Addition

Addition !! Part- 11 (Last-Part)

নীলের চিৎকার করছে কিন্তু নীলের পা চলছে না। মায়ার রক্ত দেখে নীলের হুস নেই। বইরে থেকে কেউ গুলিটা করেছে নীলের বডিগার্ড ছড়িয়ে পরেছে চার পাশে একজন এসে,
-বস ম্যাম কে বাচাতে হবে ম্যামকে হসপিটালে নিয়ে যেতে হবে৷
নীলের যেন হুস এলে নীল দৌড়ে মায়ার কাছে গিয়ে ওকে কোলে তুলে গাড়িতে বসিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পরলো।
জান কিছু হবেনা তোমার এইতো হসপিটালে চলে এসেছি৷
মায়াকে নিয়ে হসপিটালে এসে নীল
নীলকে দেখে সবাই সইডে চলে যায় ডক্টর দৌরে এসে মায়াকে ভেতরে অপারেশন থিয়েটারে নিয়ে যায়৷
-ডক্টর বাচান আমার মায়াকে ডক্টর।।
-রিলাক্স মি. চৌধুরী আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।
ডক্টর চলে যান নীল ফোন বার করে মায়ার মা,বাবা আপুকে বলে ওরা জলদি হসপিটালে চলে আসে৷
-কি করে কি হলো নীল আমার মায়া৷
-শান্ত হন মা। ডক্টর দেখছে।
এরমধ্যে নীলের ফোন বেজে উঠে নীল ফোনটা রিসিভ করতে,
-বস সুটারকে পেয়েছি। সে সব বলেছে,
-কে সুট করিয়েছে।
-বস কিছুদিন আগে আপনি একটা প্রোপাটিতে মার্কেট করতে চয়ছিলেন ওখানে কাজি হামিদ সাহেব ও মার্কেট করতে চেয়েছিল কিন্তু জমিটা আপনার হবায় পারে নি। ওরা মুলত আপনাকে মারতে চেয়েছিল কিন্তু টার্গেট মিস করে ভাবির লাগে৷
-কাজি হামিদ ওকে আমার সমনে উপস্থিত করো।
-ঠিক আছে বস।
ফোনটা কেটে দেয়।
ওদিকে মায়ার অনেক রক্ত গেছে তাই ইমিডিয়েট রক্ত লাগবে৷ ডক্টর এসে নীলকে বললে। ডক্টর কি গ্রুপ ।
-স্যার o+
-কিন্তু আমারতো Ab+
-ভাই আমার আর মায়ার সেম গ্রুপ আমি রক্ত দিবো। (আমায়রা)
-আপু।ধন্যবাদ
-ভাই ও তো আমারো বোন।
-আপনি আসুন পেসেন্ট এর অবস্থা বেশি ভালো নয় একটু সময় নষ্ট করা যাবে না।
আমায়রা রক্ত দিতে যায়৷
রক্ত দিয়াতে মায়ার অপারেশন হয়ে মায়া আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে।
৫ দিন পর,
আজ মায়া বাসায় আসছে।
(নীল সেই দওনই কাজি হামিদ সাহেবকে নিজের হাতে খুন করে৷ নীল বুঝতে পারে তার এই কালো কাজের জন্য মায়া গুলি খেয়েছে। এই জন্য সে এই কাজও ছেড়ে দেয়।)
-মায়া।
-জী।
-চলোনা একটা নতুন সম্পর্কের শুরু করি। নি কোন রাগ নেই কোন প্রতিসোধ
-হুম সারা জীবন থাকতে চায় নীল। তোমার সাথে।
-মে আই৷
মায়া লজ্জায় নীলের বুকে মুখ লুকায়।
পূর্ণতা পায় ভালোবাসা
(বেঁচে থাকুক হাজারো ভালোবাসা)
ধন্যবাদ। ধর্য ধরে গল্পটা পরার জন্য)
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *