এতটাই শান্ত লাগছে যে বিথী মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। বিধানের কপালে নিজের অজান্তেই আলতো করে একটা চুমু একে দিলো। বিথীর চোখ হঠাৎই চোখ যায় ঘড়ির দিকে। ঘড়িতে দেখে তিনটা বাজে। তাই বিধানকে ডাক দিতে নেয় কারণ যে বিধান যেহেতু ফ্রেশ হয়ে আসেনি বাসা থেকে সেহেতু এখন এখানেই গোসল করা লাগবে। আর বেলা বেশি হলে ঠান্ডা লাগতে পারে।
বিথীঃ এই যে শুনছেন? ( ধীর কণ্ঠে )
বিধানঃ নিশ্চুপ।
বিথীঃ উফফফ! ছেলেটা এভাবে ঘুমুচ্ছে ডাক দিতে মন চাচ্ছে না। শুনেছি নাকি ঘুমালে মেয়েদের অনেক মায়াবী লাগে কিন্তু ছেলেদেরও যে লাগে তা জানতাম না। আরে বিথী এসব ছাড় আর এনাকে উঠা! ( মনে মনে )
বিথীঃ এই যে শুনছেন? উঠেন না?
বিধানঃ উমমম! ( বলে কিছুটা নড়েচড়ে আবার ঘুমিয়ে গেলো )
বিথীঃ আহহা! উঠেন না! ( হালকা ধাক্কা দিয়ে )
বিধানঃ উফফ! কিহ! ( মিটমিট করে চোখ খুলে ঘুম ঘুম কণ্ঠে )
বিথীঃ তিনটা বাজে শাওয়ার নিবেন না?
বিধানঃ হোয়াট এতোটা বেজে গিয়েছে! ( বলে উঠে বসলো )
বিথীঃ হুম! আপনার তো কাপড় চোপড় নাই এখানে। দাঁড়ান আমি দিপ্তের থেকে কিছু নিয়ে আসছি।

চলবে,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *