প্রিয়তমা !! Part- 22
চোখ খোলার পর থেকেই… আশেপাশে চারদিক স্পষ্ট অন্ধকার …আমি তা বুঝতে পারছি..!! এদিকে আবার শোঁ শোঁ বাতাসের শব্দ পাচ্ছি..!!!
আবার এমন মনে হচ্ছে যেন আমি কোথাও চড়ছি..!!আর গায়ে ভারী কিছু অনুভব করছি..!!যেনো আমাকে কেউ ঝাপটে ধরেছে..!!
আমার যতটুকু মনে আছে সাদিফ ভাইয়া আমাকে টেনে ঘড় থেকে বের করে দিচ্ছিলেন…!!এরপর আর কি হলো মনে নেই..!!!
এতক্ষণ কি আমি ঘুম ছিলাম নাকি সেন্সলেস ছিলাম আমি তাও বুঝছিনা..!!!
এদিকে আমি একফোঁটা নড়ার শক্তি পাচ্ছি না..!!যে ধরেছে সে মনে হচ্ছে আমাকে ছাড়বেনা বলে প্রতিজ্ঞা করেছে…!!
গলা দিয়ে আমার আওয়াজও বেরুচ্ছে না..!!এক অবস্থার সৃষ্টি হয়েছে..!!
তাও কষ্ট করে বলে উঠলাম…..
“আ..আমি বাসায় যাবো..!!মায়ের কাছে যা.. যাবো”..!!
কথাটা বলতেই….তৎক্ষণাৎ গাড়ি থেমে গেলো..!!!
কেউ একজন আমার গাল ধরে আমার মাথাটা তার বুকের পাশ থেকে তুললেন..!!
আর সামনের জনকে দেখেই আমার আত্মা কেপে উঠলো..!!!
স.. সাদিফ ভাইয়া..!!!উনি না আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন..!!!
তাহলে..!!উনি এখন এখানে..!!কিন্তু কেনো..???
আর এদিকে শেফালীকে কথা বলতে শুনে সাদিফের মন থেকে যেনো অনেক বড় পাথর নেমেছে..!!!
“ফুল..!!তুমি ঠিকাছো তো…??তখন হঠাৎ সেন্সলেস হয়ে গেলে..!!আমি বুঝিনা এত চাপ কেনো দাও মাথায়..??বার বার বলি তুমি এত চাপ নিও না”..!!!
উনার কথা শুনে অনেক রাগ লাগলো..!!
একে তো ঘর থেকে বের করে দেয়..!! আবার দরদ দেখায়..!!
🌸
সাদিফ ভাইয়ার হাত টা আমার মুখ থেকে সরিয়ে দিলাম..!!
উনি ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে আবার গালে হাত দিয়ে বললেন….
“এত্ত বড় সাহস..!!!আমার ফুলের মুখ থেকে হাত ছুটিয়ে দেওয়ার..???তুমি কে হ্যাঁ..??ওর মুখ থেকে আমার হাত সরানোর”..!!!
“আমি কেউ না..!!আমি আপনার কেউ না..!!!খুব তো আপনার রাজ মহল থেকে বের করে দিয়েছিলেন..!!!
আবার কোথায় নিয়ে যাচ্ছেন”…???(চিল্লিয়ে)
আমার কথা শুনে সাদিফ ভাইয়া অনেক জোরেই আমার গাল চেপে ধরলেন…..
“এত সাহস..!!!তোর..???আমাকে চিল্লাচ্ছিস..??
তুই আমার জিনিস..!!!তোকে আমার যা ইচ্ছা তাই করবো”..!!!!
আতঙ্কে আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না..!!!তাও উনাকে বলে উঠলাম…..
“আমি মামার বাসায় যাবো..!!!আমার মোবাইল দেন..!!আমি মামাকে ফোন করবো”..!!!
“তোমার মোবাইল সিরিয়াসলি..??কখন কিনেছো”..???
সাদিফ ভাইয়ার এ কথা শুনে অনেক ইনসাল্ট লাগলো..!!একে তো আমাকে উনিই নতুন মোবাইল কিনতে দিলেন না আবার এখন খোটা দিচ্ছেন….???
“আমার মুখ থেকে হাত সরান…!!সরান বলছি..!!!
আপনিই তো নিউ মোবাইল কিনতে দিলেন না আমায়..!!লাগবে না মোবাইল..!!!আমি আমার বাসায় যাবো”..!!!
” সরাবো না হাত..!!কি করবা..??আর তোমার বাসায় যাবা..?? তাও এক একা..???ভুতকে যেনো কে ভয় পায়..???
আর কোন জায়গায় আসছো তুমি জানো”…?????
“ভূত আপনার থেকে ভালো..!!!ভূত আমাকে আপনার মত অপমান করবে না…!!! আর আপনি আমাকে শুধু অপমান করেন..!!আজকেই আপনার সাথে আমার শেষ দেখা..!!!! হূহ”..!!
এই কথা শুনে সাদিফ ভাইয়া আমাকে গলায় জোরে একটা কামড় দিলেন…!!
“উফফ..!!ব্যাথায় গলাটাই জ্বলে গেল…!!!
এক কামড়ে আমার চোখে পানি চলে আসলো..!!!
উনাকে এবার জোরে একটা ধাক্কা দিলাম….!!!
“আপনি কি রাক্ষস..??এভাবে কেউ কামড় দেয়???অনেক জ্বলছে গলায়…!!!আপনি এমন বিহেভ করছেন কেনো”…!???
*
*
“একটা কামড়েই গলা জ্বলছে..!? একটু আগে কি কি
যেনো বলতেছিলে..!!আমার সাথে আজকেই তোমার লাস্ট দেখা..???
হা হা হা..!!!আজকের পর থেকে এই সাদিফের চোখের সামনেই থাকতে হবে”..!!
কথাগুলা বলেই কামড়ের জায়গায় জোরে একটা চুমু দিলেন…!!
আরো বেশি জ্বলে উঠলো…!!!
উফফ..!!!
গলায় হাত দিয়ে বসে থাকলাম…!!
আর উনি কাকে কল দিয়ে কলটা স্পিকারে দিয়ে দিলেন…
“হ্যালো..!!হুম সাদিফ বল”..!!!
এটাতো ভাইয়ার কণ্ঠ..!!!
আমি কিছু বলতে যাবো তখনই সাদিফ ভাইয়া বললো..
“আমি তোকে আরো আগেই কল দিবো ভেবেছিলাম..!!
আমি আজকে একটা ডিসিশন নিলাম..!!যেটা চার বছর আগে ফাইনাল করেছিলাম..!! ঐ ডিসিশনটা আজকে পূরণ করতে যাচ্ছি…!!!আশা করছি বুঝবি”..??
“ভাই তুই পাগল..?? ও এখনো কতটা ছোট..!!!
প্লিজ ইয়ার আমরাই নেই এখন..!! ও অনেক কষ্ট পাবে ..!!দোস্ত আমাদেরকে তো আসতে দে বিডিতে”..!!
“ওর চেয়ে কষ্ট আমি বেশি পাচ্ছি..!!আর আজকে কাজটা না করলে আমি পাগল হয়ে যাবো..!!!ওকে আমার থেকে দূর করতে আমার নিজের বোনই উঠে পরে লেগেছে..!!
আই কান্ট টেক এনি রিস্ক..!!ইউ নো..!!হাউ মাচহ আই লাভ হার..!!!
খালামণিকে বলে দিস..!!আর প্লিজ..!! আমার উপর বিশ্বাস রাখ..!!!
আল্লাহ্ ভরসা…ভালো থাকিস…!! আল্লাহ্ হাফেজ”..!!!
ভাইয়া আর কিছু বলতে পারলো না..!!!
সাদিফ ভাইয়া ফোন কেঁটে দিলো…!!!
.
.
“আপনি না বলেছিলেন আপনার কোন গার্লফ্রেন্ড নেই..?? তাহলে এখন এসব কি বলছেন…??আচ্ছা আপনার যা ইচ্ছা তাই করেন আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে..!!! আমাকে প্লিজ মামার বাসায় যেতে দিন”..!!!
“আমাদের কথা শুনে তুমি কি সত্যি বুঝোনি..?? এতটাই পিচ্চি তুমি..!! হায় আল্লাহ্..!!
আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আর ভেবো না..!!তুমি তোমার চিন্তা করো”..!!
আবার উনি কাকে যেন কল করলেন….
“হ্যাঁ রাজু…!!বিকালে যে কাজটার জন্যে ফোন করেছিলাম..!!সেটা আবার এরেঞ্জ করো..!!
উফফ..!!বুঝে নাও কথা..!!কেন্সেল করেছিলাম না..!!এক ঘন্টা আগে..!!??ঐটা আবার এরেঞ্জ করো..!!
আর ঠিকানা তো জানোই”..!!!
এরপর আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে গাড়ি ড্রাইভে মন দিলেন..!!!
আমি গলায় হাত দিয়ে বসে আছি..!!আর ব্যাথায়, মনের দুঃখে চুপচাপ চোখের পানি ফেলছি..!!!
🌸
“গলায় বেশি জ্বলছে…??সরি বাবুই”..!!
কথাটা বলেই সাদিফ ভাইয়া আমাকে উনার কাছে টেনে নিলেন..!!আর আমাকে উনার বুকের সাথে চেপে ধরলেন…!!
একে তো কামড়ে গলার মাংস ছিড়ে ফেললেন মনে হয়..!!তার উপরে বলছে জ্বলছে নাকি..!!!
একদম জোরে একটা ঘুষি দিলাম উনার বুকে..!!!
“বাবুই যে…!!এই মারে আমার কিছু হবে…??শুধু শুধু শক্তি খরচ করছো..!!!কিছু খাবে..???ক্ষিধা লেগেছে”..??
কিছুই বললাম না..!!!চুপচাপ উনার বুকে মাথা দিয়ে রাখলাম..!!কারণ আমি চাইলেও নড়তে পারছিনা..!!!
এত জোরে উনার হার্ট বিট করছে..!!!
ধুকধুক আওয়াজটা শুনতে খারাপ লাগছে না..!!!
হঠাৎ আবারো গাড়ি থেমে গেলো..!!!
“একটু বসো তুমি..!!!আমি একটু পরেই আসছি..!! ভয়
পাবা..???একা একা”..??
“ইন্না..!!আপনি কোথায় যাচ্ছেন আমাকে ফেলে..!! সেই কখন থেকে ড্রাইভ করতেই আছেন..!!!কই নিয়ে যাচ্ছেন..!! কিছুই কি আমাকে বলবেন”..???
“হুশ..!!বসো এখানে..!!বেশিক্ষণ লাগবে না..!!কিছু খাবার নিয়ে আসি..!!আরো একটু পথ যেতে হবে..!!
তোমার না লাগলেও আমার ক্ষুধা লেগেছে..!!
“আর আমার মোবাইলটা রাখো..!!ইমার্জেন্সিতে তোমার নাম্বার সেট করা আছে..!! ভয় লাগল কল দিবা..!!
তোমার মোবাইল আমার কাছে আছে..!!!বসো..!!এখনো..!!আসছি আমি”..!!
আমার কপালে একটা চুমু দিয়েই নেমে গেলেন..!!!
.
.
উফফ..!!কতরকম লাল টমেটো দিয়ে পাসওয়ার্ড খুলতে চেষ্টা করলাম..!!!
কিন্তু পারলাম না…!!
ধুর..!!আর কতক্ষণ ওয়েট করবো..!!!এদিকে একা একা গাড়িতে বসে আছি..!!কি বিদঘুটে লাগছে..!!
আর না পেরে ইমারজেন্সি কল থেকে আমার নাম্বারে ডায়াল করলাম..!!
“হুমম..!! ফুল বলো”..!!
“এই আপনি কই..??আসবেন নাকি না..??? ভয় লাগছে অনেক”…!!!
“এইতো রোড ক্রস করছি..!!!ফোনেই থাকো ভয় করবে না আর”..!!
“এই না..!! আসুন তো আপনি..!!সাবধানে রোড ক্রস করেন”..!!!
এরপর ফোন কেটে দিলাম..!!উফফ অসহ্য..!!!
এই লোকটার কামড় খেয়েও আমি উনার জন্যে কতো কেয়ার করছি..!!
ভাবা যায় এসব..!!!কি একটা অবস্থা..!!!
সিটে হেলান দিয়ে রইলাম..!!!সবার কথা অনেক মনে পড়ছে..!!!মা,ভাই,দাদী কবে আসবে কিজানি..!!
আর খালামণিও হয়তো অনেক টেনশন করছে…!!
সাদিফ ভাইয়া আসলেই একটা কল দিতে বলবো খালামণিকে..!!
*
*
প্রায় দশ মিনিট পরে সাদিফ ভাইয়া এসে গাড়ির পিছের দরজা খুলে কিছু প্যাকেট রাখলেন আর সামনে এসে আমাকে দুইটা খাবারের প্যাকেট ধরিয়ে বসে পড়লেন..!!
গাড়ি স্টার্ট দিতে দিতে বললেন….
“খাও না..!!আমার দিকে তাকিয়ে আছো কেনো..??
নিজেও খাও আমাকেও খাওয়াও..!! দেখছোই তো ড্রাইভ করছি”..!!!
সাদিফ ভাইয়াকে আমি খাইয়ে দিবো..!!!ভাবতেই গা কাপছে..!!হাস্যকর হলেও সত্যি..!!!
উনাকে আমি কখনো খাইয়ে দি নাই..!!কেমন কেমন লাগছে..!!!
এই যে শুটকি..!! খাবার খাওয়াও আমাকে..!!ক্ষুদা লেগেছে তো..!!!
প্যাকেট থেকে এক স্লাইস পিৎজা বের করে সাদিফ ভাইয়ার মুখের সামনে ধরলাম..!!!
উফফ আল্লাহ্..!!এখন আঙ্গুলেও কামড় দিলেন..??আজকে কি কামড় দিবস…???
এত্ত বড় পিৎজার স্লাইস থাকতে উনি আমার মাসুম আঙ্গুলগুলি দেখলেন..!!!
আর নিজে কি সুন্দর কামড় দিয়ে মুখ টিপে হাসছেন..!!!
চোখ বড় করে একদম একটা বকা দিলাম উনাকে…
“এই কি শুরু করলেন..!!!কখন থেকে এমন কামড়া কামড়ি করছেন..!!আপনি কি রাক্ষস”..???
সাদিফ ভাইয়া বললেন….
“আমার শুধু ফুলকে কামড়াতে ভাল্লাগছে..!!পিৎজার থেকেও তোমার আঙুল মজা লাগছে.!!
আচ্ছা এবার নিজে খাও তো.!!!এরপর আবার আমাকে দাও..!!কোল্ড ড্রিংকস আছে..!! নরমালটা তুমি নাও আর ঠান্ডাটা আমাকে দাও”…!!(রাগী ভয়েজে)
কি আর করার..!!উনার কথামত কাজ করতে লাগলাম..!! নাহয় আল্লাহ্ জানে আবার কখন কামড়িয়ে দেয়..!!!রাক্ষস একটা….!!!
.
.
একটু পরেই আবার সাদিফ ভাইয়ার মোবাইলে কল আসলো…!!
এইবারও স্পিকারে দিলেন কল…!!
“সাদি… শেফা কই..???খুব চিন্তা হচ্ছে আমার..!!
কখন থেকে তোকে ফোন দিচ্ছিলাম…!!!
ওকে দে না মোবাইল”..!!
“ও আমার সাথেই আছে মা.!!আর আজকে এক বছর পরের কাজটা এক বছর আগে করা হবে..!! কি বলবা
বলো !!… ও শুনছে”..!!!
“খালামণি তোমার ছেলে আমাকে কিডন্যাপ করেছে..!!
আমার মোবাইলও দিচ্ছে না”…!!
“সাদিফ… এই ছোট মেয়েটাকে এভাবে কষ্ট দিস না..!!
ওকে আরো টাইম দিতে হবে..!! বাবা মাথা ঠান্ডা করে কাজ কর..!!!এমন কিছু করবি না যাতে তোর খালামনির বিশ্বাসটা নষ্ট হয়”..!!
“মা আমি রাফসানকে বলে দিয়েছি..!!আর তোমরা ভালো করেই জানো..!!!তোমার ছেলের কাছে ও কি..!!
রাখছি ফোন..!!পরে কল দিবো”..!!!
বলেই কল কেটে দিলেন..!!
এই মানুষটা এমন কেন আল্লাহ্ জানেন..!!শুধু ধুমধাম কল কেটে দেন..!!!
*
*
প্রায় দেড় ঘণ্টা পরে, সাদিফ ভাইয়া একটা বড় গেটের
সামনে গাড়ি থামিয়ে হর্ন দিচ্ছেন…!!!
সাথে সাথেই গেট খুলে গেলো…!!!
আমি অবাক দৃষ্টিতে আশে পাশে দেখতে লাগলাম..!!
জায়গাটা একটু চেনা চেনা লাগছে..!!
আর বাড়ির পাশে দোলনাটা দেখে একদম নিশ্চিত হলাম..!!এটা তো সেই প্লেস…!!!এখানেই সাদিফ
আমাকে নিয়ে এসেছিলেন প্রায় অনেক মাস আগেই..!!
তখন তো এখানে এমন কিছুই ছিলো না..!!কিন্তু এখন তো এখানে অনেক বড় একটা দুইতলা দালান দেখা যাচ্ছে..!!!
কিন্তু এখনো রেডি হয়নি…!!!
সাদিফ ভাইয়া গাড়ি থেকে নেমেই…. আমার পাশের দরজাটা খুলে দিলেন…!!
উফফ..!!কতক্ষণ পরে নামলাম গাড়ি থেকে প্রায় চার ঘণ্টা পর..!!!
নেমেই সাদিফ ভাইয়া কিছু লোককে টাকা দিচ্ছেন..!!!
আর বলতে শুনলাম..!!!
“ড্রয়িং, ডাইনিং,কিচেন আর উপরের রুম দুইটি…!!সবগুলোতে লাইট,ফার্নিচার,সব জিনিস ফিটিংস…. সবকিছুই রেডি তো..???আর ড্রইং রুমে আর উপরের রুমটাতে এসি লাগানো হয়েছে”..???
“জ্বী স্যার..!!সব রেডি করে দিয়েছি..!!!আর নিচের প্লেসটা পুরোটাই একদম রেডি..!!যেহুতু উপরের অনেক কাজ বাকি আছে…তাই ঐখানে আপাতত ওয়ালপেপার লাগিয়ে দিয়েছি..!!আর ফাঁকা রুম যেগুলো এখনো রেডি হইনি ঐগুলোতেও ওয়ালপেপার
দিয়ে বন্ধ করে দিয়েছি..!!আপনার অনুমতি পেলে তখনই এগুলো খুলে কাজ শুরু করবো”…!!!
“আচ্ছা..!!গুড..!!!চেকটা নাও… সিগনেচার করে দিয়েছি..!!
কত খরচ হয়েছে এমাউন্ট বসিয়ে নিও..!!!আর সব কিছুর হিসাব আমার মেইল করে দিও”…!!!
.
.
এরপর উনি গাড়ি থেকে আমার ব্যাগটা নামালেন সাথে আরো একটা লাগেজ..!!!গাড়িতে রাখা প্যাকেট নিয়ে
আমার হাত ধরে বললেন….
“চলো ফুল”..!!!
“আমি সাদিফ ভাইয়া থেকে হাত ছাড়িয়ে নিয়ে বললাম..!!কই যাবো..???এটা কার বাসা..??আমি এখানে থাকবো না..!!!আমি খালার কাছে যাবো”…!!
“চুপ একদম চুপ…!!! কার বাড়ি মানে..??এটা আমার বাড়ি..!!আমার টাকায় করা..!!!এতক্ষণ কিছু বলি নি..!! তাই বলে মাথায় উঠে বসবা না..!!চুপচাপ আসো”..!!(চিল্লিয়ে)
চোখে পানি টলটল করছে আমার..!!!
একে তো উনি আমায় কোথায় আনলেন..!!আর এখানে আমি কার সাথে থাকবো..??
রাক্ষসটা আমার হাত ধরেই টেনে টেনে নিয়ে গেলেন ভিতরে….
ভিতরে গিয়ে আমি চরম অবাক…!!
এত্ত সুন্দর ডিজাইন ঘরের..!!!তার উপর এত্ত সুন্দর লাইটিং..!!!জাস্ট ওয়াও..!!!বাহিরে যতটা অগোছালো লাগছিলো..!!তবে বাড়ির ভিতরটা অনেক বেশি পরিপাটি আর সুন্দর..!!!
সবকিছু আমি ভালোভাবে দেখছি আর সাদিফ ভাইয়া আমার হাত ধরে নিয়ে যাচ্ছেন উপরের দিকটাতে..!!
উনার কাধে ঝুলানো আমার মিডিয়াম সাইজের ব্যাগটা
আর হাতে উনার লাগেজ ধরানো সাথে লাগেজের উপর ঐ প্যাকেটগুলো..!!!
কিচ্ছু জিজ্ঞাসা করাই যাচ্ছেনা..!!কিছু বলতে নিলেই রাগ দেখাচ্ছে..!!!
আজব বুঝলাম না কিছুই..!!!
রুমে গিয়ে আরো অবাক হলাম..!!!এত্ত বড় আর সুন্দর রুমটা..!!
সাদিফ ভাইয়া রুমে ঢুকেই ব্যাগ প্যাকেট লাগেজ রেখেই বেডে শুয়ে গেলেন একদম সোজা হয়ে..!!
আর আমি হাবার মত তাকিয়ে আছি..!!!
“এই সাদিফ ভাইয়া..!! আমি চলে যাচ্ছি..!!!কি করবো এই বাসায় আমি..!!!আমার ভয় করছে”..!!!
আমার কথা শুনে উনি একলাফে উঠে বসে গেলেন..!!!
“আজকের পর থেকে আমার থেকে দূরে যাওয়ার কথা ভুলে যাও…!!! ফুল”..!!!
“আমি এখনি চলে যাচ্ছি”…!!!
বলে ফিরতে নিলেই…!! সাদিফ ভাইয়া আমার হাত ধরে উনার বুকের উপরে ফেলে দিলেন..!!!
মুখের উপর থেকে আমার কাটা চুলগুলো সরিয়ে নিয়েই কিছু বলতে যাবেন….!!
তখনই উনার ফোন আবারো কল আসে…!!!
“হুম রাজু..!!!বলো..!!!
এসেছে..???
ওকে..!!বসো তোমরা নিচে..!!আমরা আসছি…!!!আর
উনাকে সব রেডি করতে বলো”…!!!
ফোন রেখে সাদিফ ভাইয়া আমাকে ঐ প্যাকেটগুলো থেকে একটা প্যাকেট দিয়ে বললেন….
“এটা পড়ে নাও ফুল…!!!সব ঠিক হবে মনে হয়..!!ইতি কে কল করে তোমার সাইজ জেনে নিয়েছি..!!
শাড়ি পড়তে না পারলে সমস্যা নেই..!!আপাতত বাকি গুলো পড়ে আসো”..!!!
“আরে কি বলছেন এসব..!!!কেনো শাড়ি পড়বো..!!আর নিচেই বা কে আসছে..!!!আমি এখানে থাকবো না..!!আমি বাসায় যাবো”…!!!
“যা বলছি তাই কর…আরেকটা কথাও বলবি না তুই..!!!
যা বলছি ওয়াশরুমে…!!গো নাও”…!!!
“কিন্তু কেনো যাবো…!!আমার আপনাকেও ভয় লাগছে এখন আমার…!!প্লিজ বলেন না..!!
বকা দিয়েন না আমাকে এমনি নরমালি বলেন”…!!!
(কান্না করে)
সাদিফ ভাইয়া আমার কোমর জড়িয়ে আমাকে উনার কাছে টেনে নিয়ে বললেন…..
“গেট রেডি টু বিকাম মিসেস. সাদনান সাদিফ”…!!!
কাঁপা কাঁপা গলায় উনাকে জিজ্ঞেস করলাম…
“ম মানে”…???
“বুঝো নাই..??
আমার বউ…আমার প্রিয়তমা হওয়ার জন্যে রেডি হও..!!! এখনি..!!যাও..!!
আজকে আমাদের বিয়ে”…!!!
“বিয়ে মানে..!???আমি করবো না বিয়ে..!!আমি মায়ের কাছে যাবো…!!আমার ভাল্লাগছে না এসব..!!!
চলুন না প্লিজ”..!!!(কান্না করে)
এবার সাদিফ ভাইয়া আমার কাঁধ শক্ত করে চেপে ধরে বললেন….
“লাস্টবার বলছি এখনি রেডি হতে যাবি… নাহয় আমার সবচেয়ে জঘন্য রূপ দেখবি..!!!আর সেটা তুই মোটেও পছন্দ করবি না”..!!!(চিল্লিয়ে)
প্যাকেটগুলো আমার হাতে ধরিয়ে বললেন..!!!
“যাও এখনি..!!আমি বাহিরে আছি..!! ভয় পেও না”..!!
আমি উনার লাল চোখ আর কপালের ফোলা রগ দেখে আর কিছুই বলার সাহস পেলাম না..!!!
চুপচাপ প্যাকেট গুলো নিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা লক করে কান্না করতে লাগলাম..!!!
আর মনে মনে বলতে লাগলাম….
যা কিছু হয়ে যাক..!!!আমি এখন আপনাকে বিয়ে করবো না…!!!মিস্টার সাদনান সাদিফ..!!!!
চলবে….♥️