না বললেও ভালোকিন্তুবাসি !! Part- 26
মোহনা এতোক্ষনে বুঝলো কাহিনি কি?
মোহনা : আমার ঘুম পাচ্ছে …. good night ….
সাগর : আর আমি তোমাকে ঘুমাতে দিবোনা। তাই good morning ….
মোহনা : ….
সাগর: ভালোমন্দ নিয়েই জীবন … নয় কি?
মোহনা : what so ভালো in my life ….
সাগর : অনেক কিছু….দেখো … তু্মি ছাদে থেকে পরে গিয়েছিলে । যাতে তুমি মাথায় ব্যাথা পেয়েছো। আর একটু problem হয়ে গেছে thats it….
মোহনা : একটু? thats it ? এটা একটু problem সাগর ?
সাগর : হামম। একটু। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ….
মোহনা : সাগর আর কতো মিথ্যা কথা বলবেন? করুনা করা বন্ধ করুন… please …
সাগর : মিথ্যা কথা কখন বললাম? আর কিসের করুনা?
.
মোহনা : আপনি কিছু বোঝেন না লাগে? আপনি মিথ্যা কথা বলেন নি যে আপনি হয়তো কখনো বাবা হতে পারবেন না ।
সাগর: হ্যা তো মিথ্যার কি হলো? তুমি মা হওয়াই তো আমার বাবা না হতে পারা…. তাইনা?
মোহনা : আপনার করুনা আর নিতে পারছিনা । প্লিজ বন্ধ করুন।
সাগর : করুনা? মোহো i love you…
মোহনা : no u don’t…. its all about emotional attachment & sympathy .. কোনো ভালোবাসা নেই….
সাগর : fine ভালোবাসা নেই… তুমি যেটা বলবে সেটাই ok… কিন্তু আমার ভালোবাসাকে প্লিজ করুনা বলো না…
মোহনা : তো কি বলবো? আমাকে ভালোবাসার কোনো কারন নেই…
সাগর : ভালোবাসার কোনো কারন হয়না ….
মোহনা : stop filmy dialogue … বিরক্ত লাগে।
সাগর : আমারও। ভালোবাসা এসবের basis এ হয়না। its all about heart… বোঝার চেষ্টা করো।
মোহনা : কি বুঝবো? এটা যে ১টা এমন মেয়েকে আপনি ভালোবাসেন যে কিনা physically & mentally weak… even আপনাকে সন্তানও দিতে পারবেনা।
সাগর : তো? যদি আমার মধ্যে কমতি থাকতে তবে কি করতে?
মোহনা : ছেরে দিতাম…
সাগর : তাই? তাহলে তুমি যখন জানলে আমি বাবা হতে পারবোনা তখন আমাকে ছারলেনা কেন? divorce দিলেনা কেন? তুমি তো always divorce চাইতে… তাহলে তখন দিলে না কেন? বলো?
মোহনা : ….
সাগর : বলো ….
মোহনার কাছে এর কোনো জবাব নেই ।
.
সাগর : জবাব নেই তাইনা ? দেখো না আমি তোমাকে ছারতে পারবো আর না তুমি আমাকে ছারতে পারবে …. আমি ভালোবাসার জন্য ছারতে পারবোনা । আর তুমি আপাদত বন্ধুত্বের জন্য ছারবেনা। হয়তো ভালোওবাসো ….
মোহনা : বেশি হয়ে গেলোনা?
সাগর :হোক… দেখো তুমি ডক্টরের কথা তো শুনেছো যে সে try করবে। তোমার রিপোর্টগুলো সেই কানাডা পাঠাবে … তাহলে?
মোহনা : তাও যদি না হয়?
সাগর : সারোগেন্সি পদ্ধতি আছে তো … তাইনা? তোমার কোনো ইচ্ছা আমি অপূর্ন করেছি। মা হওয়ার ইচ্ছাও অপূর্ন রাখবো না। do you trust me?
মোহনা : না…
সাগর : thats good… এখন এই উদাস উদাস মুখ ঠিক করো তো … দেখো ১টা problem তো solve … আর নিজেকে পাগল বলতে পারবেনা?
মোহনা : i have a গভীর প্রশ্ন।
সাগর : করো।
মোহনা : এই আমার মাথা তো ok হয়ে যাবে। এরপর আমি দুষ্টুমি করলে তো বকা দিবেন … আমার দুষ্টুমি তো টাটা বাই বাই সি ইউ হয়ে গেলো …
সাগর : মোটেও না। এখনও যেমন আছো তখনও তেমনি থাকবে। একটুও change হওয়ার দরকার নেই। বুঝেছো?
মোহনা : সত্যি ?
সাগর : হামমম।
মোহনা : awwwe ki cute … thank you…
সাগর : thank you ???😱… ভাবা যায়? তুমি আমাকে thank you বলছো?
মোহনা : 😒। ঘুম আসতেছে good morning …
মোহনা ঘুমিয়ে পরলো ।
.
কিছুদিনপর…
২দিনপরই সাগর চলে যাচ্ছে। তাই বাড়ি ভরা মেহমান। তাদের নিয়ে সাগরের কোনো মাথা নেই। ওর মাথা ব্যাথা কেবল নোবেলকে নিয়ে।
শিখা : কিরে আমাকে ডাকলি কেন ?
সাগর : নোবেল এখানে কেন?
শিখা : বেহুদা কথা বলিস না তো … সবাই এসেছে আর ও আসবেনা?
সাগর : আচ্ছা এসেছে এসেছে। আমি চলে যাওয়ার পর কোনোভাবেই মোহোকে একা ছারবেনা । রাতে তো নাই। তুমি বা আপু ঘুমাবে। যতোদিন নোবেল থাকবে। বুঝেছো?
শিখা : হামমম।
সাগর : শুধু হামম না surity চাই।
শিখা : এটা কিভাবে দিবো।
সাগর : promise করে।
শিখা : আচ্ছা এই যে promise করলাম।
সাগর : আর শোনো আমি দেশে না আসা পর্যন্ত মোহকে নিয়ে দাদুবাসায় যাবেনা। কোনোভাবেই না। তোমাদের যদি একান্তই যেতে হয় তাহলে মোহোকে ওই বাসায় রেখে যাবে। মোহোকে নিবেনা।
শিখা : কিন…
সাগর : কোনো কিন্তু না।
শিখা : ok… 😒…
.
২দিনপর…
আজকে সাগর চলে যাবে।
সাগর : তোমার কি একটুও কান্না পাচ্ছে না।
মোহনা : আমার কি জামাই মরেছে যে কান্না করবো? আপনার তো বউ মরেছে তাই কান্না করছেন।
সাগর : আমার ইচ্ছা করে কি জানো?
মোহনা : কি?
সাগর : তোমাকে দিনরাত পিটাই।
মোহনা : 😪।
সাগর : ১টা কিছু যদি চাই দিবে?
মোহনা : কি ?
সাগর : তোমার মনে আছে তুমি যখন ৫-৬এ পড়তে তোমার ১টা অভ্যাস ছিলো। আমি চকোলেট এনেদিলে বা কাউকে তোমার জন্য পিটালে তুমি খুশি আমাকে জরিয়ে ধরে গালে চুমু দিতে।
মোহনা : হামমম। কিন্তু ওটাতো আপনিই না করেছেন … 😒…
সাগর : হ্যা করেছি। কারন আমি চাইনি কেউ তোমাকে বাজে কথা বলুক।
মোহনা : 😒।
সাগর : তবে সেটা আজকে চাইছি। দাওনা …. মানে নিজে থেকে জরিয়ে ধরে ১টা awwe ki cute kiss..
মোহনা : 🐸। আজকে কেন ? আপনি আমাকে কিছু gift করেছেন? 😏।
সাগর : জানি তো ১ নাম্বারের ঘুষখোর। দারাও।
বলেই সাগর ১টা বড় সরো gift box নিয়ে এলো।
মোহনা : এতো বড় gift box? হাতি ঘোড়া আছে বুঝি?
সাগর : 😒। খোলো ….
মোহনা ধাপধুপ করে খুলল। দেখলো ওটার ভেতরে আরো ২টা gift box…
মোহনা : এই শেষ পর্যন্ত ধোকা খাবোনা তো?
সাগর : না। খোলো
মোহনা খুলল। দেখলো ১টার ভেতরে অনেকগুলো ডিজাইনার জুতো আর অন্যটার ভেতরে অনেকগুলো চকোলেট। মোহনার খুশি দেখে কে ? খুশি তে লাফাতে লাগলো। লাফাতে লাফাতে সাগরের গালে কিস করে ওকে জরিয়ে ধরলো।
মোহনা : awwwe ki cute….
মোহনা সাগরকে ছেরে সরতে নিলেও সাগর মোহনাকে শক্ত করে জরিয়ে ধরলো।
মোহনা : এটা কি হলো?
সাগর : চুপ থাকো। ১টা কথা বললে থাপ্পর খাবা।
মোহনা : ….
সাগর : i am gonna miss you…. কিভাবে যে থাকবো সেটা জানিনা।
মোহনা : আমি কিন্তু জানি…
সাগর : কি?
মোহনা : এই যে আপনি কিভাবে থাকবেন?
সাগর : কিভাবে?
মোহনা : ছারুন আগে।
সাগর : না … পরের টা পরে দেখা যাবে।
মোহনা : i have a gift for you….
সাগর: কি?
সাগর অবাক হয়ে মোহনাকে ছেরে দিলো। কারন মোহনা ওকে gift দিচ্ছে। এটাও সম্ভব!!!
মোহনা :দারান….
বলেই মোহনা ১টা gift box নিয়ে এলো।
মোহনা : এই নিন। মিসেস নাগিনকে মিস করবেন না।
সাগর খুশি হয়ে ওটা নিয়ে খুলতে গেলে
মোহনা বলল : এটা এখন খুলবেন না।
সাগর : কেন?
মোহনা :পৌছে খুলবেন… please please please ….
সাগর : ok… আর শোনে এই নাও টাকা , ক্রেডিট কার্ড আর চেক বই ।
মোহনা : 😱।
সাগর : এগুলো রেখে দাও। যখন যেটা করতে মন চায় কিনতে মন চায় কিনবে ।
মোহনা : awwwe ki cute….
.
কিছুক্ষনপর সাগর airport এ রওনা দিলো। সাথে মোহনাকেও নিলো। সাগরের গাড়িতে ২ দুলাভাই ছিলো। কোনোরকম সাগর নিজের চোখের পানি ধরে রেখেছে। সারা রাস্তা মোহনাকে বুকে জরিয়ে রেখেছিলো। airport গিয়ে মোহনাকে ছারতে হলো। flight এ উঠলো। সারাক্ষন সাগর মোহনার দেয়া gift box টা বুকে জরিয়ে রেখেছে। পৌছে আগে মোহনাকে ফোন করলো তারপর মা কে। তারপর তারাতারি fresh হয়ে মোহনার gift box খুলল। আর পেলো ১টা রাবারের গোলাপী রঙের সাপ। খুবই cute… যার আবার ঠোট আকা … তাতে লিপস্টিক দেয়া। চোখ দেয়া। ঢেউ খেলানো ৩টা ৩টা পাপড়ি দেয়া । টিপ দেয়া। মাথায় মনির মতো কিছু আছে।
তবে বাকীসব normal হলেও টিপটা যে মোহনার হাতে আকা সাগর বুঝলো। সাগর মুচকি হাসলো। দেখলো ১টা চিঠি। সাগর তারাতারি ওটা হাতে নিয়ে খুলল ।
তাতে লেখা …
”
কি হলো অবাক হলেন বুঝি? তবে আমি damn sure যে gift টা আপনার পছন্দ হয়েছে । বলেছিলাম না মিসেস নাগিনকে মিস করবেন না। মিলল তো? 😊😊😊।
মিসেস নাগিন from মিসেস নাগিন। ভেবেছিলাম নাক ফুল একে দিবো। পরে ভাবলাম যে আমি তো নাক ফুল পরিনা। even আমার নাক ফুরাইনি .. তাই ওকেও আর দিলাম না। নাগিনটা awwwe ki cute না…. এটা আমার থেকেও cute তাইনা?
😊😊😊
যখন বকতে মন চাইবে বকবেন। হামম?
”
সাগর হাহা করে হাসতে লাগলো ।
সাগর : like really কোনো wife এমনও gift দিতে পারে? হতেই পারে যখন wife টা মোহনা ….
.
ওদিকে…
মোহনা রুমে চুপচাপ বসে আছে। মনটা কেন যেন অনেক খারাপ।
মোহনা : আহারে আমার জল্লাদ আলাদিনের চেরাগটা চলেই গেলো? এটা কোনো কথা না কবিতা?
তখন সাগর ফোন করলো।
মোহনা : হ্যালো আলাদিনের চেরাগ…
সাগর : আলাদিনের জ্বীন বলতে হয়…
মোহনা : তাতে আমার জামাই কি? আমি তো এটাই বলি। যাই হোক। gift কেমন লাগলো?
সাগর : gift? what a gift…
মোহনা : awwwe ki cute না?
সাগর : হামম। একদম awwwe ki cute… তবে কথা হলো এই যে …. আপনি এটা কিনলেন কি করে মিসেস নাগিন? ঈদি তো সব বাচ্চাদেরকে দিয়ে দিয়েছিলেন… তাহলে টাকা পেলেন কোথায়?
মোহনা : allow হওয়ার পর সবাই যে gift আর টাকা দিয়েছিলো সেই টাকা।
সাগর : একটু কিন্তু ভুল হয়ে গেলো। তুমি কিন্তু কেবল মিসেস নাগিন না মোহোপাখিও…
মোহনা : মোহোপাখি তো সারা দুনিয়াতে ১পিসই …
সাগর : হামম। are u missing me?
মোহনা :…
সাগর : বলো…
মোহনা : উহু…
( ডাহা মিথ্যা কথা )।
.
২মাসপর…
রেদোয়ান : মামনি… মামনি।
মোহনা : আমি এখানে।
রেদোয়ান : come come..
মোহনা গিয়ে বসলো।
রেদোয়ান : এই দেখো কি cute ১টা বিয়ের কার্ড।
মোহনা: তাইতো। কার বিয়ে?
রেদোয়ান : আমার বন্ধুর ছো…
মোহনা : তোমার বন্ধু এখন বিয়ে করবে? 😱।
রেদোয়ান : হাহাহা… পাগলি… আমার বন্ধুর ছোট মেয়ের বিয়ে।
শিখা : আয়েশার বিয়ে ?
রেদোয়ান : হামম । জামান ঢাকাতে invite করতে এসেছে। এখন বলছে যে ও আমাদের নিয়ে একবারেই যাবে ।
মোহনা : কোথায় বিয়ে?
শিখা : বরিশাল ।
মোহনা : বরিশাল? awwe ki cute… লঞ্চ দিয়ে যেতে হবে?
রেদোয়ান : না মামনি আমরা by road যাবো।
মোহনা : কেন? আমরা লঞ্চে যাবো। আমি জীবনেও লঞ্চে উঠিনি… ও শশুড়বাবা… please please please …
রেদোয়ান : সাগর তোমাকে বরিশাল নেয়ার permission ই মনে হয় দিবেনা। তার ওপর লঞ্চ । পসিবল না মা…
মামনি : no worry বাবা… i’ll make it possible …
.
মোহনা : সাগর সাগর সাগর…
সাগর : নির্ঘাত ঝামেলা আছে । বলে ফেলো…
মোহনা একদমে সব বলে দিলো ।
সাগর : বরিশাল? তাও লঞ্চে?
মোহনা : হামম। 😅।
সাগর : মাইর চিনো?
মোহনা : ও জল্লাদ জামাই দেখুননা। ১৫দিন পর থেকে আমার ক্লাস শুরু হবে । ঘোরা ফেরার সময় তো পাবোনা । প্লিজ। আমি জীবনেও বরিশাল দেখিনি আর লঞ্চেও উঠিনি। তাও আবারা কুয়াকাটার পাশে। প্লিজ।
সাগর : by road যাও।
মোহনা : আপনি তো জানেনই যে আমার ভার্টিগো আছে। আর লঞ্চে বারান্দায় বসে থাকবো। নদী দেখবো বাতাস খাবো।
সাগর : আর নদী দেখতে দেখতে বাতাস খেতে খেতে পানিতে পরে যাবো।
মোহনা : না না …
সাগর : what না না … তুমি swimming পারোনা। আমি কনো risk নিতে পারবোনা।
মোহনা : আমি যাবো যাবো যাবো।
সাগর : না…
মোহনা : না আমি যাবো। আপনি এমন করতে পারেন না। আমি যাবো যাবো যাবো …
মোহনা বাচ্চাদের মতো জেদ করতে লাগলো । সাগর ঝাড়ি মেরে
বলল : না করেছি না? 😠। না মানে না …
মোহনা রেগে মেগে ফোন রেখে দিলো ।
সাগর : করো রাগ। কিন্তু আমি যেতে দিবোনা । কিছুতেই না।
.
৩দিনপর…
৩দিনে মোহনা সাগরের সাথে কোনো কথাই বলেনি। সাগরের দম বন্ধ হওয়ার উপক্রম।
সাগর : উফফ… এই কারনেই বউকে ভালোবাসা ঠিক না। মিস্টার সাগর চৌধুরী আপনার সব রাগ , জেদ মোহনার কাছে বিসর্জন দেন। কিন্তু কেন যেন মন সায় দিচ্ছেনা ।
সাগর permission দিলো।
.
((( #Perfect_Villain fact… i swear … আমি গল্পটা ওখানে শেষ করেছি season 2 দিবো বলে। মেরিন বন্যা খান কখনোই কথার বর খেলাপ করেনা । তার মধ্যে ও মেঘকে ছুয়ে কথা দিয়েছে। তাইনা? আর আমি কি কোনো গল্পে ” আপাদত সমাপ্ত ” লিখিনি। এটায় লিখেছি নিশ্চয়ই কোনো কারন আছো। আমি কি বলেছি যে মেরিন suicide করেছে?
last part post করলে যে এমন reaction পাবো সেটা আগেই বুঝেছি। আমিও ১জন পাঠক তাই আমিও আপনাদের feelings টা বুঝি । গল্প ভালো লেগেছে বা খারাপ লেগেছ বলতেই পারেন। but গালি? ৩-৪জনকে দেখলাম গালি দিতে। হ্যা অনেকেই বলবে যে কি এমন গালি দিলাম? এটা তো common … আজকাল তো অনেকেই এই গালি দেয়। কিন্তু আমার জন্য এটা common না।
trust me… ইচ্ছা ছিলো আজকে থেকেই season 2 দিবো। কিন্তু দিবোনা। কয়েকদিনপর থেকে দিবো। promise … হাত ভাঙা নিয়েও আমি গল্প দিয়ে গেছি। ১টা কথা বলি এই গল্পে নীড়-মেরিনের মধ্যে গ্যাপ থাকবেনা।
)))
চলবে…
Comments