The Mysterious Man- Mafia Boss- Season-3 (Part-2)

The Mysterious Man- Mafia Boss- Season-3 (Part-2) Part- 37

কক্সবাজার থেকে ঘরে ফিরে আসে আরাবী।ফিরতে ফিরতে রাত বারোটার ওপর বেজে গেলো।বাসায় ঢুকে ড্রয়িংরুমে রোয়েন আর রুহীকে পেলো আরাবী।হাতের ব্যাগ ফেলে দৌড়ে এসে রোয়েন কে জড়িয়ে ধরলো আরাবী।কেঁদে উঠলো হাউমাউ করে।রোয়েন মেয়েকে জড়িয়ে ধরে রুহীর দিকে তাকায়।রুহী আর রোয়েন দুজনে মিলে মেয়েকে সামলাতে চেষ্টা করলো।অনেক কষ্টে আরাবীর কান্না থামালো ওরা।বাবার সাথে অনেক ক্ষন কথা বলে রুমে চলে যায় আরাবী। পরদিন বিকেলে আর্ভিন চলে এলো রোয়েনের বাসায়।আর্ভিন জানালো ও নিজের মাধ্যমে রোয়েনের রোগের কথা জানতে পেরেছে।আর্ভিন রোয়েনের সাথে ওর রুমে গিয়ে সকল টেস্ট রিপোর্ট আর এক্সরে গুলো ভালো মতো পর্যবেক্ষন করে জানালো ওর পরিচিত খুব নামকরা ডাক্তার আছে।ওদের উচিৎ একডাক্তারের কথায় পড়ে না থেকে অন্যান্যদের ওপিনিয়ন নেয়া উচিৎ।আর্ভিন আরাবীর সাথে বেরিয়ে পড়লো।প্রায় সব ডাক্তার কে দেখালো রিপোর্ট আর এক্সরে। সবাই বলছে অবস্থা ভালো নয়।ইমেডিয়েটলি রিং পরাতে হবে।
আর্ভিন আরাবী কে ঘরে পাঠিয়ে নিজের বাসায় চলে আসে।শরৎ আর্ভিনের কফি দিয়ে ওর পাশে দাঁড়ায়।
,
,
,
,
,
,
,
,
,
,
,
-কিরে শরৎ কিছু বলবি?
-ভাই খালাম্মা আসতে চায় বাংলাদেশে।ওনি আপনাকে নিয়ে খুব টেনশনে আছেন।
-শরৎ এর কথা হাসি পায় আর্ভিন।আমার জন্য টেনশন সিরিয়াসলি শরৎ?ওনারা কি জানেন ওনাদের সন্তান বেঁচে আছে কি?
-ভাই এভাবে বলেন কেন?খালাম্মা আপনারে নিয়া সত্যি টেনশনে থাকে।খালুর সাথে যাই হইছে আপনার।খালাম্মা তো কিছু করেনি।
-তুই বুঝবিনা শরৎ।এখান থেকে যা।আমার ভালো লাগছেনা।কিছুটা বিরক্তি নিয়ে বলল আর্ভিন।
-শরৎ চুপচাপ বেরিয়ে গেলো।আর্ভিন আরাভের নম্বরে কল দিলো।
,
,
,
,
,
,
,
,
,
,
,
আরাভ ফ্রেশ হয়ে এসে গায়ে বডি স্প্রে লাগাচ্ছিলো।সময়টা এখন তেমন ভালো যায়না ওর।সেদিনের কাহিনীর পর নিজেকে খুব ছোট লাগে নিজের কাছে।মায়াময়ী কে কতো দিন দেখা হয়না মন ভরে।কতোদিন একসাথে ঘুরতে বের হওয়া হয়না।ভাবতেই মনটা খারাপ হয়ে যায় আরাভের।গায়ে গেঞ্জী জড়িয়ে বেড টেবিল থেকে কফি মগ নিয়ে চুমুক দিতেই ফোনের ভাইব্রেশনের সাউন্ড পেলো আরাভ।ফোন হাতে নিয়ে খেয়াল করলো আর্ভিন কল করেছে।ফোন রিসিভ করে কানের সামনে ধরে আরাভ।
,
,
,
,
,
,
,
,
,
,
,
-হ্যালো ইয়াং ম্যান ভুলে গেলে বুঝি?অপরপাশ থেকে বলে আর্ভিন।
-না ওল্ডম্যান ভুলিনি।বলো কেমন আছো?জিজ্ঞেস করে আরাভ।
-মাছ গুড।আই হ্যাভ এ নিউজ ফর ইউ ম্যান।বলল আর্ভিন।
-কফিতে চুমুক দিলো আরাভ।কি নিউজ সেটা বলো।
-তোমার ড্যাড আই মিন রোায়েন আঙ্কেল উনার হার্টে পাঁচটা ব্লক ধরা পড়েছে আরাভ।
-কফির মগ টা সশব্দে পড়ে গেলো আরাভের হাত থেকে।হ হোয়াট!!!!কবে হলো কখন জানলে?
-আমার লোকরা বলল।তুমি প্লিজ আজ আসো আমি ও তোমার সাথে যাবো নে।বলে উঠে আর্ভিন।
,
,
,
,
,
,
,
,
,
,
,
কথা শেষ করে ফোন কাঁটে আরাভ।এর মধ্যে সার্ভেন্টরা এসে ঘর পরিষ্কার করছে।আরাভের চোখের কোনা ভিজে আসে।এই তো সেদিন বাবার বুকে মাথা রেখে ঘুমাচ্ছিলো আরাভ।তখন ক্লাশ ফোরে উঠেছে সবে মাত্র।বাবাইয়ের বুকের একপাশে আরাভ আর অপর পাশে আরাবী শুয়ে ছিলো।বাবাই দুজনকে জড়িয়ে রেখেছিলো নিজের সাথে।রুহী ওদের বলেছিলো দেখিতো মাকে ও বাবাইয়ের বুকে জায়গা দাও।তখন আরাভ বলছিলো আমাদের বাবাই আমরা শুবো।তোমার বাবা নাকি?সরো আমার বাবাইয়ের কাছ থেকে।রুহীকে সরাতে সরাতে একদম খাটের কোনায় নিলো আরাভ। তারপর আবার ও রোয়েনের বুকে মাথা রাখে।রোয়েন ছেলের কথায় হেসে রুহীর দিকে তাকায়।রুহী নাক ফুলিয়ে বলল এতো হিংসা এতো হিংসা এতোটুকু পোলাপাইনের।তখন আরাবী বলল হিংসে তো হবেই আমাদের বাবাইয়ের কাছে আমরা শুবো তুমি ঐ কোনায় ঘুমাবা।খাটের একদম কোনার জায়গা দেখিয়ে বলল আরাবী।রুহী মেয়ের কথায় না হেসে পারলোনা।পও জানে ওর বাচ্চারা বাবাই মা দুজনকেই ভালোবাসে।আরাভ রোয়েনকে প্রশ্ন করলো বাবাই তোর হার্টে কার কার জায়গা আছে?
রোয়েন জবাবে বলল আমার বাচ্চা দুটোর আমার মা বাবার আর তোমাদের মায়ের জন্য একটু রাখলাম।আরাবী না বাবাই পুরোটা আমাদের।মায়ের জায়গা নাই।রুহী তৎখনাৎ রোয়েনের বুকের মাঝে শুয়ে বলল সর তোরা।আমার জামাইয়ের বুকে আমি শুবো।রোয়েন ও রুহীকে জড়িয়ে ধরে আছে।এদিকে দুই ভাই বোন রোয়েনের হাত টানতে লাগলো মাকে ছাড়ার জন্য।রুহী রোয়েন দুজনেই বাচ্চাদের কোলের মাঝে নিয়ে শুয়ে পড়লো।
আরাভ উঠে দাঁড়ায়।ও যাবে বাবাইয়ের সাথে দেখা করতে।সেদিন সন্ধ্যায় আর্ভিন আর আরাভ চলে এলো রোয়েনের বাসায়।
রোয়েন রুমে বসে ছিলো।আরাভ আর আর্ভিন রোয়েনের পাশে এসে বসলো।আরাভ ভারি গলায় বলল,
,
,
,
,
,
,
,
,
,
,
,
-ভালো আছেন আঙ্কেল?
-এই তো ভালো বাবা।তোমার কি অবস্থা?
-মোটামুটি।আপনার খবর জেনে খুব দুঃখিত আমি।বলে উঠে আরাভ।
-আরে এটা তেমন কিছুনা।আল্লাহ তা’লা সহায় হলে সুস্থ হয়ে উঠবো শীঘ্রই।
-তেমনটা আমরা ও কামনা করি আঙ্কেল।আমেরিকায় আমার বেশ পরিচিত কয়েকজন হার্ট স্পেশালিষ্ট আছেন।ওনাদের সাথে যোগাযোগ করলে মনে হয় ভালো হবে।আরেকটু শিওর হলাম আমরা।বলে উঠে আরাভ।
-আর্ভিন বলল ঠিক বললে আরাভ।চলো আজ ওনাদের সাথে কন্টাক্ট করি।আঙ্কেলের রিপোর্ট আর এক্সরে গুলো লাগবে।
,
,
,
,
,
,
,
,
,
,
,
সেই রাতে আরাভ আর আর্ভিন দুজনে রোয়েনের বাসায় থেকে গেলো।কথা হলো আজ ওরা ডাক্তারদের সাথে কন্টাক্ট করবে।ওদের টেস্ট রিপোর্ট আর এক্সরে রিপোর্ট গুলোর ছবি পাঠাবে।আরাভ আজ বাসায় ওর প্রত্যেকটা মুহূর্তকে দেখতে পাচ্ছে।সব স্মৃতিগুলো তাজা হয়ে উঠেছে।আর্ভিন কে আরাভ নিজের রুমে এলো।ওর ব্যাবহৃত সবই আছে।কালো চকচকে গিটারটা ও আরো বেশি চকচক করছে।আরাভ সেটাকে বাজাতে চাইলো কিন্তু সেটার মেশিন গুলো জং পড়ে গেছে যার কারনে আর বাজেনা।আরাভ বলল জানো আর্ভিন এটা ম্যাট্রিকের পর বাবা গিফট করেছিলো।টপ হয়েছিলাম বলে।আর্ভিন গিটারটায় হাত বুলিয়ে বলল জোস গিটার।
ডিনার করলো সবাই একসাথে।সেদিন রাতে দুজনে মিলে আমেরিকান ডাক্তারদের সাথে কন্টাক্ট করলো।সবাই একই কথাই বলল ইমেডিয়েটলি রিং পরাতে হবে।আরাভ আর আর্ভিন দুজনে রোয়েন আর রুহীকে জানালো ওদের ফ্লোরিডায় পাঠাবে ওরা।রোয়েনের ভালো চিকিৎসার জন্য।সেখানকার খুব ভালো একজন ডাক্তার আছেন যিনি ভীষন অমায়িক আর চিকিৎসায় ও তার জবাব নেই।
চলবে