বস বয়ফ্রেন্ড Season-4

বস বয়ফ্রেন্ড Season-4 ! পর্ব- ৯

ভাবছি স্যার আসলেই ওতো টাও খারাপ না।
খারাপ ই যদি হতেন তাহলে আমাকে বাঁচাতে
যেয়ে নিজে আহত হতেন না।
উনি আসলে নারকেল এর মত।
উপরে শক্ত কিন্তু ভেতর টা নরম।
উপর উপর শক্ত দেখালেও ভেতরে আসলে
ওতটা শক্ত নয়।
ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেলাম।
চোখ খুলে ঘড়ি র দিকে তাকালাম ৬ টা
বাজে।
আজ হঠাত এত সকালে ঘুম ভাংল বেপার কি।
অনেক দিন ধরে ওই পার্ক টাতে আর যাওয়া
হয়না জগিং এর জন্য।
আজ যখন এত সকালে উঠেছিই তাহলে যাওয়া
যাক।
টাওজার আর গেঞ্জি পরে বের হয়ে গেলাম
জগিং এ।
জগিং করে একটু বসলাম পুকুরের সামনে
রাদ – সেই সুর টা মনে হচ্ছে।

আদর- আরে স্যার এইখানে? ?
জগিং এ এসেছে মেবি।
কেমন আছে জিজ্ঞেস করে আসি।
স্যার স্যার!!!

রাদ- তুমি? ?

আদর- হ্যা জগিং এ এসেছিলাম।
আপনার হাত এখন কেমন …..?

রাদ- এইসব ফালতু কথা বলার টাইম নাই
আমার।বাই।

আদর- আরে আরে স্যার!!!
আরে ধুত্তুরি
আমি আবার কি ফালতু কথা বললাম??
আজব ব্যপার।
আমি ত তার খবর নিতে চাচ্ছিলাম।আচ্ছা
আমি ত মানুষ।মানুষ হিসেবে কি তার খবর
নিতে পারিনা? ??
angry bird একটা।
ধুর।
রাদ- যখন ই ভাবি ও আমার খুব কাছে তখনি
আবার দুরে চলে যাও।যখনি তোমাকে ভুলে
যাই আবার কেনো সামনে চলে আসো? ??
কেনো পাইনা খুজে তোমাকে। damn it.
অফিসে-
আদর- অফিসে এসে টেবিল এ আগে ব্যাগ
রেখে স্যার এর কেবিন এ গেলাম স্যার এর
কেবিন টা ঠিক করতে।
এখনও স্যার আসেনি।
স্যার এর কেবিন টা ঠিক করতে করতে একটা
ছবি পেলাম স্যার এর।
ছবি দেখে বক বক করতে লাগলাম- এহ কি লুক
রে বাবা।
angry bird একটা।
বলি মানুষ এর সাথে ত normally কথা বলা
যায়। কিন্তু না।
সব সময় এত রেগে থাকার কি আছে হ্যা।
পাজি, জল্লাদ।
গোমড়া মুখো কোথাকার।

রাদ- আমি যে পিছনে দাড়িয়ে দাড়িয়ে ওর
কথা শুনছি ওর হুশ ই নেই।
তাহলে ওকে একটু হুশ এ আনা যাক।
আমি ওর পিছনে গিয়ে দাড়িয়ে হাত থেকে
ছবি টা নিয়ে নিলাম।

আদর- এই কে রে…….. (ইইইইইই … খাইসেরে
স্যার।
উনি কখন আসল??? আদর তুই ত শেষ)
good morning sir.
বলেই চলে আসছিলাম।
রাদ- wait.
আদর- থমকে দাড়ালাম।
( আজ আমি শেষ মনে হচ্ছে। )
জি স্যা….. স্যা….. স্যার।

রাদ- ওর দিকে এগিয়ে যেতে যেতে angry
bird তাইনা।

আদর- এএ সেটা আবার কি স্যার।
আমি ত এমন কিছু চিনিই না।

রাদ- পাজি, জল্লাদ।

আদর- কি বলেন স্যার।।। আপনি ত অনেক ভাল।
পাজি, জল্লাদ কেমন হয় আপনি জানেন ই না।
কি যে বলেন না।

পিঠ ঠেকল দেওয়ালে।
( আল্লাহ বাচাও)

রাদ- গোমড়া মুখো? ?

আদর- ( স্যার সব শুনছে। তুই ও না বক বক শুরু
করলে আর আশে পাশে তাকাইস না।
বক বক করতেই থাকিস।উফফ এখন কি হবে , এর
থেকে ভালো পালাই)

রাদ- ও পাশ দিয়ে চলে যাচ্ছিল আমি পাশে
দেওয়ালে হাত রাখলাম।
ওই পাশেও হাত রাখলাম।

আদর- (স্যার এমন করে তাকিয়ে আছে মনে
হচ্ছে আমাকে কাচা খেয়ে ফেলবে।

অপলক দৃষ্টি তে আমার দিকে তাকিয়ে
আছে। )

রাদ- আমি কিছু বলতে যাব তখনি আদর ফিক
করে হেসে দিল।what the hell?? why r u
laughing? ?

আদর- sir. i remember a joke.
wanna listen? ?
রাদ- এই মেয়ে r u mad or what?? এই situation
এ তোমার জোক মনে পরল? ??
r u serious? ? r u listening urself? ??

আদর- উনার কথায় আমি চুপ হয়ে গেলাম।

রাদ- get back to ur work.
leave.
i said leave.
.
আদর- আমি তাড়াহুড়া করে বের হতে
যাচ্ছিলাম হাত লেগে ফুলের ভাস টা পরে
যেরে নিচ্ছিল কোনো মিত সামলিয়ে দ্রুত
বের হয়ে আসলাম।
সোজা নিজের ডেস্ক এ।

এনা- কি বেপার এইভাবে বের হয়ে আসলে??
কি হয়েছে।

আদর- না কিছুনা।

কাজে মন দিলাম।

এনা- এ মা কি ব্যপার।
নিজে নিজে হাসছো যে? ?

আদর- আসলে একটা জোক মনে পরল।
শুনবা।

এনা- বল বল।

আদর- জোক বলার পর সবাই হেসে ঊঠল।

ইমু – good one.
আসলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল।

আদর – মনে হল কেউ মাথায় বারি দিল।
এই কে কে।
পিছন ফিরে দাড়া হলাম।
স্যার আপনি।

রাদ- হুম।
এই ফাইল টা দিতে আসলাম।চেক ইট।

আদর- ওকে।

রাদ- কেবিন এ ঢুকে হাসতে হাসতে আমার
অবস্থা খারাপ।
তখন ফাইল দিতে যেতে জোক ড়া শুনেছিলাম
।কোনো মত হাসি আটকে রেখেছিলাম।
কিন্তু আর পারলাম না।

আদর- আমি কেবিন এর দরজাতে দাড়িয়ে
দাড়িয়ে স্যার এর হাসি দেখছি।
আর অবাক হচ্ছি কি সুন্দর তার হাসি।

রাদ- পিছন ফিরে দেখি আদর দাড়িয়ে।হাসি
থামিয়ে
কি চাই??

আদর- স্যার এই চেক টাতে সাইন দরকার ছিল।

রাদ- ওকে রেখে যাও।

আদর- রেখে বাইরে আসলাম।

ইমু- কিরে কি ভাবছিস।

আদর- আজ নিয়ে ২ বার স্যার কে হাসতে
দেখলাম।
কি অদ্ভুত সুন্দর।

ইমু- ওমা তাই নাকি? ?
হাসির প্রেমে পরেছ নাকি স্যার এর? ?

আদর- প্রেমে?? তাও ওই angey bird এর? ?
মাথা খারাপ? ?

এনা- না হলেই ভালো।
বলা ত যায় না
কে কখন কার প্রেমে পরে।

আদর- ধুত্তুরি তোমাদের বলাই ভুল হইছে।

এনা- হ্যা তা ত হবেই।
হেহেহে।

কাজ শেষ এ বাসায় আসলাম।
আদর- আসলেই কি এমন হতে পারে? ?
স্যার আর আমি? ?
আরে ধুর কি ভাবছি আর আমি তার কথাই
কেন ভেবে যাচ্ছি।
ধুর মাথা গেছে কই সে আর কই আমি??
চাদ কি মাটিতে আসে নাকি।
এর থেকে ভালো আদর তুই ঘুমা।

রাদ- কফি খেতে খেতে বারান্দা তে
গেলাম।
where r u ?? where????
তুমি বলে কি কিছু আছে? ? নাকি শুধুই
মরিচিকা? ??
মনে হচ্ছে এই ত এখনি তোমাকে পেয়ে যাব
কিন্তু তারপর ই উধাও হয়ে যাও।
কেন? ?
why? ? why damn it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *