The Mysterious Man- Mafia Boss- Season-3 (Part-2) Part- 25
রোয়েনের ঘরের সামনে গাড়ি নিয়ে বসে আছে আর্ভিন।গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ও।হাত জোড়া পকেটে ঢুকিয়ে রেখেছে। মাঝে মধ্যে ঘড়ি দেখছে।পরীর অপেক্ষায় ও।আরাবী আজ নিজেকে পরীদের মতোই সাজিয়ে তুলেছে।সেদিনকার কালো শাড়ীটাই পরেছে আজ।তবে সেদিনকার মতো চুল গুলো ছেড়ে দেয়নি।আজ সেগুলো কে খোঁপায় জড়িয়ে গাঁদা ফুলের মালায় জড়িয়ে দিয়েছে।ঠোঁটে লাল টুকটুকে লিপস্টিক আর চোখজোড়া কাজলে রাঙ্গিয়েছে আজ।হাতে পার্স নিয়ে আয়নায় নিজেকে দেখে নিলো আরাবী।ইস আজ আসলেই সুন্দর লাগছে।এই সাজটা কি আজ লোকটার জন্য?তার জন্যই কি আজ এই রাতটা?সে ও কি অপেক্ষা করেনি এই রাতটার?তবে বেশি অপেক্ষা ছিলো তার।ঠোঁটে মিষ্টি হাসি ফুঁটে উঠেছে ওর।বহুল প্রতিক্ষীত দিন টি আজ উপস্থিত।আরাবী রুমের আলো নিভিয়ে বেরিয়ে পড়লো গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা সাদা কোটে আবৃত আর্ভিনের অপেক্ষার অবসান ঘটাতে।আরাবী নিচে এসে আর্ভিনকে দেখতে পেলো।কেউ এতোটা আগ্রহের সাথে ওর অপেক্ষা করছে ভাবতেই মন পুলকিত হয়ে উঠে আরাবীর।তার চেহারায় ভীষন অস্থিরতা।কারোর দেখা পাওয়ার অস্থিরতা।আরাবী ভাবছে আর অপেক্ষা করানো ঠিক হবেনা।এবার ওনার কাছে যাই।
বাবাই আর মাকে বলে এসেছে ইম্পরট্যান্ট মিটিং এর কথা।কিন্তু আসলে তো,,,,,,।বাবাই মাকে কখনো মিথ্যে বলেনি আরাবী।আজ বলছে ও শুধু আর্ভিনের জন্য।বাবাই মাকে মিথ্যে বলে ভালো লাগছেনা আরাবীর।
তবে আজ অজান্তেই আর্ভিনের জন্য ভালো লাগছে।আরাবী হেঁটে আর্ভিনের সামনে এসে দাঁড়ালো।আরাবী গেট দিয়ে যখন বের হচ্ছিলো তখনই ওকে আর্ভিন দেখতে পায়।আরাবীকে সামনে পেয়ে পলকহীন চোখে তাকিয়ে আছে আর্ভিন।এই রুপ যে ভুলার মতো না।আরাবী বলে উঠলো,
,
,
,
,
,
,
,
,
,
-ডিনারটা কি এখানেই আমাদের বাসায় সেড়ে ফেলবেন?
-আরাবীর কথায় চমকে উঠে আর্ভিন।তারপর দ্রুত বলল আরে না না।তা কেন হবে?চলুন।
,
,
,
,
,
,
,
,
,
আরাবী হেসে গাড়িতে বসে পড়লো।গাড়ির ভিতরটা বেশ ঠান্ডা।আরাবী ব্যাগ থেকে একটা কালো চাদর বের করে গায়ে জড়িয়ে নিলো।আর্ভিন একনজর আরাবী কে দেখে নিলো।ইসস কি দারুন লাগছে মেয়েটাকে।আরাবী বুঝতে পারলো আর্ভিন ওকে দেখছে।আরাবী চুপচাপ রইলো।আর্ভিন বলে উঠলো,আজ ডিনারে যাচ্ছেন সিরিয়াসলি বিশ্বাস হচ্ছেনা।আরাবী দীর্ঘ নিশ্বাস জানালা দিয়ে তাকায়।আর্ভিন ড্রাইভিংয়ের ফাঁকে আরাবীকেই দেখেছে শুধু।আর্ভিনের সেদিনকার বাড়িতে পৌছে গেলো ওরা।আজ বাড়িটাকে আরো বেশি সুন্দর করে সাজানো হয়েছে।সাদা মসলিনের টেবিল ক্লথে ঢাকা গোলটবিলটার চারদিকে লাইটিং করা।পুরো জায়গা জুড়ে সাদা আর নীল বেলুন ছড়ানো ছিটানো।
টেবিলের ওপর সামনা সামনি দুটি প্লেটের পাশে একটা ড্রিংকসের বোতল রাখা।আরাবীর দুকাঁধে হাত রেখে আর্ভিন ওকে টেবিলের পাশে নিয়ে এলো।তারপর ওকে বসিয়ে আরাবীর সামনাসামনি বসে পড়লো আর্ভিন।
খাওয়ার সময় একে অপরকে আড়চোখে দেখছিলো আর মায়াভরা চোখে হাসছিলো।খাওয়া শেষে আরাবী সামনে যেতে নিতেই আর্ভিন ওর হাত টেনে নিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে নিলো।আকস্মিকতায় চমকে গেলো আরাবী।আর্ভিন ওর কানে ফিসফিসিয়ে বলল,
,
,
,
,
,
,
,
,
,
-এতো জলদির কি আছে?আরো কিছুক্ষন ওয়েট করো পরী।
-আরাবী সটান হয়ে দাঁড়িয়ে রইলো।আর্ভিন সরে গিয়ে সিডি প্লেয়ারে গান ছাড়লো।
,
,
,
,
,
,
,
,
Jab koi baat bigad jaaye
Jab koi mushkil pad jaaye
Tum dena saath mera o humnava
Jab koi baat bigad jaaye
Jab koi mushkil pad jaaye
Tum dena saath mera o humnava
Ho chaandni jab tak raat
Deta hai har koi saath
Tum magar andheron mein
Na chhodna mera haath
Na chhodna mera haath
গান চলতে শুরু করে।আর্ভিন আরাবীর কোমড় জড়িয়ো নিজের একদম কাছে টেনে নিলো।আরাবীর দম বন্ধ হতে চাইছে।খুব নিশ্বাস নিচ্ছে ও।আর্ভিনের নিশ্বাসের আরাবীর নিশ্বাস মিলে একাকার হয়ে যাচ্ছে।আর্ভিন গানের মাঝেই আরাবীর কপালে ঠোঁট ছোঁয়ায়।সাথে সাথে কেঁপে উঠে আরাবী।ওর নিজের কেমন যেন নেশা লাগছে।ড্রিংকসের নেশা মাথায় চড়ে গেছে।আর্ভিন আরাবীর গালে চুমু খেলো।আরাবী ওর কোটের কলার চেঁপে ধরে আছে।আর্ভিন এবার সরে এসে ওর ঠোঁটের কাছে ঠোঁট এগোতেই আরাবী বলল
,
,
,
,
,
,
,
,
,
-মিঃ মাহবুব এসব ঠিক হচ্ছেনা।আস্তে করে বলল আরাবী।
-ওকে।আর্ভিন আরাবীর কাঁধে মাথা রেখে দুহাতে আরাবীর কোমড় জড়িয়ে ধরলো।
,
,
,
,
,
,
,
,
,
রাত বারোটায় ইয়ারাবী বিছানায় শুয়ে শরীর এলিয়ে দিলো।চোখজোড়া বড় ভারি হয়ে আসছে।হঠাৎ ফোনের ভাইব্রেটে ঘুমপরী চোখজোড়া থেকে উবে গেলো।ফোন হাতে নিতেই চোখ জোড়া বড় হয়ে গেলো ইয়ারাবীর ধুপ করে উঠে বসলো।বারবার কল করছে লোকটা।বালিশ মুখে চেঁপে মিথ্যা কান্না শব্দ করতে থাকে ইয়ারাবী।আবার ও কল আসছে ইয়ারাবীর।ফোন হাতে নিয়ে কিছুক্ষন তাকিয়ে থাকলো। ও ভাবছপ কল না রিসিভ করলে লোকটা সারারাত কল করবে।বলা যায়না কি করে বসে।ইয়ারাবী তারপর কল রিসিভ করতেই অপরপাশ থেকে আরাভ বলল,
,
,
,
,
,
,
,
,
-কি হলো কল রিসিভ করছো না কেন?চেঁচিয়ে বলল আরাভ।
-না মানে আমি আসলে,,,,,,,,,,,,,,ইতস্তত করছে ইয়ারাবী।
-ছাদে আসো।বলে উঠে আরাভ।
-এতো রাতে!!!! পারবোনা আমি।কিছুটা ভয় পেয়ে বলল ইয়ারাবী।
-তুমি আসবে নাকি আমি নিচে চলে আসবো।রাগী গলায় বলল আরাভ।
-(ওনি নিচে আসবে।ওমা পাপা মাম্মা দেখলে???না না আমি যাই। ওনি চলে আসতে ও পারে)আমি আসছি।অপেক্ষা করুন।বলে গেঞ্জী পাল্টে গায়ে হলুদ ফতুয়া জড়িয়ে ছাদে চলে এলো ইয়ারাবী।
,
,
,
,
,
,
,
,
,
ইয়ারাবী ছাদের এক কোনায় একটা পুরুষ ছায়া দেখতে পাচ্ছে।আরাভ আজ কালো গলা বন্ধ ওয়ালা বড় হাতার একটা গেঞ্জী পরে আছে।ইয়ারাবী একবার হার্ট মিস করলো আরাভকে দেখে।ইয়ারাবী ধীর পায়ে আরাভের পাশে দাঁড়াতেই আরাভ ওর কোমড় জড়িয়ে নিজের সাথে লাগিয়ে নিলো।আরেহ কি করেন ছাড়েন!!!ভয় পেয়ে বলল ইয়ারাবী।আরাভ চুপ থাকতে কি প্রবলেম তোমার?ভালো একটা মুহূর্ত নষ্ট করতে খুব মজা লাগে না?
আপনি তো কখন কি শুরু করেন বুঝিনা।ভালো লাগেনা আমার।খালি কিস,,,,,,,(কি এর পর স অক্ষার টা মুখের ভিতর রেখে বলেছিলো ইয়ারাবী)জিভে কামড় দিলো ইয়ারাবী।
আরাভ দুষ্টু হেসে বলল যখন তখন কি করি আমি?
জানিনা মাথা নোয়ায় ইয়ারাবী😣😣।
চলবে
Comments