বস বয়ফ্রেন্ড Season 2

বস বয়ফ্রেন্ড Season 2 ! পর্ব- ৯

তারা : আরে তুই সিয়াম না? ?

সিয়াম : চিনতে পেড়েছিস তাহলে।

তারা : হুম।
কেমন আছিস।

সিয়াম : উনি কে?

তারা : আমার স্যার।
চল অইখানে যেয়ে কথা বলি।

আপনি খেয়ে নিন।
আমি ওর সাথে খাব।
কি খাওয়াবি তো।

সিয়াম : তা আর বলতে।আসি mr.
.
মেঘ : মেঘ।

সিয়াম : আমি সিয়াম nice to meet you. bye.
।।
মেঘ : এটা কি হল।
এইটা কই থেকে জুটল।

দেখছ এইখানেই আসে কিন্তু আমার সাথে
বসলনা।

দাড়াও দেখাচ্ছি মজা।

ওয়েটার : স্যার কিছু লাগবে? ?

মেঘ : ১০০০ টাকা ধর।
আর অই টেবিল এ বসে আছে নিল শার্ট ।

ও: জি দেখেছি।

মেঘ : কানে কানে শুন।

যাও কাজ টা করলে আর টাকা দিব।

ও: স্যার ম্যাম আপনাদের কিছু লাগবে?

সিয়াম : আর্ডার দে তারা।

তারা ‘ অর্ডার দিলাম।

ও: খাবার রাখার সময়

সিয়াম : আরে আরে এটা কি করলা।

ও : সরি সরি স্যার। দেখিনি।

তারা : তাড়াতাড়ি যা। পরিস্কার করে আয়।

মেঘ : বাস কাজ শেষ।
নেও বাকি টাকা।

তারার কাছে গেলাম।

তারা চল।

তারা
: কেন? ? স্যার আমি পরে আসি।

মেঘ : না এখনি যাবা। হাত ধরে নিয়ে চলে
আসলাম।

সিয়াম : আরে তারা কই??.

ও : ম্যাম তো বলে গেছে।

সিয়াম : না বলে চলে গেল।
তারা : মন খারাপ করে বসে আছি।
মেঘ : তারা
কালকে একটা মিটিং আছে। অইটার ফাইল
রেডি করেছ।

কিরে কথা কি শুনছে।
দিলাম ঝাকি।

তারা : কি কি??

কালকে মিটিং এর ফাইল রেডি? ?

তারা : স্যার মিটিং দিন পিছিয়েছে।আমি
কাল্কে রেডি করে দিব।

মেঘ : ও আচ্ছা।ফাইল নিয়ে বাসায় আসো।
আমি দেখিয়ে দিব।

তারা : হুম।

তারা : বাসায় যেয়ে দেখি সুমি রুমি
এসেছে।

কিরে তোরা কখন আসলি? ?

রুমি : দুপরে।
খাবার রেডি আপনি আর স্যার আসুন।


রাতের খাবার শেষ –

মেঘ : তারা ফাইল নিয়ে উপরে আসো।

তারা : ফাইল নিয়ে উপরে গেলাম।
উনি বারান্দা তে ছিলেন।

তারা : স্যার ফাইল।

মেঘ : এইখানে বসো।

তারা : দুরত্ব রেখে বসলাম।
।উনি ল্যাপটপ এ কাজ করছিলেন।

তারা : আমি ফাইল এ কাজ কিরছি আর কলম
মুখে দিয়ে আছি।

মেঘ : তারার দিকে তাকালাম।
কলম মুখে দিয়ে বসে আছে।
তারা কন সমস্যা? ?

তারা : হুম। স্যার এইখানে।

মেঘ : দেখি। ওর এসেবারে কাছে সরে
গেলাম।


তারা : (ও মা এত কাছে এসে বসেছেন কেন)

মেঘ : তারার প্রতিটা নি:শ্বাস আমি শুনতে
পাচ্ছিলাম।

মেঘ : তারার মুখ থেকে কলম টা নিয়ে ওকে
বুঝিয়ে দিচ্ছিলাম।

তারা : উনার দিকে একবার চাইলাম।
উনি তো এমন ছিলেন না। হঠাত কি হল।
মেঘ : তারার দিকে চাইতেই তারা চোখ
সরিয়ে নিল।

আমি তারার পাশে বসে ছিলাম । তারা কাজ
করছিল।

তারার কাধে মাথা রেখলাম।
ও কেপে উঠল বুঝতে পারলাম কিন্তু কিছু
বললনা।

মেঘ : তারা? ?

তারা : হুম।

মেঘ : কাজ শেষ।

তারা : হুম।

মেঘ : এইভাবেই বসে থাকবা নাকি রুমে
যাবা।

তারা : জলদি উঠে বললাম আমি রুমে যাব।

মেঘ : ওকে দেখে যে হাসি পাচ্ছিল। তাও চুপ
করে থাকলাম।
দরজার সামনে যেয়ে দারালাম। বললাম
যাও।

তারা : কিভাবে যাব অইখানে দাড়িয়ে
থাকলে।

মেঘ : আমি কি জানি?.

তারা : একবার এইপাশ একবার অইপাশ কিন্তু
যাওয়ার জায়গা কই?.

মেঘ : যেতে হলে ট্যাক্স দেও।
।তারা : ট্যাক্স??
মেঘ : হুম।

তারা : মুখ ভাড় করে। কিছু নাই আমার কাছে।

মেঘ : আছে।

তারা : কি আছে।

মেঘ : নিয়ে নিব।

তারা : কি নিবেন।

মেঘ : তারার কোমড়ে হাত রেখে নিজের
কাছে টেনে নিলাম।

তারা : কি কিরছেন।

মেঘ : ট্যাক্স নিচ্ছি।

তারা : ওমা উনি উনার মুখ আগায় কেন? ?.
আস্তাগফিরুল্লা, নাউযুবিল্লাহ।
ভয়ে চোখ বন্ধ করে ফেললাম।

মেঘ : তারার হাত টা নিয়ে একটা চুমু দিলাম।
আর তাএয়াকে ছেড়ে দিলাম যাও তারা।
তারা এক দৌড়।

হেহেহে।
লজ্জা পাইছে।

তারা : একেবারে রুমে চলে এসে দরজা
লাগিয়ে বুকে হাত দিয়ে দরজার সাথে
লেগে দাড়িয়ে থাকলাম।
এইসব কি হচ্ছে।

উনার এমন দিক তো আমার জানা ছিল না।


মেঘ : তারা আমি বাইরে যাচ্ছি।
আসতে দেরি হতে পারে।
।তারা : ইহকালে কনোদিন কিছু বলেনি আর
আজ আমাকে বলে বাইরে যাচ্ছে।
মাথার তার ছিড়ে গেছে নাকি সিঁড়ি থেকে
পরে।
হয়তো।

তারা : কিরে রুমি সুমি তোরা এইসব কি
পড়েছিস??

রুমি : ম্যাম যা গরম পরছে। কি আর করব
বলেন। আর আজ কেউ বাসায় নেই। তাই চান্স
এ পরে নিলাম।
তারা : ভাল কথা কিন্তু এমন হাফপ্যান্ট কেন
নাইকাদের নত।
সুমি : নাইকা থেকে আমরা কম কিসে।

তারা : তারা তা ঠিকি।

যা কাজ কর।

আমি আমার আর স্যার এর রুম টা পরিস্কার
করব।
তোরা বাকিটা করে ফেল।

রুমি : ম্যাম আপনি ও পরেন কাজ করতে
সুবিধা হবে। আমার কাছে আছে। পরবেন।

তারা : না না। দরকার নেই।

সুমি : আরে পরেন না।
কেউ নাই ত।

তারা : না আমার লজ্জা লাগে।
।সুমি : আরে ধরেন। যান পরে দেখেন।
সব কিছু একবার ট্রাই করতে হয়।।

তারা : বলছিস? ?

রুমি : হুম। যান।
তারা : একবার পড়ে দেখতে সমস্যা কই।

চেঞ্জ করে উনার রুম পরিস্কার করছিলাম।

মেঘ : দুর যে কাজে গেলাম সেটা ত হলনা।
আমার সময় টাই নস্ট
কিরে সবাই কই? খালি খালি লাগে কেন।
তারা তারা! ? নাই নাকি বাসায়।

মেঘ : নিজের রুমে গেলাম। আর ঢুকে যা
দেখলাম।
তারা কানে হেডফোন লাগিয়ে আমার রুম
পরিস্কার করছে।

এটা কি পড়ে আছে ও।
জিবনে তো এইসব পড়েনি।
তারারারারা বলে দিলাম এক চিতকার।

তারা : হেডফোন সরিয়ে পিছনে ঘুড়লাম।

আপ….@আপ…….. আপনি………

মেঘ : এটা কি পড়ে আছ?
তারার দিকে এগিয়ে যাচ্ছিলাম।
.
চলবে

বিঃ দ্রঃ নিচে Next >> ক্লিক করলে পরবর্তী পর্ব পাবেন..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *