বজ্জাত বস রোমান্টিক হাজবেন্ড

বজ্জাত বস রোমান্টিক হাজবেন্ড Season 2 !! Part- 38

তেমন কাউকে বলে নাই,,শুধু বাসার মানুষ আর,, আমান আকাশ এইরা,,, কাজি এসে কাবিন নামা ঠিক করে,,আবির ও তিথিকে এক সাথে বসানো হয়,,,,, পাঁচ কালেমা পড়ে কবুল বলে তারা দুই জন ইসলাম অনুযায়ী স্বামী-স্ত্রী,,,আর আইন অনুযায়ী ও,,,,আবির তিথির বিয়েতে আজকে সবার চোখের কোণায় জমানো পানি,,৷ আবিরের এতো দিনের কষ্টের পর আজ সে তার তিথিকে পেয়েছে,,,,
আবির তো আজ অনেক খুশি এই টা ভেবে যে আজ তার তিথিকে সে পেয়েছে,,,অনেক কষ্ট,,অনেক কিছু সহ্য করেছে,,কত না ঝড় আসলো তাদের জীবনে কিন্তু আবির হার মানে নাই,,,,ভালোবাসার কাছে সব কিছু তুচ্ছ আসলে,,,সত্যি কারের ভালোবাসাই পারে সব কিছু কে পিছিয়ে আগে বারতে,,,ভালোবাসার মানুষটি হাত ধরে সারাজীবন থাকার কথা ভেবে তার জন্য এতো বছর অপেক্ষা করে তাকে আজ ফিরে পাওয়ার খুশি আসলে অনেক বেশি,,,,
বিয়ে শেষ আবির মিষ্টি নিয়ে তিথির মুখে দেয়,,হালকা একটু মুখে দিয়ে আবিরকে খাইয়ে দেয়,,,,আবিরের চোখে চোখ পড়ায় তিথি চোখ সরিয়ে ফেলে কারণ আবিরের চোখে যে দুষ্টুমি ভাব তা পুরো বুজা যাচ্ছে,,,
সবাই আজ অনেক খুশি আবির আর তিথির জন্য,,,আমান আর আকাশ মিলে আবিরের বাসররাত সাজায়,,,অনেক সুন্দর করে সাজানো হয়েছে,,,
রাতে খাওয়া দাওয়া শেষ করে বৃষ্টি তিথিকে তার রুমে নিয়ে যায় রুমে ঢুকে যেন তিথি পুরো থমকে যায় কি না লাগছে আজ রুমটা,,,চারপাশে ছোট ছোট মোমবাতি,,,লাল গোলাপ দিয়ে সব জায়গায় সাজানো আর বিছানায় লাল গোলাপ দিয়ে বড় করে লাভ সাজানো হয়েছে,,,,,রুমটা যে আজ এতো সুন্দর লাগছে তিথি পুরো মুগ্ধ,,,
বৃষ্টিঃ এহেম এহেম
তিথিঃ পানি খাবে???

বৃষ্টিঃ দূর ভাবি তুমিও না,,,,আজকে তোমার জন্য অনেক স্পেশাল দিন কিন্তু 😛😛😛
তিথিঃ আমার না খুব নার্ভাস লাগছে😖😖
বৃষ্টিঃ তুমি আর নার্ভাস 😞😞তোমাদের তো প্রেম করে বিয়ে হয়েছে তার পর ও ভাবি
তিথিঃ আজিব প্রেম করে বিয়ে হলে বুজি নার্ভাস হওয়া যায় না,,,তুমি বুজি হয় নাই
বৃষ্টিঃ হুম তা তো ঠিক,,,আচ্ছা আমি যাই তুমি থাকো
তিথিকে বিছানায় বসিয়ে বৃষ্টি চলে যায়,,,,বৃষ্টির খুব নার্ভাস লাগছে তাই সে উঠে বারান্দায় চলে যায় আর আকাশের সে সুন্দর চাঁদের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে,,,,ঠান্ডা ঠান্ডা শীতল বাতাসে যে আজ প্রচুর ভালো লাগছে তিথির, ,,,,,আকাশের দিকে এক পলকে তাকিয়ে আছে,,চাঁদের চারপাশে তারা গুলো যে অনেক ঝিকমিক করছে আজ,,,চাঁদের ঠিক ডান পাশে তিনটা তারা এক সাথে ঝিকঝিক করছে দেখতে খুবই অপূর্ব লাগছে,,,
আবির রুমে এসে দেখে বিছানায় তিথি নাই,,,মুচকি হেসে দেয় কারণ সে বুজতে পারে তার তোতাপাখি কই থাকতে পারে এখন,,,,আবির দরজা লাগিয়ে বারান্দায় গিয়ে দেখে ঠিক সে,,,,তার তোতাপাখি আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে,,,,
আবির পিছন থেকে তিথিকে জড়িয়ে ধরে,,,,তিথির ঘাড়ে নিজের থুতনি রেখে বলে
আবিরঃ কি ভাবছেন মিসেস আবির রহমান
তিথি আবির রহমান নাম টা যে আজ থেকে তিথির নামের সাথে জড়িয়ে গেলো এই টা ভেবে তার কি যে আনন্দ লাগছে সে হয়তো মুখে প্রকাশ করতে পারছে না,,তিথি আবিরের হাতে হাত রেখে বলে
তিথিঃ জানো আজকে না ওই আকাশের চাঁদ ও খুব উজ্জ্বল লাগছে,,,আজকে ওই চাঁদ ও যে খুব খুশি আমাদের সম্পর্কে
আবির তিথিকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে তিথির গালে দুই হাত রেখে বলে
আবিরঃ আজকে আমার তোতাপাখিকে ওই চাঁদ থেকে বেশি সুন্দর ও উজ্জ্বল লাগছে,,,,চাঁদ আজ খুব হিঃসে করছে আমার তোতাপাখিকে দেখে,,,,
তিথিঃ 😂😂😂বেশি হচ্ছে মিস্টার বজ্জাত এনাকন্ডা
আবিরঃ জ্বি না মিস থুক্কু মিসেস তিতা

তিথি গাল ফুলিয়ে ফেলে,,,আবির তিথির গালটা একটু টেনে বলে
আবিরঃ আমার তোতাপাখিকে আজ এতো সুন্দর লাগছে যে আমি আজ শেষ পুরো
তিথিঃ ওহ তাই নাকি?
আবিরঃ জ্বি ম্যাডাম
তিথি আর কিছু বলতে যাবে তার আগে আবির তিথিকে কোলে করে নিয়ে যায় রুমে,,,,
তিথিঃ কি করছো নামাও
আবিরঃ শিসসসস
তিথি বেচারি লজ্জায় এমনি শেষ তার মধ্যে আবিরের সে মাতাল করা চাহিনী,,,,আবির তিথিকে বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দেয়,,,,তিথির গালে চুমু দিতে থাকে,,,তিথির হাততা শক্ত করে চেপে ধরে তিথির ঠোঁটে ডুবে যায়,,,,দুই জন যেন আজ হারিয়ে যায় একে অপরের মাঝে,,,,,দুইজনে ডুবে যায় ভালোবাসার সাগরে,,,,,তাদের ভালোবাসা যে আজ স্বপ্নের দুনিয়ায় সাঁতার কাটছে,,,,
রাতের ৩ টা,,,তিথি আবিরের দিকে সে কখন থেকে তাকিয়ে আছে,,,,,আবিরের সে কিউট চেহারা যা আজ এতো সুন্দর লাগছে বলার বাহিরে,,,,,আবিরের পিঠে কিছুটা খামচির দাগ,,,দাগ গুলো দেখে তিথি প্রচুর লজ্জা পায় নিজে নিজে,,, আবিরের সে মায়াবী চেহারায় যে আজ মায়াটা আরো বেরে গেছে,,,আবিরের সে ছোট ছোট চুল সব এলো মেলো হয়ে আছে,,,,
তিথি আবিরের কপালে আলতো করে চুমু একে দেয়,,,ভালোবাসার মানুষটি যে অনেক কষ্ট পেয়েছে তা ভেবে চোখের কোণায় পানি জমে যায়,,,,আবিরের গালে আবার একটা চুমু দেয়,,,চোখে জমা থাকা পানিটা টপ করে আবিরের গালে বেয়ে পড়ে,,,,তিথি আবিরের চুলে হাত দিয়ে আবিরের চুল নিয়ে খেলছে,,,হঠাৎ আবিরের চোখ খোলায় তাড়াতাড়ি সরে যেতে লাগে আবির তিথিকে টান মেরে নিজের বুকে ফেলে দেয়,,,,
তিথি লজ্জায় আবিরের চোখে না তাকিয়ে বুকের মাঝে মুখ লুকায়,,,,,আবির তিথির কানের কাছে মুখ নিয়ে বলে
আবিরঃ আমার বউ আমায় এতো চুমু দিচ্ছে তাও ঘুমে আছি তখন
তিথিঃ আপনি তার মানে ঘুমান নাই???
আবিরঃ আবার আপনি😡😡
তিথিঃ সরি তুমি,,,তার মানে তুমি ঘুমাও নাই???
আবিরঃ যদি ঘুমাতাম তাহলে তো আর আমার বউয়ের আদর স্নেহ দেখা টা মিস কর‍তাম,,,,
তিথিঃ তুমি আস্তা একটা বজ্জাত এনাকন্ডা 😡😡
আবির তিথিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে
আবিরঃ উফফফ তোমার এই রাগ😍😍😍আমি তো শেষ 😍😍
তিথিঃ বজ্জাত আস্তা ফাজলামি ছাড়া আর কিছু জানে না😡😡
আবিরঃ আমি সব কিন্তু শুধু তোমার
তিথিঃ অন্য কারো ভাবলে তো কান কেটে ফেলবো হুম
আবিরঃ😂😂😁তাই বুজি ম্যাডাম

আবির তিথিকে বুকে জড়িয়ে বলে
আবিরঃ জানো তিথি আমার বুকটা না খুব খালি ছিলো এতো দিন আজ আমার বুকটা যেন পূর্ন হলো,,,,আজ আমি আমার তোতাপাখিকে এতো আদর করবো যে এই দুইবছরের সব ভুলিয়ে দিব,,,
ভালোবাসায় আজ দুইজনে এক অন্য দুনিয়ায়,,,
ভালোবাসার মানুষকে পাওয়া আসলে সৌভাগ্যের ব্যাপার,,,সবাই পায় না তাদের ভালোবাসার মানুষটিকে আর যারা পায় তাদের চেয়ে সুখি আর সৌভাহ্যবান আর কেউ হয় নাই,,,সবাই সত্যিকারের ভালোবাসা ধরে রাখতে পারে না,,অবহেলা করে যায় আর যখন ভালোবাসার মানুষটির মূল্য বুজে হয়তো তখন অনেক দেরি হয়ে যায়,,,সময় থাকতে ভালোবাসার মানুষটির হাত আগলে ধরে রাখা উচিত না হলে জীবনের মুল্যবান জিনিসটি হারিয়ে ফেলে,,,একটু অবহেলা ও কাছের মানুষকে দূরে সরিয়ে দেয়,,,সবাইকে শুধু এই টাই বলবো সময় থাকতে ভালোবাসার মানুষটির হাত আকড়ে ধরে রাখিয়েন,,পরে দেরি হয়ে গেলে সব হারাবেন,,,,
সকালে,,,,,
আজানের মিষ্টি সুরে ঘুম ভাঙ্গে তিথির,,,,,,চোখটা হালকা খুলে দেখে দেখে বাহিরে হালকা আলো আর পাখির কিচিরমিচির ডাক,,,,সকাল টা যেন আজ অনেক সুন্দর লাগছে তিথির কাছে,,,,মুখটা উঁচু করে আবিরের দিকে তাকিয়ে দেখে বাচ্চাদের মতো ঘুমাচ্ছে,,,রাতের কথা মনে করে নিজে নিজে খুবই লজ্জা পায়,,, আবিরের কপালে আলতো করে চুনু দিয়ে ওয়াশরুমে চলে যায়,,আর শাওয়ার নিতে থাকে,,,কিছু ক্ষন পর অযু করে জায়নামাজ নিয়ে নামাজ আদায় করতে থাকে,,,নামাজ শেষ করে কিছু ক্ষন কুরআন শরীফ পড়ে,,,,,,মুনাজাতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আবিরের মতো এমন একজনকে তার জীবন সাথী হিসেবে পাঠানোর জন্য,,,,আল্লাহ সবার জন্য ভালো কিছু লেখে রাখছে,,,,,হয়তো প্রথমে দুঃখ দেয় কিন্তু দুঃখের পরে আবার সুখ দেয়,,,,
তিথি মাথা থেকে ওড়না সরিয়ে আবিরের পাশে যায়,,আর চুলের পানি আবিরের মুখে মারে😂😂আবির অন্য পাশে ফিরে যায় তিথি আবার অন্য পাশে গিয়ে আবার চুলের পানি মারে,,,,তিথি মুচকি মুচকি হাসছে আর চুলের পানি মারছে,,,,,আবির চোখ খুলে তিথির দিকে তাকায় তিথি যেতে লাগে তখন তার হাতটি ধরে টান দেয়,,,টান পড়ার সাথে সাথে তিথি এসে আবিরের বুকে পড়ে,,তার ভিজা চুল গুলো সব আবিরের মুখে,,,,,
আবির চুল গুলো সরিয়ে তিথির কোমড় চেপে ধরে তিথির ঘাড়ে কিস করছে আর চুলের ঘ্রাণ নিচ্ছে,,,তিথি উঠার চেস্টা করছে কিন্তু আবির কিছুইতে উঠতে দিচ্ছে না,,,,,,,
তিথিঃ ফাজলামি কম করো প্লিজ ছাড়ো
আবিরঃ আজকে ছাড়বো না,, আমি আমার বউকে জড়িয়ে ধরেছে তাতে তোমার কি হুম
চলবে,,,,,,,,,,,,