প্রিয়তমা !! Part- 20
*
আধা ঘণ্টা আগেও আমার ভাই বেচারা সিঙ্গেল ছিলো!!…কিন্তু ভাইয়া এখন বিবাহিতের খাতায় নাম লিখিয়েছেন….!!
মসজিদ থেকে ভাইয়ারা আসতেই কাজের চাপ যেনো আরো বেড়ে গেছে..!!
এলাকাবাসীকে পান,সুপারি,মিষ্টি,খেজুর এসব কিছু দেওয়ার জন্যে প্যাকিং এ বিজি হয়ে গেলাম..!!!
কিন্তু এসব ব্যস্ততার মাঝেও সাদিফ ভাইয়ার করা আজগুবি কান্ডগুলো আমার চোখের সামনে ভাসতেই আছে..!!!
ছবি তোলা শেষে ছাদ থেকে নামার পরেই আবার শাওয়ার নিয়ে নিলাম..!! আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুচছিলাম… !!!তখন কামিজটা একটু উপরে সরিয়ে দেখলাম সাদিফ ভাইয়ার চারটা আংগুলের হলুদিয়া ছাপ পড়ে আছে পেটের এক পাশে…!!!
এটা দেখেই পুরা শরীর শিরশির করে উঠলো…
উনি এত নির্লজ্জ কেমনে আল্লাহই জানে!! ফ্যামিলি মেম্বারদের অগোচরে এভাবেই কৌশলে আমার পেটে হলুদ লাগিয়ে দিলেন..!!আর তার সাথে তো উনার বেশরম কথা বার্তা একদম ফ্রী…!!!
ভাবনার জগৎ থেকে ফিরে এসে আবার কাজে মন দিলাম..!!
এখন আপাতত এই সাদিফ ভাইয়ার টপিকটা আমার মাথা থেকে বাদ দিতে চাচ্ছি..!! কারণ উনার কথা ভাবতেই আমার হাতে কোনো কাজই উঠছে না…!!!!
.
ইতি আপু আর আমি মিলে প্রায় সব প্যাকেট রেডি করে ফেলেছি…!!
তখনই হঠাৎ ধুম করে চেয়ারে বসে সাদিফ ভাইয়া বললেন…
“আমার প্রচন্ড ক্ষুদা লেগেছে আমাকে কিছু খেতে দে..!
আর প্লিজ ঝাল কিছু দে..!!!!!
এসব মিষ্টি,কেক,আফলাতুন,সন্দেশ,কাঁচাগোল্লা,স্পঞ্জ মিষ্টি,দই কিছুই দিবিনা…!! আই ওয়ান্ট সামথিং স্পাইসি রাইট নাউ”…!!!
“কি ভাইয়া..!! তুমি রাফসান ভাইয়ার আকদের প্যাকেট পাওনি??? ঐখানে তো তোমার প্রিয় বিফ স্যান্ডউইচ,আর চিকেন কাটলেট ছিলো…!!খাওনি তুমি”???!
“হুহ..!! খেয়েছি তো..!! প্যাকেটের মিষ্টি আর খেজুরও খেয়েছি”…!!
” তাহলে এত তাড়াতাড়ি খিদা লেগে গেলো..???তোমার পেট কি গন্ডারের পেট”???
“মাশাল্লাহ বল..!! এভাবে নিজের ভাইকে কেউ নজর দেয় নাকি…??? আমার যদি এখন পেট ব্যথা করে না!! তোর চুল আমি একটাও রাখবো না..!!! ভেবেছিলাম শেফাকে দিয়ে কিছু রান্না করাবো কিন্তু এখন তুই যাবি”!!….
সাদিফ ভাইয়ের থ্রেট শুনে ইতি আপুর এক দৌড়ে নুডুলস রান্না করতে চলে গেল..!!
.
.
আর সাদিফ ভাইয়া উনার চেয়ারটা আমার কাছে টেনে এনে আমার পাশে বসলেন!!….আর এক নজরে আমার দিকে তাকিয়ে আছেন…!!!
কি অস্বস্থিকর ব্যাপার..!!! উনার দিকে চোখ ছোট ছোট করে তাকে বললাম….
“কি সমস্যা??? আমার আনইজি লাগছে..!!আপনার এই ভাবে তাকানোতে”..!!!!
আমার কথা শুনে উনি আমার দিকে ঝুঁকে উনার নিচের ঠোঁটটা চেপে ধরে বললেন….
“আমার হাতের ছাপ তো ঠিকই নিজের পেটে নিয়ে ঘুরছিস..!! আবার আমার তাকানোতে তোর আনইজি লাগছে…!!! হাউ ফানি”..!!!
আল্লাহ্!!! এই কথাতে উনি এই জবাব দিবেন!!! এটা আমি একটা দুঃস্বপ্নেও ভাবিনি…!!!লজ্জায় আমার প্রাণ চলে যাচ্ছে….
“আপনার কি একটুও লজ্জা নেই???. এখানে এত মানুষ…!! কেউ শুনলে কি মনে করবে?? আর ছাদে কি কান্ডটাই না করলেন আপনি”…!!!(রাগী ভাবে)
“না!! নেই লজ্জা…!!! তোমার গালের এই গোলাপী আভা দেখতে আমি আরো নিচু নির্লজ্জ হতে পারি”…!!(হালকা হেসে)
এই প্রথম দেখলাম কাউকে নিজের নির্লজ্জতা নিয়ে এমন প্রাউড ফিল করতে..!!!
উনার দিকে একটা খালি প্যাকেট ছুড়ে আমি ঐখান থেকে চলে গেলাম..!!!
আর সাদিফ প্যাকেটটা কেচ করে…নিজে নিজেই হাসতে লাগলো…!!
আমার টমেটোটা এত্ত লজ্জা কেমনে পায়..!!
এই মেয়ে তার লজ্জা মাখা ফেসটা দিয়েই আমাকে ঘায়েল করে বার বার..!!
উফফ!!!হুয়াই ইজ শী সো কিউট??!!
🌸
সবসময় যে কোনো স্পেশাল প্রোগ্রামে রেডি হতে দেরি হয়ে যায়…!!!!অবশ্য কাজ তো কম না..!!
যত আর্লি পারছি রেডি হচ্ছি…!!
এই গারারাটা জাস্ট ওয়াও..!!!জলপাই কালারের উপরে গোল্ডেন কাজ করা..!!আর ওড়নাটা একটু বেশী সুন্দর..!!!নেটের ওড়নার চারপাশেই মোটা লেইস বসানো আর ছোটো ছোটো পাথরে ওড়নাটা আরো সুন্দর লাগছে…!!
আজকে তো একটু বেশি সাজাতেই হবে..!! ভাইয়ের এনগেজমেন্ট বলে কথা..!!
ফাউন্ডেশন,পাউডার, আই- মেকাপ,হাইলাইটার,রেড লিপস্টিক দিয়ে নিজের মেক আপ কমপ্লিট করে নিলাম..!!!
আর চুল গুলো স্ট্রেট করে মাঝখানে সিথি করে দুইপাশে পাফ করে বেঁধে নিলাম আর সামনের কাটা চুলগুলো আরেকটু স্ট্রেট করে নিলাম..!!এরপর ইতি আপু এসে খোলা চুল গুলো পিছনে আচড়িয়ে দিলো…!!!
কানে বড় ইয়াররিং, হাতে চুড়ি,আঙ্গুলে আংটি দিয়ে নিলাম…!!!আর ওড়নাটা সামনে থেকে সুন্দর করে পিনাপ করে নিয়ে নিজের সাজটা কমপ্লিট করলাম…!!!আল্লাহ্..!!শান্তি লাগছে এখন….!!!
“মারহাবা…!! পরী???তোকে দেখতে পুরাই পাকিস্তানি ডল লাগছে”..!!!
“থ্যাংকস ইতি আপু..!!!তোমাকেও অনেক বেশি প্রিটি
লাগছে..!!মাশাল্লাহ…!!
চলো এবার যায়..!!তোমার ভাই অনেক্ষণ ধরে বসে আছে..!!!
সবাই তো আমাদেরকে ফেলে চলে গেলো”…!!!
“কয়টা বাজে দেখছিস??ওরাই তো মেইন মানুষ..!!ওরা না গেলে প্রোগাম হবে কেমনে??!!!তবে আমি জানতাম আমার ভাই ই আমাদের নিয়ে যাবেন..!!! যতটা বাজুক ও আমাদের রেডি হতে ডিস্টার্ব করবে না তাই আমরা আরামসে রেডি হতে পারলাম”..!!
রুম থেকে বের হতে হতে ইতি আপু আর আমি কথা বলেই যাচ্ছিলাম…
তখনই দেখলাম সোফায় বসে সাদিফ ভাইয়া আপন মনে মোবাইলে গেমস খেলছেন…!!!
উনাকে দেখে… উনাতেই চোখ আটকে গেলো..!!উনার ড্রেস আর আমার ড্রেসের কালার একদম সেম..!!
হোয়াইট কালার শার্টের উপর জলপাই কালার ব্লেজার এরওপর জলপাই কালার কোট..!! কোট এর বাম পাশে দুইটা সুন্দর সুন্দর ব্রোঞ্জ লাগানো..!!
চুল আর দাড়ি স্টাইলও চেঞ্জ..!!!!!!!জেল দিয়ে চুলগুলোকে অনেকটা উঁচু করে নিয়েছেন..!!!দেখতে মারাত্নক লাগছে..!!!
উফফ!!!…উনাকে যে আমি কিভাবে প্রটেক্ট করব আজকে..?? সব মেয়েরা তো মনে ওনাকে আজকে খেয়েই ফেলবে..!!
আল্লাহ্ উনাকে রক্ষা করিও পেত্নী থেকে..!!! আমীন..!!!!
“এই ভাই..!! চল..!!! আমরা রেডি..!! লেট হচ্ছে অনেক আমাদের”..!!!
ইতির কথায় মোবাইল থেকে চোখ ফিরিয়ে সামনে তাকাতেই সাদিফের চোখ তার জলপরীর দিকেই আটকে গেল..!!
“এত গর্জিয়াস লাগছে আজকে আমার বাবুইকে..!!
উমমম..!! মাথায় কাজ করছে না..!!
ইচ্ছা করছে এখনই গিয়ে একটা চুমু খেয়ে নি..!! মাশাআল্লাহ মাশাআল্লাহ এতগুলা মাশাল্লাহ….!!
আল্লাহ্ এই বাচ্চাটাকে সকল খারাপ নজর থেকে রক্ষা করিও আমীন”..!!
*
*
ইতি আপুর কল আসাতে উনি আগেই বেরিয়ে গেলেন..!!
আর আমি তালা নিয়ে ঘর লক করতে যাচ্ছি কিন্তু… পাশ থেকে সাদিফ ভাইয়া আমার থেকে তালা নিয়ে দরজা লক করতে করতে বলতে লাগলেন….
“আজকে এত সাজার কি দরকার ছিল?? তুমি কি আয়নায় একবারও নিজেকে দেখোনি”..??
“কেন..?? আমাকে কি বেশি বাজে লাগছে..?? ইতি আপু তো বলল সুন্দর লাগছে”..!!!
” হুম…!!অনেক বাজে লাগছে..!! একদম জলপাই পরীর মত লাগছে”..!!!
কথাটা বলেই টুপ করে আমার কপালে একটা চুমু দিয়ে দিলেন…!!! আর আমি আবুল এর মত উনার দিকে তাকিয়ে আছি…!!!
সাদিফ ভাইয়া আমার হাত উনার হাতের মুঠোয় নিয়ে বললেন….
“তোমাকে এতটা সাজার কি দরকার ছিল….!! খুবই মাশাআল্লাহ লাগছে তোমাকে..!!
তোমার যত তালতো ভাই আছে বা ঐদিকের কোনো ছেলে আত্মীয় আছে কারো সাথে কথাই বলবে না…!! আর স্পেশালি রাব্বি আর আয়মান থেকে একশো হাত দূরে থাকবে …!!!আমি ওদের কান্ড এখনো ভুলি নি…!!
ক্লাবে কোনো ঝামেলা করতে আমাকে যেন বাধ্য না করে ওরা..!!!আমি কিন্তু তোমার আশপাশেই থাকবো..!!উল্টা পাল্টা দেখবো ত আমার চেয়ে খারাপ কেউ হবে না…!! গট ইট”…!!!!
উনার কথায়”হুম”বলেই মাথা দুলালাম…!!!
“গুড গার্ল” বলেই সাদিফ ভাইয়া আমার হাত ধরেই গাড়ির দিলে আগাতে লাগলেন…!!!
*
*
ওহ আল্লাহ্..!!এত্ত মানুষ চলে এসেছে..!!!
ইতি আপু..!!আমরা এত লেট করলাম কেনো..!!??
“আরে না..!!লেট না..!!ওরাই আগে চলে আসছে..!!আগে চল ভাবীর সাথে দেখা করি”…!!
আমি যাওয়ার আগেই সাদিফ ভাইয়া এসে বললো…
“কি কি বলেছিলাম সব মনে রাখবা..!!!আর কোনো সমস্যা হলে আমাকে বলবা..!! যেমনই হোক সমস্যা..!!
যাও”..!!!
উনার কথা শুনে উনাকে একটা ভেংচি দিলাম..!!!
উনি ভ্রু কুচকে তাকিয়ে আবার সুইট করে হেসে দিলেন…!!!
আর আমি সাদিফ ভাইয়ার উল্টো দিকে ফিরে বুকে হাত দিয়ে বললাম…!!
” হায় মে মার্জাভা..!!! উনকি ইস স্মাইলকে লিয়ে তো মেরি জান ভি হাজির হাইন…!!!
🌸
রাব্বি ভাই আর আয়মান ভাই এইদুই অমানুষগুলাও তোএসেছে..!!অবশ্য আসবে নাই বা কেনো..!! ওদেরও তো দাওয়াত দিয়েছে..!!!কিন্তু মিস তাসফিয়া ত এলেন না..!!!যাক গে..!!!আমার কি..!!!
ভাবী আর ভাইয়ার সাথে অনেক ছবি তুলেছি..!!আমি, ইতি আপু, জুমান আপু একসাথে একবার উঠলাম স্টেজে..!!!আবার সাদিফ ভাইয়াসহ আমাদের সাথে যোগ দিলেন…!!
এরপর মা,আপুরা,খালা,খালু,মামা,মামী, জুরু, জারাভি সবাই একসাথে আমাদের সাথে ছবি তুললেন..!!
ভাবীকে আজকে অনেক বেশি সুন্দর লাগছে..!!কোন পার্লারে সেজেছেন আল্লাহ্ ই জানেন..!!!জিজ্ঞেস করতে হবে..!!!
সবাই নেমে যাওয়ার সময় রাফসান ভাইয়া বললো..
“সাদি তুই আর শেফা দাড়া..!!!এদিকে আয় তোরা..!! আমাদের সাথে একসাথে ছবি তুল”..!!!
আমি ভাবীর পাশে দাড়ালাম আর ভাইয়ার পাশে উনি…!!!
ভাইয়া ভাবীকে কানে কানে কি কি যেনো বলছে আর ভাবী আমাকে আঙ্গুল দিয়ে লাইক দেখাচ্ছে..!!!
কি অদ্ভুত!! ওদের কান্ড..!!!
স্টেজ থেকে নামার সময় সাদিফ ভাইয়া আমার হাত ধরে নামালো…!!!
ইসস..!! কত মানুষ..!!উনার কি কোনো জ্ঞান নেই..!??
এখানে তো কিছু বলাও যাবে না উনাকে..!!!
পরে দেখা যাবে আরো চার পাঁচ দিন কথায় বলছে না আমার সাথে..!!এই রাগিটাকে নিয়ে কোথায় যে যাবো..!!!
.
.
এই জুরাইন বাচ্চাটা বড্ড দুষ্টু হয়েছে..!!মামীকে সে আসার পর থেকেই জ্বালিয়ে যাচ্ছে..!!!!
তাই মামী এসে আমাকে বললো…
“ফুল..!!!প্লিজ মনি তোর ভাইটাকে একটু রাখ..!!আমাকে সে মেহমানদারী করতে দিচ্ছে না কারো সাথে কথা বলতে দিচ্ছে”…!!!
আমি হেসেই জুরুকে আমার সাথে নিয়ে নিলাম..!!
আমার সাথে থাকলে বাবুটা একদম ভদ্র হয়ে যায়..!!
যার একমাত্র কারণ সাদিফ ভাইয়া..!!কারণ আমার সাথে দুষ্টামি করতে দেখলেই সাদিফ ভাইয়ার বকা শুনে সে…!!
সবাই সবার মত বিজি…!!মা আমাকে অনেকজনের সাথেই পরিচয় করিয়ে দিয়েছে..!!
ভাবীর চাচীর সাথে পরিচয়ের সময় আন্টিটা একটু বেশি ভাব দেখাচ্ছিলেন মার সাথে…!!
এই ধরেন – আপা আপনার মেয়েতা অনেক সুন্দর, যার ঘরে যাবে তার তো কপাল খুলে যাবে….
আরো বলেছে ব্লা ব্লা…!!
উনার থেকে ছাড়া পেয়ে আপুদের দিকে আগাচ্ছিলাম..
তখনই ভাবীর কাজিন হবে হয়তো ছেলেটা..!!!
এসেই আমাকে বললো….
“তালতো বোন…রাইট”???
আমি শুধু মাথা নাড়িয়ে বললাম “মেবি”…
“ওকে..!!
বাট হাই..আমি ইসলাল”..!!!
“হাই আমি সাদিফ..!!!পরিচিত হয়ে বা লাইন মেরে লাভ নেই..!!শী ইজ টেকেন”..!!!
সাদিফ ভাইয়ার কাজটা অবাক করার মত হলেও আমার খুব হাসি পেলো..!!!কি ইন্সালটটাই না করেছেন জনাব ইসলালকে…!!!
বেচারা ইসলাল হা করে আমাদের দিকে তাকিয়ে আছেন..!!!
এরপর সাদিফ ভাইয়া আমার পাশ থেকে জুরুকে কোলে নিয়ে হাটতে হাটতে বললেন…
“মোবাইল কই তোমার..!!হারিয়ে ফেলেছো”??
“নাহ..!!কাজ করছে না..!!সকাল থেকে অফ মোবাইল….!!ভাইয়া বলেছে নিউ কিনে দিবে”…!!
সাদিফ ভাইয়া উনার আইফোনটা থেকে সিম খুলে নিয়ে আমাকে দিয়ে বললেন…
“এটা নিয়ে নাও..!!!চারমাস হলো নিয়েছি..!!!আর নিউ কিনা লাগবে না..!!!
পরে আমি নিয়ে দিবো টাইম হলে..!!!বাসায় গিয়ে সিম লাগিয়ে আমাকে কল দিবা..!!
আর না পারলে ইতিকে বা জুমানকে বলবা..!!ওরা লাগিয়ে দিবে..!!!আসো ছবি তুলি”…!!!
উনার সাথে অনেকগুলা ছবি তুললাম..!!সাথে জুরুও ছিল ক’একটাতে..!!!
কিছুক্ষণ কথা বলছি সবার সাথে আবার বসে আছি..!!
আর আপুরা মেহমানদারী করছে..!! মানে খাবার দিচ্ছে বা অন্যকোন কাজ করছে..!!!
আর আমি জুরাইন জারাভির সাথেই আছি..!!!কারণ সাদিফ ভাইয়ার মানা আমি যেনো বেশি হাটাহাটি না করি..!!!
অবশ্য বেশি হাঁটলে আমার তলপেটে অনেক ব্যথা করে..!!কেনো??
আল্লাহ্ জানেন..!!!
*
*
সবার খাওয়া দাওয়া প্রায় শেষ..!!অনেকে চলেও গিয়েছেন..!!!
এদিকে জুরু নাকি ওয়াসরুমে যাবে..!!তাই আমি জারাভি আর জুরাইনকে নিয়ে গেলাম ওয়াশ্রুমে…!!
আমরা ফিরতেই দেখি..!!আয়মান ভাইয়া..!!!আমার দিকে এগিয়ে আসছেন…!!!
“শেফা ফুল…!!!অনেক বেশি সুন্দর লাগছে তোমাকে..!!ইসস একটু টেস্ট করতে পারতাম তোমার রূপটা..!!. জুমান খুবই বোকা..!!তুমি নিঃসন্দেহে একটা ভালো আর ভদ্র মেয়ে”..!!!
কথাগুলা বলেই উনি আমাকে যেই টাচ করতে যাবেন অমনি আমি আর জারাভি একে অপরকে ইশারা দিয়ে এক ধাক্কা দিলাম উনাকে……
সাথে সাথেই জুরুকে আর জারাভিকে নিয়ে এক দৌড় দিলাম…!!!
ভাইয়ারা সবাই বিজি..!!
তাই এই কথাটা আমি আপুদের জানাতে গেলাম..!!আয়মান ভাইয়ার নাম শুনে জুমান আপু আমাকে অন্যদিকে নিয়ে যেতে লাগলেন…!!
আর ইতি আপু আসতে চাইলে জুমান আপু উনাকে জারাভি আর জুরুকে দেখতে বললেন…
জুমান আপু আমাকে এক কোনায় নিয়ে অনেক জোরে ধাক্কা মারলো..!!আর আমি গিয়ে পড়লাম একটা চেয়ারের ওপর..!!
হাতে কেটেই গেলো..!! চুড়ির সাথে লেগে..!!ব্যাথায় আমি “উফফ”করে উঠলাম..!!কিন্তু জুমান আপু আমাকে রেগে জোরে চেপে ধরে বললো….
“কি হয়েছে???আয়মান এর পিছে কেন লাগলি তুই??
রূপ দেখিয়েই তো সবাইকে ফাঁসাতে পারবি ..!!
কিন্তু আমার আয়মানকে কে না..!!সব বলেছে আমায় ও..!!
সেদিন আমাকে তাসফিয়া আর আয়মান সব না বললে আমি জানতাম ই না..!!তুই যে কত বড় নাগিন”..!!!
“আপু..!! চুপ করো..!!একদম চুপ..!!আমি কাউকে ফাসায় নি…!!তাসফিয়া এসেছিল আমার কাছে..!!
আয়মান আমাকে লাইক করে কথাটা বলতে..!!
আর এই দুই জনই তোমাকে আমাকে আলাদা করেছে ..!!বুঝছো না তুমি”????
আপু আমার হাতটা প্রচন্ড জোরে চেপে ধরলেন…
ব্যাথায় আমি কান্নাই করছিলাম…!!!আর আপুকে বুঝাচ্ছিলাম..!!
কিন্তু আপু আমাকে বললেন….
“তোকে আমি আমার ভাইয়ার কখনো হতে দিবো না..!!
তুই মিডেল ক্লাস..!! মিডেল ক্লাসের দিকে চোখ দে..!!আমার ভাইয়াকে ফাঁসিয়ে আমাদের প্রপার্টি হাতিয়ে নিবি???ভুলে যা সব”..!!!
এগুলা শুনে আমার মাথা ঘুরাচ্ছে..!! আমি কিছু বলতে নিলেই অনেক জোরেই কেউ আপুকে থাপ্পড় মেরে দিলো…!!!
পিছে ফিরে দেখলাম সাদিফ ভাইয়া..!!!
উনার সবুজ চোখগুলো লাল হয়ে আছে..!!রীতিমত উনি এখন রাগে হাসপাস করেছেন…!!
জুমান আপু কিছু বলতে নিলেই উনি আপুর দিকে তেড়ে যান আবারো মারতে..!!!
আর আমি উনার হাত ধরে কান্না করতে করতে বললাম…
“মেরেছেন তো একবার..!! হয়েছে তো..!!আপনার বোন হয়..!!!আর মারিয়েন না প্লিজ..!!! জুমান আপু তুমি যাও”..!!
“এই এই এসব ঢং আমাকে দেখাবি না..!!আয়মান ঠিকই বলেছে..!!!তুই একটা বহুরূপী”..!!!
এবার উনাকে থামাতে পারলাম না আমার হাত ছাড়িয়ে নিয়ে আপুকে আরেকটা থাপ্পড় দিলেন…!!
“তোর হয়েছে কি???আয়মান এর কথায় তুই ওর গায়ে হাত তুলেছিস..!!ওকে যা না তাই বলেছিস..!!??
জারাভি আর ইতি সব বললো একটু আগের ঘটনা..!!!
এই মেয়েটা মিথ্যা বলে মানলাম..!!তাই বলে জারাভিও
মিথ্যা বলবে..!! ঐ কুত্তাকে পেলেই আমি মেরে ফেলবো”..!!!
সাদিফ ভাইয়া আমার হাত ছাড়িয়ে নেওয়াতে কাটা জায়গায় অনেক ব্যথা পেলাম..!!চিনচিন করে ব্যাথা করে উঠলো…!!!!
“ভাই..!!তুমি বুঝছো না..!!এই মেয়ে আমাদের প্রপার্টি নিয়ে নিবে সব”..!!!!
“নিলে আমারটা নিবে…!! তোদেরটা তো আর নিবে না..!!যা এখন এখান থেকে..!!
নাহলে আমি কি করে ফেলি তোকে..!!
এই মেয়েকে যা যা বলেছিস আজকে..!!আমি তো কখনোই ভুলবো না..!!তোর ভাইয়ের লাইফে ও কি সেটা তুই না জানার নয়..!!!আর এর জন্যে তোকে আমি কখনোই ক্ষমা করবো না”…!!!(চিল্লিয়ে)
সবাই চলে গেলো ঐখান থেকে..!!আর আমি হাতের আর মনের ব্যাথায় পাথর হয়ে দাড়িয়ে কান্না করতে রইলাম..!!
সাদিফ ভাইয়া এসে আমাকে হাতে ধরে নিয়ে যেতে লাগলেই আমার হাতটা মনে হচ্ছিলো আর নেই..!!
“উফফ”
বলে চিল্লাতেই উনি ফিরে আমার দিকে তাকিয়ে বলল
“কি”???
আমি হাতে ইশারা করতেই উনি হাত দেখে আমার দিকে রাগী ভাবে তাকিয়ে বললেন…
“জুমান করেছে”???
আমি “না” বললাম মাথা নাড়িয়ে…!!!এরপর উনি আমার হাত নিয়ে কাটা জায়গায় উনার ঠোঁট বুলাতে লাগলেন..!!!
আরাম লাগছে না ব্যাথা পাচ্ছি বুঝছিনা…!!
আমার হাতে ছোট ছোট চুমু দিয়ে আমাকে একেবারে জড়িয়ে ধরে উনার সাথে মিশিয়ে ফেললেন…!!!কাধে ছোট ছোট চুমু দিতে দিতে বললেন….
“এত ভালো কেনো তুমি???এত নরম হলে চলবে না..!!স্ট্রং হতে শিখো”…!!!
কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন…..
“আই অ্যাম সরি বাবুই..!!আমি প্রোটেক্ট করতে পারিনি তোমাকে..!!!অনেকগুলা সরি..!! জুমানের হয়েও আমি সরি বলছি ..!!!এই বাবুই”..!!!!
সাদিফ ভাইয়ার কথা শুনে অনেক শক্ত করেই উনাকে জড়িয়ে ধরলাম…!!!আর মনের কষ্টগুলো চোখের পানি হয়ে ঝরে পড়ছে…!!!
আর ভাবতে লাগলাম..!! জুমান আপুর ভুল কিভাবে ভাঙ্গবো..!!
হাতটাও অনেক ব্যথা করছে…!!!
তবে এখন উনাকে এমন জড়িয়ে ধরে রাখতেই বড্ড ভাল্লাগছে…!!! বড্ড বেশিই ভাল্লাগছে..!!!
মনটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে..!!!
চলবে….♥️