প্রাক্তন 2 !! Part- 05
আবার কিছু একটা বলতে যাচ্ছিলাম তার আগেই তার ঠোট আমার ঠোঁটে আবিষ্কার করলাম।
আমি পুরো ৩ সেকেন্ড কোমায় ছিলাম ব্যাপার টা কি হলো বুঝলাম না।
সে আমাকে গাড়িতে উঠতে বলে গাড়িতে বসে পড়লো আমিও বাধ্য মেয়ের মত গাড়িতে বসলাম।
আসলে কি হচ্ছিলো আমি ব্যাপার টা বুঝতে পারছিলাম তাই উঠেছিলাম।
গাড়ি চলছে সাথে গান ও চলছে After Mid night মুভি এর থামোস সেলব্যে এর।
গাড়ি থামান(আমি)
…………..
আমি গাড়ি টা থামাতে বলেছি।
__গাড়ি ঠিক জায়গায় গিয়ে থামবে।
আপনি গাড়ি না থামালে আমি কিন্তু চলন্ত গাড়ি থেকে নেমে যাবো।
__তুমি হয়তো লক্ষ করো নি আমি অনেক আগেই গাড়ি লক করে দিয়েছি।
আসলেই তো সমুদ্র গাড়ি লক করে দিয়েছে।আমি যে কি করি না আল্লাহ্ জানে।কেনো উঠতে গেলাম.
তা গাড়ি কোথায় গিয়ে থামবে? (আমি)
__জানি না।
জানো না মানে? আই মিন জানেন না মানে?
__জানি না মানে জানি না।
আপনি গাড়ি থামান আমি নামবো।
__আইসক্রিম খাবে?
কিহ?
__বললাম আইসক্রিম খাবে? তোমার মাথা গরম মনে হচ্ছে।
__না খাবো না।আমি নামবো।
এর মধ্যেই নিসান এর ফোন।
কি রে কই তুই?
__গাড়িতে!
গাড়িতে মানে?
__আসলে এক পরিচিতর সাথে দেখা হয়ে গেছে তো তাই কথা বলতে বলতে বেরিয়ে গেছি।
__তো বলে যাবি না? আর আমি খুঁজেই যাচ্ছি।
আচ্ছা আর খুঁজিস না আমি ঠিক আছি।তুই ইঞ্জয় কর।
__রাখ তোর ইঞ্জয়! কই তুই?আমি পিক করে নিচ্ছি।
আরেহ বাবাহ আমি ঠিক আছি।টেনশন করিস না তুই ইঞ্জয় কর।আমি বাসায় চলে যাবো।
নিসান কিছু বলছিলো সমুদ্র ফোন টা কান এর কাছ থেকে নিয়ে কল কেটে দিলো আর সাথে অফফ ও করে দিয়ে নিজের কাছে রেখে দিলো!
আরেহ করছেন কি?(আমি)
__দেখতেই তো পেরেছো কি করেছি
কল কাটলেন কেনো? আবার ফোন অফফ ই বা করলেন কেনো? নিসান টেনশন করবে
__তো?
তো মানে? একটা মানুষ টেনশন করবে আমার ফোন টা অফফ পেলে।
__করুক।
আপনি গাড়ি থামান তো?আমি নেমে যাবো!কি হলো থামান?আমি আপনার সাথে যাবো না। কোথায় নিয়ে যাচ্ছেন? আমি কিছু বলেছি!
__ বললেই শুনতে হবে? চুপ চাপ বসে থাকো।
আপনি কবে আমার কথা শুনেছেন? আগের শোনেন নি আর এখনো শুনছেন না।নিসান টেনশন করবে।খামোখা ভয় পেয়ে যাবে
__নিসান ভয় পাচ্ছা না তুমি পাচ্ছো?
আমি কেনো ভয় পাবো?
__একটা ছেলের সাথে একা আছো।যদি সুযোগ নেয় আবার।ছেলে মানুষের তো বিশ্বাস নেই আবার।তাই না?
আপনি নিজেকে ছোট ভাবতে পারেন আমি পারি না।আপনাকে আগেও যা বিশ্বাস করতাম এখনো তাই করি।ভবিষ্যৎ এও তাই ই করবো।
__না মাথায় আসতে পারে তো একটা মেয়ে কে রাস্তায় পেয়ে রেইপ টেইপ করে ফে…(কথা শেষ করার আগেই থাপ্পড় মেরে দিলাম। কেনো মারলাম তা নিজেও জানি না।খুব রাগ হচ্ছিলো এই কথা গুলো শুনে।কেনো জানি!!)
সে আমার থাপ্পড় এর কোনো প্রতিকৃয়াই দিলো না।উলটো হাসতে শুরু করলো।
এই লোক হাসছেন কেনো?এত জঘন্য চিন্তা ভাবনা কবে থেকে হলো আপনার?আপনি নিজেকে নিয়ে এরকম ভাবেন কি করে? লাজ্জা লাগবো না এই গুলো বলতে?(আমি এক নিঃশ্বাস এ শেষ করলাম কথা গুলো)
__না ছেলে মানুষ তো বিশ্বাস নেই।কখন কি করে ফেলে!
তুমি গাড়ি থামাবে?
বলতেই গাড়িটা থেমে গেলো!
যাও বাড়ি যাও!(সমুদ্র)
__কিহ?(আমি)
হুম বাড়ি যাও।
এত্ত ক্ষনে আমি গ্লাস ভেদ করে বাহিরে তাকালাম ওমা এইটা তো আমার বাড়ি!আল্লাহ্! আমি তার দিকে একটা রাগ সাথে অসহায় মিশ্রিত চাহনি দিলাম।
কি ভেবেছিলে কিডন্যাপ করছি?(সমুদ্র)
__না ভেবেছিলাম ভালোবাসবেন।(বলেই গাড়ি থেকে বেরিয়ে এলাম)
নীরা! নীরা দাড়াও দাঁড়াও।এই নীরা!
আমি আর কোনো কথা শুনলাম না দ্রুত চলে এলাম।হুট করে মনের অজান্তে একটা মনের কথা বলে ফেলেছি।
এরকম হুট হাট কাজ করা আমার উচিৎ হয়নি।সে মানুষ টা আমায় জন সমুক্ষে অপমান করতে দ্বিতীয় বার ভাবে নি।তার প্রতি আমার আবেগ গুলো আবার মাথাচাড়া দিয়ে উঠার আগেই আমাকে তাকে নিয়ে ভাবা বন্ধ করতে হবে।
বাসায় এসেই নিসানকে জানিয়ে দেওয়ার জন্য ফোন খুঁজতে থাকল। কিন্তু ফোন টা কোথায় গেলো?প্রায় ১০ মিনিট পাগলের মতো খোঁজার পর মনে পড়লো ফোন তো আমার সমুদ্রর কাছে!নিজের মনেই নিজেকে গালিতে শুরু করলাম নীরা তুই একটা গাধা থুক্কু জেন্ডার ভুল করেছিস তুই একটা গাধী!ফোন অন করে যদি সমুদ্র আমার গ্যালারী ঘেটে নিজের ছবি গুলো পায় তাহলে এক বিপত্তি হয়ে যাবে।তাকে কি উত্তর দিবো কেনো রেখেছি তার ছবি গুলো? মাথা হ্যাং হয়ে যাচ্ছে।সমস্যা নেই কিছু একটা বানিয়ে বলে দেবো।কিন্তু যদি পুরোনো কনফার্মেশন গুলো দেখে? তখন কি বলবো?আজব তো আমি কি ভয় পাচ্ছি? কিন্তু কেনো আমার ফোন আমি যা মন চায় রাখতে পারি।তাকে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই।
আপুনি?(সুবহা)
__হুম বল(তার দিকে তাকিয়ে)
নিসান ভাইয়া ফোন দিয়েছে তোমার ফোন নাকি অফফ পাচ্ছে।
__হুম। দে ফোন টা(আমি)
এই নাও। আর শুনো কথা শেষ করে ফ্রেশ হয়ে নিচে এসো।
__কেনো?
স্বর্ণ কার এসেছে গহনা নিয়ে।
__তো আমি কি করবো?
গহনা দেখবে?
__বিয়াটা তোর আমার না।
মামনি যেতে বলেছে(সুবহা আমার মা কে মামনি বলে)
__এই আম্মু ও না।আচ্ছা আসছি!
এত্তক্ষন নিসান লাইনেই ছিলো।ফোন কানের কাছে নিয়ে বললাম,
হ্যা নিসান বল?(আমি)
__আচ্ছা তুই কি মানুষ না জন্তু?চলে এলি ভালো কথা। কোনো এক পরিচিতি মানুষ পেলি তাও ভালো কথা তার সাথে চলে গেলি সব ই ভালো কিন্তু বলে এলি না কেনো? আর তখন খট করে কল কেটে দিলি কেনো? কি ভাবিস চিন্তা হয় না আমার? নিরু বহুবার বলেছি তুই আমার উইক পোয়েন্ট।তাই প্লিজ বার বার একি জায়গায় বারি দিস না।আর এমন কার সাথে ছিলি যে কথা বলা যাচ্ছিলো না।বাসায় এসে বলা যেতো না তুই চলে এসেছিস? নি হলো কথা বলছিস না কেনো? গলা দিয়ে কথা বের হচ্ছে না?(নিসান কথা গুলো একেবারে বলে দিলো)
__শেষ হয়েছে তোর? কথা বলার সুযোগ কই দিলি? প্রথম ফোন অফফ হয়ে গেছিলো।চার্জ শেষ হয়ে। তোকে কল দিতেই যাচ্ছিলাম তার আগেই তুই কল দিলি!এমন কোনো ইম্পরট্যান্ট মানুষের সাথে ছিলাম না।কিন্তু চার্জ শেষ হয়ে যাওয়াতে ফোন অফ হয়ে গেছিলো।স্যরি।কই তুই?
__রাহাকে বাসায় নামিয়ে দিয়ে আসছি!
রাহা কি পাশেই আছে?
__নাহ।
কই ও?
__কি না কি বলে খাবে তাই নিতে গেছে.
অহহ আচ্ছা বাসায় আয় সুবহার গহনা দেখা হচ্ছে।
__আসছি!
সাবধানে আয়।
__হুম।রাখছি।
হুম।
ফ্রেশ হয়ে নিচে গেলাম দেখি গহনার হাট বসেছে।সুবহা বুঝতে পারছে না সে কোনটা ছেড়ে কোনটা নিবে।
এই আপুনি কোনটা নেই বলো তো?(সুবহা)
__কোন টা পছন্দ হইছে?(আমি)
সব ই তো ভালো লাগে।
__তো সব নিয়ে নে।
এই কথা টা শুনার পর সবাই আমার দিকে একটা এলিয়েন টাইপ্স লুক দিলো।আমি ভ্যাবাচেকা খেয়ে গেলাম। ব্যাপার টা কি হলো?
__সোনার ভরি কত জানিস?(আম্মু)
নাহ। কেনো?(আমি)
__৪৮হাজার ভড়িএখনে কম পক্ষে ৫০ ভবির গহনা আছে।আর তুই সব নিতে বলছিস?
অহহ আচ্ছা (বেশ আহাম্মক হয়ে)
উনি কি করে জানবেন সোনার ভড়ি কত? উনাকে দেখে তো মনে হয় সোনাতে কোনো ইন্টারেষ্ট নাই।মানে তার কাছে খাটি সোনার কদর নাই!(সমুদ্র)
এই কথা টা শুনে মনে হয় সব্বাই পারলে খুশিতে লাফাইতে শুরু করে।সবাই হো হো করে হেসে উঠলো। সমুদ্র আর জারিফ এসেছে। হয়তো সুবহা ডেকেছে!
__জ্বী একদম ই তাই।আমার সোনা ভালো লাগে না। রুপা ভালো লাগে।
আগেই বলেছিলাম সোনার মূল্য তো আর সবাই দিতে পারে নাহ😆
__জ্বী একদম ই তাই। কি জানেন তো সোনার গহনা বানানোর জন্য ক্ষাদ এর প্রয়োজন হয় কিন্তু রুপাতে একটু ও খাদ থাকলে গহনাই হয় না।তাই আমার রুপা খুব পছন্দের।
চলবে….