Psycho is Back

Psycho is Back !! Part- 16

Chehre mein tere
Khud ko main dhoondhun
Aankhon ke darmiyaan
Tu ab hai iss tarah
Khwabon ko bhi jagah na mile
Yeh mausam ki baarish
Yeh baarish ka paani
Yeh paani ki boondein
Tujhe hi toh dhoondhe
Yeh dilne ki khwahish
Yeh khwahish puraani
Ho poori tujhi se
Meri yeh kahaani
গানটি যেন মুহুর্তে সুন্দর একটি পরিবেশ করে তুলল।।গানের সাথে সাথে বাহিরের বৃষ্টি অনুভব করছিলাম।।আজকে কাটানো রাতটি ভাবতে লাগলাম।।সত্যি উনি না থাকলো এমন সুন্দর একটি রাত উপভোগ করতে পারতাম না।।
ইউসুফ ড্রাইভ করছে আর আড় চোখে বার বার তার বাবুইপাখিকে দেখছে।।
—-বাবুইপাখি…!! তোর মুখে এই হাসিটি সব সময় রাখবি।।তোর হাসিটি খুব সুন্দর।।বলল ইউসুফ।।
ভাইয়ার কথায় আমি শুধু একটি মিষ্টি হাসি দিলাম।।
গাড়িটি একটি সাইডে রেখেছে ভাইয়া।।বাহিরে বৃষ্টির বেগ আরো বেড়েছে।।সাথে ঠান্ডাও লাগচ্ছে অনেক।।ঘুমও পাচ্ছে।।
—-বাবুই পিছনের সিটে যে ঘুমিয়ে পর,,যতখন বৃষ্টির বেগ না কমছে গাড়ি ড্রাইভ করা রিস্কি।।
আমি মাথা নাড়িয়ে পিছনে চলে আসলাম।।আর শুয়ে পড়লাম।।ভাইয়াও ক্লান্ত তাই তাকেও বললাম পিছনে চলে আসতে।।প্রথমে না করলেও পরে চলে আসেন।।ভাইয়া গাড়ির সিট গুলো হেলিয়ে দিলেন।।এতে আরো শুতে আরাম লাগচ্ছে।।
ভাইয়া ও পাশ ফিরে ঘুমিয়েছেন আর আর এ পাশ ফিরে।।এভাবে ঘুমানোর অভ্যাস আমার নেই।।তাই এ পাশ ও পাশ করে লাগলাম।।তখন ভাইয়া আমাকে এমন করতে দেখে এ পাশ ঘুরে বলতে লাগে,,,
—–কি হয়েছে বাবুইপাখি?? এমন করছো কেন??
—-আমি এভাবে ঘুমতে পারছি না।।আমার অভ্যাস নেই।।
তখনি ভাইয়া আমাকে টান দিয়ে তার সাথে মিশেয়ে নেয় তার বুকের সাথে।।আমি স্পষ্ট ভাইয়ার বুকের বা পাশের সেই ধুকপুকানি আওয়াজ শুন্তে পাচ্ছি।।এখন যেন এক অন্য রকম ভাললাগার ফিলিংস আসচ্ছে।।তার সাথে তার শরীরের সেই মন মাতানো ঘ্রাণ।। কিছুক্ষণ ওভাবে থাকার পর যখন তার থেকে সরে আসতে চাই।। তিনি তখন আমাকে আরো শক্ত করে তার সাথে চেপে ধরে বলতে লাগেন,,,
—-বাবুই পাখি আর নড়িস না।।নয়তো বৃষ্টির মাঝে বাহিরে বের করে দিবো।।আর বাহিরে এখন অনেক জন্তু জানোয়ারের সাথে ভূত-প্রেতের উপদ্রবে ভয় আছে।।পরে আমাকে দোষ দিসনা।।
তার কথায় আমার হতবাক।।এ অবস্থায় কেউ এমন হুমকি দেয়।।তাই উপায় না পেয়ে আর সরতে চাইলাম না।।তা দেখে ভাইয়া আমার মাথা তার বুকের সাথে চেপে তার এক পা আমার উপর তুলে দিলেন,, যে আমি তার কোলবালিশ।। আমারো ঘুম পাচ্ছিল তাই তার বুকে গুটিশুটি মেরে শুয়ে রইলাম।।।
ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল।। চোখ পিটপিট করে খুলে দেখি আমি ব্ল্যাঙ্কেটের নিচে।।আরো ভাল করে তাকিয়ে দেখি আমি আমার রুমে।।সাথে সাথে উঠে বসলাম।।
—-আমি তো গাড়িতে ভাইয়ার বুকে ছিলাম।। তাহলে এখানে??
এসব ভাবচ্ছি।।ঘড়ির দিকে তাকিয়ে দেখি ১২ টা বাজে।।এতক্ষণ ঘুমিয়েছি।।কেউ ডাকি নি।।গতো রাতের কথা মনে হতেই মনের মাঝে খুশির মেলা বসে গেল।।
—–ইসসস!!রাতটা যদি না শেষ হতো।।
তখনি হোয়াটসঅ্যাপের মেসেজ আসলো।। ফোনের সাথে সাথে টুং করে শব্দ হলো।।ফোন টা হাতে নি আমি অবাক চোখে তাকিয়ে আছি।।কাল রাতের কাটানো প্রতিটি মুহুর্তের ছবি সাইকো তার ফোন থেকে পাঠিয়েছে।।কি সুন্দর লাছে।।কিন্তু এগুলো তুলল কখন।।ছবি গুলোর সাথে একটি মেসেজ আসে,,
বাবুই পাখি আই হোপ ইউ লাইক দ্যা পিকচারস দিস ইজ দা স্মল গিফট ফরম মি, টু
একোম্পানি মি টুমোরো ❤❤
তার মেসেজ দেখে আমার মুখে আলাদা একটি লাল লাল অাভা ভেসে উঠলো আমার গাল দুটো।। ব্লাশিং করতে লাগলাম।।থ্যাংকস তো তাকে আমার দেওয়ার কথা।। এত সুন্দর একটি রাত উপহার দিয়েছেন তিনি।। আর উল্টো তিনি আমাকে থ্যাঙ্কস দিচ্ছেন।।
তাই আমি তাকে থ্যাঙ্কস জানালাম টেক্সট করে।।
আর পিক গুলো এফবিতে আপলোড দিলাম।।
সেদিনের পর তিনি আরো অবাক অবাক কান্ড করতেন।।প্রতিদিন আমার জন্য চকলেট আইসক্রিম এগুলো নিয়ে আসতেন।। সাথে থাকতো একগুচ্ছ গোলাপ।।নিজেকে তখন স্পেশাল মনে হতো।।তার মাঝে তিনি হুট করে আমাকে জড়িয়ে ধরেন,কখনো কখনো আমার গালে কঁপালে শব্দ করে চুমি খান।।
একদিন উনি নানুমার সাথে কথায় কথায় জানতে পারেন, আমার মাছের চোখ খুব ভাল লাগে খেতে।। তার পরের দিন তিনি বাসার কাজের লোকে সাথে করে নিয়ে অনেক বড় বড় মাছ নিয়ে আসলেন ৭/৮ টা।।যেহেতু উনি যেহেতু তিনি প্রথম প্রথম বাজারে যান তো অনেক দাম দিয়ে মাছ কিনে নিয়ে আসেন সেদিন।।আর সব গুলো মাছের মাথা রান্না করান নিজে দাড়িয়ে থেকে এবঙ আমাকে টেবিলে বসিয়ে প্রতিটি মাথা থেকে মাছের চোখ বেছে বেছে আমাকে তার সামনে বসিয়ে খাইয়ে ছিলেন।।নানু মা, আর আন্টিমাতো অবাক তার এমন কাজে।।আমিতো লজ্জায় শেষ।।এভাবেই দিন গুলো কাঁটছিল আমার।।তিনি এভাবেই কেয়ার করতে লাগলেন।।তার জন্য আমার মনে ধীরে ধীরে কিছু অনুভূতির জন্ম নিতে লাগলেন যার নাম দিতে পারতিস না।। এঁকেই কী ভালোবাসা বলে???তাহলে কি আমি না চাইতো তাকে ভালোবেসে ফেলেছি???এসব যখন ভাবি তখনি আমার কেমন লাল লাল হয়ে যায়, আর আমি লজ্জা মিশ্রিত স্মাইল দিতে থাকি?? কিন্তু কেন আমার কিছু জানা নেই।।🙈🙈🙈
চলবে,,,
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।।