1. নতুন গল্পঃ3. রোমান্টিক ভালোবাসার গল্প গুলোঃঅপ্রিয় হলেও সত্যিলেখাঃ মেঘ লা (পিচ্চি)

অপ্রিয় হলেও সত্যি !! লেখাঃ মেঘ লা (পিচ্চি)

অপ্রিয় হলেও সত্যি

হসপিটালের একটি বেঞ্চে বসে কেঁদে চলেছে মেঘ। তার মা ভেতর চিকিৎসা হিন অবস্থায় পরে আছে। খুব কষ্ট হচ্ছে মেঘের । তার কাছে এখন এত টাকা নেই যে সে মায়ের আপারেশন করাবে৷

(বিঃ দ্রঃ “ অপ্রিয় হলেও সত্যি !! লেখাঃ মেঘ লা (পিচ্চি)” গল্পের সবগুলো পর্ব একসাথে পেতে এখানে ক্লিক করুন)

১ দিন আগেও মেঘের জীবনে সবটা ঠিক ছিল কি থেকে কি হয়ে গেল। (মেঘ, পুরো নাম মেহেনাজ মেঘ। এবার ইন্টার ১ম বর্ষের ছাত্রী। বিজনেসম্যান সাহাজান খানের এক মাত্র কন্যা খুবই সুন্দর ফুটফুটে একটি দুষ্টু সভাবের মেয়ে। মা বাবার চোখের মনি। কালকে সকালে। বাবা মেয়ে আর মা মিলে গাড়ি চালাতে বার হয়েছিলো। আনুরাধা বেগম (মাঘের মা) সাহাজান খান কে জোর করে গাড়ি চলাবার জন্য । সাহাজান খান তার স্ত্রী কে বাদ্ধ হয়ে গাড়ি চালাতে দেন। তখনি মেঘের ফোন বাজে। মেঘের কলেজে একটা কাজ পড়ে যায় মেঘ চলে যায়।
হটাৎ কলেজে ফোন আসে মেঘের মা বাবা এক্সিডেন্ট করেছে। মেঘ তৎক্ষনাৎ হসপিটালে চলে এসে দেখে তার বাবা আর নেই। মেঘ ভেঙে পড়ে কি করবে।আঝর ধারায় বইছে মেঘের চোখের পানি। ডক্টর এসে বলে মাকে বাঁচাতে হলে অপারেশন করা লাগবে কিন্তু তাতে ৫০ লাখ টাকা লাগবে। মেগ তার বাবার পিএকে ফোন করে আরো একটা ঝটকা খায়। তার বাবার সমস্ত ব্যাঙ্ক একাউন্ট সেল করা হয়েছে। তার বাবা নাকি অবৈধ ব্যাবসায়ি ছিলেন তার কোম্পানি এখন অন্য কারোর হাতে। মেঘের মা এবং মেঘের একাউন্ট থেকে সমস্ত টাকা ব্যাঙ্কে চলে গেছে। সাহাজান সাহেব তার ব্যাবসায় এবার বড়ো আাকারে ইনভেস্ট করে। তার জন্য ব্যাঙ্ক থেকে ২০ কোটি টাকার লোন তোলে যেটা ওদের একাউন্ট থেকে কেটে নেওয়া হয়। এখন মেঘের কাছে দেবার মতো ১০ টা টাকাও নেই তাদের বাড়িটাও নাকি আর তাদের নেই৷ তাদের কোম্পনির নতুন ওনারের দখলে। )
-কি করবো আমি হে আল্লাহ পথ দেখাও। (কাঁদতে কাঁদতে)
হটাৎ এক ভদ্র লোক মেঘের কাছে আসেন। সাদ পারফেক্ট সুট পরা।
-ম্যাম আমার কছে একটা প্রসতাব আছে আপনার জন্য যদি রাজি হোন আপনার মাকে বাঁচানোর দায়িত্ব আামাদের মানে আমার স্যার এর।
এই অন্ধকারে যেন একটু আলো পেলো মেঘ।
মেঘ মাথা তুলে বললো কে আপনি।
-আপনার গুড উইসার বলতে পারেন। মাকে বাচাতে চানতো নাকি। তাহলে ছোটো একটা কাজ করতে হবে ম্যাম।
-আমি সব করতে রাজি শুধু আমার মাকে বাচান।
-ম্যাম আপনাকে কনটাক্ট পেপারে সাইন করতে হবে একটা এগ্রিমেন্টে আসতে হবে। এগ্রিমেন্টা হবে আপনি আগামি ১০ বছর আমাদের স্যার এর পিএ হিসেবে কাজ করতে হবে শুধু পিএ বললে ভুল আপনাকে সকাল ৬টা তেকে সন্ধা ৭ টা পর্যন্ত আমাদের স্যার এর সাথে থাকতে হবে তার সমস্ত কাজের খেয়াল রাখতে হবে। এক কথায় সমস্ত।
মেঘের মাথায় এখন শুধু মাকে বাচানের চিন্তা মেঘ সাত পাঁচ না ভেবে পেপারে সাইন করে দেয়।
-ম্যাম এবার আপনাকে আমাদের সাথে যেতে হবে।
-কিন্তু আপনারাযে বললেন আমার মায়ের অপারেশন এর।
-ম্যাম আপনার মায়ের অপারেশন শুরু হয়ে গেছে। ওই দিকে দেখেন।
মেঘ তাকিয়ে দেকে সত্যি ওর মায়ের অপারেশন শুরু হয়ে গেছে।
-ম্যাম কনটাক্ট অনুযায়ী এক্ষনি এই মুহুর্ত থেকে দশ বছর পর্যন্ত। এখন আপনাকে আমাদের সাথে যেতে হবে।
মেঘ অসহায় তাকে না চাইতে লোকটির সাথে যেতে হলো।
লোকটি মেঘকে মেঘের বাড়িতেই নিয়ে এসেছে। মেঘের বুঝতে বাকি রইলো না এটা ওদের কোম্পনির নতুন ওনারের কাজ। কিন্তু কে সে,।
-ম্যাম আসুন আমার সাথে
মেঘ লোকটির সাথে যেতে থাকে মেঘকে মেঘের রুমের বাইরে দাড় করায় লোকটি।
-ম্যাম ভেতরে যান।
-মেঘ ভেতরে যেতে,
চলবে…….. অপ্রিয় হলেও সত্যি

 

বিঃ দ্রঃ নিচে ভালো করে লক্ষ্য করুন পরবর্তী পর্বে দেওয়া আছে

বিঃ দ্রঃ “ লেখাঃ মেঘ লা (পিচ্চি)” লেখকের লেখা অন্য গল্প গুলো পড়তে এখানে ক্লিক করুন !!

👉আমাদের ফেসবুক পেজ