বস বয়ফ্রেন্ড Season 2 ! পর্ব- ২১
রোদ – কি নিয়া এত রেগে ছিলি আমিতো
দেখলাম স্যার এর দিকে তাকায় ছিলি আর
আমারে বাড়ি মারলি।
।
হিয়া – অই তুই যা তো তারার সাথে আমার
কথা আছে।
রোদ – না আমি যামুনা।
তুই আমার সামনে বল।
।
তারা – উফ তোরা থামবি।
আমার মাথা ধরছে।
।
হিয়া – রোদ, তারা চল আজ পাব এ যাই।
।
রোদ – আমি রাজি।
।
তারা – হিয়া আমি কি কোন দিন গেছি অইসব
জায়গায় ??
।
হিয়া – আমার জন্য চল আজ।
আমিও যাই নাই তাই দেখার খুব ইচ্ছা প্লিজ
আজকেই first and last please.
রোদ – চল না তারা।
।
তারা – okey bt for the first and last tym.
.
hiya – done.
.
rod – let’s go.
হিয়া – তুই না আসলেই পাগল।
অফিস টাইম শেষ হক আগে।
।
মেঘ – লুকিয়ে অদের কথা শুন ছিলাম।
ইমু অরা তো পাব এ যাবে শুনলাম।
।
ইমু – আমরাও যাব।
চল।
।
কাজ শেষ এ –
মেঘ – কিরে অরা বের হচ্ছে চল চল follow
করতে হবে।
।
হিয়া – অরে বাবা এত মানুষ।
tara – valentine ডে বুঝিস না।
সব কাপাল আসছে।
।
রোদ – আমার যে কবে girlfriend হবে।
।
হিয়া – চল অইখানে বসি।
।
মেঘ – কিরে এত ভিড়ে অদের কই পাই।
।
ইমু – অই যে অই দেখ।
।
।
মেঘ এখন কি করব? ?
।
ইমু – অদের সামান্য একটু সামনে চল।
।
মেঘ – কি হবে।
।
ইমু – চল তো।
।
মেঘ – কিরে কিরে জরায় ধরিস কেন।
।
ইমু – আরে তারাকে দেখাতে হবেনা।
নে আমাকে ধর।
।
মেঘ – কিহ।
।
ইমু – ছাগল ধর।
।
হিয়া – অ মোর আল্লাহ।
।
তারা – কি হল।
।
হিয়া – অইখানে দেখ।
।
তারা – জুস খাচ্ছিলাম মুখ থেকে সব পরে
গেল।
যা রাগ উঠছিল বলার বাইরে।
।
উঠে দাড়ালাম।
।
হিয়া – কিরে চলে যাচ্ছিস নাকি।
।
তারা – না।
।
boy : hello will u dance with me.
.
tara : why not.
sure.
।
মেঘ – ইমু দেখ তারা অন্য ছেলের সাথে।
আমি যাচ্ছ অর কাছে।
।
ইমু – আরে থাম।
।
মেঘ – নাহ আর না।
আমি যাচ্ছি।
তারার হাত ধরে চল এখান থেকে।
।
তারা – হাত ছাড়ুন ব্যথা লাগছে।
।
boy : hey man whts ur pblm.
.
মেঘ : look.
she’s with me.
okey.
so I’m taking her with me. any pblm? ?
.
boy : no.
.
মেঘ – খুব শক্ত করে ধরে আছি তারাকে।
।
তারা – u r hurting me.
leave my hand.
মেঘ – অকে।
বলেই কোলে তুলে নিলাম।
।
গাড়িতে বসিয়ে দিলাম।
।
হিয়া – হায় রে।
তারা তু তো গায়া।
।
তারা – এটা কি হল।
।
মেঘ – চুপ।
।
গাড়ি থেকে তারাকে নামালাম।
চল আমার সাথে।
ঘরে নিয়ে গেলাম।
দেওয়ালে সাথে অকে শক্ত করে ধরলাম।
কি করছিলে??
।
তারা : আপনার কি তাতে।
।
মেঘ – তুমি জানো না আমার কি?
।
তারা – নিজে করলে দোষ নাই আমি করলেই
দোষ।
।
মেঘ – অহ এই কথা।
সোজাসোজি বল তুমি জেলাস ফিল
করছিলে।
।
তারা – jealous my foot.
।
মেঘ – তাই নাকি? ?
আচ্ছা আর কোনো দিন অইসব জায়গায় যাবা
না।
।
তারা – যাব যাব যাব।
।
মেঘ – কি বললে।
।
তারা – আপনার কি।
।
মেঘ – আমার কি দেখাচ্ছি বলেই কিস করে
বসলাম।
।
তারা – আপনি কথায় কথায় এমন কিস করে
বসেন কেন।
আমাকে পাইছেন কি।
।
মেঘ – i love you why don’t u get it.u r just mine.
i want u in my life.
please tara come back to me.
.
তারা – নাহ।
বলেই ধাক্কা মেরে চলে আসলাম।
হাহ কি পাইছে কি?
বাপের সম্পদ পাইছে নাকি।
।
অফিসে –
হিয়া – এত দেরি হয়ে গেল কেন।
?
তারা – হেরে দেরি হয়ে গেল।
ঘুম থেকে উঠতে পারিনাই।
।
হিয়া – চোখ টিপে বললাম কেন রাতে কিছু
হইছিল?
।
তারা – তুই না।
শয়তান একটা।
।
মেঘ- তারা কেবিন এ আসোতো।
।
হিয়া – যাও দেখ কি বলে।
।
তারা – বলুন
।
মেঘ – এত লেট কেন।
।
তারা – sorry sir.
আর হবেনা।
।
মেঘ – u know আমি late জিনিস টা hate করি।
।
তারা – সরি।
।
মেঘ – যাও।
আর শুন একটু কম খাও দিন দিন তো মোটা হতে
যাচ্ছ।
।
তারা – আমি মোটা।
?
।
মেঘ – কাল কে কোলে নিয়ে তো আমার
কোমড় ব্যথা হয়ে গেছে।
।
তারা – তো নিতে কে বলছিল।
হুহ।
।
মেঘ – মেয়েদের মোটা বললে এত রাগে কেন।
আল্লাহ জানে।
।
তারা – আমি কোন দিক দিয়া মোটা।
উনার চোখ কানা
.
হিয়া – রেগে আছিস কেন?
।
তারা – আমি মোটা?
হিয়া – কে বলছে?
।
তারা – কে আবার অই রাক্ষস এ।
।
হিয়া – হেহেহে।
তুই মোটা হলে আমি কি।
।
কিন্তু তোকে এত দুর্বল লাগছে কেন?
।
তারা – না কিছু না।
ঘুম হয়নি কাল কে তাই।
।
হিয়া – চল কফি খেয়ে আসি।
।
তারা – চল।
।
হিয়া — তারা কাজ শেষ চল এবার। –
।
মেঘ – তুমি যাও হিয়া তারা আমার সাথে
অকে।
তারা – না হিয়া দাড়া।
।
মেঘ – না বলছি তো।
তুমি যাও হিয়া।
।
তারা – আমি কেন আপনার সাথে যাব।
।
মেঘ – শাস্তি বাকি আছে।
।
তারা – কিসের?
।
মেঘ – দেরি করে আসছিলা যে তার।
।
বাসায় –
।
তারা – কি করতে হবে বলুন।
।
মেঘ – তারা কে জড়িয়ে ধরে দাড়াও ভেবে
নেই।
।
তারা – আগে ভাগেই হাত দিয়ে ঠোট
ডাকলাম।
।
মেঘ – কি হল এটা।
।
তারা – কিছুনা।
আপনি বলেন।
।
মেঘ – জি না ম্যাডাম আপনি যা ভাবছেন
সেটা করবনা।
রান্না ঘরে যেয়ে কিছু রান্না কর।
আমি ফ্রেশ হয়ে আসি।
।
ফ্রেশ হয়ে দেখলাম
তারা রান্না ঘরে।
মনে পরে গেল তারা তো রান্না পারেনা।
একদিন যে রান্না করছিল তা আর ভাবা
যায়না।
।
দেখি ফ্রিজ এ কিছু আছে নাকি।
নাহলে তারার খাবার খেয়ে মরতে হবে।
রান্নাঘরে যেয়ে দেখি তারা নুডলস রান্নার
প্রস্তুতি নিচ্ছে।
টমেটো কাটছিল।
।
পিছন দিক দিয়্র জরিয়ে ধরলাম।
।
তারা – আল্লাহ ভুত ভুত।
।
মেঘ – আমি ভুত না silly।
তারা তোমার আংগুল কেটেছে।
তাড়াতাড়ি আংগুল টা মুখে নিলাম।
মুভিতে যেমন নেয়।
হেহেহে হিরো সাজলাম আরকি।
।
তারা – নিজেরে কি হিরো ভাবেন।
ছাড়েন।
।
মেঘ – আচ্ছা হাতটা পানি দিয়ে ধুয়ে ব্যান্ডস
করে দিলাম।
।
তারা – আপনার জন্য হল এটা।
।
মেঘ – এত ভয় পেলে হয়।
।বসো এখানে।
।
তারা – কই যান।
।
মেঘ – আসছি।
রান্নাঘর এ যেয়ে নুডলস রান্না করে আনলাম।
।
নেও তারা খেয়ে নেও।
।
তারা – খেয়ে নিজের ঘরে গেলাম।
।
বারান্দা তে দাড়িয়ে ভাবছি তাকে কি
আরেকবার সুযোগ দেওয়া যায়? ?
না না কি ভাবছি।
একদম না।
সকালে অফিসে –
।
রোদ – কিরে মাথায় হাত দিয়ে বসে আছিস
কেন।
তারা – কিছুনা এমনি।
।
হিয়া – তোকে অসুস্থ লাগছে।
ছুটি নে।
।
তারা – নাহ দরকার।
।
হিয়া – দরকার আছে কয়েকদিন ধরেই দেখছি।
।
মেঘ – কাল কের ফাইল টা দিয়ে যাও।
।
তারা – এই নিন।
।
মেঘ – u r looking sick.
r u ok??
.
tara – im fine.
.
মেঘ – কথা বলতে বলতেই তারা অজ্ঞান হয়ে
গেল।
।
তারারারারা??
।
কোলে নিয়ে বের হলাম।
all staff- sir is she ok.??
wht happened? ?
.
ইমু – কিরে কি হল।
।
মেঘ – কথা বলার সময় নাই।
আমি হাসপাতাল এ যাচ্ছি তুই অফিস দেখ।
।
মেঘ – doctor.
how’s she?
anything serious?
.
doc- no no my boy.
she’s fine.
just low pressure .
she’s weak.
she’s sleeping now.
she’s need some rest for days.
after that she will be absolutely fine.
.
megh – tnx doc.
.
doc – its ok.
.
তারা – চোখ খুলে ঝাপ্সা ঝাপ্সা দেখছি।
হিয়া তুই? ?
বিঃ দ্রঃ নিচে Next >> ক্লিক করলে পরবর্তী পর্ব পাবেন..!