Love !! Part- 18 (last-Part)
মেহেদী – কি হলো এতো গেসছো কেন
আমি – কই আমার হচ্ছে না তাই একটু এদিকে এসেছি
মেহেদী – তাহলে উঠে যায় তুমি ভাল করে ঘুমাও
আমি – আমি কি তাই বলেছি নাকি। আর একটু শুয়া লাগলে এমন করার কি আছে।
মেহেদী – আমার কোন প্রবলেম নেই প্রবেলম তোমার হয় তাই বলছি।
আমি – আমার এখন প্রবলেম হলে কি আপনাকে এখানে আসতে বলতাম।
মেহেদী – কিন্তু আমি চাই তোমার সব ভনে পরলেই তোমার কাছে যাবো।
আমি – আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি কিন্তু আমার তখন ও এবং এখন ও কিছুই মনে নেই হয়তো কখনো মনে পরবে কিন্তু মনে পরার আগেই আমি বুঝেছি আপনি আমাকে অনেক ভালোবাসেন এবং বিশ্বাস করেন। প্রতিদিন রাত জেগে আমার দিকে তাকিয়ে কান্না করেন আমি চাইনা আর আপনাকে ও কষ্ট দিতে চাইনা আর নিজে ও এখন সব মিটমাট করে হ্যাপি থাকতে চাই। সৃতি ফেরার জন্য এখন কার সময় টা নষ্ট করতে চাই না।
মেহেদী – সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি নিলা তোমার সৃতি আসার আগেই যে তুমি আমায় মেনে নেবে সত্যি বিশ্বাস করতে পারি নি এখন সত্যি মনে হচ্ছে আমাদের ভালোবাসা কিন্তু কিছু দিনের হলেও বিশ্বাস টা অনেক তাইতো আবার তোমাকে আমি ফিরে পেয়েছি আমি অনেক খুশি এখন।
বলেই আমাদের জরিয়ে কান্না করতে লাগল।
দুইদিন পর হঠাৎ রাজ এলো আমাদের বাড়ির আমি অবশ্যই অনেক অবাক হয়েছি তাকে দেখে মেহেদী ও বাড়িতেই আছে।
রাজ- কেমন আছো রোপা
আমি – ভালো তুমি এই সময় আমাকে বলে আসতে
রাজ- এমনি শেষ বারের মতো তোমাকে দেখতে আসলাম আর কখনো দেখা হবে নাকি জানি না তো।
আমি – মানে শেষ বারের মতো দেখবে কেন
রাজ- আমি আমেরিকা চলে যাচ্ছি
আমি – কেন ( অবাক হয়ে)
রাজ- এখানে থাকলে তোমাকে ছাড়া থাকতে পারবো না তাই চলে যাচ্ছি।
অনেকক্ষণ কথা বলা চলে গেলো আমি অনেক বলেছি না যাওয়ার কথা কিন্তু সে আর আমার কথা শুনবে না আমি আর কি করতে পারি তার জীবনে আমার যাওয়া সম্ভব না। আমার ও অনেক কষ্ট লাগছে আমি তার জন্য দাড়ি।
মেহেদী – কষ্ট পেয়ো না
আমি – কষ্ট হলে ও আটকাতে পারবো না
বলেই মেহেদী কে জরিয়ে ধরলাম।
সময় চলে গেছে আজ নিলার একটা ছেলে হয়েছে। হসপিটালের বেডে শুয়ে আছে নিলা সবাই অনেক খুশি। মেহেদী গিয়ে নিলার পাশে বসলো।
মেহেদী – আজ আমি অনেক হ্যাপি নিলা আমি বাবা হয়েছি।এই দেখো আমাদের ছেলে।
আমি দেখলাম একদম মেহেদীর মতো হয়েছে দেখতে।
আমি – মেহেদী আমি আমাদের ছেলের নাম রাজ রাখতে চাই।
মেহেদী – তোমার যা ইচ্ছে তাই রাখো আমার কোন সমস্যা নাই
বলেই আমার কপালে একটা কিস করলো। রাজ সেইদিন ই চলে যায় যাওয়ার পর সবাই অনেক কল করেছে কারো ফোন রিসিভ হয় নি এক সময় ফোন বন্ধ পাওয়া গেছে। আমার নিজকে দায়ি মনে হয় এখন ও আমার জন্য সে নিখোঁজ মামুনি এতো কষ্ট পায় ছেলের জন্য।
আমার এখনো সৃতি ফিরে নি কবে ফিরবে জানি না কিন্তু ভালো আছি সুখে আছি আবার রাজের জন্য কষ্ট ও পায় শত হলেও ফ্রেন্ড তো ছিলো একসময় ভালোবাসি বলেছিলাম।
সমাপ্তি
গল্প টা আর পেছাইলাম না শেষ করে দিলাম। পুরো গল্প টা কেমন লাগল প্লিজ একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। নিলা মেহেদী রাজ সবার চরিত্র কেমন লাগলো আবার রোপাকে ভুল না কিন্তু কাকে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আর রাজ কোথায় গেল কি হবে রাজের তার জন্য যদি আপনারা চান তো সিজন টু আসবে রাজের এন্টি নিয়ে। সবাই ভালো থাকবেন।