বজ্জাত বস রোমান্টিক হাজবেন্ড !! Season -4 !! Part- 33
তিথিঃ(আশার আর সময় পাইলো না উফফফ,,,কিছু ক্ষন পর আসলে কি হতো উফফ একটা চুম্মা আরো পেতাম,,,,,বজ্জাত বেডি একটা হু)
তিথি চোখ একটু খুলে খাদিজাকে গালি দিচ্ছে,,প্রচুর রাগ লাগছে তিথির,,দাঁতে দাঁত খিচে বলে
তিথিঃ(বরের সাথে একটু রোমাঞ্চ ও করতে দেয় না বা*)
খাদিজাঃ ভাইজান খালাম্মা কইছে আর কিছু লাগবেনি??
আবিরঃ না লাগবে না,,,খাওয়া শেষে আমি নিয়ে যাবো বা ডাকবো ওকে,,,
খাদিজা রুম থেকে চলে যায়,,তিথি আবার চোখ অফ করে রাখে,,,আবির তিথির দিকে তাকিয়ে দেখে ঘুম,,,,
আবিরঃ ভাগ্যিস ঘুম না হলে এখন ক্যাচক্যাচ করে মাথা খাইতো,,,,
তিথিঃ(বজ্জাত এনাকন্ডা এইসব না কইয়া আগে আমারে চুম্মা দে,,,,হিহি ঘুমের অভিনয় কইরা তো আজ ভালোই পাইলাম হিহি)
তিথি মুচকি মুচকি হাসে,,আবির কিছু টা অবাক যে তিথি ঘুমের মধ্যে এইভাবে হাসে,,,তিথির দিকে পলক ভাবে তাকিয়ে আছে বুজার জন্য আসলে জেগে আছে নাকি ঘুমে,,,,
কয়েক মিনিট পর তিথি ভাবে আবির সরে যায় তাই এক চোখ একটু খুলেই দেখে আবির,,,দেখেই ভয় পেয়ে যায় আবির ভ্রু কুচকে জিজ্ঞেস করে
আবিরঃ না ঘুমিয়ে ঘুমের অভিনয় কেন করছো?
তিথিঃ কই না তো,,,আমি তো এমনি চোখ খুলি ঘুম থেকে উঠার পর হিহি,,,
আবিরঃ অহ তাই,,,তো হাসলে কেন
তিথিঃ অই যে সুন্দর স্বপ্ন দেখেছি অনেক,,,
আবিরঃ কি এমন স্বপ্ন যে এইভাবে পাগলের মত ঘুমে হাসলে??একটু আমিও শুনি অই স্বপ্ন
তিথিঃ সত্যি আপনি আমার স্বপ্ন শুনবেন উফফ এতো দিন পর কাউকে পাইছি মনের মত যে আমার স্বপ্ন গুলো শুনবে,,,
আবিরঃ ওহ হ্যাঁ ভুলেই তো গেলাম যে তোমার স্বপ্ন এতো মারাত্মক যে শুনে আমি এখানে হয় বেহুঁশ না হয় হার্ট এক্যাট করবো,,,,
তিথিঃ কিইই???
আবিরঃ কিছু না তো বলো হাসির কারন,,,
তিথিঃ আসলে আমি দেখছি যে,,,,,,,
আবিরঃ কি দেখলে???
তিথিঃ হ্যাঁ তাই তো কি দেখলাম আমি?(গভীর চিন্তাভাবনা নিয়ে)
আবিরঃ তা আমি কিভাবে বলতাম যে তুমি কি স্বপ্ন দেখলে আজিব,,,,আচ্ছা খেতে উঠো ওষুধ আছে তোমার আবার ওকে,,,
তিথিঃ কিন্তু কি স্বপ্ন দেখেছি আমি??
আবিরঃ ভাবতে থাকো তুমি আমি খাইয়ে দেই কেমন
তিথিঃ ওহ খাইয়ে দিবেন,,,(অনেক খুশি হয়ে)
আবিরঃ হ্যাঁ কেন নিজে খাবে?
তিথিঃ না না আমি এইটা কখন বলছি আজিব,,,আপনি যেহেতু এতো শখ করে আমাকে খাইয়ে দিতে চান আমি কি মানা করতে পারি বলুন(লজ্জায় কথা গুলো বলছে,,)
আবিরঃ তো টমেটো এর মত গাল গুলো কেন এমন করছো???
তিথিঃ টমেটো এর মত করছি মানে?
আবিরঃ অই যে লাল,,,,
তিথিঃঅইটা টমেটো এর মত লাল না বুজলেন,,,লজ্জা মাখা মুখ বলে হু কিছু জানে না হাবারাম,,,
আবিরঃ ওহ তুমি লজ্জা ও পাও???আসলে আমি জানতাম না যে ঝগড়াটি এলিয়েন গুলো আবার লজ্জা ও পায়,,,যাক তাহলে মানুষের মত কিছু টা প্রভাব তো আছে,,,,
তিথিঃ আপনার মানে কি হ্যাঁ???
আবিরঃ কই কিছু না তো,,,
আবির উঠে যায় প্লেট নিয়ে ভাত নেয় আগে তিথিকে মেখে খাইয়ে দিতে থাকে,,যদিও তিথি কিছু টা অভিমান করে কিন্তু আবিরের হাতে খাওয়ার সুযোগ সে ছাড়তে চায় না,,,,খেতে খেতে তিথি বলে উঠে
তিথিঃ অহ হ্যাঁ মনে পড়েছে,,,
আবিরঃ কি মনে পড়েছে আবার তোমার??
তিথিঃ স্বপ্ন,,,,
আবিরঃ অহ আচ্ছা আনি ভাবছি কোন লটারি পেলে যেভাবে বললে,,,
আবির তিথির মুখের দিকে ভাত তুলে ধরে তিথি খেতে খেতে বলে
তিথিঃ আমি স্বপ্ন দেখছি যে,,,,
আবিরঃ খেয়ে নাও আগে তারপর বলিও,,,খাবার মুখে নিয়ে কথা বলে না বুজলে,,,এমনি সারাক্ষণ তো মুখ একটা বকবক করে ব্যাথা করে ফেলো এখন একটু শান্তি দাও
তিথিঃ হু
চুপচাপ তিথি খেতে থাকে আর আবিরের দিকে তাকাতে থাকে,,সত্যি যে আবির টা বড্ড মায়াবী ছেলে,,,চুল গুলো কপালে পড়ছে,,,গালে খোচা খোচা দাড়ি যা দেখতে বিষন ভালো লাগছে তিথির,,অপলক ভাবে তাকিয়ে আছে সে আবিরের দিকে,,
আবিরঃ এইভাবে না তাকিয়ে চুপচাপ খাও
তিথি আবিরের কথা শুনে তাড়াতাড়ি নজর ফিরায়,,
তিথিঃ কই না তো আমি তাকাচ্ছি কই হু৷
আবিরঃ দেখেছি আমি আপনি যে ড্যাবড্যাবিয়ে তাকিয়ে আছেন আমার দিকে মনে হচ্ছে গিলে খাবেন,,,
তিথিঃ আপনি কি চকলেট যে আমি গিলে খাবো হু,,,
আবিরঃ হুম বুজছি এখন খেয়ে নাও ওষুধ আছে
তিথিঃ আপনি খাবেন না???
আবিরঃ হুম তুমি খাওয়ার পর খাবো,,,
তিথি চুপচাপ খেয়ে নেয়,,আবির তিথিকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নেয়,, তারপর প্লেট গুলো রেখে তিথিকে ওষুধ দেয়,,,
তিথিঃ এই গুলা কি গরুর টেবলেট??
আবিরঃ মানে কি?
তিথিঃ এতো বড় বড় যে ভাবতেছি এইসব আমি কেমনে খাবো??
আবিরঃ এক কাজ করো খাইও না গিলে নাও,,
তিথিঃ দুইটা তো সেম কথা হু,,
আবিরঃ বেশি কথা বলো তাড়াতাড়ি খাও তো,৷
তিথি ওষুধ খেয়ে নেয় আবির খাদিজাকে ডেকে বলে সব নিয়ে যেতে,,সব কিছু নেওয়ার পর আবির তিথির পাশে গিয়ে শুয়ে পড়ে,,,
তিথিঃ আপনি কি ঘুমাবেন??
আবিরঃ কাল অফিস আছে,,এইসব ঝামেলার কারনে অফিসে যাওয়া হয় নাই যেতে হবে,,,
তিথিঃ ওহ আচ্ছা,,
আবিরঃকেন?কিছু কি বলবে?
তিথিঃ না মানে আমার না ঘুম আসছে না তাই,,,
আবিরঃ সারাদিন ঘুমালে ঘুম আসবে কত থেকে?
তিথিঃ হু,,
আবিরঃ আচ্ছা আমি ঘুমাই,,,,
তিথি অন্য দিকে তাকাই আছে আবির ঘুমিয়ে যায়,,অনেক ক্ষন হয় কিন্তু তিথির ঘুম কিছু তে আসে না,,,রাতের ১ টা বাজে তিথি পুরো রুমে ঘুরছে
তিথিঃ ভালো লাগছে না কিছু দূর,,,
তিথি বারান্দায় গিয়ে দেখে বাহিরে বৃষ্টি পড়ছে দেখতে বেশ সুন্দর এই লাগছে,,রুমে এসে আবিরকে ডেকে দেয়
তিথিঃ এই যে শুনছেন??
আবিরঃ তিথি ঘুমাতে দাও প্লিজ সকালে অফিস আছে,,,
তিথিঃ প্লিজ উঠুন আমার না ঘুম আসছে না,,,
আবিরঃ খুব ক্লান্ত লাগছে তিথি প্লিজ আজ ঘুমিয়ে যাও কাল অনেক কথা বলবো,,,,
তিথিঃ না আপনি এখন উঠবেন কি না হ্যাঁ??? যদি না উঠেন তাহলে আমি আপনার মুখে পানি মেরে দিবো হুম,,
আবির বেচারা আর ঘুমাতে কি পারে তিথির অত্যাচারে,,,উঠে বসে তিথির দিকে ঘুম ঘুম ভাবে তাকিয়ে বলে
আবিরঃ কি করবো বলো নাচবো???
তিথিঃ ওয়াও আপনি নাচতে পারেন কি মজা
আবিরঃ এক থাপ্পড় মারবো ফাজলামি করলে,,,
তিথিঃ এই একদম বকবেন না তো,,,,
আবিরঃ আচ্ছা আজ প্লিজ ঘুমিয়ে যাও প্লিজ
তিথিঃ না ক্ষিধে পেয়েছে,,,,
আবিরঃ ভাত খেয়েছো কত ক্ষন হয়েছে যে এখন খাবে???
তিথিঃ ২ ঘন্টার বেশি হইছে আমার ক্ষিধে পাইছে ব্যস
আবিরঃ ওকে আমি নিয়ে আসি,,,
তিথিঃ নুডুলস
আবিরঃ এখন কে করবে??
তিথিঃ কেন আপনি?
আবিরঃ আপনি পারি না,,,
তিথিঃ আনি শিখাই দিবো আপনি করবেন,,,চলেন চলেন এখন
আবির আর কি করবে বেচারা যায় তিথির সাথে,,,কিচেনে গিয়ে পানি বসায় চুলায় তারপর পেয়াজ কাটতে থাকে,,,তিথি আবিরের কান্ড দেখছে পেয়াজ কাটছে ঠিক কিন্তু তার চোখ আর নাক দিয়ে পানি পড়ছে,,নাক টানছে আর কাটছে,,,
তিথিঃ আপনি কান্না করছেন???
আবিরঃ তুমি রাতের ২ টায় আমাকে দিয়ে কি করাছো আল্লাহ ,,
তিথিঃ বউয়ের জন্য করছেন এখানে আফসোস এর কি আছে হু,৷
আবিরঃ সেটায়,,,এলিয়েন বউ যে জুটেছে কপালে আমার,,,
তিথিঃ হু,,,
আবির নুডুলস রান্না করে তিথি যেভাবে বলে,,,তারপর দুই কাফ কফি বানিয়ে নেয়,,,
আবিরঃ এখানে খাবে?
তিথিঃ না বারান্দায় বৃষ্টি দেখবো আর খাবো,,,,
আবিরঃ ওকে চলো তাহলে কিন্তু সাবধানে হাঁটবে কেমন,,,
তিথিঃ ওকে,,,,
তিথি আর আবির বারান্দায় যায়,,,বাহিরে প্রচুর বৃষ্টি পড়ছে আর তারা এইদিকে গল্প করছে আর নুডুলস খাচ্ছে,,,,মুহূর্ত টা অনেক সুন্দর ছিলো তিথির কাছে,,,আবিরের সাথে বসে মাঝ রাতে এইভাবে নুডুলস খাওয়া আর বৃষ্টি দেখা,,,,
তিথিঃ একটা কথা বলি?
আবিরঃ হুম,,
তিথিঃ আপনি তো অনেক ভালো গিটার বাজাতে পারেন?
আবিরঃ তুমি কিভাবে জানলে?
তিথিঃ আমি যখন আপনাদের বাসায় ছিলাম না অই সময় একদিন শুনেছি অনেক সুন্দর বাজান,,,
আবিরঃ ওহ আচ্ছা,,,
তিথিঃ আজ কি শুনাবেন আমাকে গিটার এর সুর সাথে গান??
আবিরঃ শুনবে কি?
তিথিঃ যদি আপনি চান আর কি?
আবিরঃ ওকে ওয়েট নিয়ে আসি গিটার,,,
কফি কাফ টা রেখে আবির রুম থেকে গিটার টা নিয়ে আসে,,,তিথি তো আজ বেশ হেপ্পি আবির তাকে এতো রাতে গিটার বাজিয়ে শুনাচ্ছে,,,,মনের আনন্দে যেন আজ সে আত্নহারা,,,
আবির গিটার নিয়ে এসে তিথির পাশেই বসে,,,গিটার এর সুর তুলে,,,,আর একটি গান গায় যা তিথির মন ছুয়ে যায়,,,
🎶🎶🎶ভালো লাগা থেকে ভালোবাসা
ধীরে ধীরে কাছে আসা,,,
বদলে গেছে সবই আমার নেই তো আগের মত,,,দিনে দিনে বারছে প্রেম কাছে আসো যখন তুমি
এতো টা দিন ধরে ছিলে হৃদয় জুড়ে,,,
চাইনি তুমি ছাড়া এই জীবনে,,,,
ভালোবাসা নাকি প্রেম হলো না যে আমার
🎶🎶🎶🎶
তিথি শুধু মুগ্ধ নয়নে তাকিয়ে আছে আবিরের দিকে,,,,আর আবির চোখ বন্ধ করে বাজাচ্ছে গিটার,,,আবিরের কাছে ও এই মুহূর্ত টা অনেক ভালো লাগে,,,তিথির সে খোলা চুল গুলো বাতাসে উড়ছে আর আবিরের কাছে তিথির সে চোখ দুটি যেখানে কেমন যেন এক খুশি তা দেখে ভালো লাগছে,,,,
অনেক ক্ষন হয়ে যায় তারা এইভাবে গল্প গান গিটার এর সুর বাজানো এইসব এই করছে,,,
আবিরঃ তিথি,,,
তিথিঃ হুম,,
আবিরঃ ভালো লেগেছে???
তিথিঃ হ্যাঁ অসাধারণ আপনার গান আর গিটার এর সুর তো কি বলবো,,,,
আবিরঃ যাক তাহলে গাওয়া টা সার্থক হলো,,৷
তিথিঃ কেন?
আবিরঃএতো রাতে গান শুনালাম তাই,,,আচ্ছা এই জন্য তো আমার কিছু পাওয়া উচিত যেহেতু আমি তোমাকে এতো কষ্ট করে রাতে উঠে নুডুলস বানিয়ে খাওয়ালাম আবার গিটার বাজিয়ে গান ও শুনালাম তো আমার কি কিছু প্রাপ্য নয়..?
তিথিঃ কি লাগবে আপনার বলুন,,
আবিরঃ আচ্ছা থাক পরে এক সময় চেয়ে নিবো বুজলে,,,দিবে কিন্তু
তিথিঃ ওকে দিবো,,,
আবিরঃ হুম,,,
তিথিঃ ঠান্ডা লাগছে,,,
আবিরঃ ভিতরে চলো,,,
তিথিঃ না এখানে থাকবো,,,
আবিরঃ আচ্ছা ওয়েট আমি কম্বল নিয়ে আসি,,,
আবির একটা পাতলা কম্বল নিয়ে আসে তারপর দুইজনে মুড়িয়ে বসে একই কম্বল এর ভিতর,,,
এইভাবে তারা দুইজন গল্প করতে থাকে অনেক ,,রাতের ৪ টার দিকে তিথি আবিরের ঘাড়ে ঘুমিয়ে পড়ে এইদিকে আবির কথা বলতেই আছে,,,,হুট করে খেয়াল করে তিথি ঘুম,,মুচকি হেসে বলে
আবিরঃ পাগলি একটা,,,আমার ঘুম শেষ করে নিজে আরামে ঘুম,,,আসলেই পাগলি বউ আমার,,,,
তিথিকে কোলে নিয়ে রুমে নিয়ে যায়,,হালকা জড়িয়ে ধরে সেও ঘুমিয়ে পড়ে,,,,
চলবে,,,,,,,,,