Childhood marriage 3 !! Part- 23
ছোঁয়াঃ হোয়াট!আমি আর রান্না?ইম্পসিবল…
সায়নঃ কেন?কি সমস্যা?
ছোঁয়াঃ দেখুন আমি ওসব রান্না টান্না পারি না,কখনও ট্রাইও করিনি।আপনার ইচ্ছে হলে নিজেই রান্না করুন না,আপনিতো ওটাতে এক্সপার্ট বলা যায়
সায়নঃ হ্যাঁ কিন্তু আমার না আজকে রান্না করতে মোটেও ইচ্ছে করছে না তাই…
ছোঁয়াঃ তাহলে এক কাজ করি লোপা আর বৃষ্টিকে ডেকে দিচ্ছি,ওরা মোটামুটি রান্না বান্না জানে
সায়নঃ লাভ নেই,ওরা কেউ বাসায় নেই
ছোঁয়াঃ কেন কোথায় গেছে?
সায়নঃ সে আমি কি করে জানবো?ওরা কি আমাকে বলে গেছে নাকি?তবে বললো ফিরতে রাত হবে আই থিঙ্ক ওরা আমাদের দুজনকে একটু স্পেস দিতে চাইছে তাই…
ছোঁয়াঃ হোয়াট এভার,এই যে শুনুন আমি বাইরে থেকে খাবার অর্ডার করছি,আপনি চাইলে আপনারটাও…
সায়নঃ উহু মোটেও না,ওসব আনহাইজেনিক খাবার আমি মুখেও তুলবো না
ছোঁয়াঃ আপনার ইচ্ছে না হলে নাই বাট আমিতো খাবোই।হ্যালো ফুড পাণ্ডা…
(ছোঁয়া আর কিছু বলার আগেই সায়ন ছোঁ মেরে ফোনটা কেড়ে নিল।কলটা কেটে দিয়ে ফোনটা নিজের পকেটে ঢুকিয়ে রাখলো)
ছোঁয়াঃ এ..এটা কি হলো?ফোনটা দিন বলছি…
সায়নঃ উহু তাতো হবে না,তাহলেতো তুমি আবার…এখন ঝটপট কাজ শুরু করো,আমার আবার প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে
ছোঁয়াঃ পারব না
সায়নঃ পারতেতো তোমাকে হবেই,নাহলে যে আজকে না খেয়েই থাকতে হবে।আর তাছাড়া সেদিন যে তোমাকে এতকিছু রান্না করে খাওয়ালাম তার কৃতজ্ঞতা স্বরুপ হলেওতো তোমার উচিত আমাকে…
ছোঁয়াঃ ঠিক আছে ঠিক আছে যাচ্ছি…
(কিছুক্ষণ পর)
সায়নঃ এ..এগুলো কি?(অবাক হয়ে)
ছোঁয়াঃ জ্যাম স্যাণ্ডউইচ,কখনও খাননি নাকি?
সায়নঃ এটাই তোমার রান্নার নমুনা!
ছোঁয়াঃ হ্যাঁ..কেন কোন সমস্যা?
সায়নঃ এটাকে রান্না বলে!আমাকে পাগল পেয়েছো?
ছোঁয়াঃ আমি এটাই পারি,আপনার খেতে ইচ্ছে হলে খান নাহলে নিজেই কিছু বানিয়ে নিন।আমার দেরি হয়ে যাচ্ছে,আমি বরং যাই…
সায়নঃ হায় রে আমার পোড়া কপাল!ভেবেছিলাম বিয়ের পর বউয়ের হাতে একটু ভালো মন্দ খাওয়া যাবে কিন্তু আমার বউটাতো রান্নার বেলায় কাঁচকলা,রান্নার নামে জ্যাম স্যাণ্ডউইচ!কপাল খারাপ হলে যা হয় আর কি…
সায়নঃ ওদিকে কোথায় যাচ্ছো?ঘুমাবে না?
ছোঁয়াঃ ঘুমাবো বলেইতো যাচ্ছি
সায়নঃ ওহ তারমানে আজকেও ড্রয়িংরুমে?
ছোঁয়াঃ তাছাড়া আর কি করব?আপনার সাথে এক ঘরে এক বিছানায় থাকার চেয়ে বরং…
সায়নঃ রিয়েলি!ওকে ট্রাই করেই দেখো
ছোঁয়াঃ মানে?
সায়নঃ মানেটাতো একটু পরেই বুঝতে পারবে
ছোঁয়াঃ কি জানি আবার কি মতলব এঁটেছে,একি দরজাটা খুলছে না কেন?তবে কি…
সায়নঃ শুধু শুধু এনার্জি লস করো না,দরজাটা খুলবে না,ওটা ভেতর থেকে লক করা আর চাবি?ওটাতো আমার কাছে সো…
ছোঁয়াঃ দিন..চাবিটা দিন বলছি নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে…
সায়নঃ এই যে,চাবিটা আমার বুক পকেটে রেখে দিলাম,পারলে নিজেই নিয়ে নাও…
ছোঁয়াঃ এই লোককেতো আমি…দিন বলছি…খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু…কি হলো দিন…
সায়নঃ ও কাছে আসতেই ওর দুহাত চেপে ধরলাম।উহু এভাবে হবে না,চাবিটা দিতে পারি তবে তারজন্য যে উপযুক্ত পেমেন্ট করতে হবে…
ছোঁয়াঃ কি পেমেন্ট?
সায়নঃ নিজের গালের দিকে ইশারা করলাম
ছোঁয়াঃ কিহ উনার গালে কিস…ইম্পসিবল…
সায়নঃ তাহলে আর কি,এখানেই ঘুমিয়ে পড়ো।আমার ঘুম পাচ্ছে গুড নাইট
ছোঁয়াঃ আমাকে এভাবে বিপদে ফেলে ঘুমানো!একবার সুযোগ পাই,ঠিক দেখে নিব কিন্তু এখন কি করি?সাত পাঁচ ভাবতে ভাবতে ফ্লোরেই শুয়ে পড়লাম
(কিছুক্ষণ পর)
ছোঁয়াঃ মনেতো হচ্ছে ঘুমিয়ে পড়েছে,এখন কি একবার…একবার চেষ্টা করেই দেখি না,চেষ্টা করাতো দোষের কিছু না।চুপি চুপি উনার দিকে এগোলাম,এবার খুব সাবধানে চাবিটা বের করে নিতে পারলেই হয় কিন্তু একি…
সায়নঃ হালকা একটু ঘুমের মতো এসেছিলো,হঠাৎই ঘুমটা ভেঙ্গে গেল কিন্তু তখনই মনে হলো কেউ আমার দিকে এগিয়ে আসছে।ব্যাপারটা বুঝতে একটুও সময় লাগলো না,চোখ বন্ধ রেখেই ঘাপটি মেরে পড়ে থাকলাম আর ছোঁয়া আরেকটু কাছে আসতেই এক টানে…
ছোঁয়াঃ কিছু বুঝে উঠার আগেই দেখলাম আমি বিছানায় আর উনি দুহাতে শক্ত করে আমাকে জড়িয়ে ধরে রেখেছেন যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবো!এই যে,এসব কি হচ্ছে?ছাড়ুন…ছাড়ুন বলছি…
সায়নঃ উহু আমি জেগে আছি বুঝতে দেওয়া যাবে না আর তাছাড়া রাত দুপুরে ঝগড়া করারও কোন ইচ্ছে নেই তাই ঘাপটি মেরে পড়ে থাকলাম।আহ ছোঁয়া,স্বপ্নেও বিরক্ত করছো!একটু শান্তিতে ঘুমাতে দাও প্লিজ…(ঘুম জড়ানো কণ্ঠে)
ছোঁয়াঃ এতো আচ্ছা ভেজাল হলো,এই লোকতো দেখি ঘুমে কাঁদা।এখন কি হবে?আরও কিছুক্ষণ উনার কাছ থেকে ছাড়া পাওয়ার বৃথা চেষ্টা করে অবশেষে হাল ছেড়ে দিলাম,নিজের অজান্তেই ঘুমিয়ে পড়লাম
(সকালে)
ঘুম ভাঙতেই চমকে উঠলো ছোঁয়া,সায়নকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে শুয়ে আছে!আর সায়ন?বালিশে হেলান দিয়ে ছোঁয়ার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে!ওর ঘুম ভাঙতে দেখে মুচকি হেসে বললো…
সায়নঃ Good morning my dear wife.ঘুম কেমন হলো?
ছোঁয়াঃ এ..একি আপনি!আ..আমি..আ..সলে…
সায়নঃ তা আমার বুকে মাথা রেখে ঘুমাতে যখন এতোই ইচ্ছে করছিলো তো সোজাসুজি বললেই পারতে,শুধু শুধু এতো কাহিনী করার কি দরকার ছিল?
ছোঁয়াঃ দে..দেখুন আপনি কিন্তু…
সায়নঃ কান খুলে শুনে রাখো,এখন থেকে আমার সাথে এক বিছানাতেই থাকতে হবে।এমনি এমনি না রাজি হলে,জোর করে রাজি করানোর এমন হাজারটা উপায় আমার জানা আছে বুঝেছো?
ছোঁয়াঃ তা..তার মানে কাল রাতে আপনি জেগে ছিলেন!আর ইচ্ছে করেই এসব…
সায়নঃ হুম আর আমার কথা না শুনলে এর থেকেও বেশি কিছু…
ছোঁয়াঃ কি..ক..কি করবেন আপনি?
সায়নঃ শোন ছোঁয়া,জীবনটা সিনেমার কোন সেট না আর আমিও সিনেমার হিরো না যে ভিয়ের পরেও বউয়ের সাথে না ঘুমিয়ে সোফায় গিয়ে ঘুমাবো।ওসব শুধু সিনেমাতেই সম্ভব বাস্তবে না…তাই বলছি যা বলছি চুপচাপ মেনে নাও নাহলে কিন্তু…
ছোঁয়াঃ এখন কি করি?উনার কথা শুনলেও বিপদ না শুনলেও বিপদ,আমার যে উভয় দিকেই সমস্যা…
সায়নঃ এতো ভাবাভাবির কিছু নেই,তোমার ইচ্ছের বিরুদ্ধে স্বামীত্বের অধিকার ফলাবো না বিলিভ মি…
সায়নঃ এই নাও,এটা ধরো
ছোঁয়াঃ কি আছে এতে?
সায়নঃ একটা শাড়ি,তোমার ফেভারিট কালারের
ছোঁয়াঃ তাহলে এটা আমাকে দিচ্ছেন কেন?
সায়নঃ তাছাড়া আর কাকে দিব?আমার কি আরও দুই চারটা বউ আছে নাকি?
ছোঁয়াঃ দেখুন আপনাকে না বলেছি…
সায়নঃ আজকে আমরা বাইরে ডিনার করতে যাচ্ছি আর তুমি এই শাড়িটা পরেই যাবে
ছোঁয়াঃ ইম্পসিবল আমি আপনার সাথে কোত্থাও যাবো না আর আমাকে কিছু না বলেই আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন!
সায়নঃ আরে তুমিতো একা না লোপা আর বৃষ্টিও যাবে
ছোঁয়াঃ তো যান না,ওদেরকে নিয়েই ঘুরে আসুন,আমাকে শুধু শুধু এসবের মধ্যে কেন টানছেন?
সায়নঃ টানছি কারণ পুরো প্রোগ্রামটাই তোমাকে উপলক্ষ্য করে করা
ছোঁয়াঃ মানে?
সায়নঃ আসলে বিয়েতেতো কাউকে সেভাবে কিছু জানানো হয়নি,বন্ধুরা কয়েকদিন ধরেই জ্বালাচ্ছিলো তাই…
ছোঁয়াঃ কিন্তু তাই বলে আমাকে কিছু না জানিয়েই?
সায়নঃ আচ্ছা বাবা সরি,ভুল হয়ে গেছে।কিন্তু যা হওয়ার হয়ে গেছে,এখনতো রেডি হয়ে আসো…
ছোঁয়াঃ হ্যাঁ কিন্তু একটা সমস্যা
সায়নঃ কি?
ছোঁয়াঃ আসলে আমিতো শাড়ি পরতে পারিনা…
সায়নঃ ওহ,ব্যাপার না আমি হেল্প করছি
ছোঁয়াঃ (অবাক হয়ে)আপনি শাড়ি পরাতে পারেন!
সায়নঃ হুম,ইউটিউব দেখে শিখেছি।আসলে লাস্ট ইয়ার রাকিবের বার্থডেতে ফান করার জন্য সবাই মিলে ওকে শাড়ি পরিয়েছিলাম তখনই…
ছোঁয়াঃ রাকিব ভাইয়া!আনবিলিভেবল…
সায়নঃ ওয়েট আমার ফোনে মে বি ছবিও আছে।এই যে দেখো…
ছোঁয়াঃ এ..এটা রাকিব ভাইয়া!হাহাহা হাউ ফানি…
সায়নঃ হ্যাঁ এটা নিয়ে আমরা এখনও ওকে প্রচুর টিজ করি আর ওকে সবচেয়ে বেশি জ্বালায় কে জানো?তানি
ছোঁয়াঃ তানি আপু?কিন্তু উনিতো রাকিব ভাইয়াকে পছন্দ করেন তাইনা?
সায়নঃ (অবাক হয়ে)তুমি কিভাবে জানলে?
ছোঁয়াঃ আপুকে দেখলেইতো বোঝা যায়,উনি ভাইয়ার দিকে যেভাবে তাকিয়ে থাকেন,যেভাবে কথা বলেন আর যত কেয়ার করেন তাতেতো যে কেউই বুঝতে পারবে
সায়নঃ কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানো?যার বোঝাটা সবচেয়ে জরুরী সেই বোঝে না,ওই রাকিবটা আসলেই একটা গাধা।যাই হোক আই থিঙ্ক আমাদের হাতে আর খুব বেশি সময় নেই,চলো তোমাকে হেল্প করি
ছোঁয়াঃ না না..আমি লোপার থেকে পরিয়ে নিচ্ছি,ও খুব ভালো শাড়ি পরাতে পারে
সায়নঃ কিন্তু লোপাতো নেই,ওতো মারুফের সাথে…
ছোঁয়াঃ তাহলে এখন কি করি…
সায়নঃ আমি কি বৃষ্টিকে ডেকে দিব?
ছোঁয়াঃ তাতে কোন লাভ হবে না,ওতো নিজেই শাড়ি পরতে পারে না
সায়নঃ তাহলে আর কি,আমিই নাহয়…
ছোঁয়াঃ আচ্ছা,শাড়িটা না পরলে হয় না?আমি বলতে চাইছি শাড়ির বদলে যদি অন্যকিছু…
সায়নঃ না হয় না,আফটার অল আজই আমার স্ত্রী হিসেবে ওদের সাথে তোমার অফিসিয়াল ইনট্রোডাকশন তাই…
ছোঁয়াঃ কিন্তু…
সায়নঃ কোন কিন্তু না এখন চলো,এমনিতেও হাতে খুব বেশি সময় নেই
চলবে…