তোকে চাই

তোকে চাই !! Part- 10

উনি ওয়াশরুম থেকে বের হয়েই লেপটপ নিয়ে বসলেন,,,,এজ ইউজাল আমার দিকে ফিরেও তাকালেন না,,,,আমি উনার সামনে গিয়ে দাঁড়ালাম,,,এবার উনি ভ্রু কুচঁকে আমার দিকে তাকালেন,,,

হোয়াট??এভাবে দাঁড়িয়ে আছো কেন??

আমার ইচ্ছা,,,,

তাহলে ওদিকে গিয়ে দাঁড়াও,,আমি কাজ করছি।।

তো??(উনি এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন)আপনি কাজ করছেন ভালো কথা করেন,,,আমি তো আপনাকে ধরে রাখি নি,,, আপনি কাজ করেন আমি এখানেই দাড়িয়ে থাকবো এবং আপনার দিকে তাকিয়ে থাকবো,,হুহ

হোয়াট রাবিশ??বাচ্চাদের মতো কথা না বলে সরো এখান থেকে,,,,(রেগে গিয়ে)

আমি তো বাচ্চায়,,,,এই জুনের ১ তারিখে ১৮ হবে,,,১৮ বছর পর্যন্ত সবাই শিশু।।।তাই আমিও শিশু,,,,

বলেই চট করে উনার কোলে বসে গেলাম,,,হঠাৎ করে যে আমার কি হলো বুঝতে পারছি না,,আমার এমন আচরণের কারণ আমি নিজেও খুঁজে পাচ্ছি না,,,,শুভ্র প্রথমে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন,,বিষয়টি বুঝতে পেরেই রাগী চোখে আমার দিকে তাকালেন,,,

আরে এভাবে তাকান কেন??জানেন না?শিশুদের কোলে নিতে হয়,,,বলেই উনার গলা জড়িয়ে ধরলাম।।।

স্ট্যান্ড আপ,,,(চিৎকার করে)আই সেইড স্ট্যান্ড আপ ডেমেড,,,,

ভয়ে আমি কেঁপে উঠলাম,,কিন্তু নড়লাম না।।মা বলে,,যদি ভয় পাও,,,তো ভয়কে ভয় পাওয়ানোর চেষ্টা করবে,,,হয়তো সে ভয় পাবে না কিন্তু কনফিউজড অবশ্যই হবে,,আর সেটাই বেস্ট সুযোগ নিজেকে বাঁচানোর।।আমিও সেই ট্রিক ইউজ করলাম,,,

চুপপপপপ,,,,,একদম চুপপপ,,,চেঁচাবেন না একদম।।(চিৎকার করে)আপনার কি মনে হয়?? আমি আপনার সাথে রোমান্স করতে এসেছি??বয়েই গেছে,,,আপনার মতো আনরোমান্টিক পারসনের সাথে রোমান্স করার চেয়ে কচু গাছের সাথে রোমান্স করা ভালো,,হুহ

বুঝতে পারলাম উনি ভড়কে গেছেন,,,আমার কথার ধরন হঠাৎ পাল্টে যাওয়ায় উনি একটু কনফিউজড,,, এই সুযোগে ঝট করে উনার কোল থেকে উঠে গেলাম,,,উনার সামনে কোমরে হাত দিয়ে দাড়ালাম,,,,

তোহ,,,কোচিং ঠিক করেছেন??

আমি এভাবে প্রসঙ্গ পাল্টাতেই,,, উনি এবার আরো অবাক হলেন,,কোনো রকম বললেন,,,, হুমমম

ভর্তি ফি যাবৎ কত টাকা লাগবে??

কেনো??(ভ্রু কুঁচকে)সেটা দিয়ে তুমি কি করবে??

বলতে তো আর সমস্যা নেই,,,বলুন না প্লিজ।।

সব মিলিয়ে ২০ হাজারের মতো লাগতে পারে,,,

ওহ্,,থেংক্স।।

বলেই ফোন হাতে ব্যালকনিতে চলে এলাম।।।এতোক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলাম,,,কোচিং এর কথা না তুললে উনি আমাকে দিতেন একটা কানের নিচে লাগিয়ে,,,,এই মুহূর্তে আম্মুকে একটা পাপ্পি দিতে ইচ্ছে করছে,,,আম্মুর আইডিয়াটার জন্য আজ একটুর জন্য বেঁচে গেছি,,,উফফফ্,,,,,,এসব ভাবতে ভাবতেই ভাইয়াকে ফোন দিলাম,,,ভাইয়াই এখন একমাত্র ভরসা আমার,,,

রিদু,,,কেমন আছিস বোন?

একদম কথা বলবা না,, আমাকে একবারও ফোন দিছো তুমি??

ফোন চেক করছিস তুই??কতোবার ফোন দিছি তুই তুলছিস??

না মনে আসলে,,,,(কি বলবো বুঝতে পারছি না)ভাইয়া?????(ন্যাকা কান্না করে)

কি হয়েছে???কাঁদিস কেন??(চিন্তিত হয়ে)

আমার ল্যাপটপ লাগবে,,,উনি কিনে দিতে চাইছিলো বাট আমি উনার থেকে নিবো না,,,তুমি তো বলছিলা যে,, আমার ফার্স্ট ল্যাপটপ তুমি কিনে দিবা,,,,(গোমরা মুখে)

আমি তোকে মানা করলাম কবে??আজই কিনে পাঠিয়ে দিচ্ছি,,,

এই না,, না,,

কি হলো?(অবাক হয়ে)

না মানে বলছিলাম কি,,তুমি টাকা পাঠিয়ে দাও,,,আমি নিজের পছন্দমতো কিনে নিবো,,,

কিন্তু,,,

কোনো কিন্তু না, প্লিজ ভাইয়া,,,,নয়তো দরকার নেই হুহ,,,

আচ্ছা বাবা,,আমি তোকে টাকা পাঠিয়ে দিচ্ছি তুই কিনে নে,,,আপাতত বেশি টাকা নেই আমার হাতে,, ৬০ হাজার পাঠাচ্ছি বোন,,,(মন খারাপ করে)

আমারও মনটা খারাপ হয়ে গেলো,,,বাবা রিটায়ার নিয়েছেন,,,ভাইয়ার টাকায় সংসার চলে,,এত্তোগুলো টাকা দিতে গিয়ে নিশ্চয় মাসের খরচে টানাটানি পড়বে,,,নিজেকে কেমন অসহায় লাগছে,,

ভাইয়া?আমার এতো লাগবে না,,,ল্যাপটপ তো ল্যাপটপই তুমি আমাকে ৩৫ হাজার টাকায় পাঠিয়ে দাও,,,ওতেই হয়ে যাবে,,,

কি যে বলিস,,,একদম না,,,আমি তোকে,,

না,, না,,না,,আমি যা বলছি তাই হবে,,,নয়তো আমার চাই না।।

এত্তো জেদি কেন তুই,,,,আচ্ছা ঠিক আছে।।

সো সুইট বুইড়া,,,

ভালো থাকিস বুড়িটা,,,,নিজের খেয়াল রাখিস,,,

হুমম,,তুমিও,,,


ভাইয়ার সাথে কথা বলে পিছে ঘুরতেই দেখলাম শুভ্র দাড়িয়ে আছেন,,,আমি তাকাতেই বলে উঠলেন,,,

ল্যাপটপ চাই আমাকে বললেই তো হতো,,,ভাইয়াকে ডিস্টার্ব করার কি দরকার ছিলো??

আমার ভাইয়া আমাকে কখনো ডিস্টার্ব বলে মনে করে না।।এনিওয়ে আজ আমাকে কোচিং এ এডমিট করতে যাবেন নাকি?

ডিস্টার্ব ফিল না করলেও তুমি আর এখন উনার রেসপন্সিবলিটি নও,,আর হ্যা,, বিকালে তোমাকে নিয়ে যাবো কোচিং এ তৈরি থেকো।।

ওহ,,,তাহলে বের হওয়ার আগে মনে করে আমার থেকে ভর্তি ফি টা নিয়ে নিয়েন প্লিজ,,সবার সামনে আমি পে করলে ব্যাপারটা খারাপ দেখায়।।

মানে?(অবাক হয়ে)

মানে সিম্পল,,, কোচিং এ ভর্তি হওয়ার জন্য তো টাকার প্রয়োজন হবে,,,,আর টাকাটা নিশ্চয় আপনি দিবেন না?

অবশ্যই আমি দিবো,,,আর এটাই স্বাভাবিক,,,

কেনো দিবেন?

কজ আই এম ইউর হাজব্যান্ড এন্ড ইউ আর মাই রেসপন্সিবিলিটি।।

হাহা,,হাসালেন আমায়,,,হাজব্যান্ড??কখনো হাজব্যান্ডের মতো কোনো আচরন করেছেন এখন পর্যন্ত??যে আজ হাজব্যান্ডের কথা বলছেন,,,,আর রেসপন্সিবিলিটির কথা বলতে গেলে,,আমি কোনো নামমাত্র সম্পর্কের উপর ভিত্তি করে কারো ঘাড়ে বোঝা হিসেবে চেপে থাকতে চাই না।।।তাছাড়া আমি আপনাকে প্রথম দিনই বলেছিলাম,,,আই ডোন্ট ওয়ান্ট ইউর মানি।।।

রোদ,,,,,তুমি এভাবে কেনো বলছো??

কিভাবে বলেছি??আমি তো জাস্ট আমার কথাগুলো আপনার সামনে তুলে ধরলাম ,,,নাথিং ইল্স।।তাছাড়া আমি আপনার তথাকথিত মিডিলক্লাস ফ্যামিলির লোভী মেয়ে,,,এমন টাইপের মেয়ের রেসপন্সিবিলিটি নেওয়া আপনার মতো মানুষের শোভা পায় না,,,,(তাচ্ছিল্যের হাসি দিয়ে)

রোদ,,প্লিজ,,,আমি ওগুলো রাগের মাথায় বলেছিলাম।।।প্লিজ লেট ইট গো,,,আমি তখন নিজের মধ্যে ছিলাম না রোদ।।।

ইট’স টুটালি ইউর পারসোনাল প্রবলেম,,,,

বলেই উনার সামনে থেকে চলে আসলাম,,,আমার কথায় উনি মুখটা কালো করে ফেলেছেন।।।আমারও খারাপ লাগছিলো,,কিন্তু কিছু করার নেই।।উনার বোঝা উচিত কাউকে এভাবে হার্ড করলে,,,তা মানুষকে কতেটা ক্ষতবিক্ষত করে।।।


বিকাল ৩ টা,,,
রোদ??রোদ?তোমার এখনো হয় নি?আমরা লেট হচ্ছি।।

হুমম,,শেষ চলুন।।

হুমম,,, চলো,,

একটু শুনুন?

কি?(ভ্রু কুঁচকে)

টাকাগুলো রাখেন।।(টাকাগুলো উনার দিকে এগিয়ে দিয়ে)

উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে হাত দুটি পকেটে ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়ালেন,,,আমি অবাক হলাম,,উনি হাত না বাড়িয়ে হাত গুটিয়ে নিলেন কেন?উনার দিকে ভ্রু কুঁচকে তাকাতেই,,,উনি বলে উঠলেন

তুমি আমার টাকা নিবে না ভালো কথা,,,,কিন্তু বিয়ের পর ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে নিজের আত্মসম্মানের ফালুদা কেন বানাচ্ছো??(ভ্রু নাঁচিয়ে)

ভাইয়ার থেকে টাকা নিলে আত্মসম্মান কমবে কেন??আমারই তো ভাইয়া,,,

তুমি এখনো ছোট তাই বুঝতে পারছো না কিন্তু এর চেয়ে অসম্মানজনক বিষয় আর হতেই পারে না।।আশেপাশের মানুষ বলবে,,ওই দেখো,,,মেয়েটার বিয়ে হয়ে গেছে তবু ভাইয়ের টাকা উড়াচ্ছে,,,ব্লা,, ব্লা।।।তুমি যেহেতু এ বাড়ির বউ,,আমার রেসপন্সিবিলিটি হলো তোমার সম্মান রক্ষা করা।।তাই কি না বলো??

আমি বোকার মতো মাথা নাড়লাম,,,কারন বিষয়টা সত্যিই চিন্তার ,,,আমি তো এভাবে ভাবি নাই।।এবার আমি বেশ টেনশনে পড়ে গেলাম,,,”তাহলে আমি কোচিং এ ভর্তি হওয়ার টাকা কই পাবো??”বলেই মুখ গোমরা করে বিছানায় বসে পড়লাম।।

আমার কাছে একটা আইডিয়া আছে,,,তুমি চাইলে, তুমি আইডিয়াটা ইউজ করতে পারো,,,(গম্ভীর কন্ঠে)

কি আইডিয়া??(কৌতূহল নিয়ে)

তুমি আপাতত আমার থেকে টাকা নাও,,,পরবর্তীতে দিয়ে দিবে,,সিম্পল…

মানে?(ভ্রু কুঁচকে)আমার কাছে তো টাকায় নাই,, আমি আপনাকে দিবো কিভাবে??

আরে দেখো,,তুমি এডমিশন কোচিং এ ভর্তি হচ্ছো,,,ভালো পড়াশুনা করবে,,,ভালো ভার্সিটি চান্স পাবে।।একসময় গ্রেজুয়েট কমপ্লিট করবে,,,নিজের পায়ে দাড়াঁবে,,,তখন না হয় দিয়ে দিও,,,,এতোদিন আমার থেকে লোন হিসেবে নাও,,,আমি হিসেব রাখবো,,,,

কিন্তু,,,(কনফিউজড হয়ে)

ওকে,,তোমার কাছে বেটার অপশন থাকলে,,ইউ ক্যান ইউজ(ভাব নিয়ে)

উনার আইডিয়াটা আমার বেশ ভালোই লাগছে,,,তাই আর ঝামেলা না করে উনার কথায় রাজি হয়ে গেলাম,,আর বললাম আমি অবশ্যই তার টাকা রিটার্ন করবো,,উনি যেনো মনে না করেন,,আমি উনার টাকা একবারে নিয়ে নিচ্ছি,,,আমার কথা শুনে উনিও মাথা নাড়িয়ে বলে উঠলেন,,

অবশ্যই,,,দিবা,,না দিলে তোমার নামে কেস করবো।।আমি তো টাকা ছাড়ার মানুষ নই।।।আচ্ছা যাও এক কাপ কফি নিয়ে আসো,,,

এখন??(অবাক হয়ে)

হুমম,,,এতো সুন্দর আইডিয়া দিলাম,,ট্রিট দিবা না??আমি ফ্রিতে কিছু করি না,,,গো নাও।।

আমিও আর কিছু বললাম না,,মুখ ভেঙিয়ে নিচে চলে গেলাম।।কিন্তু ফিরে এসে যা দেখলাম,,তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না,,,যে শুভ্র মুচকি হাসতেও ঠোঁটের কাছ থেকে ট্যাক্স নেয়,,,সেই শুভ্র বিছানায় শুয়ে রীতিমতো গড়াগড়ি খাচ্ছেন আর পেট চেপে ধরে হাসছেন ,,,উনাকে দেখে মনে হচ্ছে হাসির চোটে উনার পেটে রীতিমতো ব্যাথা শুরু হয়ে গেছে,,কিন্তু উনার হাসি থামছে না,,,।।আমার জানা মতে হাসির মতো তো কিছুই হয় নি,,তাহলে উনি এভাবে হাসছেন কেনো??হঠাৎ করে এমন কি হলো যার জন্য হাসতে হাসতে শহীদ হয়ে যেতে হবে??নীলিমার ভূত সত্যি সত্যি ঘাড়ে চাপেনি তো??😱আমার দোয়া যে এতো তাড়াতাড়ি গ্রেন্ডেট হয়,,তা তো জানা ছিলো না…..……

#চলবে,,,,