মিশে আছো আমার অস্তিত্বে

মিশে আছো আমার অস্তিত্বে !! Part-09

কিছুক্ষণ পর ডাক্তার এসে আকাশকে
তার কেবিনে যেতে বলল,,আকাশ সেখানে গিয়ে যা জানতে পারলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না।ডাক্তার তাকে জানালো যে আকাশের মায়ের কাছে আর বেশি সময় নেই,,পরিবারের সদস্যরা চাইলে তার সাথে এখন দেখা করে নিতে পারে,,খুব বেশী হলেও আর মাত্র দুই ঘণ্টা সময় আছে আকাশের মায়ের হাতে।আকাশের মায়ের লিভার ক্যান্সার ছিল তাও আবার থার্ড স্টেজের তাই লিভার নষ্ট হয়ে জার্মগুলো পুরো শরীরে ছড়িয়ে পড়েছে।
ডাক্তারের কাছ থেকে এমন জবাব পেয়ে আকাশ পুরোপুরি ভেঙ্গে পরেছে অনেক কষ্টে নিজেকে সামলে বাইরে বেরিয়ে এলো।আকাশকে বের হতে দেখে তৃষা আকাশের কাছে গিয়ে জিজ্ঞাসা করল-;
-:ডাক্তার কী বলল??(চিন্তিত হয়ে)
আকাশ চুপ করে আছে কোনো কিছু বলার ক্ষমতা নেই এখন তার,, চারিদিকে একবার তাকিয়ে ধীর গলায় বলে উঠলো-;
-:রিনা ক‌ই??
-:আপু তো…মানে উনি তো চলে গেলেন একটু আগে।
-:চলে গেল মানে!!(কিছুটা অবাক হয়ে)
-:মানে ওনার একটা ফোন কল আসায় উনি বেরিয়ে গেলেন।
আকাশ আর কিছু না বলে নিজের পকেট থেকে ফোনটা বের করে রিনার নম্বরে ডায়েল অরল কিন্তু অপর পাশ থেকে একজন মহিলা কন্ঠী বলে উঠলেন-;
-:আপনি যেই নম্বরে ডায়েল করেছেন সেটি এখন সুইচ অফ আছে।
আকাশের আর বুঝতে বাকি রইল না রিনা তার ফোনটা সুইচ অফ করে রেখেছে।ফোনটা পকেটে রেখে পাশে থাকা বেঞ্চে গিয়ে বসে পড়লো।আকাশকে এইভাবে বসে পড়তে দেখে তৃষা গিয়ে আকাশের পাশে বসল,,তারপর ধির গলায় জিজ্ঞেস করল-;
-:ডাক্তার কি বলল??মা সুস্থ হয়ে যাবে তো??
আকাশ আবারও চুপ হয়ে আছে,,আর তৃষা অধির আগ্রহে একটা নিরাপদ উত্তরের আশায় চাতক পাখির ন্যায় চেয়ে আছে তার মুখের দিকে। কিছুক্ষণ চুপ থেকে আকাশ বলে উঠলো-;
-:ম… মায়ের ক..কাছে আর মাত্র দুই ঘণ্টা সময় আছে।
এতটুকু কথা বলতে আকাশের গলা বার বার কেঁপে উঠছিল।আকাশের বলা কথাটা তৃষা যেন কোনোমতেই বিশ্বাস করতে পারছেনা,,তার সদ্য শুষ্কতা পাওয়া আঁখি যুগল মূহুর্তের মধ্যেই আবার আদ্র হয়ে উঠলো,,ভেজা গলায় বলে উঠলো-;
-: কিন্তু এটা কীভাবে সম্ভব??মায়ের এতো বাড়াবাড়ি হয়ে গেল কীভাবে??মা তো একদম সুস্থ ছিল,,অসুস্থতার কোনো লক্ষন আমি দেখি নি একয়দিন।
-:ডাক্তার বলল মায়ের লিভার নষ্ট হয়ে গিয়েছে আর শরীরের মধ্যে ক্যান্সারের জার্ম গুলো ছড়িয়ে পড়েছে,,মা হয়তো আমাদের বুঝতে দেয় নি..
আকাশ আরও কিছু বলতে যাচ্ছিল তার আগেই একজন নার্স এসে বলল-;
-:পেশেন্টের কনডিশান খুব খারাপ,,আপনার কেউ চাইলে তার সাথে দেখা করতে পারেন কিন্তু সেটা খুব তাড়াতাড়ি।
এই বলে নার্স চলে গেল,,নার্স চলে যাওয়ার পর‌ই আকাশ হন্তদন্ত হয়ে তার মায়ের কেবিনের দিকে হাঁটা ধরলো,,তৃষা ও আকাশের পিছন পিছন হাঁটা দিল। কেবিন গিয়ে দেখলো তার মা বেডে শুয়ে আছে দুহাতে ক্যানেল লাগানো,,মুখে অক্সিজেন মাস্ক।মায়ের এমন রূপ দেখে আকাশ আর কান্না আটকাতে পারল না হু হু করে কেঁদে উঠলো কিন্তু মাকে যে জড়িয়ে ধরে শেষ বারের মতোন কাঁদবে তার‌ও উপায় নেই,,মা যে তার আর আগের মতোন নেই যে যখন তখন হুটহাট করেই মাকে জড়িয়ে ধরবে,,তার মা যে আজ মৃত্যু পথযাত্রী।তার মায়ের প্রায় সারা শরীরে ক্যানেল আর মুখে মাস্ক লাগানো,,এইসব দেখে আকাশ বুঝতেই পারছে না যে সে তার মাকে কী উপায়ে অন্তত একবার হলেও জরীয়ে ধরবে।কিন্তু আর উপায় না পেয়ে খুব সাবধানে মায়ের ডানহাতের উপর হালকা করে হাত ছুঁইয়ে কাঁদতে লাগলো।
তৃষাও তার শাশুড়ি মায়ের এমন অবস্থা দেখতে পারছে না,,একপাশে চুপটি করে দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে।কমদিনের পরিচয় হলেও তিনি যেন তৃষার খুব কাছের একজন মানুষ হয়ে গিয়েছিল।আকাশের মা আলতো করে চোখ খুলে তাকালো তারপর তার কাঁপা হাতে আকাশের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো-;
-:আমার মনে হয় তোদের ছেড়ে চলে যাওয়ার সময় চলে এসেছে রে।
-:মা এইভাবে প্লিজ বলো না মা,, তোমার কিচ্ছু হবে না আমি তোমাকে অন্য কোথাও নিয়ে যাবো সেখানে তোমার ভালো চিকিৎসা করাব এটা ভালো হসপিটাল নয় এ আমার আগেই বোঝা উচিত ছিল।(কান্না করতে করতে)
-:চুপ কর বাবা মিথ্যা আশা দিস না আমি জানি আমার হাতে আর বেশি সময় নেই,,তুই আমার একটা কথা রাখবি??
-:মা ও মা এইভাবে বলো না প্লিজ তুমি আমার ছেড়ে কোথাও যেতে পারো না।
-:উফ তুই আমার কথা শোন চুপ করে,,আমি চলে গেলে একদম ভেঙে পড়বি না,,তোকে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে নিজের বাবার কোম্পানি টাকে আরও বড়ো করতে হবে।তুই যদি ভেঙে পড়িস তাহলে তো আমি মরে গিয়েও শান্তি পাবো না রে।
এতটুকু বলেই তিনি কাশতে লাগলেন,, আকাশ তাড়াতাড়ি করে বলে উঠলো-;
-:মা..তোমার খুব কষ্ট হচ্ছে না,,তুমি দাঁড়াও আমি ডাক্তারকে এক্ষুনি ডেকে আনছি।তৃষা তুমি মায়ের পাশে একটু বসো আমি এক্ষুনি আসছি।
এই বলে আকাশ বেড়িয়ে গেল,, আকাশের মা অসুস্থ গলায় বলে উঠলো-;
-:তৃষা
তৃষা পাশ থেকে বলে উঠলো-;
-:এ..এই তো মা আ..আমি এখানে।(কান্না করে)
-:আয় আমার পাশে এসে বস।
তারপর তৃষা র হাত নিজের হাতের মুঠোয় এনে বলে উঠলো-;
-:কথা দে তুই আমার এই পাগল ছেলেটাকে সামলাবি ওকে ছেড়ে কোনোদিন ও কোথাও যাবি না।আমি চলে গেলে ও যে বড্ড ভেঙে পড়বে ওকে তুই সিমলাবি কথা দে আমায়।
-:মা তোমার কিছু হবে..
আর কিছু না বলতে দিয়ে বলে উঠলো-;
-:দেখ তৃষা আমি বাচ্চা নয় আমি সব জানি তাই বলছি কথা দে আমায়।
তৃষা কাঁদতে কাঁদতে মায়ের হাত আলতো করে চেপে বলে উঠলো-;
-:কথা দিচ্ছি মা ওনাকে ছেড়ে আমি কোনোদিন ও যাবো না।
-:তুই আমাকে আজ অনেক শান্তি দিলি রে মা।ভালো থাকিস তোরা মন থেকে এই দোয়া করলাম।
একটু পর আকাশ এলো সঙ্গে ডাক্তার নিয়ে কিন্তু ততক্ষণে সব কিছু শেষ….
.
.
.
[বাকিটা নেক্সট