Childhood marriage 3 !! Part- 22
ছোঁয়াঃ ইয়ার্কি হচ্ছে?এখানে আমরা একা তিনটা মেয়ে থাকি আর আপনি বলছেন…
সায়নঃ তাতে কি হয়েছে?আমার কোন আপত্তি নেই
ছোঁয়াঃ আপনার না থাকলেও আমার আছে,কি রে তোরা কিছু বলছিস না কেন?তোদের কোন আপত্তি নেই?
বৃষ্টিঃ না না আমার কোন আপত্তি নেই,ভাইয়া আপনি এখানে থাকতে পারেন,আমার কোন অসুবিধা হবে না
লোপাঃ আমারও কোন প্রবলেম নেই,আপনার ইচ্ছে হলে থাকুন নাহলে…
ছোঁয়াঃ (অবাক হয়ে)তোরা!তোরা এসব কি বলছিস!দেখুন আপনি এখান থেকে যান…
সায়নঃ উহু আমি কোত্থাও যাবো না,আজ থেকে এখানেই থাকবো ব্যাস…
ছোঁয়াঃ দেখুন আপনি কিন্তু…
বৃষ্টিঃ ঠিক আছে ঠিক আছে আর তর্ক করতে হবে না।এক কাজ করি ভোটাভুটি করি,ভাইয়ার এখানে থাকার পক্ষে যারা তারা হাত তোল
(লোপা,বৃষ্টি আর সায়ন হাত তুললো,ছোঁয়া যেন হতভম্ব হয়ে গেছে সবকিছু দেখে)
বৃষ্টিঃ ৩-১!Majority wins তাহলে ওই কথাই রইলো,এখন থেকে সায়ন ভাইয়া এখানেই থাকবে
সায়নঃ থ্যাঙ্ক ইউ শ্যালিকা,ট্রিটটা তোলা রইলো
বৃষ্টিঃ অবশ্য আপনি যদি চান তাহলে আমি আর লোপা অন্য কোথাও শিফট করতে পারি
লোপাঃ হ্যাঁ তবে আমাদের কয়েকদিন সময় লাগবে
ছোঁয়াঃ কেউ কোত্থাও যাবে না,ওরা যদি চলে যায় তাহলে আমিও কিন্তু ওদের সাথেই চলে যাবো,আপনি থাকতে চাইলে থাকুন কিন্তু ওরাও কোথাও যাবে না
লোপাঃ কিন্তু তোদের স্বামী-স্ত্রীর মধ্যে আমরা…ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না?
ছোঁয়াঃ কোন বাড়াবাড়ি হচ্ছে না,এই লোকটাকে আমি কিছুতেই বিশ্বাস করি না তাই…
বৃষ্টিঃ কিন্তু…
ছোঁয়াঃ দেখুন আপনি এখানে থাকতে চাইলে ওদেরকেও এখানে রাখার ব্যবস্থা করতে হবে নাহলে…এখন আপনি দেখুন কিভাবে কি করবেন
বৃষ্টিঃ আচ্ছা আমরা দুজনে যেখানে স্বেচ্ছায় চলে যেতে চাইছি সেখানে তুই খামোখা ভাইয়ার সাথে…
ছোঁয়াঃ আমার সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছি এখন দেখুন আপনি কি করবেন
লোপাঃ তাসু…
সায়নঃ কাউকে কোথাও যেতে হবে না,আমরা সবাই এখন থেকে এখানেই থাকবো
বৃষ্টিঃ কিন্তু ভাইয়া…
সায়নঃ আমি বলছি তোমরা এখানেই থাকবে,ট্রাস্ট মি আমাদের কোন অসুবিধা হবে না
ছোঁয়াঃ ঠিক আছে,সবাই যখন রাজি তখন আমি একাতো আর…
(ছোঁয়া নিজের ঘরের দিকে চলে গেলো,বৃষ্টিও সায়নকে ওয়েলডান ইশারা করে চলে গেল।লোপাও চলে যাচ্ছিলো সায়ন থামিয়ে দিল)
সায়নঃ লোপা…থ্যাঙ্কস
লোপাঃ এটা আমি শুধুমাত্র মারুফের জন্য করেছি,ওর রিকুয়েষ্ট ছিল তাই…
সায়নঃ সে যে কারণেই হোক,একটা থ্যাঙ্কসতো তোমার প্রাপ্য।তুমি হেল্প না করলে হয়তো…
লোপাঃ একবার হেল্প করেছি বলে ভাববেন না বার বার সেটার রিপিট হবে।তাসুর সাথে আপনি যা করেছেন তারজন্য এতো সহজেতো আপনাকে…যাই হোক এখানে থাকতে চাইছেন থাকুন,যা ইচ্ছে হয় করুন কিন্তু আমার থেকে এর থেকে বেশিকিছু আর এক্সপেক্ট করবেন না…
সায়নঃ যাব্বাবা এতো দেখছি আচ্ছা ভেজাল হলো,বউয়ের সাথে সাথে এখনতো দেখছি বউয়ের বান্ধবীকেও সামলাতে হবে।ইয়ার সায়ন,আব তেরা কেয়া হোগা…
রাত ১২টা…
ছোঁয়া নিজের টেবিলে বসে পড়াশোনায় ব্যস্ত,তখনই সায়ন রুমে ঢুকলো।ওকে দেখেই ছোঁয়া যেন তেলে বেগুনে জ্বলে উঠলো
ছোঁয়াঃ কারো রুমে ঢুকলে যে নক করতে হয় জানেন না?
সায়নঃ (অবাক হয়ে)নক!কিন্তু এটাতো আমারও রুম তো নক কেন করতে হবে?
ছোঁয়াঃ আপনার রুম!কিভাবে?
সায়নঃ কিভাবে মানে কি!তুমি আমার বউ না?তাই এখন থেকে তোমার জিনিস মানেইতো আমার আর আমার জিনিস মানেই…
ছোঁয়াঃ বউ!কে আপনার বউ?দেখুন আমি কারো বউ টউ না।আর এসব ফালতু থিওরী না আমাকে শেখাতে আসবেন না
সায়নঃ তুমি না বললেইতো আর সত্যিটা মিথ্যা হয়ে যায় না।সত্যিটা হচ্ছে আমরা এখন স্বামী-স্ত্রী
ছোঁয়াঃ দেখুন আমি এসব মানি না আর আই থিঙ্ক আপনারও উচিত এসব…
সায়নঃ দেখো ছোঁয়া,তুমি মানো আর না মানো আমি কিন্তু পুরোপুরি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি আর মানবো নাইবা কেন যাকে এতো ভালোবাসি তাকে স্ত্রী হিসেবে পাওয়া কয়জনেরই বা ভাগ্যে জোটে?
ছোঁয়াঃ দেখুন আপনি কিন্তু…আর আপনি আমাকে ছোঁয়া বলে ডাকছেন কেন?
সায়নঃ কেন কি সমস্যা?তোমার নাম কি ছোঁয়া না?
ছোঁয়াঃ হ্যাঁ ছোঁয়া কিন্তু সেটা খুব কাছের কিছু মানুষের জন্য,বাঁকি পৃথিবীর কাছে আমি তাসনিয়া
সায়নঃ তাহলেতো ঠিকই আছে,স্বামীর চেয়ে কাছের আর কেউ কি আছে?আমিতো তোমাকে ছোঁয়া বলেই ডাকবো,তাসনিয়া নামটাও সুন্দর তবে একটু বড় Chowa is much easier and nice you know…
ছোঁয়াঃ দেখুন আপনি কিন্তু…
সায়নঃ চাইলে তুমিও আমাকে যা ইচ্ছে ডাকতে পারো,যদিও কাছের মানুষদের জন্য আমার স্পেশাল কোন নাম নেই তবে তুমি চাইলে নতুন কোন নাম রাখলেও রাখতে পারো।I won’t mind…
ছোঁয়াঃ ইচ্ছেতো করছে বেটার মাথায় একটা আস্ত বাঁশ…কুল ডাউন ইয়ার ছোঁয়া,এই মাঝ রাতে ঝগড়া করে মজড নষ্ট করার কি দরকার?(মনে মনে)
সায়নঃ তা কি ঠিক করলে,কি বলে ডাকবে আমাকে?লেট মিস গেস…বাবু,বেবি,হাবি,হানি,জান,জানু,ডিয়ার,হাজবেণ্ড,বাবুর আব্বু যদিও এটা একটু আর্লি,নাকি কোন বিশেষণ ছাড়াই এজি,ওজি,হ্যাঁ গো,কি গো,ও গো etc.etc.যদিও এগুলোর একটাও আমার খুব একটা পছন্দ না বাট তুমি যদি চাও then it’s okay.অবশ্য তুমি চাইলে আগের মতো মি.নোবেল ম্যানও ডাকতে পারো…
ছোঁয়াঃ এই আপনি চুপ করবেন?উফ!বকবক করে করে কানের পোকা একেবারে নাড়িয়ে দিল…যত্তসব…
সায়নঃ ঠিক আছে আজকের মতো তাহলে…এমনিতেও আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে সো গুড নাইট ডিয়ার ওয়াইফি…
ছোঁয়াঃ এই লোকের বোধহয় স্পেশাল পাওয়ার আছে আমার মেজাজটা বিগিড়ে দেওয়ার।উনার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আবারও পড়াশোনায় মন দিলাম
সায়নঃ যাব্বাবা এতো দেখি চোখ দিয়েই আমাকে পুড়িয়ে ছারখার করে দেবে!নাহ আর ঝামেলা করে লাভ নেই তার থেকে বরং…চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়লাম
ছোঁয়াঃ একি আপনি এখানে ঘুমাবেন নাকি!
সায়নঃ (অবাক হয়ে)এখানে নয়তো আবার কোথায়?
ছোঁয়াঃ কেন?ড্রয়িংরুমে,আপনি বরং ওখানেই…
সায়নঃ পাগল নাকি!তোমাদের তিন তিনটা মেয়ের মাঝে আমি বাচ্চা একটা ছেলে…
ছোঁয়াঃ (এ্যা!বাচ্চা!এই লোক বলে কি!)কেন কি সমস্যা?আমরা কি আপনাকে খেয়ে ফেলবো নাকি?
সায়নঃ ফেলতেওতো পারো আর তাছাড়া লোপা আর বৃষ্টির কথাটাও একবার ভেবে দেখো
ছোঁয়াঃ আচ্ছা আচ্ছা ঠিক আছে,আপনি নাহয় এখানেই থাকুন কিন্তু এক বিছানায় নয়।আপনি বরং ওখানে…
সায়নঃ কিহ ফ্লোরে!ইম্পসিবল…আর তাছাড়া এটাইতো ফার্স্ট না,এর আগেওতো আমরা এক বিছানায় একসাথে…
ছোঁয়াঃ সে..সেটা অ..ন্য সিচুয়েশন ছিল।তখনতো আমাদের মাঝে কোন সম্পর্কই ছিল না ইভেন আমরা কেউ কারো নাম পর্যন্ত জানতাম না কিন্তু এখন…
সায়নঃ তার মানে স্বীকার করছো যে আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে?
ছোঁয়াঃ আ..আমি..আ..সলে…
সায়নঃ মিসেস মাহবুব,তুমি কিন্তু নিজেও নার্ভাস হচ্ছো আর আমাকেও…
ছোঁয়াঃ কে নার্ভাস?আমি!মোটেও না,আমি কেন নার্ভাস হবো?আমি একদম ঠিক আছি
সায়নঃ রিয়েলি!তাই যদি হয় তাহলেতো আমার সাথে একই বিছানায় ঘুমাতে তোমার কোন প্রবলেম হওয়ার কথা না
ছোঁয়াঃ এই রে এখন কি বলি(মনে মনে)
সায়নঃ কি হলো ম্যাডাম?চুপ করে আছো যে?তাহলে কি আমি ধরে নিব আমার প্রস্তাবে তুমি রাজি?ঠিক আছে তাহলে ওই কথাই রইলো…আর হ্যাঁ রাত অনেক হয়েছে,আই থিঙ্ক তোমারও ঘুমিয়ে পড়া উচিত…
(রাগে গজগজ করতে করতে ছোঁয়া আবারো পড়তে বসলো আর সায়ন?মুচকি হেসে শুয়ে পড়লো)
কানের কাছে তীব্র একটা শব্দে ঘুম ভেঙ্গে গেল ছোঁয়ার,প্রচণ্ড আতঙ্ক নিয়ে উঠে বসলো।চোখে এখনও রাজ্যের ঘুম তাই আসল ঘটনাটা কি বুঝে উঠতে একটু সময় লাগলো আর পুরো ব্যাপারটা ক্লিয়ার হতেই মেজাজটা বিগড়ে গেল।হবে নাই বা কেন?ওর চোখের সামনে সায়ন অ্যালার্ম ঘড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর শুধু তাই না ওর অবস্থা দেখে দুপাটি দাঁত বের করে বিজয়ীর হাসি হাসছে!
ছোঁয়াঃ (দাঁতে দাঁত চেপে)এসবের মানে কি?এটা কোন ধরনের অসভ্যতামি!
সায়নঃ যাব্বাবা আমি আবার কি করলাম?আমিতো জাস্ট…
ছোঁয়াঃ আবার জিজ্ঞেস করছেন কি করেছেন!এই সাত সকালে আমার ঘুম ভাঙানোর মানে কি?
সায়নঃ সকাল!ঘড়ির দিকে একবার তাকান ম্যাডাম,আটটা বাজে।এটাকে নিশ্চয়ই সাত সকাল বলে না?
ছোঁয়াঃ কিন্তু তাই বলে এভাবে!
সায়নঃ তাছাড়া আর কি করব?সেই কখন থেকে ডেকে ডেকে মুখ ব্যথা হয়ে গেল তবুও তোমার ঘুম ভাঙলো না!তাইতো বাধ্য হয়ে এই ব্যাবস্থা…ভাবা যায়?কি ঘুম রে বাবা,পুরো কুম্ভকর্ণের মাসতুতো বোন…
ছোঁয়াঃ এই কি বললেন আপনি?আমি কি?
সায়নঃ না না ও কিছু না,বাই দ্য ওয়ে তুমি কি সারারাত এখানেই ঘুমিয়ে ছিলে নাকি?
ছোঁয়াঃ তাছাড়া আর কি করতাম?আপনার সাথে এক বিছানায় ঘুমানোর থেকে এখানে এই ড্রয়িংরুমের ফ্লোরে ঘুমানো ঢের ভালো
সায়নঃ কিন্তু এই কথাতো ছিলো না,কাল রাতেতো তুমি আমার পাশে ঘুমাতে রাজি হয়েছিলে তাহলে এখন…
ছোঁয়াঃ আমি আবার কখন রাজি হলাম?ওটাতো আপনি নিজে নিজেই…যাক গে কেন ডাকছিলেন বলুন
সায়নঃ কেন আবার চৌধুরী বাড়ির আদর্শ বউ হওয়ার ট্রেনিং দিতে হবে না?
ছোঁয়াঃ কিসের ট্রেনিং?কান খুলে শুনে রাখুন,এসব উছিলায় আর কক্ষণো এতো সকাল সকাল আমার ঘুম ভাঙাবেন না।আর হ্যাঁ কথায় কথায় এতো বউ বউ করবেন নাতো,প্রচণ্ড বিরক্ত লাগে
সায়নঃ ঠিক আছে তাই হবে তবে আজ যখন উঠেই পড়েছো,আজকের নাস্তাটা নাহয় তুমিই বানাও
ছোঁয়াঃ কেন?রান্নার খালা কোথায়?আসেনি নাকি?
সায়নঃ এসেছিল,আমি ছুটি দিয়ে দিয়েছি
ছোঁয়াঃ কিন্তু কেন?
সায়নঃ তোমার হাতের রান্না খাবো বলে
ছোঁয়াঃ হোয়াট!আমি আর রান্না?ইম্পসিবল…
চলবে…