বস বয়ফ্রেন্ড Season 2 ! পর্ব- ১৭
ওইদিন রাতের ঘটনা (( তারা – আরে তুই
সিয়াম।
এইখানে কি করিস।
সরি আমি মেঘ কে ভাবছিলাম।
।
সিয়াম – আরে তুই এইখানে? ?happy birthday
dsto.
।
তারা – tnx yr. দেখ উনি কি সুন্দর করে আমার
জন্য surprise plan করেছে।
।
সিয়াম – ব্যপার কি? ?
।
তারা : উনি মনে হয় আজ উনার মনের কথা
আমাকে বলে দিবে। উফফ সেটার অপেক্ষা
করছি।
।
সিয়াম – আর তোর মনের কথা।
।
তারা – আমি রাজি এক পায়ে হাহাহা।
।তুই কি করিস এইখানে।
।
সিয়াম – আরে লিলিকে নিয়ে এসেছি।
তুই তো জানিস অকে আমি কত পছন্দ করি।
কিন্তু বলতে ভয় পাই।
আজ ভেবেছি বলে দিব।
দেখ রিং টা কিনেছি।কিন্তু কিভাবে প্রপস
করব বল তো।
।
তারা – হুম এই কথা।
আমাকে প্রপস করে দেখা। আমি দেখি
তারপর বলছি।
।
সিয়াম – রিং পরিয়ে কেমন হল বল।
।
তারা – খুব ভাল। এবার লিলির কাছে যা।
।
সিয়াম – im just too happy.
.
তারা – যা এখন। পরে কথা হবে।
))
।
মেঘ – ইয়া আল্লাহ কি ভুল করেছি আমি।
লিলি তারা কই আমি অর কাছে যাব।
।
সিয়াম : কলার ধরে don’t u dare. আমি কখনই
অকে তোমার কাছে আসতে দিবনা।
চলে আস লিলি।
।
মেঘ : সিয়াম আমি তোমার পায়ে পরি তারার
কাছে নিয়ে চল।
।
লিলি : কখনই না।
অ অনেক কস্ট পেয়েছে আর না।
আমি সাক্ষি আছি অর প্রতিটা কস্টের
রাতের।
মেয়েটা প্রতিটা রাতে চিতকার করে
কাদতো আপনার জন্য।
রাতে ঘুম থেকে জেগে উঠত মেঘ বলে
চিতকার করে।
।
খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছিল আপনার
জন্য।
।
আপনার ছবি বুকে জরিয়ে ছটপ্ট করতো।
অর প্রতিটা নির্ঘুম রাতের সাক্ষি আমি।
আমি এই আমি সব কিছুর সাক্ষি।
বিনা অপরাধে শাস্তি পেয়েছে অ।
আর এখন সত্তি জেনে শাস্তি পাবেন আপনি।
।
বলে আস সিয়াম।
।
মেঘ – তারা বলে চিতকার করে উঠলাম।
ফিরে আসো তারা।
.
বাসায় গেলাম।
তারার ঘরে ১বছর পরে তারার রুমে গেলাম
আমি।
।
ছটপ্ট করতে লাগলাম ।
।বাড়ির সব জায়গায় শুধু তারার স্মৃতি।
নাহ আমি আর এইখানে থাকতে পারবনা।
।
আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব।
আমি পারবনা এইখানে থাকতে
।
এই বারির সব জায়গায় তারার ছোঁয়া।
।
এইখানে আমি তারার সাথে খারাপ ব্যবহার
করেছি।
রনি রনি লন্ডন এর ২ টা টিকেট কাট।
সব গুছিয়ে নেও।
আমরা কাল কেই চলে যাব।
রনি – কিন্তু স্যার।
।
মেঘ – না যেতে চাইলে থাক।
আমি একাই যাব।
।
রনি – জি না।
আমি আপনার বডি গার্ড ।আমি আপনার
সাথেই থাকব।
।
মেঘ – আমল আংকেল আমি লন্ডন এ আসছি
কাল কে।
আমার guest house ready করুন।
।
আমল সাহেব – জি।
।
লন্ডন এ-
।
মেঘ – আংকেল ভাল আছেন?
।
আংকেল – তুমি হঠাত করে??
।
মেঘ – any pblm? ?
.
::::: নাহ।
সব তো তোমার ই।
এতদিন ধরে আমি দেখছিলাম এখন তুমি দেখ।
।
মেঘ – আমি ২-৩ দিন পর থেকে অফিস যাব।
।
: কোন সমস্যা নেই।
তোমার যখন ইচ্ছা।
।
পরের দিন।-
রনি তুমি থাক।
আমি হেটে আসি।
।
: জি স্যার।
।
মেঘ – একটা পার্ক এ যেয়ে বসলাম।
সামনে বাচ্চারা খেলা করছে।
একটা মেয়ে একটা বাচ্চার হাতে বেলুন
দিচ্ছে।
মুখটা দেখার চেস্টা কিরলাম। পারলাম না।
।
ফোন এল-
।
রনি – স্যার আপনি কই?
আমি কি গাড়ি পাঠাব।?
।
মেঘ – নাহ। আমি আসছি।
উঠে দাড়ালাম।
ধাক্কা খেলাম এক ছেলের সাথে।
ছেলে – I’m sorry man!
.
megh – no it’s ok.
.no pblm.
.
বলে পাশে চোখ গেল
আমি তারাকে দেখলাম।
তারা! তারা এইখানে।
ডাক দেওয়ার আগেই taxi করে চলে গেল।
।
তারা এইখানে আছে।
আমাকে খুজে বের করতেই হবে।
।
২ সপ্তাহ ধরে অনেক খুজলাম।
অই পার্কেও গেলাম পেলামনা।
তাও খুজা ছাড়িনি।
অফিস যাওয়া শুরু করলাম।
এর মাঝেই তারা কে খুজি।
।
আংকেল – মেঘ আমরা একটা company এর
খোজ পেয়েছি অরা খুব সমস্যা তে আছে তাই
অটা খুব কম দানে ছেড়ে দিতে চাচ্ছে।
অইটা নিলে আমাদের লাভ ঈ হবে।
তুমি যদি বল নিতে পারি।
।
মেঘ – নিয়ে নিন।
কিন্তু অটা আমি দেখতে পারবনা।
আপনি দেখবেন।
।
আংকেল – অকে।
তুমি একদিন সবার সাথে দেখা করে আসলেই
হবে।
।
মেঘ – আর শুনুন একটা agreement এ sign করে
নিবেন।
যেখানে লিখা রহাকবে ৫বছর এর আগে কেউ
চাকরি ছাড়তে পারবেনা।
।
আংকেল – এটা কি বেশি হয়ে গেল না? ?
।
মেঘ – হলে হবে যারা থাকার তারা থাকবে
বাকিরা চলে যাবে।
যা বলছি করুন।
।
( তারা কে আর কোথায় খুজব আমি । কই
তুমি? ? কোথায় তুমি?? )
।
আংকেল – মেঘ চল নতুন অফিস এ ঘুরে আসবে।
।
মেঘ – হুম।
।
অফিসে –
।
মেঘ – hi guys.
im ur new md.
hope u r all well.
i hope u all will do ur best to prove urself
better.and
to take the company to the higher level.
thank u and nice to meet u all.now
go back to ur work.
.
আংকেল – মেঘ একটা কথা বলি বাবা রাগ
করনা।
।
মেঘ – না বলুন।
।
আংকেল – বাবা এটা নতুন অফিস।
এটাকে ঠিক position এ আনতে হলে অকেন
গাইড দিতে হবে।
এই বয়সে এটা আমি পারবনা।
তাএ চেয়ে বরং তুমি এটা সামলাও আমি
অইটা দেখি।
।
মেঘ – হুম। ঠিক।
অকে।
.
পরের দিন-
মেঘ – কেবিন এ বসে আছি।( চেয়ার ঊল্টা
দিকে ঘুরিয়ে)
: may i come in sir.
.
মেঘ : yes.
.
: sir im so sorry .
yesterday i was very sick that’s why i couldn’t
come.
hi sir im ur p.A.
my name is tara.
nice to meet u.
.
মেঘ – সামনে ঘুড়লাম।
‘তারা ‘
।
তারা – আপ… আপনি …..
কথা বলতে পারছিলাম না।
চোখ দিয়ে পানি বেয়ে পরছিল।
রুম থেকে বেরিয়ে আসলাম।
।
মেঘ – তারা! তারা! শুন।
প্লিজ।
আমিও পিছে পিছে গেলাম।
।
তারাকে ধরে কই ছিলা এত দিন।
আমি তোমাকে কর খুঁজেছি জানো।
।
তারা – কি হচ্ছে সবাই দেখছে।
ছাড়ুন।
।
মেঘ : হাত ধরে কেবিন এ আনলাম।
।
তারা im sorry tara. im sorry.
please forgive me for the last time.
i promise I’ll never hurt u again.please tara.
তারা – ছাড়ুন।
আমি এখনি চাকরি ছেড়ে দিব।
আমি আপনার মুখ দেখতে চাই না।
।
মেঘ – তারা প্লিজ শুন।
আমাকে শেষ বারের…
।
তারা – না না না।
আমি কিছু শুনতে চাইনা।
।
মেঘ ( তারাকে থামাতে হবে।
অর ক্ষমা পেতে হলে অকে এইখান থেকে
যেতে দেওয়া যাবেনা)
।
তারা stop.
maybe u forget something.
.
tara : what??
.
megh : this agreement.
look at this and read ir clearly.
.
তারা : উফফ আমি ভুলেই গেছিলাম।
সিট!
।
, মেঘ – তুমি চাইলেও পারবেনা চাকরি
ছাড়তে।
যতদিন না আমি বলছি।
।
তারা : তার মানে এই না আমি আপনার কথা
মত চলব।
আমি আপনাকে চিনিনা।
চিনতে চাই ও না।
got it.
u r my boss.
and behave like a boss.
not like a lover.
.
মেঘ – got it mam.
and i promise to u I’ll make u mine again.
.
tara : we’ll see that.
.
megh : ok sweethrt.
.
তারা : shut up.
.
megh : flying kiss দিলাম।
রেগে চলে গেল।
।
তারা তোমাকে যখন পেয়েছি একবার আর
যেতে দিবনা।
তোমাকে আবার আমি আমার করব। করবই।
।
বাসায় –
মেঘ – রনি আমি তারাকে পেয়েছি।
।
রনি – উনি এইখানে।
মেঘ – হুম।
।
তোমার কাজ হচ্ছে অ কই থাকে সেটা খুজে
বের করা।
।
।চলবে
বিঃ দ্রঃ নিচে Next >> ক্লিক করলে পরবর্তী পর্ব পাবেন..!