1. নতুন গল্পঃ3. রোমান্টিক ভালোবাসার গল্প গুলোঃপ্রাক্তনলেখাঃ ওয়েন্দ্রিলা জাহান নীরা

প্রাক্তন 2 !! লেখাঃ ওয়েন্দ্রিলা জাহান নীরা

প্রাক্তন 2

এই নীরা কিছুই তো খাচ্ছিস না।
অন্তত বার্গার টা শেষ কর!
__খেতে ইচ্ছে করছে না।তু ই নাকি কোথায় যাবি?
অহ হ্যা তাই তো আমার তো সুবাহর এর সাথে দেখা করার কথা আছে।যাচ্ছা যাই রে দেরি হয়ে যাচ্ছে।
__হুম যাহ।
তুই কি থাকবি এখানে?
__হুম। যা তুই!

(বিঃ দ্রঃ “ প্রাক্তন 2 !! লেখাঃ ওয়েন্দ্রিলা জাহান নীরা ” গল্পের সবগুলো পর্ব একসাথে পেতে এখানে ক্লিক করুন)

ও আমার বন্ধু আবার বোন এর হবু স্বামী ও।সুবহা আমার খালাতো বোন।সামনের মাসে ওদের বিয়ে।

আমার সমানের টেবিল টা তে বসে আছেন জনাব সমুদ্র আহমেদ।মানে উনি হলেন আমার জীবনের সেই ভুল টা যা আমি বারবার করেছি আর অনেক অনন্দের সাথে করেছি।হয়তো এখনো। উনি আমার প্রাক্তন।তবে আমার কাছে এখনো অনেক কিছু।ওই যে বলে না এক জীবনে প্রেম হাজার টা হতে পারে কিন্তু ভালোবাসা একটাই হয় আর প্রাক্তন ও জীবনে একটাই আসে।প্রতিটা প্রেমিক বা প্রেমিকা প্রাক্তন হতে পারে। যাই হোক অনেকদিন পর দেখলাম একটু বদলে গেছে চেহারায় বাচ্চামি ভাব টা আর নেই বেশ ২৬বছর এর যুবক হয়ে গেছে। তা হোক দেখে মনে হচ্ছে ভালোই আছে। আমি আর তার দিকে তাকালাম না।মন দিলাম আমার বার্গার এ।খাচ্ছি মন দিয়ে।আদৌ মন দিয়ে খাচ্ছি তো না দেখাচ্ছি যে খাচ্ছি।তা যা হোক খাচ্ছি তো লোকে তো দেখছে যে মেয়ে টা বেশ ভোজন রশিক!

এখনো বার্গার এর প্রতি ভালোবাসা আছেই দেখছি(সমুদ্র)
__ভালোবাসা আজীবন ই থাকে
তাই না?? এই মামা আর ২টা এক্সট্রা চিজি বার্গার দেন আর সাথে ২টা ক্যাপাচিনো।
__হ্যা তাই।
আচ্ছা বুঝলাম তা কেমন আছো?
__আছি।আপনি?
আপনি?? বাহ!! হ্যা আমিও আছি।
__তো কি অবস্থা?।
হ্যা সব ভালো।তোমার?
__জ্বী ভালো।
শুনলার বিয়ে নাকি করছো?
__বাবা -মা ছেলে দেখছে।তাদের পছন্দ হলে বিয়ে করে নিবো।
তাদের পছন্দের? তুমি ছেলে দেখবে না? পরে যদি পছন্দ না হয়?
__পছন্দ দিয়ে কি হবে? করেছিলাম তো আপনাকে ও পছন্দ কিছু হয়েছে?
সব দোষ কি শুধু আমার ই ছিলো?
__না তো আমি কি একরাবো আপনাকে দোষারোপ করেছি?
বাকি রাখাছো বুঝি?
__আচ্ছা আসি তাহলে?
খাবার গুলো তো আমি একা খেতে পারবো না।বলবো না থেকে যাও। কিন্তু আমি একা পরে যাবো।
__খাবার নিয়ে এতো ইমোশনাল কথা? আজ প্রথম শুনলাম!!

ওটা ভেবেই না হয় থেকে যাও।
__অন্য কিছু ভাবা উচিৎ বুঝি?

এই যে স্যার আপনার খাবার।
__নীরা বোসো!
খাচ্ছি আর ভাবছি এই রেস্তরায় যে আমরা কত্তবার এসেছি নিজেও জানি না।রেস্তোরা টা বেশ শান্ত তাই ওর আমার দুজন এর ই খুব পছন্দের ছিলো। যে দিন আমাদের শেষ কথা হয় তাও এইখানেই হয়েছিলো।সেদিন খুব আকুতি করেছিলাম আর আর বলেছিলাম ভালো কি আর বাসাই যায় না?
সে নাক ফুলিয়ে গোলা উচু করে বলেছিলো,

__না নীরা তা আর হয় না।
আমি ও আর জোর করি নি।হাসি মুখে চোখে একরাশ আবেগ নিয়ে যা তখন টপ টপ করে মাটিতে পরেযাচ্ছিলো। কিন্তু আমি হাসি মুখেই বিদায় নিয়েছিলাম।

কি হলো খাও(সমুদ্র)
__হুম খাচ্ছি।(ওর কথায় স্মৃতির দেয়াল পেরিয়ে বাস্তবে আসলাম)
তা দেশে কবে ফিরেছো?
__এক বোনের বিয়ে তাই এসেছি।তুমি জানতে আমি বাইরে আছি?
হ্যা জানতাম।সব খবর ই রেখেছি প্রায়।
__অহহ আচ্ছা।তা আপনি কবে ফিরেছেন
১সপ্তাহ হলো। তা একেবারেই চলে এসেছো? না আবার যাবে?
__হ্যা বোন এর বিয়ে শেষ হলে আবার চলে যাবো।দেশে আর থাকতে ইচ্ছে করে না।আপনি?
হ্যা আমিও চলে যাবো।এক ছোট ভাই এর বিয়ে এটেন্ড করতে এসেছি।
__মামাহ বিল টা নিয়ে আসেন।
আমি বিল দিবো, তুমি না।
__এখনো আমার অন্যের খাওয়ার অভ্যেস হয়ে উঠে নি।
অহহ।আমি অন্য কেউ?
_অন্য কেউ না বলছেন?
কিছুই বলছি না।
__আচ্ছা ভালো থাকেন তাহলে আজ আসি।
হ্যা তুমি ও।

হাটছি আর ভাবছি এই ভাবে আবার দেখা হয়ে যাবে ভাবিনি কখনো।সত্যি ই পৃথিবী টা গোল আর অনেক ছোট।পুরোনো স্মৃতির মানুষ গুলোর সাথে দেখা হয়ে যায়।

বাড়ি ফিরছি আকাশ টাও বেশ ভাড়ি হয়ে আছে কখন যে হালকা হয়ে পরবে তা বুঝে উঠা মুশকিল।
ভাবতে ভাবতেই আকাশ বেচারা কান্না শুরু করে দিলো।বাড়ি ফেরা আমার আপাতত স্থগিত হয়ে গেলো। দারিয়ে আছি টেক্সিও পাওয়া যাচ্ছে না।

নীরা চলো তোমায় নামিয়ে দেই(সমুদ্রে)
__না লাগবে না।
এখন কোনো টেক্সি বা অটো ও পাবে না।
__ডোন্ট ওয়ারি আই উইল ম্যানেজ।
আমি জানি তুমি পারবে কিন্তু এই বৃষ্টিতে একা থাকা টা ঠিক হবে না।
__ব্যাপার না কিছু একটা পেয়ে যাবো ইনশাল্লাহ।
অহহ তাহলে আমিও ওয়েট করি দেখি কখন পাও।
__তার কোনো প্রয়োজন নেই।আপনি যেতে পারেন।
আমার প্রয়োজন আছে।
__অহহ আচ্ছা।
হুম।

২০ মিনিট হয়ে গেলো কিচ্ছু পেলাম না।সন্ধ্যে ও হয়ে এসেছে তুরু!!

তা ম্যাডাম অনেক্ষন তো হলো এইবার যাওয়া যাক।
বৃষ্টি হচ্ছে তুমি কিছুই পাবে না এখন।
__পেয়ে যাবো।
চলো গাড়িতে উঠো।
__নাহ আপনি যান।
জোর খাটাতে বলছো?
__খাটাতে চাইছেন বুঝি?
যদি খাটাই সমস্যা আছে?
__কোন অধিকারে?

সব কিছুর জন্য অধিকার লাগে না।আর না থাকলেও নিজে করে নিয়ে হয়।চলো গাড়িতে ওঠো।ভিজে গেছো জ্বর আসবে!

কি করবো বুঝতেছিনা যাবো কি যাবো না?

কি হলাও ওঠো? কোলে করে ওঠাতে হবে নাকি?(সমুদ্র)
__না উঠছি।
৫ মিনিট নিরবতায় কেটে গেলো।
সিট বেল্টটা বাধো(সমুদ্র)
__হ্যা বাধছি।জানালাটা খুলে দিন তো।
খাওয়ার ইচ্ছা আছে নাকি?
__কি খাওয়ার?
বাইরের বাতাসের পোলিউশন?
__বাতাসে অক্সিজেন ও থাকে।আপনি কি নিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আমি বৃষ্টি ছুতে চাই।খুলে দিন।
আচ্ছা নাও।বেশি হাত বাহির করিও না।
__আচ্ছা।

আমি বাইরের বৃষ্টি উপভোগ করছি।আসলে বৃষ্টি সব সময় রোমান্টিকতা বয়ে আনে না।মাঝে মাঝে মন খারাপ করিয়েও দেয়।পুরোনো স্মৃতি চোখের সামনে এনে দেয়।যা হৃদয় বিতাড়িত করে দেয়। পুরোনো কথা ভাবতেই চোখের কোণে জল নামক আবেগের উপস্থিতি অনুভব করলাম।তবে যা গরিয়ে পড়ার মত নয়।চোখ চিকচিক করে উঠার মত সামান্য একটু।তবে খুব ভালোভাবেই বুঝতে পারছি সমুদ্রর উপস্থিতি হৃদয় এ খুব ভালোভাবেই আঘাত হেনেছে। কি আর করার!!

.

.

(চলবে)

বিঃ দ্রঃ লেখাঃ ওয়েন্দ্রিলা জাহান নীরা লেখকের লেখা অন্য গল্প গুলো পড়তে এখানে ক্লিক করুন…………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *