বস বয়ফ্রেন্ড Season 2

বস বয়ফ্রেন্ড Season 2 ! পর্ব- ২২

তারা – চোখ খুলে ঝাপ্সা ঝাপ্সা দেখছি।
হিয়া তুই? ?

হিয়া+রোদ- ঠিক আছিস?

তারা – আমি এইখানে?

হিয়া – তোকে বলছিলাম ছুটি : নে শুনিস না
কথা।
pressure low তোর।
অনেক weak।
doctor বলল।স্যার কি চিন্তা করছিল জানিস??
বাইরে আছে।

তারা – দেখলাম উনি রুমে ঢুকছে রুমে। ।
রোদ- হিয়া চল স্যার আসছে।

হিয়া – গেলাম থাক।

মেঘ – অর পাশে বসলাম।
এখন কেমন আছ।
তারা – আগের থেকে ভাল।

মেঘ – তুমি এত weak তাহলে ছুটি নিলে না
কেন?

তারা – আমি নাকি মোটা হয়ে যাচ্ছি। ছুটি
নিলে তো আরেক কথা শুনাতেন। ।
মেঘ – তাই তুমি diet করা শুরু করে দিলা? ।
তারা – হুম।

মেঘ – seriously? ??
r u mad or what.
ami just fun korchi.
Allah.
why u r so dumb? ??
.
নেও এটা খাও।

তারা – খাব না।

মেঘ – আমি কিন্ত জোর করে খাওয়াব। সেটা
তোমার ভাল লাগবেনা।নেও হা কর। ।
তারা -খেয়ে নিলাম চুপ করে।

মেঘ – নেও ওষধ নেও।

তারা – না না না না আমি ওষধ খাব না।
তিতা লাগে।
মেঘ – তুমি কি বাচ্চা হা কর। তারা হা কর
বলছি।
তারা : মুখ হাত দিয়ে ধরে রাখলাম। মেঘ –
দাড়াও দেখাচ্ছি মজা।

তারা – দেখলাম উনি ওষধ টা উনার মুখে
নিচ্ছেন।
কি ব্যপার আপনি খাবেন নাকি হাহাহা খান
খান।
কিছু বুঝার আগেই উনি ঝরের বেগে কি
করলেন কিছুই বুঝতে পারলাম না। থু থু।

মেঘ – হে হে। ঠিকি বলেছ ওষধ টা আসলেই
তিতা ছিল।

তারা – এটা কি করলেন আপনি?

মেঘ – কি করলাম ।
ওষধ খাওয়া লাম।

তারা – এটা কোন style? খাওয়ানোর? ।
তারা – তুমি খাচ্ছিলে না কি করব। আমি
একটা মুভিতে দেখেছি


তারা – কি দেখছেন।

মেঘ – নায়ক বেহুশ থাকে। নায়কা এখন ওষধ
খাওয়াবে কি করে নায়ক কে।
তখন নায়কা নিজের মুখে ওষধ নিয়ে নায়কের
মুখের সাথে লাগিয়ে নায়ক কে ওষধ
খাওয়ায়।
ki romantic ! তাই আমিও তাই করলাম আর কি।

তারা – আপনি আপনি।
হুহ মুখ ঘুরালাম।

মেঘ – আমি কুলি করে আসি। আসলেই তিতা
ছিল।

তারা – আমি ফিক করে হেসে দিলাম। ।
মেঘ – কত দিন পর সেই হাসি।
মেঘ – রুমে এসে দেখি তারা ঘুম। বসে
থাকলাম অর পাশে। তাকিয়ে আছি। চোখের
পলক পর তে চায় না।
হাত ধরে বসে আছি।

তারা – চোখ খুলে দেখলাম উনি নেই। আমার
২ চোখ উনাকে খুজছে।

মেঘ – কাকে খুজছ?

তারা – না না কাউকে না।
মেঘ –
আমাকে?

তারা – না ( চিতকার দিয়ে)

মেঘ – হেহেহে নেও খাবার খেয়ে নেও।
অনেক রাত হয়েছে।

তারা – মুখ ঘুরিয়ে আপনি খেয়েছেন।? । মেঘ –
খেয়ে নিব।
তুমি খাও।

তারা – আমি জানি খাবেনা। কিন্তু বলতেও
পারছিনা।

তারা – খাবনা আমি।
।ক্ষুদা নাই।

মেঘ – কেন?

তারা – এমনি।

মেঘ -( আমি জানি আমি খাই নি বলে) আচ্ছা
আমি তুমি এক সাথে খাই? ।
তারা – তাকালাম তার দিকে। লজ্জা নিয়ে

তারা – লাগবেনা।
আপনি খান।

মেঘ – আচ্ছা ঠিক আছে আমিও খাবনা। ।
তারা – আচ্ছা আচ্ছা খাচ্ছি। হা করলাম।

মেঘ – আমি খাইয়ে দিব? ?

তারা – কথাটা শুনে বাশ পরল মাথায়। না থাক
দেন আমি খাচ্ছি।

মেঘ – না না আমি দিচ্ছি।

মেঘ – সকালে তোমাকে ছেড়ে দিবে। ।
তারা – বিল কত?

মেঘ – ২ টা কিস।

তারা – আরো একটা বাশ পরল মাথায় ।
মেঘ – হেহেহে।
ঘুমাও।

সকালে –
গাড়িতে –
মেঘ – ২-৩ দিন তোমার ছুটি।
নো অফিস।

তারা – বাসায় একা একা কি করব? ।
মেঘ – কে বলেছে তুমি একা।
আমি থাকব তো তোমার সাথে।

তারা – এবার বাশ ঝাড় টাই মাথায় পরল।
কি? ??

মেঘ – yes.
thn it’s ur place no mine?
.
tara – wht?
.
megh – আরে তুমি কি আমার ঘরে থাকবা
নাকি তোমার ঘরে আমি যাব কোন টা? ।
তারা – একটাও না।

মেঘ – আমি কি তোমাদের কথা শুনব বলে মনে
হয়?

তারা – জিবনে শুঞ্ছেন? ?

মেঘ – শুনব বিয়ের পর।

তারা – কার বিয়ে।

মেঘ – তোমার আর আমার।
তারপর আমাদের একটা মেয়ে বাবু হবে। নাম
রাখব মেঘা।

তারা – আপনি বাবুর নাম ও ঠিক করে
ফেলছেন?

মেঘ – হেহেহে হুম।

তারা – সপ্ন দেখতে থাকেন।

মেঘ – সেতো দেখি ই।
আরো কত কিছু দেখি।

তারা – কি দেখেন।

মেঘ- বলব।

তারা – হুম।

মেঘ – লজ্জা পাবে না তো।

তারা – হুহ আর বলতে হবেনা। বুঝছি।

মেঘ – হেহেহে।

বাসায় আসলাম-.

তারা – bye.
megh – bye কিসের আমি তাহলে তোমার
ফ্লাটে যাব?

তারা – আপনি কি serious?
.
megh – of course.
.
তারা – উফফফ।

না আমি আসছি।
ব্যাগ নিয়ে আসি।

মেঘ – অকে।


তারা – দরজা খোলা অথছ কেউ নেই ব্যপার
কি।

রনি – mam how r u.
.
tara – fine.
কেমন আছ তুমি।

রনি – জি ভাল।
আপনি এই রুমে বসুন স্যার বাইরে গেছে। ।
তারা – অকে।
।উনার রুম টা একবার দেখে আসি। রুমের
দরজা খুলেই চোখ কপালে উঠল। তার খায়েএ
পিছনের দেওয়ালে আমার ছবি অনেক বর
ফ্রেম এ।
কিন্ত্ এই পিক কবে তুলল। ?? এটাতো যেদিন
১ম শাড়ি পরেছিলাম সেদিনের ছবি।

মেঘ – জি একদম ঠিক।
অইদিনের ঈ।
তোমার অজান্তেই তুলেছি।


তারা – হুহ।

মেঘ – পিছন থেকে তারাকে জরিয়ে ধরলাম।

তারা – যখন তখন শুরু হয়ে যায় আপনার তাইনা।

মেঘ – এখন তো বাসায় আছি কে দেখবে। ।
তারা – না আপনি ছাড়ুন ছাড়ুন, , আরে ছাড়ুন। ।
মেঘ – wht a annoying mouth!
বলেই মুখ সামনে ঘুরিয়ে কিস করে বসলাম। ।
তারা – হাতে খামছি লাগায় দিলাম নখ
দিয়ে।

মেঘ – ও আল্লাহ! !

তারা – ভাল হইছে।
আর করবেন?

মেঘ – করব মানে দাড়াও দেখাচ্ছি মজা।
এবার ওর হাত ২ টা শক্ত করে ধরলাম। এবার
কি হবে তারা? ?

তারা – এই এই ভাল হচ্ছেনা কিন্তু। ।
মেঘ – খামছি দেওয়ার আগে মনে ছিল না? ?
আর এটা আমি আমার বিল নিচ্ছি।
.চলবে
বিঃ দ্রঃ নিচে Next >> ক্লিক করলে পরবর্তী পর্ব পাবেন..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *