ভালোবাসি হয়নি বলা

ভালোবাসি হয়নি বলা !! Part- 27

আমিঃ দেখো সকাল সকাল ফাজলামো শুরু করবা না এখন চলো নিচে যাউ আর আম্মুকে একটু সাহায্য করি
ছুটকিঃ আচ্ছা তবে পরে সব কিছু বলতে হবে কিন্তু
আমি কি বলব অনেকটা অবাক হয়ে ছুটকির মুখের দিকে তাকিয়ে রইলাম
আমিঃ দেখো আমাকে বাসায় যেতে হবে কাল রাত থেকে আমি বাসায় নেই আর কাল সারাদিন বাসায় ছিলাম না আমাকে অনেক টেনশন করতেছে আম্মু তোমাকে অন্য একদিন সব বলব
ছুটকিঃ এত সকাল-সকাল তুমি বাসায় চলে যাবা এটা হতে পারে না
আমিঃ আমাকে বাসায় যেতে হবে না হলে আম্মু আমাকে ভুল বুঝবে তখন আবার সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে
ছুটকি সাথে কথা শেষ করে নিচে নেমে দেখি শাশুড়ি মা নিচে বসে আছে
আমিঃ আম্মু আজকে আমি বাসায় যাই গতকাল রাত থেকে বাসায় নেই আম্মু অনেক টেনশন করতেছে, আম্মু কে না বলে চলে এসেছি এখনে
আম্মুঃ সেকি কথা তাই বলে কিছু না খেয়ে চলে যাবে এটা হতে পারে অন্তত নাস্তা করে যাও
আমিঃ আজকের জন্য মাফ করবেন আজকে কিছু খেতে পারব না আমাকে এখন বাসায় যেতে হবে
আম্মুঃ তাই বলে তুমি আমার বাড়ির পুত্রবধূ হয়ে একাই যাবে এটা হতে পারে না
আমিঃ আম্মু আমার কোন প্রবলেম হবে না আমি যেতে পারবো
আম্মুঃ আচ্ছা তুমি যাও আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে নামিয়ে দিয়ে আসতে
তারপর ড্রাইভার আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেলেন,,, আমার খুব টেনশন হচ্ছে বাসার ভিতরে গেলে আম্মু কি নাকি কি জানি বলে আবার ভাইয়ার কথা তো আছেই

ভয় ভয় করে বাসার ভিতরে প্রবেশ করলাম
ভেতরে প্রবেশ করে দেখি আম্মু রান্না ঘরে নাস্তা রেডি করতেছে আর ভাইয়া বাহিরে বসে আছে
আমি চুপচাপ অপরাধীদের মত ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালাম
ভাই আমাকে দেখতে পেয়ে
মিলনঃ কিরে আপু কালকে তুই ওই যে চলে গেলেই আমাকে বাসায় রেখে আর এখন আমার কথা মনে পড়লো
আমিঃ আসলে হয়েছে কি আমার একটা বান্ধবীর অ্যাক্সিডেন্ট হয়েছে তো তাকে দেখতে গিয়েছিলাম সে আমাকে আসতে দেয়নি আর আমি ফোনটা সাথে করে নিয়ে যায়নি এজন্য বাসায় জানাতে পারিনি
মিলন: মহান কাজ করেছিস ভালো হইছে আর তুই এখন আমার সামনে থেকে চলে যা তোর সাথে কোন কথা নেই আরি
আমিঃ লক্ষী ভাই আমার প্লিজ রাগ করিস না দেখ আমি ওখানে গিয়ে ফেঁসে গেছি তার জন্য কোনরকম যোগাযোগ করতে পারিনি প্লিজ রাগ করিস না
আমিঃ বললাম তো কথা নেই আমার চোখের সামনে থেকে সরে যা
আমিঃ এই যে আমি কানে ধরলাম এইযে উঠবস করতেছি তাও এইবারের মতো মাফ করে দেয় এরপর থেকে আর এরকম কোনো প্রকার ভুল হবেনা
মিলনঃ ওকে মাফ করে দিলাম এখন আম্মুকে গিয়ে রাজি করা আম্মু অনেক রেগে আছে তোর উপর
আমি এটাই মনে মনে ভয় পাচ্ছি আম্মু হয়তো আমার উপর অনেক রেগে গেছে এখন যে কি করি
আমি চুপিচুপি রান্না ঘরে প্রবেশ করলাম আর আম্মুকে পিছন থেকে জড়িয়ে ধরলাম
আম্মু অনেকটা ভয় পেয়ে গেছে এরকম হঠাৎ করে পিছন থেকে জড়িয়ে ধরেছিস তো তাই আম্মু ভয়ে পিছনে ফিরে দেখে আমাকে আমাকে দেখে তো রেগে মেগে একদম আগুন হয়ে গেল
আম্মুঃ তুই এখানে এসেছিস কেন চলে যা লাগবেনা তোর মত মেয়েকে
আমিঃ আম্মু প্লিজ এবারের মত মাফ করে দাও আমি আমার একটা বান্ধবী কে দেখতে গিয়েছিলাম সেখানে গিয়ে ফেঁসে গেছি আর ফোনটা সাথে করে নিয়ে জাই নি যার ফলে তোমাকে ফোন দিতে পারিনি (কান্না করে দিলাম)

আম্মুঃ দেখ ন্যাকামি কান্না আমার সামনে করবি না বলতেছি চোখের সামনে থেকে সরে যা
আমি চুপচাপ ওখান থেকে সরে আসলাম কারণে এখন যদি অতিরিক্ত বিরক্ত করি তাহলে হয়তো রাগের বশে অনেক কিছু হয়ে যাবে তাই আমি ওখান থেকে সরে আসলাম
রান্নাঘর থেকে বেরিয়ে এক দৌড় দিয়ে আমি আমার রুমে চলে গেলাম বিছানায় সুয়ে কাদতে লাগলাম কোন দিকে যাব আমি
আমার সাথে এমনটা হওয়া ছিল আমি কি এমন ভুল করেছিলাম যার শাস্তি আমি এখন পাইতেছি
আমার কি এমন অপরাধ একদিকে সামলাতে গেলে অপরদিকের মানুষের কাছে খারাপ হয়ে জাই
এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়ছি কখন যে ঘুমিয়ে পড়ছি নিজেও জানিনা
এইদিকে
মাহিনঃ ছুটকি তোর ভাবি কইরে
ছুটকিঃ ভাবি তো সকালে বাসায় চলে গেছে
মাহিনঃ মানে কি বলতেছিস এত সকাল-সকাল কিভাবে বাসায় চলে গেল আর একা
ছুটকিঃ আমি কিছু জানিনা আমি এত করে বললাম একটু পরে যাও আর ভাবী বলল যে বাসায় নাকি অনেক টেনশন করতেছে আর দেরি করে গেলে ভুল বুঝবে তাই চলে গেল
মাহিনঃ তাই বলে একা চলে যাবে কাণ্ডজ্ঞান’ কি কিছুই নেই
ছুটকিঃ আমি কিছু জানি না তবে চলে গেছে এটা জানি আর তোর কিছু লাগলে বল আমি এনে দিচ্ছি
মাহিনঃ আমার এখন কিছু লাগবেনা তুই এখন আমার চোখের সামনে থেকে সরে যা(অনেকটা রেগ হচ্ছেএখন)

এত বড় সাহস আমাকে না বলে চলে গেল আমাকে বলল যে বাইরে থেকে আসতেছে আর আমাকে ফাঁকি দিয়ে বাসায় চলে গেল দ্বারা দেখা পাই তারপর মজাটা বুঝবো
রেগে-মেগে ঘরের জিনিসপত্র সব ভেঙ্গে ফেললাম
কত বড় সাহস আমাকে না বলে বাসায় চলে যায়
দেখা আগে পাই তারপর বুঝাবো কত ধানে কত চাল আমাকে না বলে বাসায় চলে যায়
রাগের বশে মনে হচ্ছে মাথাটা ফেটে যাবে
উফফফ আর কিছু ভাবতে পারতেছিনা এখন আবার মাথাব্যথা শুরু করে দিল
মাথাটা দুই হাত দিয়ে চেপে ধরে বিছানার উপর বসে পড়ল

কত বড় সাহস আমাকে না বলে বাসায় চলে যায়

চলবে……