বজ্জাত বস রোমান্টিক হাজবেন্ড

বজ্জাত বস রোমান্টিক হাজবেন্ড Season 2 !! Part- 42 (Last-Part)

আবিরঃ হুম এখন চলো ঘুমাই,,ঠান্ডা লাগবে
আবির তিথিকে নিয়ে গিয়ে ঘুমিয়ে পড়ে,,,,আবিরের বুকে মাথা রেখে তিথি ঘুমের রাজ্যে প্রবেশ করে,,,
সকালে ঘুম ভাঙ্গে পাখির কিচিরমিচির ডাকে,,,আবিরের সে মায়াবী মুখখানী দেখে যেন তিথির মন জুড়ে যায়,,ভালোবাসার মানুষটি যে এখন সব সময় তার কাছে থাকবে এই টা ভেবে যে আনন্দ পাচ্ছে তার হয়তো সীমা নাই,,,,,
তিথি উঠে যেতে লাগে আবির তিথির হাতটি ধরে জড়িয়ে ধরে বলে
আবিরঃ আর একটু ঘুমাও প্লিজ (ঘুমান্ত আওয়াজে)
তিথিঃ অনেক সকাল হয়ে গেছে প্লিজ ছাড়ো,,
আবিরঃ প্লিজ আর একটু তোতাপাখি

তিথি হাজার চেস্টা করে ও পারে নাই,,,আবিরের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে আবার,,,
অনেক ক্ষন পর তিথির আবার ঘুম ভাঙ্গে ঘড়ির দিকে তাকিয়ে দেখে ১১ টা,,,,মাথায় যেন বাজ পড়লো,,এতো সময় হয়ে গেলো আর কেউ তাকে ডাকে নাই,,আবিরের দিকে তাকিয়ে দেখে আবির এখনও সে বাচ্চাদের মতো চেহারা করে ঘুমাচ্ছে,,,,আবিরের কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে তিথি ওয়াশরুমে চলে যায়,,,কিছু ক্ষন পর শাওয়ার নিয়ে বের হয়ে দেখে আবির এখনও ঘুম,,,
তিথিঃ আমাকে বলে আমি নাকি ঘুমপাগলী এখন নিজে কি হ্যাঁ সে তো আস্তা একটা ঘুমপাগল বজ্জাত
তিথি আয়নার সামনে বসে বসে আবিরকে অনেক কিছু বলছে,,,ভিজা চুল গুলো মুছে কাজল চোখে লাগাতে থাকে,,,,,আবিরের ঘুম ভাঙ্গায় সে অপলক ভাবে তাকিয়ে আছে আয়নার দিকে,,,তার তোতাপাখিকে যে আজ অসম্ভব সুন্দর লাগছে,,,,বেগুনি কালারের একটা শাড়ি,,,ভিজা চুল,,চোখে কাজল,,দেখতে যে পুরো মায়াবী,,আবির তো যতই তার তোতাপাখিকে দেখে তোত মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে,,,ভালোবাসা যেন তাদের মধ্যে ভরপুর,,,যেখানে রয়েছে অনেক বিশ্বাস,,,ভালোবাসা,কেয়ার,সম্মান,, তাদের সম্পর্ক টা যেন সব চেয়ে সুন্দর একটা সম্পর্ক,,,
দেখতে দেখতে ৯ মাস কেটে যায়,,,,এই ৯ মাসে তিথি অনেক খিটখিটে হয়ে যায়,,,রাগ তার প্রচুর বেরে যায়,,,আর আবির টা ও যে বড্ড বেশি ফাজিল হয়ে গেছে,,ফাজিল এর চেয়ে বেশি ফাজিল,,,তাদের ভালোবাসা যে আরো বেরে যায়,,,আবিরের কাছে তো তিথি প্রত্যেক দিন পরী লাগে,,প্রত্যেক সকালে তিথির সে ভিজা চুল আর সে মিষ্টি হাসি দেখে তার ঘুম ভাঙ্গে,,,
তিথির আজকে ৯ মাস পুরো পুরা হলো প্রেগন্যান্টের,,,,হ্যাঁ আমাদের তিথি প্রেগন্যান্ট,,,তার এই প্রেগন্যান্সির মধ্যে সে অনেক পরিবর্তন হতে থাকে,,,আর আবিরের অবস্থা খারাপ 😂😂মাঝ রাতে তার কিছু খেতে ইচ্ছে করলে হয় আবির নিজে বানায় না হয় বাহিরে গিয়ে দোকানদার কে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসে😂😂না আনলে তো তিথি আবিরের কিমা কিমা করে😂😂

কিছুটা মোটা হয়ে গেছে তিথি এই প্রেগন্যান্সিতে,,,একটা মেহেরুন কালারের শাড়ি পড়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে,,,গাল ফুলিয়ে নিজে নিজে বলে
তিথিঃ আমি কতো মোটা হয়ে গেছি😢আল্লাহ এতো মোটা কেন হলাম,,,আম্মুউউ রে আমিইই মুটি হয়ে গেছি৷
আবির পিছন থেকে দাঁড়িয়ে সব শুনছে আর মুখ চেপে হাসছে,,,,তিথি যে কিউট ফেস করে কথা গুলো বলছে তাকে সত্যি খুবই কিউট লাগছে,,,,দেখতে আরো মায়াবী আর গুলুমুলু হয়ে গেছে আমাদের তিথি,,আবিরের হাতে কিছু শপিং প্যাকেট ছিলো ওই গুলো ঘাটে রেখে তিথির সামনে এসে তিথির গালে দুই হাত রেখে বলে
আবিরঃ কে বলছে আমার তিথি মোটা হয়ছে???তাকে আজকে আমি শেষ করে ফেলবো হুম
তিথিঃ সত্যি আমি মোটা হই নাই
আবিরঃ একদম না,,তোমায় তো এখন অনেক কিউট লাগে,,পুরো গুলুমুলু বউ আমার
তিথিঃ কুত্তায়ায়া হারামিইইইইইই তুই আমাকে গুলুমুলু বললি😡😡😡তার মানে আমি মুটি😭😭😭
আবিরঃ আরে পাগলী আমি কখন বললাম এই টা যে তুমি মুটি,আমি তো শুধু বলছি এই প্রেগন্যান্সিতে তোমায় আরো বেশি সুন্দর লাগে,প্রতিদিন যে তোমার প্রেমে নতুন করে পড়ি আমি,,,,তোমার এই মায়াবী চোখে যে ডুবে যাই প্রত্যেক বার,,,তোমার এই ঘ্রাণ যা আমাকে পুরো পাগল করে,,,,বিশ্বাস করো তিথি আমি কতো টা খুশি তা তোমায় বলে বুজাতে পারবো না,,কারণ আমি যে বাবা হচ্ছি,,আর বাবা হওয়া পৃথিবীর সব চেয়ে বড় সুখ আনন্দের যা আমি পেয়েছি,,,,,
তিথি শুধু মুগ্ধ হয়ে আবিরের দিকে তাকিয়ে আছে,,আবিরের মুখে যে খুশি তা সে বুজতে পারছে আবির কতো টা হেপ্পি,,আবির তিথির গালে দুই হাত রেখে বলে
আবিরঃ সারাজীবন তোমাকে আর আমাদের বেবীকে নিজের চেয়ে বেশি ভালোবাসবো,,,সারাজীবন তোমাদের ছায়া হয়ে থাকবো,,,,কখনো তোমাদের উপর বিপদ আসতে দিবো না,,,সারাজীবন আমার তোতাপাখিকে ভালোবেসে যাবো আর তাকে আরো বেশি জ্বালাবো বুজলে তোতাপাখি
তিথি আবির কে জড়িয়ে ধরে কিন্তু ভালো করে ধরতে পারে না তিথির পেটের জন্য 😂,,তিথি আবিরের দিকে তাকিয়ে কান্না করে দেয়
তিথিঃ দেখলে আমি মুটি হয়ে গেছি😭😭দেখলে
আবির তিথির চোখের পানি মুছে দিয়ে বলে
আবিরঃ পাগলী
আবির তিথিকে পিছনে ঘুরিয়ে জড়িয়ে ধরে,,তিথির পেটে হাত রেখে বলে
আবিরঃ দেখলে তুমি মোটা হও নাই,,তাই না মাম্মা
তিথিঃ মাম্মা হবে তুমি সিউর??যদি পাপ্পা হয় তাহলে???
আবিরঃ জ্বি না ম্যাডাম আমি জানি আমার মাম্মা আসবে যে তার আম্মুর মতো কিউট হবে,,
তিথিঃ হা হা হা

আবির তিথির ভালোবাসার দুষ্টু মিষ্টি ঝগড়া তো প্রতি দিন থাকে,,,,দেখতে দেখতে আরো কিছু দিন কেটে যায়,,,,তিথির পেইন শুরু হয় তাকে হাসপাতালে ভর্তি করা হয়,,,তিথিকে যখন আই সি উইতে নিয়ে যাওয়া হয় তখন আবিরের অবস্থা পুরো খারাপ,,,প্রায় কান্না করার অবস্থা,,,,,পরিবারের সবাই কেবিনের বাহিরে দাঁড়িয়ে আছে,,,,আবিরের বুকটা ধুপধাপ করা শুরু করে দেয় প্রচুর,,,,,
অনেক ক্ষন হয় যায় কিন্তু ডাক্তার এখনও বের হয় নাই,,,ভয়ে কলিজা শুকিয়ে যায়,,,কিছু ক্ষন পর একটা নার্স ছোট একটা বাচ্চা তাওয়াল বেরিয়ে নিয়ে আসে আবিরের সামনে,,,,আবির উঠে দাঁড়ায়,,,একঅতা ফুটফুটে মেয়ের বাবা যে হয়েছে আবির,,,, আবিরের দিকে ড্যাবড্যাবিয়ে তাকিয়ে আছে তার মেয়ে,,,,বাচ্চার দিকে তাকিয়ে যেন আবির হারিয়ে যায়,,বাচ্চাকে যখন কোলে নেয় তার সে ছোট ছোট হাতে নিজের আঙুল রাখে,,,,চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে,,,বাবা হওয়ার সুখ যে অনেক বড়,,,,,এক শান্তি অনুভব করছে যখন সে তার বাচ্চাকে কোলে নিয়েছে,,,,হুট করে তিথির কথা মাথা আসছে
আবিরঃ নার্স আমার তিথি
নার্সঃ উনি ঠিক আছে,,কেবিনে সিপট করা হয়েছে,,,,,দেখা করতে পারেন,,,
আবির বাচ্চাকে নিয়ে কেবিনে যায়,,,তিথির চোখের কোণায় পানি এসে জমে যায় বাবা মেয়েকে দেখে,,আবির তিথি কোলে তাদের মেয়েকে দেয়,,,,তিথি মেয়ের কপালে আলতো করে চুমু দেয় আর আবির তিথির কপালে,,,,,,,ভালোবাসা যে আজ তাদের পরিপূর্ন হলো,,, আবির তিথির ভালোবাসা বেঁচে থাকুক সারাজীবন,,,,
সুখে থাকুক তারা,,,,আবির তিথির দুষ্টু মিষ্টি ঝগড়া ভালোবাসা বেঁচে থাকুক আজীবন,,,,,
~~~~~~~~~~~~❤সমাপ্ত❤~~~~~~~~~~~
(এই গল্পে আমি অনেক ভালোবাসা পেয়েছি,,,সবাই কে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এতো ভালোবাসা দেওয়ার জন্য,,,আবির তিথি সুখের সংসার করুক আর ঝামেলা করতে চাই না,,,,,,আমাকে অনেক সহ্য করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ,,,আমি আবার কবে নতুন গল্প নিয়ে আসবো জানি না কারণ আমি অনেক অলস যার জন্য এই গল্প ও ঠিক করে দিতে পারি নাই কিন্তু আপনারা আনার পাশে ছিলেন,,সবাই অনেক ভালোবাসা আর ধন্যবাদ,, ভালো থাকবেন,, আর হ্যাঁ প্লিজ ইসরাত জাহান ইশুকে কেউ ভুলবেন না😢😢
আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম)

 

বিঃ দ্রঃ “ লেখাঃ ইসরাত জাহান ” লেখকের লেখা অন্য গল্প গুলো পড়তে এখানে ক্লিক করুন !!

এক পলকে দেখে নিন সহজে গল্প খুঁজে পাওয়ার সুবিধার্থে দেওয়া হল