প্রাক্তন

প্রাক্তন 2 !! Part- 03

__আচ্ছা।তো নীরা একটু ভালো ভাবে আপনার সাথে পরিচিত হওয়া যাক।আপনি অপরিচিতা থেকে পরিচিতা হন কি বলেন?
হ্যা আপুনি তোরা গল্প কর আমি আসছি।

তুমি জানতে যে সুবাহ আমার বোন?কাল কিছু বলো নি কেনো?(আমি)
__রেগে যাচ্ছো কেনো?
না রাগবো কেনো? রাগার কি আছে?
__নীরা তোমাকে আমি চিনি।জানি তুমি কেমন? রেগে গেলে তুমি আপনি করে না তুমি করে বলতে আমাকে। আজ ও তাই করছো।
ভুল জানেন ভুল চিনেন।আমি আপনার পরিচিতা নয় আমি আপনার অপরিচিতা একজন!!
__তাই নাকি?
জ্বী একদম ই তাই।আমাকে কাল বলেন কি কেনো?
__বললে কি আর আজ সারপ্রাইজ টা পেতে? বলো?
আমার সারপ্রাইজ এর দরকার নাই।
__তো কিসের দরকার আছে?
আপনার কাছ থেকে আমার কোনো কিছুই চাই না।
__আমাকেও না?
(কি বললো বুঝতে পারছি না)
নীরবে চলে এলাম ওর কাছ থেকে ঠিক আগের মতো তবে তখন সে চেয়েছিলো যেনো আমি চলে আসি আর আজ আমি নিজ ইচ্ছায় এসেছি।

সোফায় বসে আছি আর ভাবছি সমুদ্র যে জারিফের ভাই এইটা আমি কেনো জানলাম না?
জারিফ তো আমার ফ্রেন্ড। কোনো দিন তো ওকে সমুদ্রর সাথে দেখি নাই।ভার্সিটি তেও দুজন কে কখনো কথা ও বলতে দেখি নি!!

এই জারিফ শোন তো এইদিক?(আমি)
__হ্যা বল
ওই যে ছেলে টা যে বসে আছে ও তোর ভাই হয়?
__হ্যা ও আমার মামার ছেলে।
অহহ।
__কেনো বল তো?
উনি তো মনে হয় আমাদের ভার্সিটি তেই পড়তো। তাই না?
??
__হ্যা। আমরা যখন ভার্সিটি তে ঢুকেছি ভাইয়া বের হয়েছে।
অহহ তোর সাথে তো কোনো দিন দেখিনি।
__সমুদ্র ভাইয়া খুব রাগী। ওকে দেখলেই আমার ভয় লাগে।তাই দেখিস নি।আর ভাইয়া তো বড় ভাইয়া টাইপ্স ছিলো ভার্সিটি তে তাই আমিও যেতাম না। কেনো বল তো?
নাহ এমনি বললাম।দেখি নি কোনো দিন তোর সাথে তাই জিজ্ঞাস করলাম আর কি।
__অহহ। ভাইয়া কিন্তু খুব রাগী একটু সাবধানে নাচ করিস।রেগে গেলে কি না কি বলে।

হ্যা জানি।আর কি জানিস তো সব্বাই সবাইকে রাগ দেখাতে পারে না!!
__মানে??
কিছু না।তুই যা নাচ কর।
_আচ্ছা।

আচ্ছা বিধাতা কি আমায় নিয়ে খেলছে??
যেই মানুষ টাকে কোনো দিন আর দেখতে চাই নি সে মানুষ টাই আমার সামনে বসে আছে আর আমাকে দেখে হাসছে।

নীরা আআআআ
__নিসান ?(আমি)
তোকে খুব মিস করছি রে এই ১ সপ্তাহ (জরিয়ে ধরে)
__তাই আমিও মিস করছি…
কত টুকু??
__অন্নেক গুলা।
তাই?
__হুম। যাহ ফ্রেশ হয়ে নে।
ওকে যাচ্ছি বাট সব্বাই এত্ত নাচানাচি কেন করছে?
বিয়ে কি কাল??
__আরেহ না।নাচ প্রাক্টিস করছে। গায়ে হলুদে নাচবে।
অহহ তাই তুই আর আমিও একটা কাপল ডান্স দেই? কি বলিস?
__হ্যা আর কিছু?
নাহ আপাতত এইটাই।যাই আমি রুমে যাই।

নিসান হলো সুবাহর বড় ভাই।আমার সমবয়সি।

আমাদের মিল ও বেশি আবার ঝগড়া ও বেশি।আমরা একি সাথে থাকি বাইরে এ।

ওই ছেলে টা কে?(সমুদ্র)
__নিসান।
নিসান টা কে?
__সুহার বড় ভাই।
তোমরা এক সাথে থাকো?
__হুম।
আচ্ছা চলো নাচ টা শুরু করি।
নীরা আমার সাথে নাচবে আপনার সাথে না(নিসান ফ্রেশ হয়ে চলে এসেছে)।বাই দ্যা অয়ে আপনি কে?
__আমি সমুদ্র আহমেদ। জারিফ এর ভাই।
অহহ আই সি।
চলো নীরা আমাদের ডাকছে।
__আপনি যান আমি আসছি।

এই নীরা তুই এই লোকটার সাথে নাচবি?(নিসান)
__হ্যা বড় এর ভাই আর বউ এর বোন নাকি নাচতে হয় তাই নাচবো।
আর আমার সাথে?
__ভাগ নাচবো না।আচ্ছা শুন আমি গেলাম।

আমাদের গান ঠিক করে দেওয়া হয়েছে এক রোমান্টিক গান।
একটু কাছে আসেন( করিয়োগ্রাফার)
আসেন আসেন(সমুদ্র)
__(চোখ গুলো বড় বড় করে)
আরে আসেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি।
(খুব কাছে এসে কানে কানে বলছে)
__তা আপনার কি মনে হয় আমি পারি না?
তা তো আপনি ই ভালো জানেন!

এক ধাক্কা মেরে সরিয়ে দিলাম আর বললাম
“আপনার সাথে আমি নাচবো না সুবাহ কে আমি বলে দিচ্ছি”

সুবাহ তো বলেছিলো যে আমার নীরা আপু যা কথা দেয় তা রাখে।
__হ্যা রাখবো তো। নাচবো তো তবে আপনার সাথে না জারিফের সাথে।

খুন করে ফেলবো নীরা!!!
__কিহ?
কিছু না।
__কথা মাঝে রাখাটা আমার পছন্দের না জানেন না?
আমি জেনে কি করবো?? যাও তোমার জারিফ কে জানাও (বলেই সে হন হন করে বেরিয়ে গেলো)

ব্যাপার টা কি হলো?ইস হি জেলাস?? ধুরু মাথা আমিও যে কি ভাবি না??ও কেনো আমাকে নিয়ে জেলাস হবে?? হুর মাথা গোল্লায় যাক।
আমি গিয়ে সোফায় বসলাম দেখি সুবাহ খুব মন দিয়ে নাচ শিখছে।মেয়েটা বেশ সুন্দরী হয়ে গেছে আগের থেকে।কোথায় জানি শুনেছিলাম সৃষ্টিকর্তা নাকি মেয়ের বিয়ের ১০দিন আগে থেকেই আর সৌন্দর‍্য দ্বিগুণ বাড়িয়ে দেন।সত্যি হয়তো সুহবার ও তাই করেছেন।বসে আছি বসে বসে আমাদের মানে আমার আর সমুদ্রর কথা ভাবছি।সমুদ্র বরাবর খুব চাপা স্বভাবরত ছিলো।মুখে হাসি সব সময় ই থাকতো। সে ছিলো নেতা টাইপ্স।ভার্সিটির সবাই তাকে এক নামে চিনতো। সমুদ্র আহমেদ। অনেকে আবার তাকে রাগি সমুদ্র নামেও ডাকতো।কারন তিনার রাগ নাকের ডোকায় থাকতো।হাসি খুশি মানুষটা রেগে গেলে যে কি পরিমান ভয়ানক হতো তা একবার দেখার সুযোগ পেয়েছিলাম।ক্যাম্পাস এ বসে ছিলাম বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম আর আড় চোখে তার বাদাম চিবোনো দেখছিলাম।দেখছিলাম বলবে ভুল হবে বলা উঠিৎ উপভোগ করছিলাম।সে বাদাম খুব ভালোবাসেন।এখন ভালোবাসেন কিনা ঠিক জানি না।ভালোবাসাও তো বদলায়।তো আমাদের ব্যাচ এর ই একটা মেয়েকে কয়েকজন বড়লোক ঘরের ইতর প্রানী উত্তক্ত করছিলো। ছেলে গুলো কে যে কে বেধুম উত্তম মাধ্যম দিয়েছিলো যা বলাই বাহুল্য। সেদিনের পর থেকে সম্মান টা অনেক বেড়ে গেছে তার প্রতি।সাথে ভালোবাসা টাও।খুব রেগে গিয়েছিলেন তাকে প্রথম আমি এত্তটা রাগান্বিত অবস্থায় দেখি।বেশ ভয় পেয়েছিলাম সেদিন।আমি তার দিকে এগিয়ে যাচ্ছিলাম সে হাত দিয়ে ইশারা করে বলে দিলেন এসো না তুমি চলে যাও।তারপর আর আর দিকে যাওয়ার দুঃসাহসীকতা দেখাই নি।বাড়ি চলে এসেছিলাম। সারাদিন অনেক সে আর কল করেন নি আমিও আর দেই নি। মনের মধ্যে একটা চাপা রাগ কাজ করছিলো।কেনো যেতে দিলেন না সে আমাকে তার কাছে?ঘুমোতে যাবো এমন সময় কল এলো

হ্যলো (সমুদ্র)
__আছি
হ্যা জানি আছো তো।
__কিছু বলবেন?
রেগে আছো?
__নাহ।
তাহলে এভাবে কথা বলছো যে?
__ঘুম পেয়েছে।
অহহ ঘুমোবে?
__জ্বী
আচ্ছা ঘুমোও। শুভ রাত্রি।
__আপনাকে ও

তাকে তখন বুঝতে দেই নি রেগে আছি।আমিও বুঝতে পারিনি যে সে বুঝতে পেরেছে আমি রেগে আছি।
সকালে ঘুম থেকে উঠে দেখি এক মেসেজ এসেছে ৩;৪৮ মিনিটে
“জানি রেগে আছো।মনে করছো যে কোনো তোমাকে তখন কাছে আসতে দিলাম না।নীরা আমার মাথা গরম ছিলো।মাথা গরম হলে আমি এক অন্য মানুষে রুপান্তর হয়ে যাই।কি করি আমি নিজেও জানি না।হয়তো নিজের অজান্তেই তোমার কিছু করে ফেলতাম।”

এইগুলোই ভাবছিলাম হঠাৎ করে নিসান পিছন থেকে এসে ধাক্কা দেওয়াতে স্মৃতির মঞ্চ থেকে বাস্তব এ ফিরলাম।
কি রে কি ভাবছিস?(নিসান)
__কই কিছু না তো।
মিথ্যে বলিস না আমাকে।বল কি ভাবছিলি?
__দেখেছিস সুবহা কত বড় হয়ে গেলো?
হ্যা দেখতে দেখতেই আমার ছোট্ট সুবহা টা বড় হয়ে গেলো।আজ বাদে কাল তার বিয়ে।
__হুম।এইটাই ভাবছিলাম।
অহহ তোর নাচ হলো?
__নাহ।
কেনো? পার্টনার পছন্দ হয় নি?
__না তেমন না।

হঠাৎ পেছন থেকে সমুদ্র বলে উঠলো তো নাচ টা প্রাক্টিস করা যাক?
__হ্যা চলুন।

নাচতে গিয়ে বুঝতে পারলাম সে স্মুক করে এসেছে তখন কিছু বললাম না। নাচ শেষে বললাম

স্মুক কবে থেকে শুরু করেছেন??
__গন্ধ আসছিলো শরীর থেকে?
অন্য কেউ বুঝতে পারবে না।
__তুমি কি করে পারলে?
তা আপনার জানা লাগবে না।
__হ্যা শুরু করেছি বহুদিন হলো এই মনে কর ৩ বছর।
অহহ ভালো।

(চলবে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *