Life’s First Love– পর্ব – ৭
লেখা: রায়হান আহমেদ।
আব্বু, আব্বু, (তাহসিন)
কি হয়েছে চিৎকার কিরছিস কেন? (আব্বু)
আমি বিয়ে করব (তাহসিন)
তর লজ্জা সরম বলতে কিছু নেই, (আব্বু)
উফফ আব্বু আমি এখন ফান করছি না, আমি বিয়ে করব, (তাহসিন)
কোন মেয়েকে দেখে তর মাথা খারাফ হয়ে গেল,(আব্বু)
নিপা কে, (তাহসিন)
আগেই জানতাম, তর গালে কি থাপ্পড় পড়ে নাই, (আব্বু)
মানে তুমি ও নিপার সম্পর্কে সব জানতে, (তাহসিন)।
হুম আচ্ছা টিক আছে আমি নিপার বাবার সাতে কথা বলব, তুই এখব যা, (আব্বু)।
আচ্ছা (তাহসিন)
এই ভাবে কেটে গেল আমাদের আরও ৫ টা মাস, হা আব্বু নিপার বাবা সাতে কথা বলেছেন,সব কিছু টিক টাক, বাট আমি সময় চেয়ে নিয়েছি, কারন আমি নিপার মুখ থেকে
কথা বের করতে চাই, যে নিপা আমাকে বলবে, যে আমি তোমাকে অনেক ভালবাসি তাহসিন অনেক, তাই আমি সময় ছেয়ে নিয়েছি।এই ৫ টা মাসে আমি নিপা কে অনেক ভাবে অত্যাচার করেছি, কখনো কাজ দিয়ে, আবার কখনো ভালবাসা দিয়ে, নিপার কেমন লাগত জানি না, আমার অনেক ভাল লাগত, আর আমার মনে হয়, নিপার ও অনেক ভাল লাগত কারন, আমি যে সময় নিপা কে স্পর্শ করতাম টিক এই সময় নিপার শ্বাস ঘন হয়ে যেত, একদিন ত আমাকে খামছি মেরে ধরে ফেলে, সেই দিন থেকেই আমি বুঝেছি যে নিপা ও আমাকে ভালবাসে বাট বলতে পারছে না, আমি ও সে দিন থেকে প্রতিজ্ঞা করি, যে নিপার মুখ থেকেই ভালবাসার কথা টা বের করব, (তাহসিন)।
হা আমি এই বিয়াদব টা কে ভালবেসে ফেলেছি,কেন জানি না, এই বিয়াদব টা
আমাকে স্পর্শ করলে আমার এত ভাল লাগে
যে বলে বুঝাতে পারব না, কিন্তু আমি কি করব
আমি ত আর মুখ ফুটে বলতে পারব না যে আমি ও আপনাকে ভালবাসি।আমার ত লজ্জা সরম বলতে কিছু আছে, এই বিয়াদব টার ত এসব কিছু নেই, কেন জানি না আমি এই বিয়াদব টার অত্যাচারের প্রেমে পড়েছি।অর অত্যাচার যে এত মিষ্টি হবে তা জানতাম না।
হা আমি ওকে ভালবাসি, এই বিয়াদব টা কেই ভালবাসি, অর অত্যাচার কে ভালবাসি। আমার জীবনের 1st Love এই বিয়াদব টা, এই টা আমি কখনো হারাতে দিব না, যে কোনো মূল্যে আমি এই বিয়াদব টা কে চাই,,, (নিপা)।
তারিফ কোথায় তুই (তাহসিন)
প্রেম করছি, কেন কোনো ধরকার (তারিফ)
মানে রাত ৯ টা বাজে তুই কার সাতে প্রেম করছিস (তাহসিন)।
চলে আয় রেস্টুরেন্ট এ এসে দেখে যা (তারিফ)
ওকে ওয়েট। আসছি (তাহসিন)।
তারপর আমি রেস্টুরেন্ট এ গেলাম, এ কি এত রাতে মধু,, মধু আমাকে দেখেই ভয় পেয়ে গেল
অর চোখ মুখ দেখেই বুঝা যাচ্ছে, আমি মধু কে ইশারা করলাম বসতে, (তাহসিন)।
মধু অফিস থেকে কখন আসলে (তাহসিন)?
জি ভাইয়া ৬ টার সময় (মধু)
আমি ত আজ জাই নি, অফিস কি ভাবে চলছিল, (তাহসিন)
আপনার থেকে ও ভাল (মধু)
মানে (তাহসিন)
কাকে দ্বায়িত্ব দিয়েছেন,জানেন আপনার থেকে ও অনেক রাগী, আজ আমাকে থাপ্পড় দিয়েছে,
আমি অনেক কেঁদেছি, বাট সরি ও বলেছে (মধু)
তোমাকে কেন থাপ্পড় দিয়েছে (তাহসিন)
ফোন এ কথা বলছিলাম। (মধু)
কার সাতে, (তাহসিন)
উনার সাতে (মধু)।
বুঝেছি। (তাহসিন)
অইইই তুই কি তর অফিস এই কানে নিয়ে আসছিস। (তারিফ)
তুই চুপ কর, আমি একটা বিপদে আছি (তাহসিন)
তুই বিপদে, কি বিপদ বল ত (তারিফ)।
তারপর সব বললাম, যে কি ভাবে নিপার মুখ থেকে বের করতে পারি, যে নিপা আমাকে ভালবাসে (তাহসিন)
আমার কাছে একটা উপায় আছে, জানি না কাজে আসবে কি না, বাট ট্রাই করে দেখতে পারেন (মধু)।
হা বল (তাহসিন)।
শুনুন আমরা মেয়েরা সব কিছু মানতে পারি
বাট স্বামীর অধিকার কাউকে দিতে পারি না,
তাই বলছিলাম আপনি নিপা আপু কে দেখিয়ে দেখিয়ে একটা মিথ্যা প্রেমের অভিনয় করেন, মানে এখন থেকে নিপা আপু কে Ignore করেন।তাহলে সব কিছু বুঝুতে পারবেন, আর নিপা আপু ও বেশি দিন ওয়েট করবে না আপনাকে তার মনের কথা বলে দিবে।(মধু)
ওকে দেখি কি হয়,,বাট মেয়ে পাব কোথায় (তাহসিন)
আরে মধু আছে ত (তারিফ)
দূর ও আমার ছোট বোনের মত (তাহসিন)
ত কি হইছে, তুই ত আর সত্যি সত্যি অকে লাভ করবি না, জাস্ট অভিনয় (তারিফ)
তাহলে মধু কাল থেকে শুরু করা যাক (তাহসিন)।
ওকে (মধু)।
সকাল বেলা,অফিস এ,,,
আমি রুমে বসে আছি, হটাৎ দেখলাম নিপা আসছে, আজ একটু নিপার সাতে অন্য রকম ব্যাবহার করব,
তোমাকে আমি ডেকেছি, (তাহসিন)
সরি স্যার আসলে আমি বুঝতে পারি নি (নিপা)
আমি ত বাংলা বলেছি, বাংলা বুঝ না, (তাহসিন)
………… নিশ্চুপ,(নিপা)
কিছু বলার হলে বল, আর তা না হলে চলে যাও আর কখনো না ডাকা পর্যন্ত আসবে না, (তাহসিন)
ওকে,(নিপা)।
হ্যাল মধু, আমার কেবিন এ আস ত (তাহসিন)
কি বেপার মধু কে ডাকছে কেন? (মনে মনে ভাবলাম,)না বেপার টা দেখতে হবে (নিপা)
মধু এসেছ, (তাহসিন)
জ্বি ভাইয়া (মধু)।
এই দিকে আস ত আমার হাত টা না অনেক
ব্যাথা করছে,আমার হাত টা একটু টিপে দাও ত,?
কিহ,,, মধু কেন টিপে দিবে, (নিপা)
তোমাকে কথা বলতে কে বলেছে, আর তুমি এই কানে দ্বারিয়ে আছ কেন,? যাও এই কান থেকে,,(তাহসিন)
আচ্ছা আমি আপনার হাত টা টিপে দেই (নিপা)।
তুমি যাবে কি না, (ধমক দিয়ে)(তাহসিন)
দেখলাম আমার ধমক এর সাতে সাতে নিপার চোখে পানি চলে আসছে,,(তাহসিন)
তার পর নিপা হন হন করে, রাগে অভিমানে, আমার কেবিন থেকে বের হয়ে গেল।
মধু বেশি করে ফেললাম না ত, (তাহসিন)
না ভাইয়া,,এসব বিষয়ে মায়া দেখালে চলবে না, আর আপু যে ভাবে রেগে গেছে আমার মনে হয় খুব শিঘ্রিই আপনাকে এসে বলবে, যে সে ও আপনাকে ভালবাসে,,(মধু)
তাই যেন হয় (তাহসিন)।
চলবে..।।।।