যদিও মা

যদিও মা !! Part- 02

মাম্মাম মাম্মাম আমাল ভয় কলে।।।তুমি কই? লাইটটা জ্বালাও(কেদে কেদে আয়ান আমাকে খুজছে)
আমিঃএত রাতেও জ্বালাবি।।।তোর বাপের কাছে যেতে পার না।।।আমাকে এত পেইন কেন দিচ্ছিস।।।
উঠে লাইট জ্বালাই।।দেখি আয়ান নিচে বসে কান্না করতে আছে।।। লাইট জ্বালানো দেখে উঠে আমাকে জড়িয়ে ধরে।।
আয়ানঃ আমি নিচে ঘুমাব।। তোমাল পাশে ঘুমালে আবার হিশু করলে।।মমম্মাম প্লিচ লাইটটা অফ কর না।। আমাল কুব ভয় কলে।।
আমি আর কিছু না বলে লাইট অন করে সোফায় শুয়ে পড়ি।। আয়ান নিচে শুয়ে পড়ে।।
আমিঃএই ছেলে।।।নিচে শুচ্ছিস কেন?খাটে শো৷। এত ঢং করা লাগবে না।।। যা নাইলে কিন্তু লাইট অফ করে দেব।।(রেগে)
আয়ান ঃ মাম্মাম লাইট অফ কর না।।।আলি কাটে শুব।।
দৌড়ে খাটে গুটিশুটি হয়ে শুয়ে পড়ে।।।।


।সকালে ঘুম দিয়ে উঠে দেখি আয়ান এখনও ঘুম।। আমি হাতমুখ ধুয়ে নিচে যাই মাকে হেল্প করতে।।।হঠাৎ উপরে থেকে আকাশ আমাকে ডাক দেয়।।।। আমি উপরে যেয়ে দেখি আয়ান ওর সামনে দাঁড়িয়ে।।। আমি বুঋতে পেরেছি আয়ান রাতের কথা সব বলে দিয়েছি।।।
আকাশঃআয়ানের ড্রেজ চেন্জ করাও নি কেন? সারারাত এমন ছিল।।।আবার সেই বিছানাতে শোয়া।।। ও বলল তুমি নাকি ওকে শুতে বলছ?

আমি কি বলব বুঝতে পারছি না।।এই ছেলেটা বেশ বান্দর। সব বলে দিয়েছে।। দ্বাড়া একবার পাই তোকে।।
আমিঃরাতে তো ঘুমে ছিল।।আমি তো খেয়ালই করিনি।।আমার কোনো বাচ্চা কে পাশে নিয়ে ঘুমানোর অভ্যাস নেই তাই লাইট অন করে ওকে খাটে দিয়ে সোফায় ঘুমাই।।।।সরি।। আমি বুঝি নাই।।। সরি আয়ান বেবি।।।মাম্মার ভুল হয়ে গেছে।।।(আয়ানকে জড়িয়ে ধরে)
আয়ানঃমাম্মাম।।।তুমাল তো তোনো দোষ নাই।।।আলি তো বিছানায় হিশু কলছি।।। পাপা তুমি আমাল মাম্মামকে তেন বকছ।।। মাম্মাম অনেক ভালু।।। আমাল জন্য লাইট জ্বালিয়ে ঘুমাইছে৷।
আমি থ হয়ে গেছি।।এই ছেলে তো সেয়ানা আছে।।।বাপের সামনে আমাকে ভালো বানাল।।।

আকাশঃআচ্ছা বাবা।।।চল তোমার ড্রেস চেন্জ করে দেই
আমিঃ আপনার দরকার নেই।। আমিই করছি।।বেবি চল মাম্মামের সাথে।।।।
আয়ানপর ড্রেস নিয়ে বাথরুমে গেলাম।।।।
আমিঃওই জলদি জামা খুলে গায়ে পানি ঢাল।।।
আয়ানঃ মাম্মাম তুমি তরিয়ে দেও না।।
ওর নেকামি ভালো লাগে না।। তবুও সহ্য করতে হয়।।। বালতিতে পানি ভরা ছিল।।মগ দিয়ে ওর গায়ে ঢালি।।।পানি ঠান্ডা ছিল।। সকালে তো আীও ঠান্ডা।। আমি বুঝতে পারিনি।।
আয়ানঃ মাম্মাম মলে গেলাম।।।তান্ডা।।মাম অনেক তান্ডা।।।।
আমিঃএই এতো কেন তোর সব কিছুতে সমস্যা।।।।
আমি আবার ঢালতে থাকি।।।পরে নিজেই বুঝতে পারি পানুপানি ঠান্ডা।।।।ওকে টাওয়াল দেই।।ও কাঁপতে বের হয়।।।নিজেকে থেকে মুছতে পারে না।।।আমিই মুছিয়ে দিলাম।।।।
আয়ানঃ মাম্মাম আমাল তুব খিদে লাগছে।।কাব।।তল না নিচে।।।
ওকে নিয়ে নিচে আসি।।। ওকে খাইয়ে নিজে খাই।।।তারপর আকাশদের বাসায় ফিরে যাই।
।।।

আকাশঃপৃথা।।। আমি দুই দিনের জন্য বাহিরে যাব।।তুমি প্লিজ আয়ানকে দেখে রেখ।।।
আমিঃঅবশ্যাই।।। আয়ান তো আমারই বেবি।।। কি আয়ান বেবি পারবে না মাম্মামের সাথে থাকতে?
আয়ানঃপালব।।পাপা তুমি যাও।।আমাল মাম্মাম আছে।।।।

আয়ান চলে গেল।।।।
পুরো বাড় আমি আর আয়ান।আকাশের বাবা মা গ্রামের বাড়িতে চলে গেছেন।
রাতে আয়ানকে খায়িয়ে আমার রুমে যাই।।আয়ান টিভি রুমে টিভি দেখতে ছিল।।আমি লাইট অফ করে ঘুমিয়ে পড়ি।।।।

সকালবেলা ঘুম থেকে উঠে দেখি……..আয়ান দরজার সামনে ফ্লোরে শোয়া।।।ওকে ডাক দেই
আমিঃএই ছেলে তুই এখানে কেন ঘনাচ্ছিস।।।
আয়ানঃ মাম্মাম।।তুমি তো আমালে তারাই ঘুমিয়ে পলছিলা।।আমি লুমে এতে দেখি লাইট অফ।।ভয়ে বিতলে ডুকি নাই।।তোমালে কত ডাকলাম।।তুমি তো তুনলাই না।।তেই জন্য এতানে তুয়ে পড়ছি।।অনেক তান্ডা ছিল।।।মাম্মাম এলপল আমালে নিয়ে তুয়ো।।আমাল ভয় কলে।।।।
আমিঃআচ্ছা।। চল নিচে খাবার খাবি।।।।।

আয়ানকে খায়িয়ে দেই।। নিজে খাই।।। হঠাৎ ভাবি শপিং করে আসি।।।।।।


চলবে।।।।।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *