সে কি জানে

সে কি জানে Season 2 ! Part- 03

অন্ধকার রুমে হাত-পা বাঁধা অবস্থায় চেয়ারে বসে আছি আমি।।ছোটার আপ্রাণ চেষ্টা করছি।।কিন্তু প্রতিবারই আমি ব্যর্থ!!অন্ধকারে বেশ বুঝতে পারছি কেউ আমার আশেপাশে ঘুড়াঘুড়ি করছে।।কিন্তু কে??ও-ই ছেলেটা??হঠাৎ কোথা থেকে একরাশ আলো এসে সারা ঘর আলোকিত করে দেয়।।তখনই দেখি আমার সামনে প্যান্টের পকেটে দু’হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে সেই পাগল ডক্টরটা।। কিঞ্চিত ভয় লাগলো আমার।।কিছু বলতে যাবো তার আগেই ছেলেটা আমার গালে জোড়েসড়ে একটা থাপ্পড় লাগিয়ে দিলো।।হতকবাক আমি!!মারলো কেন আমায়??মুহুর্তেই চোখে পানি এসে জমা হলো আমার।।ঝাঁঝালো কণ্ঠে ছেলেটাকে বললাম…..
—” কি সমস্যা কি আপনার।।আমাকে মারলেন কেন??আর এখানেই বা এনেছেন কেন??আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি।।আমাকে এক্ষুনি এখান থেকে যেতে দিন নাহলে পুলিশের কাছে নিয়ে যাবো আপনাকে!! ”
—“ও রেইলি??কিভাবে শুনি!!না মানে আপনাকে তো আমি আটকে রেখেছি।।তাহলে আপনি কিভাবে আমাকে পুলিশের কাছে নিয়ে যাবে??প্লিজ এক্সপ্লেইন মি!! ”
—” দেখুন যেতে দিন আমাকে।। ”
—” যদি বলি দিবো না।। ”
—” কেন আটকিয়ে রেখেছেন আমাকে।।আপনি তো জানেন আমি মানুসিক ভাবে অসুস্থ।তাহলে আমাকে কি প্রয়োজন আপনার?? ”
—” আপনার ট্রিটমেন্ট হবে এখানে।। ”
—” মানে?? ”
—” মিস মরুভূমি!!একই রুমে থাকতে থাকতে আপনি বোর হননা??আই থিংক হোন!!তাই নতুন পরিবেশে নতুন রুমে এনেছি।।এখানে আপনার বেটার ট্রিটমেন্ট হবে।। ”
—” আমি কোনো ট্রিটমেন্ট-মিটমেন্ট করতে চাই না।।আমাকে এখান থেকে যেতে দিন প্লিজ। ”
আবারও আমার গালে থাপ্পড় মারলেন উনি।।তবে এবার আসতে মেরেছেন।।কিন্তু আমার রাগ লাগছে!!প্রচুর রাগ।।চোখ রাঙ্গিয়ে তাকে বলে উঠলাম…….
—” দেখুন আ!! ”

আমার কথার মাঝ পথেই আমার বাম হাতের বাহু খুব শক্ত করে চেপে ধরেন উনি।।হাতের কাঁটা দাগগুলোকে উদ্দেশ্য করে রাগি কণ্ঠে বলে উঠলেন…..
—” এগুলো কি?? ”
—” আপনাকে বলার প্রয়োজন বোধ করছি না।। ”
আমার উত্তর হয়তো উনার পছন্দ হয় নি।।আরও জোড়ে চিল্লিয়ে বলে উঠলেন….
—” আই সেড ওয়াট ইস দিস?? ”
ভয়ে কাচুমাচু হয়ে গেলাম আমি।।আমতা আমতা করে বলে উঠলাম…..
—” যখন বেশি অসহ্য লাগে তখন হাত ব্লেট দিয়ে একটু করে কেটে ফেলি।। ”
তীক্ষ্ম দৃষ্টিতে আমার দিকে তাকালেন রেয়ান।।পরক্ষনেই সোজা হয়ে দাঁড়িয়ে যান।।মুখে স্পষ্ট রাগের ছাপ ফুটে উঠেছে।।গম্ভীর কণ্ঠে আমাকে বলে উঠলেন…..
—” আজকের দিনটা এভাবে থাকবেন আপনি।।সাথে খাবারও বন্ধ আপনার।। ”
প্রতিউত্তরে আমার কোনো কথা শুনার প্রয়োজন বোধ করলেন না উনি।।সোজা বের হয়ে গেলেন রুম থেকে।।এদিকে আমি আকুতি মিনতি করেই যাচ্ছি হাত-পায়ের বাঁধন খুলে দেওয়ার জন্য।।কিন্তু সে আসছে না।।

পাশাপাশি বসে আছে আবদ্ধ আর দীঘি।।আবদ্ধের দৃষ্টি দীঘির দিকে আর দীঘির দৃষ্টি নিচের দিকে।।চুপচাপ বসে আছে দু’জনেই।।হঠাৎ আবদ্ধ বলে উঠে…..
—” সরি!! ”
মাথা তুলে আবদ্ধের দিকে তাকালো দীঘি।।চোখে মুখে প্রশ্ন তার।।সরি কেন বলছে আবদ্ধ??দীঘির জানামতে এমন কিছু তো হয়নি যেখানে সরি বলতে হবে।।তাহলে??দীঘিকে এভাবে দেখে হাসলো আবদ্ধ।।দীঘির গাল টেনে বলে উঠলো….
—” সরি রে পিচ্চি।।কালকে ওভাবে তোকে চুমু দিতে বাধ্য করেছি।।আই প্রোমিস!!তোকে কোনো দিন এগুলোর জন্য বাধ্য করব না।।আর তোকে ছুঁবোয়না বিয়ের আগ পর্যন্ত।।কিন্তু তোর হাতটা একটু ধরতে দিস আমাকে,,মাঝে মাঝে একটু জড়িয়ে ধরতে দিস,, একটু গাল টানতে দিস আর কোনো একদিন বেশি মনখারাপ লাগলে কিংবা বেশি খুশি লাগলে একটু কপালে চুমু দিতে দিস।।এতেই চলবে আমার।। ”
বলেই মাথা নিচু করে ফেললো আবদ্ধ।।আবাক নয়নে তাকিয়ে আছে দীঘি তার দিকে।।মানুষটা যতটা ভেবেছে ততটাও খারাপ নয়।।ভালোই!!কিন্তু আবদ্ধ যে তার জবাবের অপেক্ষায় আছে।।এ মুহুর্তে দীঘি কি বলবে বুঝতে পারছে না।।প্রসংগ পাল্টানোর জন্য বলে উঠলো…..
—” আজকে রুটিন দিয়েছে এস.এস.সি. পরীক্ষার।।কয়েকদিন পর আমার পরীক্ষা শুরু হবে।। ”
আবদ্ধের মুখে হাসি ফুটে উঠলো।।দীঘির গাল আবার টেনে বলল…..
—” বড় হয়ে গেছিস।।তোর এখন বয়স কত?? ”
—” ১৭ চলে!! ”

—” ও!! তারমানে কয়েকদিন পরই ১৮ হবে।।যাক বিয়েটা তাড়াতাড়িই করতে পারবো।। ”
—” মানে??কাকে করবেন বিয়ে?? ”
—” তোকে বিয়ে করব মাথামোটা!! ”
—” আমি করব না।। ”
আবদ্ধের হাসি উবে গেল!!একটা দীর্ঘশ্বাস ফেলে বলল…..
—” ভালোবাসি পিচ্চি।। ”
প্রতিউত্তর আর শুনা গেল না।।মাথা নিচু করে বসে আছে সে!!
.
.
.
#চলবে🍁🍁