সিনিয়র বউ

Life’s First Love– পর্ব -৬

লেখা : রায়হান আহমেদ।
এই কানে রাখেন, (নিপা)
কেন? ( তাহসিন)।
বাসায় এসে গেছি (নিপা)
ওকে, (তাহসিন)।
তারপর আমি গাড়ি থেকে নেমে চলে গেলাম।(নিপা)।
কাল জেন সঠিক সময় মত অফিস এ পাই ( তাহসিন)।
হুহ,,মুখ ভেংচি করে (নিপা)।
আমি মুচকি হাসি দিয়ে চলে আসলাম। (তাহসিন)।
যাক বাবা এত দিন পর হলে ও বলতে পারলাম।
বাট আজ যা করলাম তা কি টিক, না টিক না,
না টিক, এ ছাড়া আমার আর কোনো উপায় নেই,এই কাজ না করলে আমি অকে কোনো দিন বলতেই পারতাম না। যাই হোক বলে ত ফেললাম, এখন কি নিপা আমাকে ভালবাসবে,
দেখি কি হয়, (তাহসিন)।
হ্যাল, মাধুরি বাসায় পৌছে গেছস? (নিপা)
তুমি আমার সাতে কথা বলবে না (মধু)।
উফফ খুব রেগে আছিস, সরি রে (নিপা)।
হুম, বাসায় এসে গেছি,এই একটা লুচু ছেলে নিয়ে এসেছে, (মধু)
লুচু ছেলে মানে (নিপা)
অই ত বলল যে তাহসিন ভাইয়ের ফ্রেন্ড, তুমি ত তাহসিন ভাইয়ের সাতে ইনজয় করছিলে টিক এই সময়, অই লুচু ছেলে টা আমার গালে কিস করে, আর বলে আমাকে ভালবাসে। (মধু)
হায় খোদা তুই কি কিছু বলেছিস, (নিপা)
না আমি কিছু বলি নাই, (মধু)।
ওকে আমি এসব দেখব, তুই কিছু বলিস না (নিপা)।
আচ্ছা (মধু)।
এখন ঘুমা, অনেক রাত হয়েছে (নিপা)
হুম তুমিও ঘুমাও, বাই (মধু)।
সালা বিয়াদব নিজে ত আমাকে জ্বালিয়ে কাচ্ছে এখন আবার মধুর পিছে আরেকটা লাগিয়ে দিছে, উফফ হটাৎ কেন এই সালা টা এই রকম
হল, আল্লাহ জানে,, (নিপা)।
আমি জানি এখন আমাকে অনেক বকছে, হাহাহা তোমার বকা ও আমার অনেক ভাল লাগে, ভেবেছিলাম তোমার প্রতি অত্যাচার টা কমাব, বাট না এখন আরও বাড়বে, কিন্তু এই অত্যাচার টা হবে ভালবাসার? কাল থেকে শুরু
মেডাম, রেডি থেক, (তাহসিন)।
এত রাতে আবার কে ফোন করল,? ঘুম ঘুম
চোখে হ্যাল, কোন খাটাশ রে এত রাতে ফোন করে আমার ঘুম টা বাজ্ঞালি, (নিপা)।
অইই চুপ, (ধমক দিয়ে,) আমার নাম্বার সেইভ করা নেই, (তাহসিন)
কে তুই আর তর নাম্বার কেন সেইভ করে রাখব,
(নিপা)
নিপা বেশি হয়ে যাচ্ছে (তাহসিন)।
তারপর ফোন এর দিকে চেয়ে দেখি, বিয়াদব লেখা, সরি স্যার আসলে ঘুমিয়ে ছিলাম ত তাই আপনার নাম না দেখেই কল টা রিসিভ করেছিলাম, সরি। (নিপা)।
হুম আমিও সরি এত রাতে কল দেওয়ার জন্য,
আসলে কালকের মিটিং টা, বিকেল থেকে সকাল এ চলে আসছে, তাই জানিয়ে দিলাম।
সময় মত চলে এস তা না হল,? (তাহসিন)
তা না হলে কি, (নিপা)
হাহাহাহা কিছু না, ক্লাবে যা করেছিলাম, তার থেকে একটু বেশি করব (তাহসিন)
না না আমি আসব, সঠিক সময় আসব?(নিপা)
হুম এস, এখন ঘুমাও বাই (তাহসিন)
তার পর আমি ও ঘুমিয়ে গেলাম সকাল এ উটে
রেডি হয়ে নাস্তা না করেই চলে গেলাম, কারন দেরি হয়ে যাবে তাই। গিয়ে দেখি নিপা ও চলে আসছে, ওয়াও নিপা কে আজ অনেক সুন্দর লাগছে, মন চাচ্ছে এখন গিয়ে ঝরিয়ে ধরে আদর করি, দ্বারাও এত সুন্দর করে সাজার জন্য শাস্তি ত একটা পেতে হবে, ওয়েট, (তাহসিন)।
ভাল ভাবে মিটিং টা শেষ করলাম, নিপা ফাইল
গুলা নিয়ে আমার রুমে আস? (তাহসিন)
জ্বি স্যার (নিপা)
স্যার আসব (নিপা)
হুম আস (তাহসিন)।
এই নিন, (নিপা)
এই দিকে এসে দিয়ে যাও, (তাহসিন)
আমি একদম স্যারের কাছে চলে গেলাম,
স্যার খপ করে আমার হাত দরে টান মেরে কাছে নিয়ে গেলেন, (নিপা)
কি বেপার আজ এত সুন্দর করে সাজলে যে, (তাহসিন)
তাতে আপনার কি আর এসব কি করছেন (নিপা)
এখন ও ত কিছুই করি নি, এখন করব, (তাহসিন)
মানে কি করবেন আপনি, (নিপা)
দেখবে কি করি(তাহসিন)
স্যার এই কথা বলে আমার দিকে এগিয়ে আসছেন,আর আমি পিছিয়ে যাচ্ছি, হটাৎ গিয়ে দেয়ালের সাতে ধাক্কা খেয়ে থেমে গেলাম,স্যার ও একদম আমার কাছে চলে আসলেন, স্যার এক হাত দিয়ে আমার চুল গুলা সরাচ্ছে, আর এই দিকে জেন আমার সারা শরীর কেমন করছে, স্যার এর শ্বাস একদম আমার কাছে, আমার শ্বাস ঘন ঘন হয়ে আসছে, আমি জানি না আমার কি হয়েছে, আমি চোখ বন্ধ করে আছি, হটাৎ স্যার আমার চুল সরিয়ে, গলায় একটা কিস করলেন, আমি কোনো ভাবে নিজেকে সামলাতে পারলাম না, আস্তে আস্তে
স্যার আমার সারা মুখে কিস করে বসলেন,
হটাৎ আমার কেমন যেন লাগল, আমি ত অনেক বড় ভুল করছি, এসব আমি কি করছি,
অনেক কষ্টে নিজেকে সামলিয়ে স্যারের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম,।যেই চলে আসলাম টিক এই সময় হাতে টান অনুভব করলাম, স্যার এক টানে আমাকে উনার বুকে নিয়ে গেলেন,? আমাকে খুব শক্ত করে ঝরিয়ে ধরলেন, আমি স্যার কে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে দৌরে রুম থেকে চলে আসলাম। (নিপা)।
আমি জানি না আমার কি হয়েছে, নিপা কে দেখলেই আমার শুধু আদর করতে ইচ্ছে হয়।
আমি নিপা কে অনেক ভালবেসে ফেলেছি।
আমি আজই আব্বু কে বলব যে আমি নিপা কে বিয়ে করব? (তাহসিন)।
চলবে….