বস বয়ফ্রেন্ড ! season-3 পর্ব- ০৮
মামনি – তারা কি আজ উঠে নি নাকি।
প্রতিদিন তো উঠে আমার কাছে আসে।
আজ এলনা কেন।
অহ ওর যে পায়ের ব্যথা আমার তো মনেই
নেই,
একবার দেখে আসি।
।
তারা! তারা! কি ব্যপার তারা কই?
।
মেঘ – কি হয়েছে মা চিল্লাচ্ছো কেন?
।
মামনি – দেখনা তারাকে তো পাচ্ছিনা।
পায়ের ব্যথা নিয়ে কই গেল।দেখ জামা
কাপড় ও তো নেই।
ও কি তাহলে চলে গেল?
।
মেঘ জলদি নিচে যেয়ে দেখ।
।
মেঘ – আমি পারবনা।
।
মামনি – মিমি জলদি দাড়োয়ান কে ডাক দে।
।
মেয়েটা ফোন ও ধরছেনা।
।
: জি ম্যাম।
।
মামনি – তারা কে দেখেছ।
।
: সেতো অনেক আগেই ব্যাগ নিয়ে চলে গেল
দেখলাম।
।
মামনি – মেঘ কি করেছিস বল।
আমি জানি ও এমনি এমনি যায় নি।
।
মেঘ – তেমন কিছুইনা
আমি শুধু অকে বলেছি আমাকে সবসময়
ডিস্টার্ব না করতে।
কারন ও সব বিষয় নিয়ে আমার সাথে লাগায়।
সকালে কি করেছে জানো?
।
মিমি – স্যার actually ভুল টা আমার ছিল আমি
ভুল করে চিনির জাড়ে লবন রেখে
দিয়েছিলাম।
।
মামনি – হলতো এবার??
।
যা এখনি যাবি যেভাবেই হক তারাকে আমি
এইবাসায় দেখতে চাই।
অর বাবা অর দায়িত্ব আমাদের কাছে দিয়ে
গেছে।
ওর বাবাকে কি বলবি তুই ওর কিছু হলে?
।
মেঘ – গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম।
আগে তারার বাসায় যেতে হবে।
।
তারা- এখন আবার কে আসল।
আরে কেউ এতবার বেল বাজায়? আপনি? ???
।
মেঘ – তোমার সাহস ত কম না আমাদের না
বলে চলে এসেছ?
।
তারা- এখন তো জানলেন যান এখান থেকে।
।
মেঘ – যেভাবে অইখান থেকে এসেছ
সেইভাবেই অইখানে চল।
।
তারা- যাব না।
।
মেঘ – যেতে তো তোমাকে হবেই। আমি
তোমাকে নিয়েই যাব by hook or by crook.
।
তারা- যাব না না না না না।
।
মেঘ – আশে পাশের সবাই কিন্তু তাকিয়ে
আছে scene create করোনা।
।
তারা – তাহলে আপনি যাচ্ছেন না কেনো?
।মেঘ- তারার দিকে ১পা আগাতে ও ২পা সরে গেল।
তারা- ১হাত তার বুকে দিয়ে তাকে ১হাত দুরে ঠেকালাম।
মেঘ -কিছু না বলে ঘরের ভিতরে গেলাম।
।
তারা- আরে আরে কি খুঁজছেন
.
মেঘ – অহ যাক ব্যাগ এখন unpack করেনি।
ব্যাগ নিয়ে বাইরে বের হলাম।
চল এখন।
।
তারা- আপনি শুনেন নি আমি কি বলেছি।
।
মেঘ – নাহ এইভাবে হবেনা।
কাধে তুলে নিলাম।
।
তারা- কি করছেন সবাই দেখছে।
।
মেঘ – দেখুক। আমি যখন বলে ছিলাম তখন তো
শুন নি।
।
তারা- আচ্ছা আচ্ছা নামান যাচ্ছি।
।
মেঘ – ঠিক তো
।
তারা- হুম।
।
গাড়ি তে-
।
মেঘ – I’m sorry
.
তারা- কি বললেনন?
।
মেঘ – সরি বললাম।
।
তারা- আমার কান মনে হয় ভুল শুনছে।
সরি বললেন আপনি তাও আমাকে? বাহ বাহ
আমি ধন্য হয়ে গেলাম।
।
মেঘ – সরি বলাই ভুল ছিল।
।
তারা- বলতে কে বলছিল।
।
মেঘ – ঝগড়া ছাড়া কিছু পারো তুমি?
।
তারা- হুহ।
বাসায় আসলাম।
।
মামনি – তারা তুই কিন্তু মাইর খাবি আমার
হাতে।
এমন কেউ করে?
আমি কি ভয় পেয়েছিলাম তুই জানিস? ??
।
তারা- তোমার ছেলের জন্য ই তো।
।
মেঘ – মা আমি গেলাম।
।
মামনি – তারা তুই যাবিনা?
তারা-
হুম যাব তো।
।
মামনি – রেডি হয়ে আয়।
।
অফিসে-
হিয়া- কিরে তোরা আজ এত লেট কেন?
।
তারা – আর শুনিস না।
সকাল থেকে কাহিনির উপর কাহিনি হচ্ছে।
।
হিয়া- বল না বল না শুনি
।
মেঘ – তারারারা
।
তারা- অরে বাবা কি হল আবার?
।
স্যার স্যার কি হয়েছে।
অফিসের সব স্টাফ হাজির স্যারের কেবিন
এর সামনে।
।
মেঘ – এই চেক টা কবে জমা করার কথা
ছিল? ?
।
তারা- ওহ আল্লাহ ভুলেই তো গিয়েছিলাম।
স্যার আমি এখনি করে দিচ্ছি।
।
মেঘ – থাক। হিয়া জমা করে আসো।
তুমি জানো তুমি কোন কাজের ই না?
শুধু রাগ, জিদ দেলহাতে পারো আর কি পার
বলোত তুমি। হ্যা প্রতিশোধ নিতে পারো।
তাছাড়া কিছুই না।
যাও এইখান থেকে।
stupid কোথাকার।
।
তারা – এত রাগ লাগছেনা কি বলব।
সামান্য জিনিসের জন্য এত রাগের কি ছিল?
।
আজব ব্যপার।
ঠিকি বলেছেন প্রতিশোধ নিতে ভাল পারি
আমি।
সেটাই করব।
সবার সামনে এত অপমান আমাকে করা বের
করছি।
।
বাসায়-
তারা – স্যারের রুম টা আস্তে করে খুললাম
কিরে উনি কই দেখছি নাতো।
।
মেঘ – তারা???
।
তারা- ঘুরেই আ আ আ
।
হাত দিয়ে
চোখ ঢাকলাম। আপনি খালি গায়ে কেন?
।
মেঘ – গেঞ্জি পরতে পরতে তুমি যে এখন
আমার ঘরে আসবা সেটা কি আমার সপ্নে
আসছিল?
।
কি দরকার।
।
তারা- এখন কি বলি ইয়ে মানে ইয়ে।
।
মেঘ – কি ইয়ে ইয়ে করছ
।
তারা- এই যে এই বই টা এটা নিতে
এসেছিলাম।
।
মেঘ – কিন্তু এটা আমি এখন পরব।
।
তারা- ok ok no pblm. আপনি পড়ুন আমি পরে
পরবব। ( বই কে পরে হুহ আমি তো মুভি দেখি)
।
মেঘ – আর কিছু?
।
তারা- না না যাচ্ছি।
( দুর কাজ টাতো হলনা)
।
ঘড়ির দিকে তাকালাম।
রাত ২ টা এখন নিশ্চয় সে ঘুমিয়েছে।
এখনি কাজ সারতে হবে
।
আস্তে করে দরজা খুলে ঢুকলাম যা ভেবেছি
তাই।
ঘুমিয়ে আছে।
কাজ সেরে বেরিয়ে গেলাম।
কাল কে অফ ডে।
অনেক মজা করে ঘুমান যাবে।
।
সকালে-
তারা-
চিল্লা চিল্লি তে ঘুম ভাংল .
আরে কিসের এত চেঁচামেচি? ?
ওহ আমিতো ভুলেই গিয়েছিলাম।
দৌড়ে নিচে নামলাম।
সবাই দেখলাম মুখ ধরে হাসছে আর স্যার
চিলাচ্ছে।
।
মামনি – তোর মেয়ে সাজতে মন চাইল কেন
রে?
।
মেঘ – মা তুমি চুপ করতো।
এই টা এই যে এই যে এই মেয়ের কাজ।
।
তারা- আমি? ??
।
মেঘ – দাড়াও দেখাচ্ছি মজা।
।
তারা- অরে বাবা ভাগ তারা ভাগ।
।
মেঘ – ভেগে আর যাবে কই দাড়াও বলছি
।
মামনি – তোরা কি শুরু করলি বলতো।
আরে থাম থাম।
।
মেঘ – উপরে যেয়ে পাড় পাবেনা।
তারাকে ধরে নিজের রুমে নিয়ে গেলাম।
দরজার সাথে আটকে ধরলাম।
এখন কি হবে?
।
তারা- কি আর হবে।
।
মেঘ – খুব হাসি পাচ্ছে তাইনা।
।
তারা- আপনাকে দেখে যে কেউ ই হাসবে।
।
মেঘ – সেতো হাসবেই
all credit gose to you.
তারা- হেহেহে।
।
মেঘ – হাসি বের করছি।
।
তারা- এই এই ভাল হচ্ছেনা কিন্তু।
।
মেঘ – তুমি মনে হচ্ছে অনেক ভাল কাজ
করেছ?
মুখ টা একটু আগিয়ে নিলাম।
।
তারা-( ওই ভাবে চেয়ে আছে কেন রে।
আমার হার্টবিট তো ১০০ গুন বেড়ে গেছে)
।
মেঘ – তারার মুখটা উচু করলাম।
তারার গালের সাথে গাল লাগালাম যাতে
আমার মুখের সব আটা ময়দা সুজি তারার
গালে লেগে যায়।
।
তারা- তার গেঞ্জি আকড়ে ধরলাম।
।
মেঘ – অন্য গালে ও লাগালাম।তারার ঘন হয়ে
যাওয়া নি:শ্বাস টের পাচ্ছি। মনে হচ্চে
আমি প্রতিটা গুনতে পারব।
।
তারার দিকে তাকালাম
এমন লাল হয়ে আছে কেন? ?
তারার চোখের দিকে তাকালাম।
তারা চোখ নামিয়ে নিল। গোলাপি
ঠোট ২ টা কাপছে।
কিছু বলতে চাচ্ছে হয়ত বলতে পারছেনা।
।
তারা- ঠোটে তার হাতের ছোয়া পাচ্ছি।
হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে।
দম নেওয়াও কস্ট কর ব্যপার হয়ে দাড়িয়েছে
তার দিকে তাকালাম
উনি আমার এত কাছে।
আমি চোখ বন্ধ করলাম।
।
মেঘ – তারা আমার দিকে আরেক্টু মুখ
বাড়ালো।
ঠোটদ্বয় প্রায় ছুই ছুই অবস্থা।
।
মামনি – কিরে তোরা এখনও মারামারি
করছিস উপরে
।
তারা- কোন মত তাকে ধাক্কা দিয়ে সরিয়ে
দরজা খুলে দৌড় ।
নিজের ঘরে যেয়ে দরজা লাগিয়ে দিলাম।
হায় হায়
এটা কি হচ্ছিল? ?
।
মেঘ – কি করছিলাম আমি ( মুখে হাত দিয়ে)
।
মামনি – তারা নিচে আয় তো মা।
।
তারা- দরজা খুলে দেখি উনিও দরজা খুলে
বের হচ্ছেন।
আমাকে দেখে নিচে চলে গেলেন মাথা
চুলকাতে চুলকাতে।
।
আমি কি করব নিচে যাব?
মামনি তো ডাকছে।
নিচে গেলাম।
যাক বাবা উনি মনে হয় বাইরে গেছে।
।
মেঘ – মা কই তুমি?
।
মামনি – কি হয়েছে /
।
মেঘ – নেও ধর।
ice-cream
.
মামনি – তারার কাছে দিয়ে আয়।
।
মেঘ – তুমি দিয়ে আসো।
।( মাথা চুলকাতে চুলকাতে)
।
তারা- আমি ওইখানেই দাড়িয়ে ছিলাম।
(মাথায় কি হইছেরে উকুন নাকি এত
চুলকাচ্ছেন কেন? )
.
চলবে
বিঃ দ্রঃ নিচে Next >> ক্লিক করলে পরবর্তী পর্ব পাবেন..!