মিঃ নিরামিষ !! Part- 19
নিবিড় রুমে ঢুকেই চোখ বন্ধ করে ফেললো,তুলি জামা হাতে নিয়ে দেখতেছে
নিবিড়কে এখনও দেখেনি,জামা পরে নিয়ে পিছনে তাকিয়েই তুলির চোখ কপালে উঠে গেলো
তুলি-একি আপনি
নিবিড়-সরি আসলে
তুলি-আপনি খুব খারাপ😡😡😡😡
তুলি বালিশ সব গুলা নিয়ে নিবিড়ের গায়ে মারলো
নিবিড়-নানু ধমকিয়ে ঢুকিয়েছে আমাকে রুমে
তুলি-মিথ্যুক,
নিবিড় চুপচাপ এসে শুয়ে পড়লো,তুলি চোখ রাঙিয়ে নিজেও শুয়ে পড়লো,পরেরদিন সকাল সকাল সবাই বাসার জন্য রওনা দিলো,,
বাসায় এসে নিবিড় ব্যস্ত হয়ে পড়লো ওর ভার্সিটির কাজ নিয়ে,,
তুলি ওর মা বাবার সাথে ফোনে কথা বললো
মা-তুলি মা আমাকে উপর থেকে এই পাতিলটা নিয়ে দিবি, নিরব বাইরে বাজার করতে গেসে,নিবিড় ও নেই,
তুলি-ঠিক আছে মা
তুলি মই দিয়ে উঠে পাতিলটা হাতে নিলো,,পাতিল উপর করে দেখলো
পাতিলের ভিতর তেল ছিল,,বুয়া না ধুয়েই উপরে রেখে দিসে
তেল সব মইয়ের নিচের পার্টে এসে পড়লো
তুলি নামার জন্য পা রাখতেই পিছলিয়ে নিচে পড়ে গেলো,পায়ে খুব জোরে ব্যাথা পেলে,কারন অনেক উপর থেকে সে পড়ে গেসে
মা-কিরে তুলি,কেমনে হলো
তুলি ব্যাথায় মরে যাচ্ছে কিন্তু মাকে বললো তেমন কিছু না
পা নাড়াতেই পারতেছে না,এত ব্যাথা পেয়েছে যে তুলি মিনিটের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলে,,
নিবিড় রাতে বাসায় আসে,,চারিদিক কেমন নিস্তব্ধ হয়ে আছে,
নিবিড় নিজের রুমে এসে দেখে তুলি বিছানায় শুয়ে আছে,ঘুমাচ্ছে,,পায়ে ব্যান্ডেজ করানো
মা পাশে বসে আছে তুলির
নিবিড়-একি কি হইসে তুলির,মা?আমাকে কল দাও নি কেন
মা-তুলি মানা করেছে,তোর নাকি আজ কি জরুরি কাজ ছিল,তোকে disturb করতে মানা করছে
নিবিড়-তাই বলে ফোন দিবা না,doctor কি বলসে
মা-বলসে এটা সারতে এক মাসের বেশি লাগবে,পায়ে ভালো করে চোট পেয়েছে,,অজ্ঞান হয়ে গেসিলো
নিবিড়-আর নিরব তুই তো পারতি আমাকে ফোন দিতে
নিরব-ভাবী বারবার মানা করেছে,ভাবী এত চোট পেয়েও বারবার বলসে উনি ব্যাথা পাননি,
মা-তুই থাক ওর পাশে,আমি ডিনার রেডি করে আসি
মা নিরবকে নিয়ে চলে গেলেন,
নিবিড় ব্যাগ রেখে তুলির পাশে গিয়ে বসলো
নিবিড়-এতদিনে এটা তো বুঝলাম তুমি ব্যাথা পেলে বলো না,,
তুলির চেহারাতে কি যে মায়া ফুটে উঠেছে,,
নিবিড় অবাক চোখে তাকিয়ে আছে,ওর হাত হঠাৎ করেই তুলির চুলে চলে গেলো,
নিবিড় ওর চুল ঠিক করে দিলো,,
তুলির ঘুম ভাঙলো,,চোখ খুলে দেখলো নিবিড় বসে আছে মুখ কালো করে,
তুলি-রেগে আছেন?
নিবিড়-তুমি অতিরিক্ত করো সবসময়,আমাকে জানালে কি ক্ষতি হতো??
তুলি-কি দরকার,আপনি এসে কি করতেন?
নিবিড় এবার রেগে গেলো,উঠে fresh হতে চলে গেলো
তুলি-হুহ
মা-নিবিড় আমি আজকে অনেক কাজ করসি,তুই একটু তুলিকে খাইয়ে দে,,ও হয়ত নিজে খেতে চাইবে না
নিবিড়-ঠিক আছে
নিবিড় খাবার নিয়ে আসলো,
তুলি-আমি নিজের হাতেই খেতে পারবো,দিন
তুলি নিজে নিজে শুধু ২লোকমা খেলো,আর খেতে মন চাচ্ছে না ওর,,রেখে দিলো
নিবিড়-antibiotics খেতে হবে,আরও ২লোকমা খাও
তুলি-না,বমি আসে
নিবিড় নিজের হাতে জোর করে আরও দুলোকমা খাইয়ে দিলো তুলিকে,,হাতের সাথে লেগে ডালের বাটি তুলির জামার উপর পড়ে গেলো
নিবিড়-ইস,সরি সরি
তুলি-সরি বলে লাভ আছে?যান আলমারি থেকে একটা জামা এনে আমাকে দিন আর আপনি রুম থেকে বের হোন😡
তুলি change করে নিলো,,
নিবিড়-আসবো?
তুলি-হুম
নিবিড় অনেক ক্লান্ত ছিল তাই ঘুমিয়ে পড়লো,
তুলি ড্রিম লাইটের আলোয় নিবিড়কে দেখতেছে,,এত কিউট ছেলেটা,চশমা ছাড়া আরও কিউট লাগে
তুলি নিবিড়ের গালে হাত বুলালো,ওর কপালে হাত বুলালো,,
তুলি-আচ্ছা আমি উনাকে ভালোবেসে ফেলেনি তো?
নাহ এটা কেন হবে,আমি তো উনাকে ভালোবাসতে পারি না
তুলি উঠতে গেলো ভাবতে ভাবতে,পায়ের কথা তার মনে নেই,উঠতে গিয়ে খুব জোরে ব্যাথা পেলো,
তুলি-আহহহহ!
নিবিড় জেগে গেলো,লাইট জ্বালালো
নিবিড়-তুমি ঠিক আছো?কি হইসে?
তুলি-উঠতে গেসিলাম,
নিবিড়-বাথরুমে যাবা?আমি নিয়ে যাই?
তুলি-হুহ,লাগবে না,আর আপনি পাগল নাকি,আমার সাথে বাথরুমে যাবেন
নিবিড়-দরজা পর্যন্ত দিয়ে আসবো
তুলি-লাগবে না,আমি একাই যাব
নিবিড়-তো যাও,
তুলি-পরে
তুলি হেলান দিয়ে শুয়ে পড়লো,
নিবিড় আবার শুয়ে পড়লো,
তুলি বারবার নিজেকে আটকাচ্ছে,চোখ যেন নিবিড়ের দিকে না যায়,কিন্তু তাও চোখ তার নিবিড়ের দিকে গেলো
তুলি-উফ,আজকে এত কিউট লাগতেছে কেন এই ছেলেটাকে,ধুর ভাল্লাগে না
তুলি অনেক কষ্টে খাট থেকে নামলো,হাঁটার জন্য পা বাড়াতেই নিচে পড়ে গেলো,পড়ে যাওয়ার শব্দে নিবিড় উঠে গেলে,লাইট জ্বালিয়ে কোনো কথা না বলেই নিবিড় সোজা তুলির কাছে গেলো
তুলি-আমি নিজেই উঠতে পারবো
নিবিড় তুলিকে কোলে তুলে নিলো
তুলি হা করে নিবিড়কে দেখছে
নিবিড় তুলিকে খাটে নামিয়ে চলে যাওয়ার সময় তুলি নিবিড়ের শার্টের কলারটা টেনে ধরলো
নিবিড় অবাক হয়ে গেসে
তুলি নেশার চোখে নিবিড়ের দিকে চেয়ে আছে
নিবিড়-তুলি?তুমি ঠিক আছো?
তুলি নিবিড়ের মুখের দিকে এগিয়ে গেলো,শুধু একটু খানি দূরত্ব মাঝে,,
নিবিড় বুঝতেছে না সে কি করবে,,
তুলি-স্যার
নিবিড়-ঘুমাও,তোমার rest দরকার
নিবিড় নিজের কলার থেকে তুলির হাত ছাড়িয়ে উঠে বারান্দায় চলে গেলো
তুলি থ হয়ে বসে রইলে,কি করতে যাচ্ছিলো,,নিজের মাথায় বাড়ি দিয়ে তুলি শুয়ে পড়লো,,পাগলে ধরসিলো আমাকে ধুর!
নিবিড় আর রুমে আসলো না,ভোর হয়ে আজান দিতেই নিবিড় রুমে আসলো,তুলি ঘুমিয়ে গেছে, নিবিড়ের জায়গায় হাত রেখে ঘুমিয়ে আছে,নিবিড় আর তাকালো না,ওযু করতে চলে গেলো,,
প্রতিদিনের মত এসময়ে তুলি জেগে গেলো,নিবিড় নামাজ পড়ে এসে চা বানিয়ে বারান্দায় যাওয়ার সময় দেখলো তুলি উঠে বসে আছে
নিবিড়-চা খাবে?
তুলি মাথা নাড়িয়ে বললো খাবে
চলবে♥