প্রাক্তন

প্রাক্তন 2 !! Part- 02

পুরোনো কথা ভাবতেই চোখের কোণে জল নামক আবেগের উপস্থিতি অনুভব করলাম।তবে যা গরিয়ে পড়ার মত নয়।চোখ চিকচিক করে উঠার মত সামান্য একটু।তবে খুব ভালোভাবেই বুঝতে পারছি সমুদ্রর উপস্থিতি হৃদয় এ খুব ভালোভাবেই আঘাত হেনেছে। কি আর করার!!

সিগলানে গাড়ি থেমে আছে বলা যায় জ্যামে গাড়ি আটকে আছে।এক বাচ্চা কাঠ বেলীর মালা বিক্রি করছে।বেশ নাদুসনুদুস বাচ্চা।দেখলেই গাল টিপে দিতে ইচ্ছে করে আচ্ছা ওদের কেউ ভালোবেসে গাল টিপে দেয়? নাকি দূর দূর করে তাড়িয়ে দেয়।

ভাইয়া মালা নিবেন?(সমুদ্রর কাছে গেছে)
__কত করে মালা?
৪০ টাকা কইরা? নিবেন? দিমু?
__কয়টা মালা আছে তোমার কাছে?
৫টা।আপুটা রে চুলে পরায় দিয়েন!
__আচ্ছা ৫টাই দাও।তুমি ভিজে গেছো কতক্ষন ভিজে থাকবে? ঠান্ডা গেলে যাবে তো?
বাচ্চা টা শুধু হাসলো।বেশ মায়া ভরা চেহারা।

এই নাও তোমার টাকা।
__ভাইয়া আমার কাছে তো ৫০০টাহার ভাংতি নাই।খুচরা টাকা দেন।
লাগবে না ওটা তুমি রেখে দাও।
__নাহ আমি এম্নে এম্নে টাকা নিমু না আপনি ভাংতি দেন।
আচ্ছা অন্য দিন যখন ফুল নেবো তখন টাকা টা মিটিয়ে দিয়ো আচ্ছা?
__আমি আপনারে পামু কই?
পেয়ে যাবে।

জ্যাম ছেড়ে গেছে সমুদ্র চলে এলো। একটু ও বদলায় নি।এটা ওর অনেক আগের অভ্যেস।

নাও?(সমুদ্র)
__আমি ?
এখানে আর অন্য কেউ আছে?
__আপনি বাড়ি নিয়ে যান।বা আপনার গার্ল ফ্রেন্ড কে দিয়েন। মেয়ে রা এই ছোট ছোট বিষয়ে খুব খুশি হয়।
প্রেমিকা নেই।
__কেনো?
আর কোনো সম্পর্ক এ নতুন করে জরানো হয় নি।
__হাহাহা অহহ আচ্ছা।
হাসছো যে?
__না এমনি।
না বলো কেনো হাসছো?
__না আমার যতদূর মনে আছে।আপনার গার্ল ফ্রেন্ড এর নাম অহনা ছিলো।
বাড়ি চলে এসেছো।(জোরে ব্রেক করে)

অহহ তাই তো।যাই হোক ধন্যবাদ।
__হুম।মালা গুলো নিয়ে যাও।
নাহ আপনার কাছেই রেখে দিন।
__তোমার জন্য নিয়েছি।
আমার জন্য?
__হুম নাও।তোমার তো পছন্দের তাই নিয়েছি।
মনে আছে?
__মনে না থাকার তো কিছু নেই।
আচ্ছা দিন।ভালো থাকবেন।
__তুমি ও।

বাসায় এসে দেখি সব্বাই বিয়ে নিয়ে ব্যাস্ত। কে কি পরবে কে কি করবে।সব্বাই ব্যস্ত।ফ্রেশ হয়ে এসে বসলাম।গায়ে হলুদ এ নাকি নাচতে হবে মেয়ের বোন ছেলে ভাই।বাহ কি নিয়ম😒!!!
রাজি হয়ে গেলাম।ছোট বোন বলে কথা রাজি না হয়ে উপায় আছে? এই ছোট মানুষ গুলো খুব ভালোই ব্লাকমেইল করতে পারে!!তাও আমার ইমোশনাল। হয়ে গেলাম আমি ইমোশনাল ফুল!!

__তা আমার সাথে কে নাচবে?(আমি)
জারিফ(বর) এর বড় ভাই!(সুবাহ)
__চিনি না জানি না তার সাথে ঠ্যাঙ ঠ্যাঙ করে নাচবো?
বিয়ে তো আর কাল না।সময় আছে অনেক।আগামি মাসে বিয়ে।এই কয়েকদিন তার সাথে প্রাক্টিস করবে।
__কপাল।তোর বিয়েতে আসাটাই আমার ভুল হয়েছে।
আপুনি এরকম করে বলো না। ছোট বোন তোমার এইটুকু তো চাইতেই আপনি।যাও তোমার বিয়েতেও আমি আর জারিফ নাচবো।
__তা তুই এমনি তেই নাচবি! তা ছেলের ভাই কবে আসবে?
কাল ডেকেছি বাসায়। আই লাভ ইউ আপুনি।
__হ্যা জানি তো।আচ্ছা আমি ঘুমাতে গেলাম।
আচ্ছা যাও।

সকালে উঠে ফ্রেশ হয়ে দেখি ১২টা বাজে।
বাইরে গান চলতেছে তাও আবার হিন্দি।
সব্বাই নিজেদের নাচে ব্যস্ত।

এই নীরা আপুনি?? এত্ত লেট করলে ক্যান? জারিফের ভাই অপেক্ষা করছে অনেকক্ষণ যাবৎ।
__ঘুমিয়ে ছিলাম।
আচ্ছা যাও ওখনে বোসে আছে উনি।যাও পরিচিত হয়ে আসো।
__তোর ভাসুর আর আমি একা গিয়ে পরিচিত হবো?
অহহ তাই তো চলো আমিও যাই।

ভাইয়া এই যে আমার বোন নীরা আপুনি!!( সুবাহ)

জারিফের ভাই কে দেখে আমার চোখ কপালে উঠে গেছে কারন এ আর কেউ না এ হলো “সমুদ্র”।

ওকে দেখে বেশ বড় সড় ধাক্কা খাইছি।কি করবো বুঝতেছি না।ও এখানে কি করছে?

আপনি এখানে?( আমি)
__হ্যা আমার ভাইএর বিয়েতে আমি থাকবো না?
জারিফ আপনার ভাই?
__হ্যা আমার বড় ফুপ্পির ছেলে।
তোমরা আগে থেকেই দুজন দুজন কে চিনো?(সুবাহ)
হ্যা তোমার বোন আমার
(সে বলতেই যাবে আমি বলে দিলাম)
হ্যা আগে থেকেও চিনা পরিচিত।

বাহ তাইলেতো আপু তোমার আর তার সাথে নাচতে সমস্যা হবে না।যাক একটা ভালো কাপল ডান্স পাবো আমার হলুদে।
__তোমার বোন আমার সাথে নাচবে? মনে তো হয় না(সমুদ্র)
হ্যা অবশ্যই নাচবে।আপুনি বলেছে।(সুবাহ)
__মনে তো হচ্ছে না।
আপুনি আমাকে বলছে। আর সে যা বলে তাই করে।বল তুই বলেছিস না আমাকে? আপনি তো তেমন চিনেন না তাই বলছেন!
__হ্যা তাই তো যা বলে তাই করে, আমার থেকে ভালো আর কে জানে!!!
আপনার থেকে ভালো মানে?
__না কিছু না।তো নাচ শিখাচ্ছে কে?
কোরিয়োগ্রাফার আসছে।ওদের শিখাচ্ছে।আপনাদের একটু অপেক্ষা করতে হবে।
__আচ্ছা।তো নীরা একটু ভালো ভাবে আপনার সাথে পরিচিত হওয়া যাক।আপনি অপরিচিতা থেকে পরিচিতা হন?

চলবে….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *