বস বয়ফ্রেন্ড Season 2

বস বয়ফ্রেন্ড Season 2 ! পর্ব- ৩

মেঘ : শফিক সাহেব এত রাতে ফোন কেনো
দিচ্ছেন।
হ্যালো।
শফিক সাহেব : এত রাতে ফোন দেওয়ার জন্য
সরি।
আসলে কালকে বিকালের বদলে মিটিং টা
আমরা সকালে করব। সেটা জানানোরর জন্য
ফোন দিলাম। কনো প্রব্লেম নেই তো। ?

মেঘ : not atall. ok bye.
.
তারা কে জানাতে হবে।
নাহলে সকালে প্রব্লেম হতে পারে। তারার
রুমের সামনে গেলাম। নক করতেই দরজাটা
খুলে গেল।
কিরে ও কি আজ দরজা লাগায়নি। রুমে
ঢুকলাম।
তারা ঘুমাচ্ছে।
মনে হচ্ছে এক্টা পরি শুয়ে আছে। চুল গুলা
বাতাসে উড়ে মুখে এসে পরছে। বুকের মাঝে
অন্য রকম অনুভুতি হল । থাক ডাকবনা এখন।
সকালেই বলবনে। ।
সকালে –

তারা : আপনি এত তাড়াতাড়ি রেডি কেন
হয়েছেন।

মেঘ : বিকালের মিটিং সকালে হবে তাই।
তুমিও রেডি হয়ে নেও।

তারা ‘: জি। ( মনে মনে তাহলে প্রতিশোধ
টাও আগে আগে নেওয়া যাবে। হেহেহে।) ।
মিটিং হবে এক রেস্তোরা তে। সেখানে
গেলাম।
উনারা আসেননি।
স্যার ওডার দিতে গেলেন তার মাঝেই
আমাকে আমার কাজ সারতে হবে। ।
উনি এসে চেয়ারে বসলেন। মিটিং শুরু হল।
১ঘন্টা পর মিটিং শেষ হল। উনারা খুব খুশি
আমাদের প্রজেক্ট এ। উনারা উঠে দাড়িয়ে
হাত বাড়ালেন কিন্তু স্যার উঠতে যেয়েও
পাড়লেন না। অনেক চেস্টা করেও পাড়লেন
না। উঠবেন কি করে আঠা লাগায় দিসি
চেয়ারে । হেহেহে।

শফিক সাহেব : কি হল মেঘ।

মেঘ : আসলে মনে হচ্ছে চেয়ারে আটকিয়ে
গেছি। উঠতে পারছিনা।

শফিক সাহেব : কি। । হেহেহে। সবাই হেসে
উঠল।
সাথে আমিও।

তারা : উনি আমার দিকে এভাবে তাকালেন
যেন চোখ দিয়েই খেয়ে ফেলবেন। হাহ ভাল
হইছে। বেশ হইছে। তারার সাথে পাংগা
তাইনা। বুঝ ঠেলা।

উনারা চলে গেলেন।
উনি তার বডি গার্ড গুলাকে ডাক দিয়ে
কানে কানে কি যেন বললেন।
এক জন গিয়ে ম্যানেজার কে কি যেন বলল।
ম্যানেজার রেস্টুরেন্ট খালি করে দিল।
আরেক জন মনে হচ্ছে জামা কাপড় এর
দোকান তুলে এনেছে।

মেঘ : তারা তুমি চলে যাও। । আমি পরে
আসছি। ( মনে মনে আজ তোমার ব্যবস্থা আমি
ভাল মত করব।)

তারা : জি।
অফিস এ চলে আসলাম।
আজ ভাল শিক্ষা দিয়েছি।
ভাল মজা টের পেয়েছে রাক্ষস। কিন্তু
অফিস টাইম শেষ হয়ে গেল। উনি তো এলেন
না। তাতে আমার কি? আমি বাসায় যাই।

কি ব্যপার দড়জা খুলছেনা কেন কেও?? কি
হল।

বডি গার্ড ¹ – ম্যাম আজ আপনি বাসায় ঢুক্তে
পারবেন না।

তারা : মানে?

ব. গা. ২: স্যার আপনাকে আজ ঘরে ঢুক্তে
দিতে মানা করেছেন। এটা আপনার শাস্তি। ।
তারা : আল্লাহ এটা কন কথা হল। এই খাটাশ,
রাক্ষস, শয়তান এটা কিন্তু ঠিক হচ্ছেনা।
দড়জা খুলুন । তাড়াতাড়ি খুলুন। না হলে কিন্তু
খুব খারাপ হবে। ।
মেঘ : উপরে দাড়িয়ে সব শুন ছিলাম। কিন্তু
কনো কিছুরে কান দিলাম না। কানে
হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম।

তারা : এইভাবে আর কত ক্ষন দারিয়ে থাকা
যায়। বাগানে বসে পড়লাম। হঠাত আকাশ
গর্জে উঠল।
ভয়ে আমার আত্তা কেপে উঠল। আশে পাশে
তাকালাম কেউ নেই। ।
হায় রে রেইন হয়ার র সময় পেলনা। ।
কিন্তু আমিও কম না।যদি ডাকতেও আসে
যাবনা ঘরে। এইখানে বসে থাকব। ।
মেঘ : কখন ঘুমিয়ে পড়েছিলাম জানিনা।
দেখিতো মেয়েটা কি করছে। আল্লাহ বৃষ্টি
কখন শুরু হল। নিচে তাকিয়ে দেখি তারা বসে
আছে বৃষ্টিতে আর কাপছে।

রনি! রনি!

রনি : তারাকে ছাতা টা দেও আর ওকে ঘরে
আসতে বল।

: জি।

রনি : ম্যাম ছাতাটা নিন আর স্যার ঘরে
যেতে বলেছে।

তারা : ছাতাটা নিয়ে ফেলে দিলাম আর
বললাম যাবনা ঘরে বলেদেও।

রনি : স্যার উনি আসবেনা বলেছেন। ।
মেঘ : হুম আমি দেখছি তুমি যাও। ।
তারা! তারা! ঘরে আসো।

তারা : না।

মেঘ : চল। তোমার শাস্তি শেষ। ।
তারা : যাবনা বলেছি তো।
আপনি চলে যান।

মেঘ : দেখো জিদ কম কর।
জর এসে যাবে চলো।

তারা : যাবনা যাবনা যাবনা।

মেঘ : যাবেনা তো। আচ্ছা। কি করে ঘরে
নেওয়া তে হয় আমার জানা আছে। তারাকে
কাধে তুলে নিলাম।

তারা : নামান বলছি।
রাক্ষস, । নামাননননননন

মেঘ : তারাকে রুমে নিয়ে গেলাম। ২ জনেই
ভিজে খারাপ অবস্থা। যেহেতু ভিজা ছিলাম
তাই তারাকে নামাতে যেয়ে নিজেও পড়ে
গেলাম। গিয়ে পড়লাম তারার উপর। ।
তারা : এই এই কি করছেন। ??

মেঘ : শুধু তারার দিকে চেয়ে থাকলাম। অপুর্ব
লাগছে তারাকে।তারার মুখ থেকে চুল গুলা
সরিয়ে দিলাম।
ও লাল হয়ে যাচ্ছে।
তারা অন্য দিকে মুখ ঘুরিয়ে নিল। হাত দিয়ে
আবার মুখটা আমার দিকে ঘুরিয়ে নিলাম।

তারা : কি করছেন??

মেঘ : তোমাকে দেখছি।

তারা : কিহ??

মেঘ : কিছুনা। উঠে গেলাম। আমার ঘরে চলে
গেলাম।

কি করছিলাম আমি এইসব।না না ঠিক না। ।
তারা : চেঞ্জ করে ঘুমিয়ে গেলাম। ।
সকালে ——
তারা : কফি নিয়ে উনার রুমে গেলাম। না
হলে আবার কথা শুনাবেন। স্যার কথায়
আপনি।
জিম করতে বলে যান নি তো।
যাই ওইখান এ দিয়ে আসি।
নিন আপনার কফি।

মেঘ : রেখে আমার জামা বের করো। ।
তারা : হুম।

অফিসে :
ইরা : কি ব্যপার তারা। তোমার দেখছি
ঠান্ডা লেগেছে আবার স্যার এর ও। ² জন এক
সাথে বৃষ্টিতে ভিজেছ নাকি? ।
তারা : তোর মাথায় কি সারাদিন এইসব ই
চলে? ? কাজে মন দে।

ইরা : হেহেহে বুঝেছি বুঝেছি। ।
তারা : কি বুঝেছ?

ইরা : সব বুঝেছি।

তারা : হইছে হইছে। চুপ কর।

মেঘ : তারা??

তারা : জি।

মেঘ : এইটা কি??
এই ফাইল এ এত ভুল কেন। তুমি কি চেক করনি
এটা? ? এখন যদি আমি চেক না করতাম
তাহলে কি হত জানো??
অশিক্ষিত নাকি।

তারা : কিন্তু আমি…..

মেঘ : চুপ একদম চুপ।
।এটা ঠিক কর।

তারা : ( এইভাবে আমাকে না বললেই
পারতেন। ভুল হতেই পারে মানুষ এর দাড়া)।
এটা উনি একদম ঠিক করলেন না। ।বাসায়
যেয়ে নেই দেখাব মজা। ।
মেঘ : ইরা তারা কই??

ইরা : তারা আগেই চলে গেছে স্যার। ।
মেঘ : ওকে।

বাসায় চলে আসলাম।

চলবে

বিঃ দ্রঃ নিচে Next >> ক্লিক করলে পরবর্তী পর্ব পাবেন..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *