sob golpo

জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা – অবলম্বনে গল্প

সত্য ঘটনা অবলম্বনে গল্প গুলো নিচে দেওয়া হল:-

 1. সত্য ঘটনা  বহ্নিশিখা

 2. সত্য ঘটনা অবলম্বনে – জীবনের গল্প !! লেখাঃ আফরাহ হুমায়রা

 3. রহস্যময় শ্রীলঙ্কার আদম পাহাড় ⚠ সত্যি ইতিহাস অবলম্বন

 4. একটি সত্য ঘটনা অবলম্বনে !! লেখাঃ ছায়াহীন মানবী

 5. জিন তারানো

 6. আমার ঘটনা টা ২০০২ সালের।

 7. আমার কলিগের মুখে শুনা ঘটনা

 8. ||আগুনের গোলা ভূতের গল্প||

 9. ঢাকা ময়মনসিংহ রোডের একটি ভূতের ঘটনা

 10. ভারতের বর্ডারের কাছে একটা ঘটনা ঘটেছিল ।

 11. || বিয়ে বাড়ীর একটি ঘটনা ||

 12. পদ্মার পাড়ে স্থায়ী জেলেদের মুখে শোনা ঘটনা

 

সত্য ঘটনা

বুখারী, মুসলিম, আবু দাউদ, ও নাসায়ীতে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হয়েছে যে, সর্ব প্রথম যে সূরাটিতে সিজাদার আয়াত নাযিল হয়েছে, সেটি হচ্ছে আন -নাজম । এ হাদীসের যে অংশসমূহ আসওয়াদ ইবনে ইয়াযীদ, আবু ইসহাক এবং যুহারের ইবনে মুয়াবিয়া কর্তৃক ইবনে মাসউদের রেওয়ায়াতসমূহে বর্ণিত হয়েছে তা থেকে জানা যায় যে, এটি কুরআন মজীদের প্রথম সূরা যা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরাইশদের এক সমাবেশে (ইবনে মারদুইয়ার বর্ণনা অনুসারে হারাম শরীফের মধ্যে ) শুনিয়েছিলেন। সমাবেশে কাফের ও ঈমানদার সব শ্রেনীর লোক উপস্থিত ছিল।

অবশেষে তিনি সিজদার আয়াত পড়ে সিজদা করলে উপস্থিত সবাই তাঁর সাথে সিজদা করে। এমনকি মুশরিকদের বড় বড় নেতা যারা তাঁর বিরোধিতার অগ্রভাবে ছিল তারাও সিজদা না করে থাকতে পারেনি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন; আমি কাফেরদের মধ্যে মাত্র এক ব্যক্তি অর্থাৎ উমাইয়া ইবনে খালফকে দেখলাম, সে সিজদা করার পরিবর্তে কিছু মাটি উঠিয়ে কপালে লাগিয়ে বললোঃ আমার জন্য এটাই যথেষ্ট। পরবর্তী সময়ে আমি নিজ চোখে তাকে কাফের অবস্থায় নিহিত হতে দেখেছি।

 

আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ। কিভাবে উপন্যাস লিখলে আপনারা বেশি আনন্দ উপভোগ করেন এবং এই সাইট সম্পর্কে কোন অভিযোগ, অনুরোধ থাকলে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ইমেইল করতে পারেন আমাদের E-Mail- westbangla24@gmail.com
এমনকি আমাদের ফেসবুক পেজ মেসেজ করতে পারেন

so

এবং এই সাইটের গল্প উপন্যাস গুলো যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করলে আমরা খুশি হব কারণ লেখক এর লেখা তখনই সার্থক হয়। যখন পাঠকেরা গল্প পড়ে আনন্দ পায় এবং সেই আনন্দের অনুভূতি সবার সাথে শেয়ার করে। so দয়া করে আপনাদের কাছে WestBangla থেকে একটা অনুরোধ। গল্প পড়ে গঠনমূলক মন্তব্য করে যাবেন এবং পারলে আপনার বন্ধুদের জন্য গল্পটি আরো পাঠকের কাছে পৌঁছে দেয়ার জন্য আপনার ফেসবুক আইডিতে শেয়ার করুন ধন্যবাদ ।। so Hide