বস বয়ফ্রেন্ড Season 2

বস বয়ফ্রেন্ড Season 2 ! পর্ব- ২১

রোদ – কি নিয়া এত রেগে ছিলি আমিতো
দেখলাম স্যার এর দিকে তাকায় ছিলি আর
আমারে বাড়ি মারলি।

হিয়া – অই তুই যা তো তারার সাথে আমার
কথা আছে।
রোদ – না আমি যামুনা।
তুই আমার সামনে বল।

তারা – উফ তোরা থামবি।
আমার মাথা ধরছে।

হিয়া – রোদ, তারা চল আজ পাব এ যাই।

রোদ – আমি রাজি।

তারা – হিয়া আমি কি কোন দিন গেছি অইসব
জায়গায় ??

হিয়া – আমার জন্য চল আজ।
আমিও যাই নাই তাই দেখার খুব ইচ্ছা প্লিজ
আজকেই first and last please.
রোদ – চল না তারা।

তারা – okey bt for the first and last tym.
.
hiya – done.
.
rod – let’s go.
হিয়া – তুই না আসলেই পাগল।
অফিস টাইম শেষ হক আগে।

মেঘ – লুকিয়ে অদের কথা শুন ছিলাম।
ইমু অরা তো পাব এ যাবে শুনলাম।

ইমু – আমরাও যাব।
চল।

কাজ শেষ এ –
মেঘ – কিরে অরা বের হচ্ছে চল চল follow
করতে হবে।

হিয়া – অরে বাবা এত মানুষ।
tara – valentine ডে বুঝিস না।
সব কাপাল আসছে।

রোদ – আমার যে কবে girlfriend হবে।

হিয়া – চল অইখানে বসি।

মেঘ – কিরে এত ভিড়ে অদের কই পাই।

ইমু – অই যে অই দেখ।


মেঘ এখন কি করব? ?

ইমু – অদের সামান্য একটু সামনে চল।

মেঘ – কি হবে।

ইমু – চল তো।

মেঘ – কিরে কিরে জরায় ধরিস কেন।

ইমু – আরে তারাকে দেখাতে হবেনা।
নে আমাকে ধর।

মেঘ – কিহ।

ইমু – ছাগল ধর।

হিয়া – অ মোর আল্লাহ।

তারা – কি হল।

হিয়া – অইখানে দেখ।

তারা – জুস খাচ্ছিলাম মুখ থেকে সব পরে
গেল।
যা রাগ উঠছিল বলার বাইরে।

উঠে দাড়ালাম।

হিয়া – কিরে চলে যাচ্ছিস নাকি।

তারা – না।

boy : hello will u dance with me.
.
tara : why not.
sure.

মেঘ – ইমু দেখ তারা অন্য ছেলের সাথে।
আমি যাচ্ছ অর কাছে।

ইমু – আরে থাম।

মেঘ – নাহ আর না।
আমি যাচ্ছি।
তারার হাত ধরে চল এখান থেকে।

তারা – হাত ছাড়ুন ব্যথা লাগছে।

boy : hey man whts ur pblm.
.
মেঘ : look.
she’s with me.
okey.
so I’m taking her with me. any pblm? ?
.
boy : no.
.
মেঘ – খুব শক্ত করে ধরে আছি তারাকে।

তারা – u r hurting me.
leave my hand.
মেঘ – অকে।
বলেই কোলে তুলে নিলাম।

গাড়িতে বসিয়ে দিলাম।

হিয়া – হায় রে।
তারা তু তো গায়া।

তারা – এটা কি হল।

মেঘ – চুপ।

গাড়ি থেকে তারাকে নামালাম।
চল আমার সাথে।
ঘরে নিয়ে গেলাম।
দেওয়ালে সাথে অকে শক্ত করে ধরলাম।
কি করছিলে??

তারা : আপনার কি তাতে।

মেঘ – তুমি জানো না আমার কি?

তারা – নিজে করলে দোষ নাই আমি করলেই
দোষ।

মেঘ – অহ এই কথা।
সোজাসোজি বল তুমি জেলাস ফিল
করছিলে।

তারা – jealous my foot.

মেঘ – তাই নাকি? ?
আচ্ছা আর কোনো দিন অইসব জায়গায় যাবা
না।

তারা – যাব যাব যাব।

মেঘ – কি বললে।

তারা – আপনার কি।

মেঘ – আমার কি দেখাচ্ছি বলেই কিস করে
বসলাম।

তারা – আপনি কথায় কথায় এমন কিস করে
বসেন কেন।
আমাকে পাইছেন কি।

মেঘ – i love you why don’t u get it.u r just mine.
i want u in my life.
please tara come back to me.
.
তারা – নাহ।
বলেই ধাক্কা মেরে চলে আসলাম।
হাহ কি পাইছে কি?
বাপের সম্পদ পাইছে নাকি।

অফিসে –
হিয়া – এত দেরি হয়ে গেল কেন।
?
তারা – হেরে দেরি হয়ে গেল।
ঘুম থেকে উঠতে পারিনাই।

হিয়া – চোখ টিপে বললাম কেন রাতে কিছু
হইছিল?

তারা – তুই না।
শয়তান একটা।

মেঘ- তারা কেবিন এ আসোতো।

হিয়া – যাও দেখ কি বলে।

তারা – বলুন

মেঘ – এত লেট কেন।

তারা – sorry sir.
আর হবেনা।

মেঘ – u know আমি late জিনিস টা hate করি।

তারা – সরি।

মেঘ – যাও।
আর শুন একটু কম খাও দিন দিন তো মোটা হতে
যাচ্ছ।

তারা – আমি মোটা।
?

মেঘ – কাল কে কোলে নিয়ে তো আমার
কোমড় ব্যথা হয়ে গেছে।

তারা – তো নিতে কে বলছিল।
হুহ।

মেঘ – মেয়েদের মোটা বললে এত রাগে কেন।
আল্লাহ জানে।

তারা – আমি কোন দিক দিয়া মোটা।
উনার চোখ কানা
.
হিয়া – রেগে আছিস কেন?

তারা – আমি মোটা?
হিয়া – কে বলছে?

তারা – কে আবার অই রাক্ষস এ।

হিয়া – হেহেহে।
তুই মোটা হলে আমি কি।

কিন্তু তোকে এত দুর্বল লাগছে কেন?

তারা – না কিছু না।
ঘুম হয়নি কাল কে তাই।

হিয়া – চল কফি খেয়ে আসি।

তারা – চল।

হিয়া — তারা কাজ শেষ চল এবার। –

মেঘ – তুমি যাও হিয়া তারা আমার সাথে
অকে।
তারা – না হিয়া দাড়া।

মেঘ – না বলছি তো।
তুমি যাও হিয়া।

তারা – আমি কেন আপনার সাথে যাব।

মেঘ – শাস্তি বাকি আছে।

তারা – কিসের?

মেঘ – দেরি করে আসছিলা যে তার।

বাসায় –

তারা – কি করতে হবে বলুন।

মেঘ – তারা কে জড়িয়ে ধরে দাড়াও ভেবে
নেই।

তারা – আগে ভাগেই হাত দিয়ে ঠোট
ডাকলাম।

মেঘ – কি হল এটা।

তারা – কিছুনা।
আপনি বলেন।

মেঘ – জি না ম্যাডাম আপনি যা ভাবছেন
সেটা করবনা।
রান্না ঘরে যেয়ে কিছু রান্না কর।
আমি ফ্রেশ হয়ে আসি।

ফ্রেশ হয়ে দেখলাম
তারা রান্না ঘরে।
মনে পরে গেল তারা তো রান্না পারেনা।
একদিন যে রান্না করছিল তা আর ভাবা
যায়না।

দেখি ফ্রিজ এ কিছু আছে নাকি।
নাহলে তারার খাবার খেয়ে মরতে হবে।
রান্নাঘরে যেয়ে দেখি তারা নুডলস রান্নার
প্রস্তুতি নিচ্ছে।
টমেটো কাটছিল।

পিছন দিক দিয়্র জরিয়ে ধরলাম।

তারা – আল্লাহ ভুত ভুত।

মেঘ – আমি ভুত না silly।
তারা তোমার আংগুল কেটেছে।
তাড়াতাড়ি আংগুল টা মুখে নিলাম।
মুভিতে যেমন নেয়।
হেহেহে হিরো সাজলাম আরকি।

তারা – নিজেরে কি হিরো ভাবেন।
ছাড়েন।

মেঘ – আচ্ছা হাতটা পানি দিয়ে ধুয়ে ব্যান্ডস
করে দিলাম।

তারা – আপনার জন্য হল এটা।

মেঘ – এত ভয় পেলে হয়।
।বসো এখানে।

তারা – কই যান।

মেঘ – আসছি।
রান্নাঘর এ যেয়ে নুডলস রান্না করে আনলাম।

নেও তারা খেয়ে নেও।

তারা – খেয়ে নিজের ঘরে গেলাম।

বারান্দা তে দাড়িয়ে ভাবছি তাকে কি
আরেকবার সুযোগ দেওয়া যায়? ?
না না কি ভাবছি।
একদম না।
সকালে অফিসে –

রোদ – কিরে মাথায় হাত দিয়ে বসে আছিস
কেন।
তারা – কিছুনা এমনি।

হিয়া – তোকে অসুস্থ লাগছে।
ছুটি নে।

তারা – নাহ দরকার।

হিয়া – দরকার আছে কয়েকদিন ধরেই দেখছি।

মেঘ – কাল কের ফাইল টা দিয়ে যাও।

তারা – এই নিন।

মেঘ – u r looking sick.
r u ok??
.
tara – im fine.
.
মেঘ – কথা বলতে বলতেই তারা অজ্ঞান হয়ে
গেল।

তারারারারা??

কোলে নিয়ে বের হলাম।
all staff- sir is she ok.??
wht happened? ?
.
ইমু – কিরে কি হল।

মেঘ – কথা বলার সময় নাই।
আমি হাসপাতাল এ যাচ্ছি তুই অফিস দেখ।

মেঘ – doctor.
how’s she?
anything serious?
.
doc- no no my boy.
she’s fine.
just low pressure .
she’s weak.
she’s sleeping now.
she’s need some rest for days.
after that she will be absolutely fine.
.
megh – tnx doc.
.
doc – its ok.
.
তারা – চোখ খুলে ঝাপ্সা ঝাপ্সা দেখছি।
হিয়া তুই? ?
বিঃ দ্রঃ নিচে Next >> ক্লিক করলে পরবর্তী পর্ব পাবেন..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *