মিঃ নিরামিষ

মিঃ নিরামিষ !! Part- 08

বাথরুমের আয়নায় তুলি দেখলো তার গলায় হলুদ,যা নিবিড় লাগিয়েছে,
নখ দিয়ে জোরে ঘষতেই উঠে তো গেলো সাথে হালকা চামড়াও
ব্যাথায় জোরে চিৎকার দিলো তুলি,,,তারপর বেরিয়ে আসলো বাথরুম থেকে,আয়নার সামনে রোবট হয়ে দাঁড়িয়ে আছে তুলি
ভাবী রুমে এসে দেখলো ওর গায়ের থেকে পানি ঝরছে,তাড়াতাড়ি তোয়ালে এনে মুছতে লাগলেন ভাবী
ভাবী-ঐ তুই পাগল হইছস,মাথার পানি নেস না কেন,কাল তোর বিয়ে, পরে তো বাসর ঘরে জামাই তোরে আদরের জায়গায় তোর সেবা করতে হবে বসে বসে
তুলি-ওরে কালই মেরে দিব
ভাবী-চুপ,বকবক করে,কি বলস এসব,সোনার টুকরো ছেলেরে মানুষ জামাই হিসেবে পায়,আর তুই গোটা স্বর্নই পেয়ে গেছস,এরকম ছেলে লাখে ১টা
তুলি-কি লাভ,১নম্বরের নিরামিষ, আমি তো কোটিতে ১টা চেয়েছিলাম
ভাবী-তোর সাথে কথায় পারা যাবে না,আমি তোয়ালে দিয়ে চুল মুছে দিসি,তুই hair dryer দিয়ে ভালো করে শুকিয়ে নে,,কোনো পানি যেন না থাকে
নিরব-একি ভাইয়া তোর এই হাল করসে কে,তোরে তো পুরো হলুদ দিয়ে গোসল করাই দিসে😂😂
নিবিড়-তোকে যে হোমওয়ার্ক দিসি করছস?
নিরব-আজকের দিন ও চেক করবা?
নিবিড়-হ্যাঁ বাসায় গিয়ে তোরে ধরবো,
নিরব মায়ের কাছে গেলো
নিরব-মা দেখো না ভাইয়া বলতেছে আজকে নাকি আমার পড়া ধরবে
মা-আরে দুষ্টুমি করসে,তুই যা সবাই খায় কিনা দেখ
নিবিড় টিসু নিয়ে মুখ মুছতে মুছতে সিড়ি দিয়ে নামতে লাগলো,,
তুলির মা-বাবা কিছু লাগবে নাকি?
নিবিড়-বাথরুমটা কোন দিকে,just মুখটা ধুবো
মা-সোজা গিয়ে ডান পাশের রুমটাতে যাও
নিবিড় তাই গেলো,
দরজা খুলতেই দেখলো তুলি তোয়ালে পরে আরেকদিকে ফিরে বসে আছে
নিবিড় কিছুটা ইতস্তত বোধ করলো,
তুলি ভাবলো তার বান্ধুবী এসেছে
তুলি-ভালো করেছিস এসেছিস,মলমটা খুঁজে দে,গলায় লাগাবো,শয়তানটা গলায় হলুদ লাগিয়ে দিসে,ধুতে গিয়ে চামড়াই উঠাই ফেলছি,,
নিবিড় দেখলো টেবিলে বইয়ের নিচে মলম,
সেটা নিয়ে তুলির পাশে রেখে চলে গেলো, কোনো কথা বললো না
তুলি মলমটা হাতে নিয়ে পিছনে তাকালো,কাউকে দেখলো না
মলম লাগিয়ে শুয়ে পড়লো তুলি,,
পরেরদিন সকালবেলা হইচই শুরু হয়ে গেলো,,১০টার দিকে তুলিকে পার্লারে নিয়ে গেলো,
সকাল থেকে তুলির মন খারাপ,,সাথে শরীরটাও খারাপ,
ভাবী-কিরে তোর মন খারাপ কেন?
এটা বলে ভাবী তুলির মাথায় হাত দিয়ে কেঁপে উঠলেন,জ্বরে গা ফেটে যাচ্ছে,
তোকে কাল যে বলসিলাম dryer দিয়ে শুকাতে,শুকাস নাই
তুলি-বাদ দাও
ভাবী ওষুধ এনে জোর করে হাতে ধরিয়ে চলে গেলো
তুলি টেবিলে রেখে দিলো,আর ওষুধ জানালা দিয়ে ফেলে দিলো
ছোটবেলা থেকে তুলি ওষুধ খেতে চায় না একদম,জানালা দিয়ে ফেলে দেয় সবসময়
ওকে রেডি করানো হলো,লাল টুকটকে শাড়ী,গা ভর্তি গয়না,,গোমটা দিয়ে নিয়ে গেলো ওর চাচাতো বোনেরা,,নিবিড়রা একটু আগে এসেছে,,নিবিড় ওর বন্ধুদের সাথে কথা বলতেছে,,
তুলিকে ওর বোনেরা হাত ধরে আনতেছে,নিবিড় কথা রেখে তুলির দিকে তাকালো,কি সুন্দর লাগতেছে,,
মুখটা মলিন,নিবিড় তাও মুচকি হেসে দিলো,
তুলি তাকালো না,নিচের দিকে তাকিয়ে আছে
ওকে নিবিড়ের পাশে বসিয়ে সবাই হাসি ঠাট্টা শুরু করলো,
নিবিড় বারবার তুলিকেই দেখছে
নিবিড়ের এক বন্ধু বলে উঠলো,ভাই বাসায় গিয়ে দেখিস,ভাবীর এখন হিচকি উঠে যাবে তা না হলে
নিবিড় আরেক দিকে চোখ ফিরিয়ে নিলো
দেখতে দেখতে বিয়েটাও সম্পন্ন হয়ে গেলো,
বিকেলে মা বাবা তুলিকে ধরে কাঁদলো,,শেষে তুলিও কেঁদে ফেললো,,গাড়ীতে তুলি বসে বাইরে তাকিয়ে আছে,নিবিড় এক নজরে তুলির দিকে চেয়ে আছে,তুলি একবারও তাকালো না
বাসায় এসে কত নিয়ম কানুন মেনে রাত ১০:৩০এ তুলিকে নিবিড়ের রুমে আনা হলো,,রুমটা বেলি ফুল আর রজনীগন্ধা দিয়ে সাজানো হলো
তুলি রুমে ঢুকে রোবট হয়ে গেলো,এটা কি সাজিয়েছে,এমন কেন,সাদা কেন,এত বিদগুটে কেন?
নিরব-কি ভাবী কেমন লাগলো সাজানো?
তুলি নিরবের দিকে ব্রু উচকিয়ে তাকালো
নিরব-আমার কি দোষ,ভাইয়ার গোলাপ ফুলে এলার্জি,আর সাদা রঙ প্রিয়,তাই সাজালাম
তুলি মাথা ধরে গিয়ে খাটে বসলো,সত্যি নিরামিষ, আমি ভুলেই গেসিলাম নিরামিষ মানুষের রুচি কেমন হতে পারে,
সবাই তুলিকে রেখে চলে গেলো
১১টার দিকে নিবিড় আসলো,দরজা লাগিয়ে পিছনে তাকালো,তুলি এক কোণে শুয়ে আছে,হাত পা নড়ছে,এখনও জেগে আছে
নিবিড় গায়ে শেরওয়ানি টা খুলে নিজের একটা টি শার্ট পরে নিয়ে তুলির opposite সাইডে শুয়ে পরলো
তুলি উঠে বসে পিছনে তাকালো
তুলি-কি শুয়ে পড়েছেন কেন?!!
নিবিড় উঠে বসলো
নিবিড়-তো?কি করবো?
তুলি-কথা বলবেন
নিবিড়-কি কথা বলবো?তুমি কি প্রাইভেট পড়তে চাও এখন?
তুলি রেগে আবার শুয়ে পরলো
নিবিড়-গিয়ে শাড়ী পাল্টিয়ে নাও,এটা পরে শুলে তোমার ঘুম হবে না
তুলি-বলতে হবে না,আমি এটা পরেই ঘুমাবো
নিবিড়-ওকে ফাইন
নিবিড় শুয়ে পড়লো
তুলি আবার উঠে বসলো
তুলি-এটা কি সাজাতে দিয়েছেন আপনার ভাইকে,দুটোর একটা ফুল ও আমার পছন্দ না,একটা গোলাপ রাখলেও মানাতো,এলার্জি তো কি হইসে,,আপনাকে তো খেতে হবে না
নিবিড় উঠে বসে তুলিকে ইশারা করলো
তুলি পিছনে তাকিয়ে দেখলো তুলির বরাবর জানালায় ফুলের একটি তোড়া
নিবিড়-অনেক কষ্টে এনেছি,আমি জানি তোমার গোলাপ পছন্দ,ওটা নিয়ে খেলো খুকি?আমি ঘুমাই
নিবিড় কাঁথা টেনে মুড়ি দিয়ে শুয়ে পড়লো
তুলি রেগে নিবিড়ের পেটে একটা ঘুষি বসিয়ে দিলো
তারপর ফুলের তোড়াটা হাতে নিয়ে বারান্দায় চলে গেলো ওখানে ক্যাকটাস দেখে আবার ফিরে আসলো,সোফায় এসে বসলো,ফুল হাতে দিয়ে কিছুক্ষন নিবিড়কে দেখে শুয়ে পড়লো,গোলাপ বলতে তুলি অজ্ঞান,জড়িয়ে ঘুমাচ্ছে
সকালে ৬টায় নিবিড় উঠলো,তুলি গোলাপ জড়িয়ে ঘুমাচ্ছে সোফায়
নিবিড় কিছুক্ষন তুলিকে দেখলো তারপর জামা নিয়ে fresh হতে চলে গেলো
এসে দেখলো তুলি এখনও ঘুমাচ্ছে
নিবিড় তুলির হাত ধরে নাড়তে গেলো,তুলির গায়ে এত জ্বর নিবিড় হাত উঠিয়ে ফেললো,
নিবিড়-একি এত জ্বর??কিভাবে আসলো এত??
নিবিড় তুলিকে টেনে তুললো
তুলি-কি?😒😡
নিবিড়-বিছানায় গিয়ে শোও
তুলি ফুল নিয়ে বিছানায় দুম করে শুয়ে পড়লো
নিবিড় চাদরটা এনে তুলির গায়ে জড়িয়ে দিলো ভালো করে
চলবে♥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *