না বললেও ভালোকিন্তুবাসি

না বললেও ভালোকিন্তুবাসি !! Part- 31

মোহনা : ৫মিনিট বসুন আমি আসছি …
মোহনা বেরিয়ে গেলো।
সাগর মোহনার চলে যাওয়া দেখলো। বড্ড অচেনা লাগছে ।
সাগর : বদলে গেছো… লাগছিলো যে তুমি বদলাচ্ছো । কথা বলার ধরনে মনে হতো বদলে গেছো … বদলাচ্ছো …. সরাসরি দেখতে যে বিপরীত স্বভাবের ১জন হবে বুঝতে পারিনি …সত্যিই তুমি আমার ভাবনা চিন্তা ধারনার বাইরে। কখনোই তোমাকে বুঝতে পারবোনা … ভালো… তুমি বদলে গেছো। হামমম আমিও বদলে গেছি। কিন্তু হয়তো তোমার মতো নয়। কারন আমি আজও তোমাকে ভালোবাসি …
.
মেঘলা : মামমাম দেকো…
মোহনা : কি দেকবো…
মেঘলা : দেকো লোদ না আমাল চুল তেনেচে… 😩..
মোহনা : তাই? রোদ…
রৌদ্র : ফপ্পি ফপ্পি … আমি না ইচ্ছা কলে কিছু কলিনি… ওই আগে আমাকে আগে মেলেছে। অলথি আপুকে জিজ্ঞেস কলো …
মেঘলা : না মামমাম… লোদ আগে মেলেচে…
মোহনা : হামম হামম। ৩জনকে hot chocolate দিচ্ছি … খেয়ে নাও।
৩জন : ok…
মোহনা : good…
মোহনা ৩জনকে hot chocolate দিয়ে রুমে গেলো।
.
গিয়ে দেখলো সাগর কিছুই খায়নি ।
মোহনা : একি আপনি দেখি কিছুই খাননি …
মোহনার কথা ভাবতে ভাবতে খাওয়ার কথা সাগরের মাথায়ই নেই ।
মোহনা : বুঝেছি … আপনি মনে করেছেন যে এগুলো sugar free না। আমি মজা করে বলেছি । তাইনা ? সত্যি বলছি …
সাগর : না না তা না … আসলে ভালো লাগছেনা ।
মোহনা : ভালো লাগছে না? কেমন লাগছে ? কি হয়েছে ? মাথা ব্যাথা করছে?
সাগর : না না তেমন কিছুনা … journey করে এসেছি তো …
মোহনা : oh… তাহলে হালকা পাতলা একটু খেয়ে rest নিন। দারান তাহলে কফি করে আনি …
সাগর : না না লাগবেনা … শুধু জুসটা খাবো। আর কিছু খেলে রাতে আর কিছুই খেতে পারবোনা । জুসটা খেয়ে একটু শুবো … এগুলো রেখে আসো।
মোহনা : হামম।
মোহনা সব রেখে এসে দেখে সাগর কি যেন খুজছে।
মোহনা : কিছু খুজছেন ?।
সাগর : balm খুজছিলাম …
মোহনা : বুঝেছি ভীষন মাথা ব্যাথা করছে । দেখি আসুন চুপচাপ শুয়ে পরুন । আমি মাথা টিপে দিচ্ছি ।
সাগর : …
মোহনা : কি হলো … ? আসুন আসুন আসুন …
মোহনা জোর করে শুইয়ে দিলো । এরপর মোহনা ওর পাশে বসে ওর মাথায় হাত বুলাতে লাগলো । মাথা টিপে দিতে লাগলো। সাগর মোহনাকে অপলক দেখছে ।
মোহনা : আমাকে বুঝি খুব সুন্দর লাগছে ?
সাগর চোখ বন্ধ করে ফেলল। মোহনা সাগরের মাথায় বেশি কিছুক্ষন হাত বুলিয়ে দিলো ।
সাগর : ওহ … ভুলেই গিয়েছি …
মোহনা : কি?
উঠে বসলো।
মোহনা : কি হলো? উঠলেন কেন?
সাগর : দারাও।
বলেই সাগর luggage নিয়ে এলো। খুলল । মোহনা দেখলো তাতে অনেক চকোলেট। মোহনা মুচকি হাসি দিলো।
সাগর : সব তোমার।
মোহনা : বারে এতোগুলো কি আমি খাবো?
সাগর : ওদের দেয়া হয়েছে।
মোহনা : তাতে কি? আর এতো চকোলেট খেলে ক্যাভিটি হবে। তারওপর ফুলে বেলুন হয়ে যাবো। প্রচুর ফ্যাট । এতো ফ্যাট শরীরের জন্য ঠিকনা ।
সাগর : …
মোহনা : কয়েকটা রেখে সবাইকে দিয়ে আসি।
মোহনা হাতে গোনা কয়েকটা চকোলেট রেখে বাকীগুলো নিয়ে গেলো । সাগর অবাক হওয়ার চরম পর্যায়ে পৌছে গেলো । সোজা হয়ে শুয়ে পরলো ।
.
খাওয়ারপর…
সাগর রুমে গিয়ে দেখে মোহনা বিছানা ঠিক করছে। লম্বা লম্বা চুল গুলো পিঠ থেকে কোমড় পর্যন্ত ছরিয়ে আছে। মনে হচ্ছ মেঘ নেমেছে ।
মোহনা না ঘুরেই বলল : এসেছেন?
সাগর খানিকটা অবাক হলো।
মোহনা : নিন বিছানা করা শেষ। আপনি এখন শুয়ে পরুন। আমি আপনার জন্য black coffee নিয়ে আসছি। ☺।
বলেই মোহনা কফি আনতে গেলো ।
সাগর : যেই মোহনা আমার পুরোনো অভ্যাসের কিছুই জানতোনা সেই মোহনা আমার নতুন অভ্যাস সব জানে …
মোহনা : ta da … কফি …
সাগর দেখে মোহনা ২কাপ কফি নিয়ে দারিয়ে আছে । মুখে ১ ঝলক হাসি নিয়ে । মোহনা এগিয়ে এলো । সাগর দেখে ২টাই black coffee …
মোহনা : এই নিন ধরুন।
সাগর নিলো । খেয়ে চুপচাপ শুয়ে পরলো । মোহনা কাপ ২টা রান্নাঘরে রেখে এসে সাগরের পাশে শুয়ে পরলো। সাগরের বুকের ওপর হাত রেখে ঘুমিয়ে পরলো। সাগর আরেকদফা অবাক হলো ।
.
সকালে …
সাগর ঘুম থেকে উঠে দেখে মোহনা নেই ।
সাগর : মোহনা কোথায়? মোহনা … মোহনা…
তখন মোহনা washroom থেকে বের হলো । jogging suit পরে।
মোহনা : কি হয়েছে? কিছু লাগবে?
সাগর : না …
মোহনা : ওহ । আচ্ছা jogging এ যাবেন ? না থাক যেতে হবেনা । কালকে এতো দূর থেকে এসেছেন।
সাগর : না যাবো … একটু বসো … আসছি ।
সাগর fresh হয়ে change করে এলো ।
সাগর : চলো …
এরপর ২জন একসাথে জগিং করতে গেলো। সাগরের অবাক হওয়ার শেষ নেই । মোহনা এতোদিন ওর কাছে রহস্য হলেও এখন ওর কাছে পুরোটাই অজানা হয়ে গেছে । জগিং করে ২জন বসে আছে।
সাগর : exam কেমন হলো?
মোহনা : ভালো ।
সাগর : result কবে দিবে?
মোহনা : এই তো ২৭তারিখ।
সাগর : হামম। তাহলে মোহনা এখন mbbs মোহনা …
মোহনা : হামমম ।
সাগর : কোনো scholarship এর জন্য apply করেছো? বা কোনো offer এসেছে ?
মোহনা : offer এসেছিলো ।
সাগর : এসেছিলো মানে? নিবেনা ?
মোহনা : হামম নিয়েছি ।
সাগর : ভালো ।
মোহনা : আপনি কতোদিনের ছুটিতে এসেছেন ?
সাগর : 3month…
মোহনা : oh… চলুন অনেকক্ষন হয়ে গেছে ।
সাগর : হামম।
ওরা বাসায় গেলো। বাসায় গিয়ে মোহনা সোজা রান্নাধরে ঢুকে সাগরের জন্য বানিয়ে রাখা জুসটা নিয়ে এলো। কারন সাগর জগিং করে এসে জুস খায় । সাগর নিলো । এরপর মোহনা dress পাল্টে shower নিয়ে শাড়ি পরে রান্নাঘরে গেলো। নাস্তা বানাতে ।
.
৩-৪দিনপর …
সকালে …
আজকে সাগর জগিংএ যাওয়ার জন্য উঠতে পারেনি । কেবল ঘুম ভাঙলো। উঠে দেখে পাশে green tea রাখা । ঠান্ডা হয়ে গেছে । যেমনটা সাগর খায়। তখন সাগর মিষ্টি সুরের গুনগুন শুনতে পেলো । সাগর বারান্দায় গেলো। দেখলো মোহনা চুল মুছতেছে। গোলাপী রঙের শাড়ি পরেছে । শর্ট হাতার ব্লাউজ। পেছনের গলাটা একটু বড়। গুনগুন করে গান গাইতে চুল মুছতেছে … এপাশওপাশ করছে । আর চুলের পানি সাগরের ওপর ছিটে ছিটে আসছে । সাগর কখনো ভাবেনি যে ওর সাথে এমন কোনো ঘটনা ঘটতে পারে। মোহনার দিকে এগিয়ে গেলো। তখন মোহনা চুল গুলো পিছনে দিলো। আর সাগরের মুখে বারি লাগলো । মোহনা পিছে ঘুরে কিছুটা অপ্রস্তুত হয়ে গেলো। কারন সাগর অনেকটা কাছে ।
মোহনা : আআআপনি?
সাগর : ….😍….
মোহনা : good morning …
সাগর নেশাভরা চোখে দেখেই যাচ্ছে ।
মোহনা তাই আর সাগরের চোখের দিকে তাকাচ্ছেনা। চোখ নামিয়ে রেখেছে ।
মোহনা : চচচা খেয়েছেন ?
সাগর জবাব না দিয়ে মোহনার কোমর জরিয়ে ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিলো। আর মোহনার লম্বা লম্বা চুল সাগর মুখ চোখে গিয়ে পরলো। মোহনা চোখ বন্ধ করে আছে । সাগর মোহনার চোখের পাতায় কিস করলো । তখন শিখার ডাক শুনলো।
শিখা : মিষ্টি … মিষ্টি …
সাগর মোহনাকে ছেরে দিলো ।
মোহনা : আসছি মামনি …
মোহনা বেরিয়ে গেলো।
.
মোহনা : ডাকছিলে মামনি?
শিখা : আজকে না তোকে মেডিকেল যেতে হবে … ভুলে গেছিস?
মোহনা : না মামনি । ভুলিনি রেডিই হচ্ছিলাম ।
শিখা : আচ্ছা না খেয়ে যাবিনা কিন্তু ।
মোহনা : আচ্ছা ।
মোহনা নাস্তা করে বেরিয়ে গেলো । সাগরের তো কোনো কাজ নেই তাই বসে বসে বোর হচ্ছে । তাই একটু হাটার জন্য নিচে নামলো । নিচে নেমে অবাক হলো । কারন ডল কাকা বসে আছে ।
সাগর : ডল কাকা…
ডালিম : আরে সাগর বাবা …?
সাগর : মোহনা নিজে ড্রাইভ করে গেছে ?
ডালিম : না তো … ওই তো গাড়ি ।
সাগর : তাহলে তুমি ড্রপ করে এসেছো?
ডালিম : না।
সাগর : তাহলে মোহনা কিভাবে গেলো?
ডালিম : ট্যাক্সি বা বাসে।
সাগর : কি? মোহনা ট্যাক্সি বা বাসে গিয়েছে?
ডালিম : মিষ্টি আম্মা তো এখন একা কোথাও গেলে সবসময় ট্যাক্সি বা বাসেই যাওয়া আসা করে ।
সাগর : হামম ।
ডালিম : কোথাও যাবা সাগর বাবা ?
সাগর : না ডল কাকা ।
ডালিম : কতো দিন পর ডল কাকা ডাকটা শুনলাম … মিষ্টি আম্মা তো এখন আর ডল কাকা ডাকেনা । ডালিম কাকা ডাকে ।
সাগর : হামম ।
সাগর ওপরে গেলো ।
.
সাগর : মামনি … মামনি …
শিখা : কি হয়েছে ?
সাগর : মোহনা ট্যাক্সি বা বাসে মেডিকেল যায়।
শিখা : হামম।
সাগর : কেন আর কবে থেকে?
শিখা : কেন তা জানিনা । কিন্তু তুমি চলে যাবার পর থেকে এমনিই করে যায় । শুধু তাইনা ওর লেখাপড়ার কোনো খরচও আমাদের দিতে দেয়নি । শুভ্র ভাইয়াই দেয় ।
সাগর : what?
শিখা : হামম ।
সাগর : আমাকে বলোনি কেন ?
শিখা : কি বলবো? তোর যা করতে মন চায় করেছিস ওর যা করতে মন চায় ও করেছে । আর ও তো কেবল ওই শেষবারই অবাধ্য হয়েছে । আর কখনো কোনো কিছুতে অবাধ্য হয়নি । ও বলেছিলো যে ওর ওই শেষ কথাটা শুনতে। আর কখনো কোনো আবদার করবেনা। করেনি …
সাগর : হামম ।
সাগর রুমে গেলো । কেন যেন ওর মনে হলো যে মোহনা ওর দিয়ে যাওয়া টাকা আর প্রতি মাসে পাঠানো টাকাও ধরেনি । তাই ও লকার খুলল। আর যেটা ভেবেছে সেটাই সত্যি ।
.
একটুপর …
মোহনা এলো ।
মোহনা : হ্যালো সাগর ।
সাগর তাকিয়ে দেখে মোহনা দারিয়ে আছে ।
মোহনা :শীত হলেও আজকে যা রোদ পরেছেনা… too much … fresh হয়ে আসছি । তারপর সবাই একসাথে lunch করবো।
মোহনা washroom এ গেলো । fresh হয়ে এসে মোহনা রান্নাঘরে চলে গেলো । শিখাকে সাহায্য করতে।
সাগর আজকের মতো অবাক হয়নি। আসলেই ওর ছোট মোহনা অনেক বড় হয়ে গেছে । cute থেকে gorgeous হয়ে গেছে । stylish হয়ে গেছে। অগোছালো থেকে গোছালো হয়ে গেছে।
.
রাতে …
সাগর কপালে হাত দিয়ে সোফায় বসে আছে।
মোহনা : এই যে বর মশাই আসার পর থেকে ক্ষনে ক্ষনে আপনি কেবল কপালে হাত দিয়ে বসে থাকেন… কাহিনি বলুন তো? কাউকে কি মিস টিস করছেন ? someone special … লন্ডনের …
সাগর : …
মোহনা : মিস করলেও ভুলে যেতে হবে। because i am in your life..
বলেই মোহনা ভুবন ভোলানো হাসি দিলো । সাগর মোহনাকে অবাক চোখে দেখছে। মোহনা সাগরের পাশে বসলো ।
মোহনা : নিন ভালো মতো দেখুন । after all বউ আমি আপনার …
সাগর : …
মোহনা : আচ্ছা সাগর … ট্যান্টম সিটি কি অনেক সুন্দর?
সাগর : হামম।
মোহনা : বেরানোর জন্য নিশ্চয়ই খুব সুন্দর সুন্দর জায়গা আছে?
সাগর : হামম।
মোহনা : খালি হামম হামম তে জবাব দিচ্ছেন? মনে হয় আপনি কিছু ভাবছিলেন আর আমি disturb করছি । sorry … আচ্ছা আপনি ভাবুন তারপর কথা বলবোনে। হামম?
বলেই মোহনা উঠে চলে যেতে নিলো। সাগর মোহনার হাত ধরলো । টেনে নিজের কোলে বসালো । এরপর খুব শক্ত করে জরিয়ে ধরলো । মোহনাও চুপটি করে সাগরের বুকে মাথা ঠেকিয়ে রাখলো ।
সাগর মনে মনে : হয়তো আমি আমার মোহোকে হারিয়ে ফেলেছি … জানিনা পাবো কিনা ….
মোহনা : কি হলো বর মশাই ? anything wrong?
সাগর : না … long drive এ যাবে?
মোহনা : চলুন …
২জন বের হলো ।
.
কিছুক্ষন পর …
সাগর গাড়ি থামালো ।
সাগর : বসো আমি ice cream নিয়ে আসি।
মোহনা : ice cream? এই শীতে? তাও এতো রাতে? আপনি তো আমার গলা বসাবেনই সেই সাথে জ্বরও আনাবেন ।
সাগর : কিচ্ছু আসবেনা । বসো।
সাগর গিয়ে ice cream নিয়ে এলো।
সাগর : নাও ।
মোহনা : এরপর যা হবে তা আপনার দোষ । huh…
২জন মিলে ice cream খেলো ।
মোহনা : “মাগো” কেমন শীত পরেছে …
“মাগো” …. এই কথাটা সাগরকে অনেকটা নরিয়ে দিলো। কারন মায়ের ওপর অভিমান করে মোহনা মা শব্দটাকেই ঘৃণা করে।
“মাগো” কখনোই বলে না। “বাবাগো” বলে ।
এদিকে ice cream খেতে না খেতেই মোহনার হাচি শুরু হয়ে গেলো ।
সাগর : কি হলো?
মোহনা হাচি দিতে দিতে
বলল: আগেই বলেছিলাম যে শীতের মধ্যে ice cream suit করবেনা।
.
চলবে…