প্রাক্তন 2 !! Part- 06
আগেই বলেছিলাম সোনার মূল্য তো আর সবাই দিতে পারে নাহ😆(সমুদ্র)
__জ্বী একদম ই তাই। কি জানেন তো সোনার গহনা বানানোর জন্য ক্ষাদ এর প্রয়োজন হয় কিন্তু রুপাতে একটু ও খাদ থাকলে গহনাই হয় না।তাই আমার রুপা খুব পছন্দের।(আমি)
আচ্ছা আচ্ছা হয়েছে তোদের সোনা রুপা নিয়ে যুদ্ধ এবার দেখতো কোন টা ভালো লাগে?
এই নীরা দেখ তো মা কোন টা ভালো?(খালামনিল
__খালামনি আমি এই গুলো বুঝি কম তোমরাই কিনো।
নীরা তোর জন্য কিছু নে?(আম্মু)
__না।আমার ভালো লাগে না এই গুলো।(বলেই বসে গেলাম সোফায়)
সবাই কত মনোযোগ সহকারে গহনা দেখছে!হঠাৎ করেই আমার চোখ আটকে গেলো এক জোড়া নুপুর এ।অনেক্ষন দেখলাম নুপুড় জোড়া।যেইনা হাতে নিতে যাবো সমুদ্র নিয়ে নিলো।সে আর আমার দিকে তাকালো না। তার প্রায় ১মিনিট পর মনে পরলো আমার মোবাইল টা তো ওর কাছে। আমি তার কাছে যেতেই সে কোনো না কোনো ছুতোয় আমাকে পাশ কাটিয়ে যাচ্ছে। বুঝতে পেরে বললাম।,
এই যে বরের বড় ভাই? এইটু এই দিকে আসবেন?(আমি)
__জ্বী আমাকে বলছেন?( এই দিক ওই দিক তাকিয়ে ঢং করছে)
এই দিক ওদিক মাথা টা না ঘুরিয়ে আমার সাথে আসেন একটু নাচাই মানে নাচ নিয়ে কথা আছে আর কি (আমি হেসে সাবার দিকে তাকিয়ে)
কি হলো আসেন?
__জ্বী যাচ্ছি।(সমুদ্র)
জ্বী এই দিক টায় আসুন।(আমি)
সে ও হেসে আমার সাথে আসছে।খুব ভালো করেই বুঝতে পারছি বেক্কল মার্কা সিচুয়েশন এ পড়েছে সে।তার আসতে ইচ্ছে বিন্দু মাত্র নেই কিন্তু না এসেও পারছে না।
ছাদে উঠা মাত্র ই সে বলে উঠলো,
এইত্ত মিস করছিলে সবার সামনে এভাবে ডেকে উঠলে?(সমুদ্র)
__বাজে বকবেন না তো(আমি)
ওমা বাজে আবার কি বললাম?তুমি ই ডেকে আনলে!এখন তুমি ই বলছো?
__আমার ফোন টা দিন?
কি দিবো?
__ফোন টা।আপনার গাড়িতে ফেলে এসেছিলাম!
সে আমার দিকে তাকিয়ে হাসছে। তবে অন্য কেউ তা বুঝতে পারবে না। আমি জানি তার এই হাসির মানে সে কিছু ভয়ংকর প্লান করছে!
কি হলো ফোন টা দিন আমার(আমি)
__অহহ আচ্ছা আমার জন্য না ফোন এর জন্য এত্ত ভালোবাসা?তাই আমাকে ডেকে আনা হলো?(সমুদ্র)
জ্বী এই তো ভালো বুঝেছেন!এইবার ফোন টা দিন?
__হুম নাও(পকেট থেকে বের করে)
আমি ফোন এক প্রকার হাত থেকে ছু মেরেই নিলাম বলা চলে।নিয়ে উলটো দিকে হাটা দিচ্ছিলাম আর সে পিছন থেকে বলে উঠলো,
“আমার ছবি গুলো এখনো ডিলিট করা হয়নি যে?ইচ্ছে করে নি বুঝি?”
কথা টা শুনে থমকে দাঁড়িয়ে গেলাম। যেই জিনিষটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো!তার মানে সে….নিজেকে সামলে নিয়ে বললাম,
__সময় হয়ে উঠে নি ডিলিট করার।আসলে মনেই ছিলো না!(বলেই হাটা দিচ্ছিলাম)
সে পিছন থেকে সামনে এসে দাঁড়িয়ে বললো,
তাই নাকি?তো ওলড কনফার্সেশন গুলোও ডিলিট করার সময় পাও নি?
__হুম পাই নি।
মিথ্যে বলা কবে থেকে শিখলে?
__যা বলতে আমি আপনাকে বাধ্য নই।পথ আটকে দাঁড়িয়ে না থেকে যেতে দিন।
সে সরে গেলো,আমিও ভালো মানুষের মত নিচে নেমে আসলাম সেও আমার পিছন পিছন আসলো।
নিচে এসে দেখি সেই আগের মতই সবাই গহনা নিয়ে ব্যস্ত।আমি নিজের রুমে চলে এলাম।
হাতে ফোন টা নিয়ে তার নামের ফোল্ডার টা ওপেন করলাম কত শত ছবি!আগে বেশ রোগা ছিলো আর বাচ্চামি ভাব ছিলো চেহারায়।এখন আর নাই। প্রতি টি ছবির সাথেই কোনো না কোনো স্মৃতি জরিয়ে আছে।তার প্রতিটি ছবিতেই আমার কোনো না কোনো কিছু ভালো লাগার ছিলো।লাগবে নাই বা কেনো।মানুষ টাই তো ভালোলাগার ছিলো। ভুল বললাম ভালোবাসার। এখন “ছিলো” শব্দটা আর বলতে ইচ্ছে করছে না।কারন ভালোবাসা ফুরোয় না কোনো না কোনো ভাবে থেকেই যায়।হয়তো আমার টাও থেকে গেছে তাই ছবি আর ওলড করভারসেশন গুলো ডিলিট করে উঠতে পারি নি।আচ্ছা ওর ও কি আমার মতোই থেকে গেছে?
হুম আমার ও হয়তো থেকে গেছে ওর প্রতি বিচরণ করা মায়া টা।হয়তো ওকে ফিরে পাওয়ার আশা টা।সমুদ্র মনে মনে ভেবে এক দীর্ঘ নিশ্বাস ফেলে নিজের ফোন টা বের করে প্রাক্তন প্রেমিকার হাসি মুখ দেখছে।
“কি আছে এই মেয়েটার চোখে?” এত মায়া কেনো?এই চোখে তাকানোর পরে অন্য কোনো চোখে চোখ ই যাচ্ছেই না।কম তো চেষ্টা করিনি মুভ অফ করার।প্রতিবার ই সিরিয়াস কিছু হওয়ার আগেই পালিয়ে এসেছি সেখান থেকে।পালাতে পালাতে শেষে ক্লান্ত হয়ে কোথায় এলাম? তার ই কাছে, এই চোখের কাছেই এলাম।আচ্ছা সে কি জানে আমিও ওল্ড কনভারসেশন গুলো রেখেছি?
এই ভাইয়া? (জারিফ)
__হুম বল( একটু চমকে গিয়ে)
চলো?
__কোথায়(আমি)
বাড়িতে আর কোথায়?
__অহহ হুম চল।সুবহার গহনা কেনা শেষ?
হুম।তুই কি অসুস্থ?
__না তো?কেনো বল তো?
না তোকে কেমন জানি ফ্যাকাশে লাগছে।
__মাথা একটু ধরেছে।
আচ্ছা চল বাসায়।গিয়ে রেষ্ট নিবি!
__হুম চল।
জারিফ ড্রাইভ করছে!
আচ্ছা নীরা তখন কি বললো!
“না ভালোবাসবেন ভেবেছিলাম!”
এইটার মানে কি? এই শুনার পর মাথা টা ধরে যাচ্ছে।মেয়ে টা বুঝতে পারি না কেনো? এত কঠিন কেনো ওকে ভেদ করা?(মনে মনে কথা বলতে বলতে সিটে হেলান দিয়ে অতীতে হাটাহাটা করছে সমুদ্র)
বাসায় মা বাবার সাথে একটু ঝামেলা চলছিলো,তাই রাগারাগি করে এক নির্জন জায়গায় বসে ছিলাম,
এই যে জনাব?কত গুলো কল দিয়েছি দেখেছেন?আপনাকে খুঁজতে খুঁজতে এই প্রান্তে এসে পৌছালাম।(নীরা)
__কেনো খুজছো?কিছু কি বলার ছিলো?(সমুদ্র)
কেনো বলার না থাকলে বুঝি খোজা যাবে না?
__না তা না।
তাহলে কি?
__আমাকে একটু একা থাকতে দিবে?ভালো লাগছে না।
আমার সঙ ও ভালো লাগছে না?(বেশ আহত স্বরে)
__না আসলে ভালো লাগছে না!
আচ্ছা আমি ওই দিক টায় গিয়ে বসছি!(বলেই উঠে গেলো)
__রাগ করলে কি?
তুরু তোমার প্রতি রাগ আসেই না আমার।
“আর যাকে নিয়ে আমার ব্যক্তিগত জীবন সৃষ্টি হয়েছে তার ও তো একটা ব্যক্তিগত জীবন আছে তা ভুললে চলবে?”(বলেই কপালে এক চুমু দিয়ে সে চলে গেলো!)
ভাইয়া?(জারিফ)
__হুম(জারিফ এর ডাকে বর্তমান এ ফিরে এলাম)
চলবে…..