প্রাক্তন 2 !! Part- 08
এখনো দেখছি মস্তিষ্কে বিচরণ করার ক্ষমতা রাখো!আগের মতই(আমার দিকে তাকিয়ে)
__অনেক কিছুই আগের মত রয়ে গেছে তার মধ্যে হয়তো এইটাও।
ঠক ঠক। দরজায় বারী পরলো!!!
এত রাতে আবার কে এলো? সবাই তো ঘুমিয়ে গেছে! আরেহ বাবা যাচ্ছি! মানে হাতে কি (কথা শেষ না করেই দরজা খুলে সুবহা ব্যাপক হারের বেক্কল হয়ে গেছে)
তুমি??(সুবহা)
__হুম আমি। (জারিফ)
এখানে কি করছো?(এক টানে ঘরে এনে দরজা বন্ধ করে দিলো)
__ভাবলাম আমার হবু বউ টাকে একটু দেখি!
কিছুক্ষন আগেই তো দেখে গেলে!
__আবার দেখতে ইচ্ছে করেছে তাই চলে এসেছি!
অলে বাবাহ লে!তাই নাকি? তা তোমার তো এত্ত সাহস ছিলো না।হঠাৎ করে এত সহসি কি করে হলে?
__এই কি বলতে চাচ্ছো? আমি ভুতু ছিলাম?(চোখ বড় বড় করে)
বলতে চাচ্ছি না আমি বলছি তুমি ভিতু এখনো!
__এইহ!! তোমায় দেখতে এত্ত রাতে ইয়্য্যা বড় রিস্ক নিয়ে আসলাম আর তুমি আমাকে ভিতু বানিয়ে দিলে?
তো একা এসেছো?
__নাহ ভাইয়া এসেছে!
ভাইয়া মানে সমুদ্র ভাইয়া?
__হুম।
কোথায় উনি? আল্লাহ্ আব্বু বা ভাই দেখে ফেললে কুরুক্ষেত্র বেধে যাবে!(বলেই দরজা খুলতে যাচ্ছে)
__ইশ! আমার বউ টা কত্ত টেনশন করে মানুষের এই মেয়ে আমার একটু টেনশন করেন!(হাত টেনে কাছে টেনে)
আপনি আমার ভাই আর বাবার প্যাঁদানি খেলে ভালো লাগবে আমার কিন্তু সমুদ্র ভাইয়া খেলে ভালো লাগবে না।বুঝছেন?
__অরেহ শয়তান রেহ!আর ভাইয়া নীরার রুমে আছে। সেভ আছে।
অহহ আচ্ছা।(শস্তির নিঃশ্বাস ফেলে)তো জনাব জারিফ বলেন তো হঠাৎ করে এত্ত সাহস কথা থেকে পেলেন?
__সাহস তো আগে থেকেই ছিলো অনেক কিন্তু আগে করার সাহস পাইনি!!
ব্যাপার টা কি দাড়ালো তাহলে?(একটু হাসি দিয়ে)
__ভাইয়া বললো কি রে তোর সুবহা কে দেখতে ইচ্ছে করছে না?আমি বললাম, করছে তো। তার উপর আবার আকাশে বাকা চাঁদ সাথে পেলে ভালো হতো!ভাইয়া বলবো চল তাইলে তোকে বাকা চাঁদ তোর সোজা চাঁদ এর সাথে দেখিয়ে দিয়ে আসি।এই তো চলে এলাম।আসলে সাথে একটা সাপোর্ট লাগে! বুঝো না? আজ পেয়েছি তাই চলে এসেছি।
অহ আচ্ছা তাইলে সব ক্রেডিট ভাইয়ার!!তাই তো বলি আমার ভিতুর ডিম টা এত্ত সাহস পেলো কই।(সুবহা)
__আচ্ছা বাদ দাও তো।চলো চাঁদ দেখি।(মাথা চুলকোতে চুলকোতে একটু মুখে হাসি নিয়ে)
হুম চলো? আমার ভিতুরাম!
দুজনে বারান্দায় গিয়ে দাড়ালো।আকাশে চাঁদ! পাশে একে অপরের চাঁদ। সুবহার এলোচুল হাওয়ায় উড়ুচ্ছে।জারিফের খুব ইচ্ছে করছে সুবহাকে জরিয়ে ধরতে কিন্তু সাহস পাচ্ছে না।
নীরা!
__হুম?
একটা গান শুনাবে?
__কিহ?
একটা গান শুনাবে?
__বহুদিন গান গাই না।
আজ না হয় গাইলে!
__কিসের জন্য গাইবো?
আমার জন্য।
__আপনার জন্য?
হুম। আমার জন্য কেনো গাওয়া যাবে না?প্রাক্তন বলে কি গান শোনার অধিকার টুকু ও হারিয়ে ফেলেছি?
__ অধিকারের দেওয়ালে কথা টাংগিয়েন না। না হলে অধিকার শব্দটা বলার ও অধিকার আদৌ আছে কি না সেটাও ভেবে দেখতে হবে।তো কি গান শুনবেন?(তার দিকে তাকিয়ে)
“আমি শুনেছি সেদিন তুমি!”
__মৌসুমি ভৌমিক?
হুম।
__বাংলা গান করে থেকে শোনা শুরু করেছেন?
যবে থেকে তুমি থেকে আপনি তে পরিনত হয়েছি!
__অহহ।
হুম।
আমি আর তার দিকে তাকালাম না।আপন মনে শুরু করলাম,
“আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউএ চেপে,
নীল জল দিগন্ত ছুয়ে এসছো।
আমি শুনেছি সেদিন তুমি নোনাবালী তীর ধরে বহুদুর বহুদুর হেটে এসেছো!
আমি কখনো যাইনি জলে কখনো ভাসিনি নীলে কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিল এ।
আবার যেদিন তুমি সমুদ্র স্লানে যাবে আমাকেও সাথে নিয়ো, নেবে তো আমায় বলো নেবে তো আমায়?”
কি হলো থেকে গেলে যে?(সমুদ্র)
__লিরিক্স ভুলে গেছি। আগেই বলছি বহুদিন গান গাই না।
অহহ।গলা একটু পরিবর্তন হয়েছে।
__হুম।
একটা সিগারেট ধরাতে পারি?খুব খেতে ইচ্ছে করছে!
__কিহ(বেশ অবাক হয়ে)
বললাম একটা সিগারেট ধরাতে পারি?নেশা ধরে গেছে তো!থাকতে সমস্যা হচ্ছে।
__আমার সিগারেট এর গন্ধ সহ্য হয় না।(অন্য দিকে তাকিয়ে)
“হয় এখন সিগারেট লাগবে না হয় প্রেমিকার ঠোট!”প্রেমিকা তো নেই তবে সামনে প্রাক্তন আছে আবার হাতের কাছে সিগারেট ও আছে যদি অনুমতি দেন তাহলে।
__অনুমতি প্রদান করা হইলো না।প্রস্তাব খারিজ করা হইলো!
তাহলে প্রাক্তন এর ঠোঁটের ছোঁয়া পাওয়ার অনুমতি কি পাওয়া যাবে?(আকাশের দিকে চেয়ে আছে কিন্তু মুখে একটা পৈশাচিক হাসি দেখছি।মানুষ কে বোকা বানাতে পারার পরের হাসি)
__নাহ!!
তাহলে তো সিগারেট দিয়েই কাজ চালাতে হবে!
__জারফ কে ফোন দিন। অনেক ক্ষন তো হলো। এবার বাড়ি যাওয়ার দরকার আপনাদের।
ওরা বিয়ে করতে যাচ্ছে বিয়ে আগে কিছু এডভেঞ্চারাস করে নিক।এইটা জারিফ এর কাছে এডভেঞ্চার এর চেয়ে কম কিছু না।কখনোই নাকি সে করে নি।আজ করেছে কিচ্ছুক্ষন থাক!
__কেউ দেখে ফেললে কিন্তু খারাপ ভাববে।
কচু ভাববে!ভাববে হবু বউ এর সাথে রোমান্স করতে এসেছে।উলটো ভাববে যে আমার মেয়ে একটা রোমান্টিক ছেলে পেয়েছে।
__তাই না?
হুম।
দুজনেই চুপ করে আছি! আসলে আমি কথা শুন্যতায় ভুকছি।আমি কখনো ভাবি নি এই মানুষ টার সামনে আমাকে আবার আসতে হতে পারে।নিয়তি বড়ই রহস্য জনক।কখন কি করে বুঝে ওঠা মুশকিল! মানুষটা সামনে আছে তাও তাকে ছুঁয়ে দিতে পারছি না এতই টাই আসহায় লাগছে যে নিজেও বুঝতে পারছি না কত টা!
বিয়ে কবে করছো?(সমুদ্র)
__হুহ?(ভাবনায় ছেদ ঘটলো)
বিয়ে কবে করছো.?
__বিয়ে নিয়ে এখনো ভাবি নি।আর ভাবনা টা বাবা মার উপর দিয়েছে।
বাবা মা যাকে বলবে তাকেই করবে?
__হুম তাই তো ভেবেছি।
সেটাই ভালো।
__হুম।বাবা মা সব সবই ভালো টাই করেন।আর তাছাড়া অতিতের মত আর কোনো ভুলে নিজেকে জড়াতে চাই না!
কেনো অতীতের মানুষটা কি খুব বেশি ই খারাপ ছিলো?
__না পরিস্থিতি খারাপ ছিলো,সময় টা খারাপ ছিলো।বয়স টা ভুল ছিলো হয়তো মানুষটাও।
অভিযোগ না দোষারোপ?
__একটাও না।সত্য টা বলছি।
“সত্য কিন্তু ৩টা থাকে একটা তোমার দিকের একটা তার দিকের মানে আমার দিকের আরেকটা সত্য এর নিজের দিকের।”
__আমি তো আমার দিকের টাই দেখবো তাই না?
হুম তা ঠিক।
__তো কিছু ভালো পাত্রের সন্ধান দেন আম্মু আব্বু কে।খুজে পাচ্ছে না।বয়স তো কম হচ্ছে না!বিয়ে যখন করতেই হবে করে ফেলা টাই ভালো।
সে বলতেই যাচ্ছিলো তখন জারিফের ফোন এলো,
হ্যালো! আচ্ছা যাচ্ছি। তুই সোজা গাড়ির দিকে যা।আমি আসছি।
আগে বোনের বিয়েটা দাও দেখো কি হয়!?(সমুদ্র)
__কি হবে?(আমি)
বিয়ে!
দুহাত দিয়ে কপাল উচিয়ে কপালে একটা চুমু দিয়ে বারান্দা থেকে দরজার দিকে চলে গেলো
আমি তো ক্যাবলা হয়ে দাঁড়িয়ে আছি।হলো টা কি?
এই যে ম্যাম?”ঠোঁটের ছোঁয়া তো পেলাম না তাই কপাল ছুঁয়ে কিছু পাপ মোচন করলাম।”
বলেই বেরিয়ে গেলো,আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি!
চলবে?
কাল থেকে রাত ১০টায় গল্প পোস্ট হবে!
অনেকেই বলছেন যে তাদের টাইম টাইনে গল্প অনেক দেরি করে ডেলিভারি হচ্ছে। তারা একটু কষ্ট করে আইডি টাকে ফাষ্ট ফলো করে রাখেন তাহলে আর দেরি করে পাবেন না আশা করি😊
ধন্যবাদ😍