আমার ক্রাশ বর !! Part- 30
অনু বাবার বাড়িতে আসছে সে খবর পেয়ে রিমার পরিবার ও চলে আসে।
অনুর মা :আজ তোর পছন্দের সব কিছু রান্না করেছি।
অনুর বাবা :আমি তোর সাথে বাড়িতে থাকবো দেখে অফিসের কাজ সব ম্যানেজার কে বুঝিয়ে দিয়ে আসছি।
আবির :তোকে দেখার জন্য তো আমাদের থাকতে হবে। কতোদিন পর আবার এই বাড়িতে তোর হাসিতে মুখরিত হবে ভাবা যায়।
রিমা বলে,”আমার বান্ধবী বাড়িতে আসতে না আসতে আপনাদের এমন ইমোশনাল কথা শুরু।মেয়েটার এমন অবস্থায় সবাই খুশি থাকবো তা না।”
অনু বলে,”মা আমি ভাবছি, আমি তো এখন এই বাড়ি তে থাকি না। বাড়িটা তো ফাঁকা হয়ে গেছে এবার না হয় বাড়িটা কে ভরার ব্যবস্থা করো। ”
অনুর মা, “বাড়ির ভরার জন্য কি এখন গরু ছাগল পালতে শুরু করে দিবো? ”
অনু :মা তোমার চোখে সারাজীবন আমি পরেছি তাই না।তা না হলে কি ছেলেকে চোখে দেখো না?
অনুর মা :আমার ছেলে মা শা আল্লাহ দেখতে ভালই খারাপ কেনো হতে যাবে,যে চোখে পড়বে না।
অনু :এবার ছেলের বিয়ে দিয়ে বাড়িতে মেয়ে নিয়ে আসো।
অনুর মা বলে,”মেয়ে তো গাছে ঝুলে আছে, যাকে ইচ্ছা বাড়িতে নিয়ে চলে আসবো।”
অনু বলে,”গাছে ঝুলে থাকবে কেনো,,তোমার পাশে বসে আছে। ”
অনুর মা পাশে তাকিয়ে দেখে রিমা বসে আছে।
অনু :তুমি জীবনে ছেলে বিয়ে দিবেনা তা আমি জানি।আবির ভাই রিমাকে পছন্দ করে। এবার তোমাদের যা খুশি তাই করো।
আবির বেচারা লজ্জায় মাথা নিচু করে থাকে।
রিমা লজ্জা পেয়ে অনুর পাশে এসে বসে।
দুই বাড়ির সবাই অবাক কিন্তু খুব খুশি আজ।
যাক দুজন দুজনাকে(আসল লেখিকাAngel Frozen Nishi) পছন্দ করে এটাই অনেক।
দু পরিবার মিলে ঠিক করে অনুর বাচ্চা হবে তার পর বিয়ের অনুষ্ঠান করা হবে।
কিন্তু আজ যখন অনু আসছে তখন কাল ঘরোয়া ভাবে তিন পরিবার মিলে এঙ্গেজমেন্ট করে রাখবে।
তারপর রিমার পরিবার চলে যায়।
‘
‘
‘
এদিকে মৌ আয়াত কে কল দিয়ে সব কিছু ডিটেলে বলে।
আয়াত বলে,”ভাগ্যিস ভাবী তোকে তার ভাইয়ের ঘাড়ে ঝুলিয়ে দেয় নি।”
মৌ :হুহ,ভাবী চাইলে তো আর আমাকে কন্ট্রোল করতে পারবে না।
আয়াত :তোর মতো ভেজাল কে, কেউ পছন্দ করে কারো গলায় পড়াবে না।
মৌ :অনেক রাত হয়েছে এখন ফোন রাখ,আমি ঘুমাবো।
‘
‘
‘
পরেরদিন সকালে অনুদের বাড়িতে অারিয়ানের বাড়ির সবাই চলে আসে।
এদিকে অনু তো সেই খুশি। বান্ধবী ভাবী হবে ভাবতে খুশি লাগছে।
অায়াত অনুর জন্য চকলেট আনে অনেক গুলা।
সবার সামনে অনুকে চকলেট দেয়।
আরিয়ান :এই জন্য বলি,বউ আমার থেকে চকলেট চায় না কেনো?? দেবর এতো চকলেট দিলে বরের চকলেটের আর কি দরকার।
অনু আরিয়ানের কানে কানে বলে,”জানু দেবর তো দোকানের চকলেট খাওয়ায়,,,তুমি যা মিষ্টি খাওয়াবে তার কাছে এসবের কোনো মূল্য নেয়।”
আরিয়ান অনুর কথা শুনে লজ্জা বিষম খায়।
আয়াত :ভাই ভাবী তোরে এমন কি বলছে রে,যাতে তুই বিষম খেয়ে লজ্জায় লাল হয়ে গেছিস?
অনু :দেবর জ্বি তুমি বুঝবে না। তোমার যখন বিয়ে হবে তখন বুঝবে।
মৌ :এই আয়াত ভাই তোমার সমস্যা কি,সব সময় মানুষের ব্যক্তিগত বেপারে নাক না গলালে বুঝি শান্তি পাও না।
আয়াত :মৌ চুপ করবি? বড়দের বেপারে নাক গলাতে নাই।।নাক কাটা যাবে।
মৌ :তুমি যখন কথা বলো তখন কিছু হয় না তাই বুঝি?
ওদের ঝগড়ার মাঝে আরিয়ান অনুকে এক পাশে বসিয়ে ফল খাওয়া তে শুরু করে।অনুকে খাবার খাওয়ানোর পর।
আবির আরিয়ান আয়াত রাজ অন্য দিকে গিয়ে
গল্প করতে শুরু করে।
আরিয়ান :তা ভাইয়া আপনার বোন যে ঝগড়াটে তার বান্ধবী আবার এমন না তো?।
আবির বলে,”আরে নাহ,রিমা একদম অনুর বিপরীত স্বভাবের মেয়ে।”
আরিয়ান :তাহলে ভালো,অনুর মতো আরেকটা এবাড়িতে আসলে তো খবর ছিলো।
আয়াত :আচ্ছা ভাই,আপনাকে দেখে তো মনে হয় না কোনোদিন প্রেম করেছেন?
আবির :হুম প্রেম করি নাই।কিন্তু আমার রিমাকে ভাল লাগতো,,আর রিমা ও আমাকে পছন্দ করে।
রাজ :প্রেম না করে এতো দূরে গেছেন কি করে,রুম ডেটিং করছেন না কি?
আবির :আপনার মতো মাইন্ডের মানুষ এসব কথা ছাড়া আর যে কোনো কথা চিন্তা করতে পারবেন না তা সবার ভাল করে জানা আছে।
আরিয়ান :রাজ তোর সব ভালো কথার মাঝে বিকৃত মাইন্ডের কথা না বললেই পারিস।
রাজ সেখান থেকে উঠে সোজা চলে যায়।
আয়াত বলে,”আরে ওর কথা বাদ দেন, এমন চরিএের মানুষ অনেক পাওয়া যাবে সমাজে। ”
‘
‘
এদিকে রিমা রেড়ি অনুদের বাড়িতে চলে আসছে।
নিচে সবার সাথে গল্প করছে।
রিমা অনুর সাথে বসে গল্প করছে।
আর অনু জুস খাচ্ছে।
এমন সময় মৌ কোথায় থেকে এসে অনুর গায়ে ধাক্কা দেয় আর জুস অনু আর রিমার ড্রেসের উপর পরে।
মৌ বলে,”সরি ভাবী বুঝতে পারি নাই।প্লিজ মাফ করে দাও।”
অনু :আরে বোকা মেয়ে সরির কি আছে।
ভুল যে কারো থেকে হতেই পারে।
তারপর অনু আর রিমা উপরে ড্রেস ক্লিন করতে যায়।
অনু বাথরুমে যায় কারণ জুসে ওর পুরা শাড়ী ভিজেগেছে।
রিমা টিস্যু আর পানি দিয়ে হালকা করে ক্লিন করছে । তার জন্য রিমা ওড়না টা বিছানার উপর রেখে দেয়।
এমন সময় রাজ অনুর রুমের সাইড দিয়ে যাবার সময় দেখে অনুর রুমের দরজা হালকা খোলা।
রাজ দরজার ফাঁক দিয়ে উকি মেরে দেখে রিমাকে সেই সুন্দর লাগছে।
আর রুমের ভেতরে কেউ নেই।
আবার রুমের বাহিরে কেউ নেই এটাই সুযোগ।
রাজ রুমের ভেতর গিয়ে সোজা রিমাকে পেছন থেকে জড়িয়ে ধরে।
রিমা ভয় পেয়ে চিৎকার করতে যাবে তার আগে রিমাকে বিছানাতে ফেলে মুখ চেপে ধরে।
রিমা ভয়ে খুব পরিমাণ নার্ভাস হয়ে যায়।
রাজ বলে,”সুন্দর এ রুমে কেউ নাই তোমাকে কে বাঁচাবে।।আজ তোমার সাথে অনুর সম্মান ও শেষ হয়ে যাবে।”
অনু বাথরুমের বাহিরে এমন কথা শুনে কি হচ্ছে দেখতে দরজা খুলে সামনের দৃশ্য দেখে চোখ বড় বড় হয়ে গেল।
সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসা অনু মূহুর্তেই নিজেকে সামলিয়ে নিল।
বিপদের সময় মাথা ঠান্ডা রাখলে সঠিক সিদ্ধান্ত নেয়া যায়।
রিমার উপর থেকে এত বড় জানোয়ার রূপী মানুষটাকে কিভাবে সরাবে,
এই চিন্তা করে সে আস্তে করে বিছানার ঝাড়ুটা হাতে নিলো
(এত বড় বদমায়েশ টারে কি টাইনা সরাইতে পারবো অনু!!!)
তারপর “রা আ আ আ আ জ” বলে চিৎকার করে উঠলো।
তার চিৎকারে যে-ই না রাজ ফিরে তাকালো অমনি সজোড়ে ঝাড়ু দিয়ে রাজের মুখে আঘাত করলো।
চোখে-মুখে ঝাড়ুর শলার খোঁচা খেয়ে রাজের তো অবস্থা খারাপ।
আর্তনাদ করে উঠে দাঁড়িয়ে চোখ চেপে ধরলো সে।
এবার জ্বলন্ত আগুনের ন্যায় ধপাধপ বাড়ি শুরু করল অনু।
ঝাড়ুর শলার খোঁচায় রাজ তেমন রুখে দাঁড়াতে পারলো না।
চিৎপটাং শুয়ে গড়াগড়ি শুরু করলো।
তারপর অনু বলে,”জীবনে যদি কোনো মেয়ের সাথে এমন কিছু করতে ইচ্ছা হয়,
তাহলে আজকের এই মারের কথা মনে রাখবি শয়তান। ”
অনেক সময় ধরে মারতে মারতে অনু নিজে ক্লান্ত হয়ে যায়।
হঠাৎ ওর পেটে ব্যাথা করে ওঠে।
তাই দরজা খুলে রাজ কে রুমের বাহিরে বার করে দেয় আধমরা অবস্থা করে।
তারপর অনু রিমার কাছে গিয়ে রিমাকে জড়িয়ে ধরে কান্না করে।
রিমা নিজেকে ঠিক করে বলে,”আরে তোর মতো বান্ধবী থাকলে কি আর কিছু লাগে? তুই রাজ কে যা শিক্ষা দিয়েছিস তা কোনোদিন ভুলবে না।”
অনু :হুম,তবুও আমাকে মাফ করে দিস।আমার জন্য শয়তান তোকে টাস্ করার সাহস পেয়েছে।
রিমা বলে,”আচ্ছা এসব বাদ দে,তুই ঠিক আছিস তো? ”
অনু :হুম বলে চুপ করে বিছানাতে শুয়ে পরে।তারপর বলে, “আমার ভালো লাগছে না।তুই নিচে যা আমি রেডি হয়ে আসছি।”
রিমা অনুকে দেখে খুব ভয় করছিল।
তাই তাড়াতাড়ি আরিয়ান আয়াত সহ বাড়ির সবাইকে ডাক দেয়।
আরিয়ান এসে বলে,”অনুর কি হয়েছে? ”
রিমা তারপর সব কিছু বলে,”আরিয়ান আয়াত সব শুনে তো রাজ কে খুন করতে চায়।”
তারপর রিমা আবার বলে,”অনু আজ যা শিক্ষা দিয়েছে তারপর আর আপনাদের কিছু করতে হবে না।”
আয়াত অনুকে চেক করে বলে,”একটু ক্লান্ত তাই রেস্ট করলে ঠিক হয়ে যাবে।”
আবির বলে,”থাক তুই অসুস্থ, তোকে ছেড়ে আমি কোনো অনুষ্ঠান করতে পারবো না।।”
অনু বলে,”প্লিজ তোমরা নিচে যাও অনুষ্ঠান কন্টিনিউ করো আমি পরে যাচ্ছি।
তোমরা অনুষ্ঠান না করলে আমি কিন্তু কষ্ট পাবো।”
আবির বা বাড়ির কেউ আর কিছু বলে না।
জানে অনু সবাই কে হাসি খুশি দেখতে চায়।
এখন যদি না করে দেয় তাহলে অনু খুব কষ্ট পাবে।
তাই সবার ইচ্ছা না থাকা সত্ত্বেও নিচে চলে যায়।
আরিয়ান অনুর সাথে উপরে থাকে।
যদি অনুর কিছু দরকার হয় তাই।
আরিয়ান :তোমার খুব কষ্ট হচ্ছে তাই না।রাজ আজ যা করেছে তার জন্য?
অনু :আরে রাজের কথা বাদ দাও আমার ভাইয়ের খুশির একটা দিন। এসব কথা বাদ দাও।
তারপর অনু আরিয়ান করে জোর করে নিচে পাঠিয়ে দেয়।
নিচে কারো মন ভাল নেয়।এমন ঘটনা ঘটেছে তারপর আবার বাড়ির প্রাণ অনু অসুস্থ।
অনু বুঝতে পারে সে নিচে না গেলে আজ বাড়িতে অনুষ্ঠান হবে না।
তাই অনু শাড়ি ঠিকঠাক করে রুম থেকে বেড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে আসে ঠিক সে সময় কেউ অনুকে পেছন থেকে ধাক্কা দিয়ে দেয়….
(কি হবে অনুর 🤔🤔আমার তো ভাবতেই কেমন লাগছে😒,কি হয় কে জানে)
‘
‘
‘
চলবে….