Life’s First Love– পর্ব ২
লিখা: রায়হান আহমেদ।
আজ খুব সকাল ঘুম থেকে উটে পড়লাম। কারন আজ থেকে আমি অফিস এ যাব তাই।
ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। (তাহসিন)
কিরে আজ এত সকাল সকাল ঘুম থেকে উটে
পড়লি, বেপার টা কি বাহ বাহ রেডি হয়ে
কোথায় যাচ্ছিস? (আব্বু)।
আব্বু আজ থেকে আমি অফিস এ যাব, (তাহসিন)।
কিহ তুই অফিস এ যাবি,(আব্বু)
হুম আব্বু আমি অফিস এ যাব,(তাহসিন)।
তর মতলব টা কি বল ত, আজ হটাৎ অফিস এ
যাবি, কারন টা কি? (আব্বু)।
আব্বু বাসায় আমার একা একা ভাল লাগে না
তাই আজ থেকে অফিস এ যাব, আর আজ থেকে তুমি আর অফিস এ যাবে না, ওকে।(তাহসিন)।
মানে আমি না গেলে তকে বুঝাবে কে? সব কিছু বুঝিয়ে দিয়ে তার পর থেকে আর যাব না
ওকে, (আব্বু)।
সরি আর হবে না, তুমি ম্যানাজার Uncle কে ফোন দিয়ে সব কিছু বলে দাও, তিনি আমাকে সব বুঝাবে, আর তোমার ত পি.এ আছে তাই না আজ থেকে সে আমার পি.এ,আর সে ত তোমার সব কিছু জানে। (তাহসিন)।
কিন্তু (আব্বু)।
আর কোনো কিন্তু না, এই টাই শেষ। (তাহসিন)।
ওকে তাহলে শুন, আমার পি.এ ও একটা মেয়ে,
অকে আমি পি.এ এর মত দেখি না, নিজের মেয়ের মত দেখি,খবর দার ও জেন কোনো কষ্ট না পায়, তাহলে কিন্তু তর খবর আছে, (আব্বু)
ওকে,বাট তোমার পি. এ নাম কি? (তাহসিন)।
নিপা (আব্বু)।
ওকে এখন বাই। (তাহসিন)
ওকে বাই (আব্বু)।
তারপর আমি চলে আসলাম অফিস এ, অফিস এ একমাত্র ম্যানাজার Uncle ছাড়া আর কেউ আমাকে চিনে না, তাই একটু সমস্যায় পড়তে হল, গেইট দিয়ে ডুকার সময় সমস্যা হত, যদি আব্বুর গাড়ি টা না নিয়ে আসতাম, যাই হোক
হ্যাল স্যার, কাকে চাই, (রিসিপশন,)
তোমার নাম কি, (তাহসিন)।
জ্বি আমার না, মাধুরী (রিসিপশন)।
ওকে তাহলে আমি তোমাকে মধু বলে ডাকব (তাহসিন)।
মানে কে আপনি, আর এই কানে কি ভাবে ডুকলেন (মাধুরী)।
তাহসিন নাম শুনেছ, (তাহসিন)।
হা আমাদের বসের ছেলে (মাধুরী)।
কখনো দেখেছ, (তাহসিন)।
না কখনো দেখি নাই, বাট নাম শুনেছি (মাধুরী)।
তাহলে এখন দেখে নাও,আজ থেকে আমি তোমাদের নতুন এম ডি, তোমাদের বসের ছেলে তাহসিন, (তাহসিন)।
কিহ, সরি স্যার সরি, স্যার, আসলে আমি বুঝতে পারি নি,, (মাধুরী)।
ওকে এই টা স্বাভাবিক, আচ্ছা তুমি কাউকে বলবা না যে আমি তোমাদের নতুন এম ডি। (তাহসিন)।
ওকে স্যার (মাধুরী)।
হটাৎ আমার চোখ চলে গেল বাইরের দিকে, আরে কালকের এই পরি টা এই দিকে আসছে কেন,?
আচ্ছা মধু এই মেয়ে টা কে,? (তাহসিন)
ও নিপা আপু, আপনার পি.এ মানে আগে বসের পি.এ ছিল এখন থেকে আপনার। (মাধুরী)।
ও আচ্ছা শুন, আমি যে নতুন এম ডি এই টা অকে বলবা না, তুমি জাস্ট বলবা যে নতুন এম ডি আসছে,? (তাহসিন)।
ওকে স্যার (মাধুরী)।
হ্যাল কে আপনি এই ভাবে রুমে ডুকে পড়লেন কেন? (নিপা)
জি আসলে, (তাহসিন)।
জ্বি আসলে কি, ভদ্রতা শিখেন নি, কারও রুমে ডুকতে হলে নক করে ডুকতে হয় সে টা জানেন না,? (নিপা)।
আমি অপলকে নিপার দিকে চেয়ে আছি, নিপার কথা বলার স্টাইল, নিপার চোখ নিপার মুখ নিপার ঠোট , আর নিপা কে আরও অপরুপ লাগছে কারন নিপার চুল খুলা ছিল, (তাহসিন)
কি হল হা করে থাকিয়ে আছেন কেন, মশা ডুকে যাবে, জীবনে কোনো দিন মেয়ে দেখেন নি? ( নিপা)।
হুম দেখেছি, বাট তোমার মত না, (তাহসিন)।
উফফফ আচ্ছা আপনি কে বলেন ত, অফিস এ কোনো ধরকার, কারও সাতে দেখা করতে এসেছেন (নিপা)।
না, (তাহসিন)।
তাহলে চলে জান, বের হন (নিপা)।
ওকে (তাহসিন)।
উফফফ কোথা থেকে যে এসব আসে? (নিপা)
ম্যাম আসব? (মাধুরী)
হুম আসুন, (নিপা)।
আহহহ লাগছে, ছাড়ুন, (মাধুরী)।
তকে কত বার বলব যে আমাকে ম্যাম ডাকবি না, আপু ডাকবি, (নিপা)
সরি ভুলে গিয়েছিলাম,,এখন শুন বসের ছেলে মানে তাহসিন স্যার আজ থেকে এম ডি।
আজ তোমার খবর আছে, স্যার অনেক রাগী
আর আজ প্রথম এসেই অনেক রেগে আছে, তা ও তোমার উপরে, তুমি অনেক লেইট করে এসেছ, এখন যাও স্যারের সাতে দেখা করে আস (মাধুরী)
তুই আমাকে আগে বললি না কেন, উফফ অনেক ভয় হচ্ছে রে, আল্লাহ জানে কি হবে,
এই দোয়া করিস আমি আসি, (নিপা)।
এই দিকে আমি চেয়ারের উল্ট দিকে মুখ ঘুরিয়ে আছি, জেন নিপা আমার মুখ না দেখতে পায়,
(তাহসিন)।
সরি স্যার আসলে আমি জানতাম না আজ আপনি আসবেন, (নিপা)
কে আপনি (তাহসিন)
আমি আপনার পি.এ, (নিপা)।
অফিস এ পি.এ আগে আসবে না বস আসবে (তাহসিন)।
সরি স্যার আসলে আমি আগেই এসেছি হটাৎ করে একটা বেয়াদব আমার রুমে ডুকে পড়ে এই টা কে আচ্ছা মত বকে বিদায় করে দিয়েছি? তাই একটু দেরি হয়ে গেল (নিপা)
তুমি সিয়র যে বেয়াদব টা চলে গেছে (তাহসিন)।
২০০% সিয়র স্যার, (নিপা)।
তাহলে এই বেয়াদব টা কে, (মুখ ঘুরিয়ে)
(তাহসিন)।
স্যার আপনি। সরি স্যার আসলে আমি জানতাম না আপনি স্যার। প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন, সরি স্যার, (নিপা)
হুম ওকে আগের ফাইল গুলা নিয়ে আস
আমি একটু দেখব, আর এই সব নতুন ফাইল
৩ দিনের ভিতরে শেষ করতে হবে, (তাহসিন)।
স্যার ১২ টা ফাইল কি ভাবে শেষ করব (নিপা)
তা ত আমি জানি না, এখন জাও তারাতারি(তাহসিন)।
ওকে (নিপা)।
কি হল আবার চলে এসেছ যে, (তাহসিন)
স্যার আমাকে ক্ষমা করেছেন ত (নিপা)
বললাম না করেছি যাও এখন,(চিৎকার করে)
(তাহসিন)।
ওকে স্যার (নিপা)।
তার পর নিপা চলে গেল, আর আমি মুচকি মুচকি হাসছি,, কি থেকে কি হয়ে গেল।
চলবে…..