রাগী বস

রাগী বস – পর্ব- ১৩

সিফাতঃখাবারের ডিস টা হাতে নিয়ে চুপচাপ ভাবছি,কি করা যায় এগুলো,আমিতো জানি আমায় শিক্ষা দেওয়ার জন্য সিনহা মরিজের গুড়ো বেশি দিয়েছে।চুপচাপ গালে হাত দিয়ে বসে আছি।
.
সিনহাঃকি হলো খাচ্ছে না কেনো,খা না রে একটু মুখে দে তারপরেই 😂
.
স্যার খাচ্ছেন না কেনো,খাবেন না,ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে নিন।
.
সিফাতঃহুম খাবোতো,এখনি খাবো তার আগে তোমাকে খাইয়ে দেই।😂
.
সিনহাঃএএএএ🙄
.
সিফাতঃহ্যাঁ নাও হা করো ওর মুখের সামনে লোকমা নিয়ে।
.
সিনহাঃবলছিলাম কি স্যার আপনি খেয়ে নিন,আমিতো খেয়েছি,আপনার তো খিদেও পেয়েছে?
.
সিফাতঃহুম আমিওতো খাবো কিন্তু এতো না আর তুমিতো জ্যাম পাউরুটি খেয়েছো,ওতে কি হয়,,আর বিরিয়ানী তোমার হাতের রান্না খেয়ে দেখবে না টেষ্ট কেমন হয়েছে,নাও হা করো।
.
সিনহাঃ অনিচ্ছা সত্ত্বেও হা করতে হলো,জানি উনি ছারবে না, না খাইয়ে,সব জেনে গেছে মনে হয়,সিনহা এবার তোর রক্ষা নাই।
.
সিফাতঃএক লোকমা ওর মুখে দিয়েছি,মুখটা দেখার মতো অবস্থা হয়েছে, মুখ থেকে বের করে দিতে পারলে মনে হয় বাঁচে। বোঝো সিনহা এবার কেমন লাগে আমায় খাওয়াতে চেয়েছিলে না এবার নিজে খাও নিজের ঝাল ঝাল টেষ্টি টেষ্টি বিরিয়ানী।
.
সিনহাঃএক লোকমা মুখে নিয়ে আমার কলিজা ট পুরো জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে এবার মরেই যাবো।
স্যার আর খাবো না,খেতে ইচ্ছে করছে না।
.
সিফাতঃকেন টেষ্টি হয়নি আরেকটু খাও,তোমারি তো রান্না।বলে ওর দিকে তাকিয়ে আছি বেচারি অসহায়ের মতো তাকিয়ে আছে,চোখ মুখ লাল হয়ে গেছে,থাক এবার আর না যা শিক্ষা পাওয়ার পেয়েছে, কষ্ট পাচ্ছে আমার বউটা।একটু জ্বালায় ওকে।
.
কেমন রান্না করো নিজের রান্না নিজে খেতে পারো না আমি খাবো কি,মনে হয় খুব বাজে হয়েছে খেতে তাই না সেজন্য খেতে পারছো না,?
.
সিনহাঃএমনিতে ঝালে মরে যাচ্ছি তারওপর অপমান,রাগ চরমে উঠে গেলো ওনার হাত থেকে খাবারের প্লেট টা কেরে নিয়ে গপাগপ খেতে লাগলাম।
.
সিফাতঃ,আরে আরে করো কি সিনহা ঝাল লাগবে এতো ঝাল খেতে পারবে না খেয়ো না প্লেট রাখো বলছি?.,
.
সিনহাঃওনার কোনো কথায় শুনছি না।রাগের মধ্যে খচ্ছি ঝাল লাগছে কিন্তু তার তোয়াক্কা করছি না।খেতেই আছি।
.
সিফাতঃএ তো কথা শোনার মেয়ে না,খেয়েই যাচ্ছি চোখ মুখের অবস্থা হয়েছে কি লাল হয়ে গেছে।সামনে থেকে প্লেট টা কেড়ে নিলাম পানি খেতে দিলাম।সমস্যা কি তোমার এতো জেদ কেন?কোন কথা বলছে না শুধু হাফাচ্ছে ঝাল প্রচন্ড পরিমানে খেয়ে ফেলেছে,আচ্ছা ওর কি ঝালে এলার্জি আছে,ওহ্ শিট থাকলে তো সমস্যা।সিনহা কষ্ট হচ্ছে তোমার বলো ওর দুগালে হাত দিয়ে ধরে মুখ উচু করিয়ে ধরলাম,ওর চোখে পানি এসে গেছে,,চোখমুখ ঠোট লাল হয়ে গেছে,আমি আর কিছু ভেবে না পেয়ে ওর ঠোটে ঠোট মিলিয়ে দিলাম।প্রথমে ও ছাড়ানোর চেষ্টা করলেও পরিবর্তীতে নিজেই আমার ঠোট দুটো আকড়ে ধরে।অনেক টা সময় পর দুজন দুজন কে ছেড়ে দিলাম।ও এখনো হাফাচ্ছে মাথা নিচু করে।ওর সামনে থেকে চলে এলাম।
.
সিনহাঃ কি করলাম এটা এখনি,কি হলো আমার সাথে, 🙄আমি নিজেও কেন,ধ্যাত।
বিছানায় তো পানি দিয়ে ভিজিয়ে রাখছে খাটাশ এখন ঘুমাবো কোথায়,, 🤔কথাটি ভাবছি পাশে তাকিয়ে দেখি উনি দাড়িয়ে আছে।
.
সিনহাঃবলছি ঘুমাবেন কোথায়,বিছানা তো ভিজিয়ে দিয়েছেন,?
.
সিফাতঃআমিও সেটাই ভাবছি ঘুমাবো কই।
সিনহা আর আমি দুজন দুজনের দিকে তাকাচ্ছি,আবার দুজন বিছানার দিকে একবার সোফার দিকে একবার,এবার দুজনেই ছুটে গেলাম সোফার কাছে।কিন্তু এই পিচ্চি সিনহা আগে ছুটে গিয়ে শুয়ে পড়েছে আমিও গিয়ে সোফা দখল করতে পড়ে গেলাম সিনহার ওপর।
.
সিনহাঃএই এই আপনি এখানে কেন আমি আগে দখল করেছি,এখানে আমি ঘুমাবো।
.
সিফাতঃএহ্ বললেই হলো,আমি ঘুমাবো তুমি সরো।
.
সিনহাঃনা এটা চিটিং,আমি আগে এসে দখল করেছি আমি ঘুমাবো,আপনি না।
.
সিফাতঃতাহলে আমি কোথায় ঘুমাবো?
.
সিনহাঃজাহান্নামে😷
.
সিফাতঃকি বললে😠ওর মুখের কাছে মুখ নিয়ে গিয়ে?
.
সিনহাঃনাহ কিছু না বললাম আপনি কোথায় থাকবেন আমি কি জানি,যেমন বিছানা ভিজাইছেন এবার বোঝেন 😏
.
সিফাতঃআমি এখানে ঘুমাবো।
.
সিনহাঃনা আমি ঘুমাবো।
.
সিফাতঃনা আমি।
.
সিনহাঃনা আমি।
.
সিফাতঃ,এটা কার বাড়ি,আর তোমার বস কে?
.
সিনহাঃআপনি,আর আপনার বাড়ি।
.
সিফাতঃতাহলে আমার কথায় শেষ কথা।
.
সিনহাঃতাহলে আমি কি সারারাত জেগে থাকবো?
.
সিফাতঃকেন জেগে থাকার ইচ্ছে আছে নাকি?
.
সিনহা ঃনা কিন্তু ঘুমাবো কোথায়?
.
সিফাতঃহুম সেটাই, এক কাজ করো আমার পাশে শুয়ে পড়ো,দুজন সোফায় হবে না কষ্টোকর তারপরো একটু কষ্ট করো।
.
সিনহাঃনা আমি আপনার সাথে ঘুমাবো না আর ঐটুকু জায়গায় তো আরো থাকতে পারবো না।
.
সিফাতঃযা ইচ্ছা করো আমারি ভালো, একটু আরামে ঘুমাতে পারবো।
.
সিনহাঃঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসছে কিন্তু ঘুমাতে পারছি না,ঘুমালে ঐটুকু সোফায় ঐ খারুসটার সাথে ঘুমাতে হবে ধ্যাত ভালোই লাগে না।
.
সিফাতঃভয় নেই ঘুমিয়ে পড়ো,আর না হয় থাক আমিতো লুচু,যদি কিছু করি।ঘুমাতে হবে না।
.
সিনহাঃএক কথা পেয়েছে সবসময় শোনায়,কেন যে রাগের মাথায় কথাগুলো বলছিলাম ধ্যাত।আর কিছু না ভেবে উনাকে একটু সরিয়ে উনার পাশে শুয়ে পড়লাম,কিন্তু ওনার এই হাত এতো মোটা কেন জায়গা হচ্ছে না দিলাম একটা চিমটি।
.
সিফাতঃআউচ,চিমটি দিলা কেন,?
.
সিনহাঃহাত টা সরান জায়গা হচ্ছে না।
.
সিফাতঃআজিব তো জায়গা না হলে কি করবো হাত শরীর থেকে বাদ দিতে বলছো নাকি,?
.
সিনহাঃদরকার পরলে সেটাই করেন তারপরো হাত টা সরান আমার জায়গা হচ্ছে না।
.
সিফাতঃপারবো না সড়াতে।
.
সিনহাঃধ্যাত আপনাকে বলাও যা না বলাই ভালো।
.
সিফাতঃবাব্বাহ রাগ করেছে হেব্বি,ওর হাতটা ধরে টেনে নিজের সাথে মেশালাম।আমার হাতটা সরিয়ে ওর মাথার নিচে দিলাম। নড়াচড়া করে কেন এই মেয়ে ঘুমাতে দিবে না নাকি?খুব ঘুম পেয়েছে চোখ বন্ধ করতেই ঘুম এসে গেলো, ঘুমিয়ে পড়লাম,সিনহাও ঘুমিয়ে পড়েছে আমার বুকের মধ্যে।
.
to be continu
বিঃ দ্রঃ নিচে Next >> ক্লিক করলে পরবর্তী পর্ব পাবেন..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *